Ctg4310

Ctg4310 কিছু কিছু অংকের যেমন কোন সমাধান থাকে না
তেমনি জীবন সব হিসেব কখনোই মিলানো যায় না।

08/07/2025
🔥 আগুন যেখানেই লাগুক, ছাই কিন্তু বাতাসে ওড়ে 🔥আজ চুলকানি যেখানেই, কাল হাহাকার সেখানেই!পৃথিবী জুড়ে একচেটিয়া শক্তির খেলা আ...
23/06/2025

🔥 আগুন যেখানেই লাগুক, ছাই কিন্তু বাতাসে ওড়ে 🔥
আজ চুলকানি যেখানেই, কাল হাহাকার সেখানেই!

পৃথিবী জুড়ে একচেটিয়া শক্তির খেলা আর সহ্য করবে না মধ্যপ্রাচ্য।
বনের কছুতে যারা আঘাত করেছিল, এখন সময় এসেছে প্রতিঘাতের—
প্রতিটি ঘাঁটিতেই বাজবে জবাবের দামামা।

🇮🇷 ইরান শুধু দেশ নয়, এখন প্রতিরোধের প্রতীক।
যে আগুন জ্বলে উঠেছে, তা শুধু একটি ঘাঁটি নয়, পুরো অহংকারকে ছাই করে দেবে।

🌪️ অন্যায় যেখানে শুরু, প্রতিরোধ সেখানেই জন্ম নেয়।
🩸 প্রতিটি আগ্রাসনের উত্তর এবার ছড়িয়ে পড়বে—শুধু মুখে নয়, মাঠেও।

আজ যারা চুলকায়, কাল তারা চেঁচাবে।
আর ইতিহাসের পাতায় লেখা থাকবে—
👉 একটি জাতিকে দমন করা যায়, থামানো নয়।

22/06/2025

✈️ যুক্তরাষ্ট্র ইরানে হামলা করেছে?

কবে ও কোথায়: ২০২৫ সালের ২২ জুন, যুক্তরাষ্ট্র বিমান বাহিনী ও নৌবাহিনীর টমাহক ক্ষেপণাস্ত্র ও B‑2 স্টিলথ বোম্বর বোমা ব্যবহার করে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক সংস্থানে হামলা চালায়: ফোর্ডো (Fordow), নাতান্জ (Natanz) এবং **ইসফাহান (Isfahan)** ।

কি মজার বিষয়! 😄বাঙালির বুদ্ধির কোনো তুলনা নেই,আর TCP মালের জন্য তো বুদ্ধি যেন ৫জি স্পিডে চলে! 📦🚚যেখানে লাইনে দাঁড়িয়ে থাক...
22/06/2025

কি মজার বিষয়! 😄
বাঙালির বুদ্ধির কোনো তুলনা নেই,
আর TCP মালের জন্য তো বুদ্ধি যেন ৫জি স্পিডে চলে! 📦🚚

যেখানে লাইনে দাঁড়িয়ে থাকাটা নিয়ম,
সেখানে বাঙালি ঠিকই বুদ্ধির খেলা দেখিয়ে
লাইন মেনিং-এর মধ্যেও শর্টকার্ট বের করে ফেলে! 🎯

19/06/2025

গল্প: “এক কাপ চা আর এক জীবনের গল্প”

রাত ১১টা। শহরের ব্যস্ততা তখন কিছুটা নিস্তব্ধ। ফুটপাতের এক কোনে বসে চা বানাচ্ছে আবুল চাচা। বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই। মুখে শান্ত হাসি, চোখে ক্লান্তি।

একজন তরুণ এসে চায়ের অর্ডার দিলো। চা বানাতে বানাতে চাচা জিজ্ঞেস করলেন—

— "পড়াশোনা করো না কাজ করো বাবা?"

ছেলেটা হালকা হেসে বললো,
— "চাকরি করি, কিন্তু জীবনটা আটকে আছে। মনে হয় কিছুই ঠিক মতো হচ্ছে না।"

চাচা চুপচাপ চা এগিয়ে দিয়ে বললেন,
— "জানো বাবা, আমি একসময় একটা প্রাইভেট কোম্পানির ম্যানেজার ছিলাম। অফিস, গাড়ি, সব ছিল। কিন্তু জীবন একটা সময় এমন জায়গায় নিয়ে গেল, সব হারিয়ে গেল। স্ত্রীর মৃত্যু, সন্তানের দূরে চলে যাওয়া, আর আমি একা..."

ছেলেটা চুপচাপ শুনছিল।

চাচা আবার বললেন,
— "এই চায়ের দোকানটাই এখন আমার জীবন। কিন্তু আফসোস করি না। কারণ আমি শিখে গেছি, জীবন মানে শুধু পাওয়া নয়, হারিয়েও বেঁচে থাকার নাম।"

ছেলেটা মাথা নিচু করে বলল,
— "আপনি আসলেই বড় মনের মানুষ।"

চাচা হেসে বললেন,
— "বড় মন নয় বাবা, সময় মানুষকে অনেক কিছু শেখায়। জীবন আমাদের যেমন বানাতে চায়, আমরা শেষমেশ ঠিক সেভাবেই গড়ে যাই।"

রাত আরও গভীর হলো।
এক কাপ চা শেষ হলো।
আর জীবনের একটা নতুন উপলব্ধি শুরু হলো…

---

#জীবন #বাংলাগল্প #অনুভূতি #সময় #প্রেরণা #মনছোঁয়া

19/06/2025

🌿 জীবন মানে শুধু অপেক্ষা নয়, অপেক্ষার মধ্যেও জীবন...

জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো কেটে যায় অপেক্ষা করতে করতেই —
কখনো একটা সুদিনের আশায়,
আবার কখনো শুধু একটা মানুষের ফিরে আসার অপেক্ষায়...

সময় যায়, মন ক্লান্ত হয়, কিন্তু আশা ছাড়ে না।
কারণ আমাদের ভেতরে কোথাও একটা বিশ্বাস থাকে —
একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে...

কিন্তু যত দিন যায়, বুঝি…
অপেক্ষা আসলে কাউকে পাওয়ার নাম নয়,
বরং সেটা কাউকে ভীষণভাবে ভালোবাসার আর প্রার্থনা করার অন্যরকম একটা নাম।

🕊️
#জীবন #অপেক্ষা #ভালোবাসা #আশা #সময় #সুদিন #মনছোঁয়া_লেখা

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Ctg4310 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ctg4310:

Share