13/10/2025
Late night poetry .
" শীতের নীরবতা "
শীত এলেই মনটা ভারী হয়ে যায়,
কোনো স্মৃতি নেই—তবুও কিছু যেন হারাই।
হাওয়ায় মিশে থাকে নীরব এক সুর,
যেন হৃদয় ডাকে, কিন্তু নাম জানি না তার।
আকাশ মেঘলা, তবুও কিছু আলো থাকে,
হয়তো সেই আলোয় লুকিয়ে আছে আমার পুরোনো আমি।