"Monthly Caitanya Sandesh"

"Monthly Caitanya Sandesh" The largest and wide read monthly religious newspaper in Bangladesh. http://csbtg.org/ Email us:

পরিবার মানে অনেক দায়িত্ব ও কর্তব্য এবং তার সঙ্গে রয়েছে বিবিধ সমস্যা নিরসনের সংগ্রাম। পারিবারিক জীবনে রকমারি সমস্যার সমাধ...
27/11/2024

পরিবার মানে অনেক দায়িত্ব ও কর্তব্য এবং তার সঙ্গে রয়েছে বিবিধ সমস্যা নিরসনের সংগ্রাম। পারিবারিক জীবনে রকমারি সমস্যার সমাধান করতে গিয়ে কেউ কেউ হিমশিম খায়, কেউবা জীবনযুদ্ধে পরাজিত সৈনিকের মত ব্যর্থ মনোরথে হাল ছেড়ে দেয়, কেউবা আবার চরম বিষাদে বিষাদগ্রস্ত হয়ে আত্মহননের পথ বেছে নেয়। পরিবারের এমন কিছু সমস্যা ও তার সমাধান নিয়ে পরামর্শ দিচ্ছেন ইস্কন গৃহস্থ ভিশন টিমের এর অভিজ্ঞ সদস্যবৃন্দ। যারা সারাবিশ্বে বৈদিক ভাবাদর্শের উপর ভিত্তি করে এসব বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন। তাদের এই সব পরামর্শ ধারাবাহিকভাবে চৈতন্য সন্দেশ এ প্রকাশ করা হবে। যাতে করে আপনার পরিবার হয়ে উঠে একটি সুখী পরিবার।
এবারের বিষয় : সন্তান যখন যন্ত্রণার কারণ
পরিবারের পিতা-মাতার জন্য তাদের সন্তানকে নিয়ন্ত্রণ করা অনেকটা কঠিন হয়ে পড়ে। সন্তান যখন অবাধ্য ও বিশৃঙ্খল হয় তখন পিতা-মাতার কাছে সন্তান একটি যন্ত্রণার কারণ হয়ে দাড়ায়। তবে এক্ষেত্রে পিতা-মাতার ভূমিকা কি হতে পারে তা ৫টি টিপস্ বা পরামর্শ দিচ্ছেন-অর্চনা সিদ্ধি দাসী।
বিস্তারিত প্রথম কমেন্টে ..............

27/11/2024

আমাদের ভগবদ্ভক্তিতে না এগুনোর প্রধান কারণ কি? || শ্রীমান নারু গোপাল দাস || Caitanya Sandesh

আজ পবিত্র উৎপন্না একাদশী (ব্যঞ্জুলি মহাদ্বাদশী) ব্রত । সকলকে জানাই উৎপন্না একাদশীর কৃষ্ণ প্রীতিময় শুভেচ্ছা ও অভিনন্দন। ন...
27/11/2024

আজ পবিত্র উৎপন্না একাদশী (ব্যঞ্জুলি মহাদ্বাদশী) ব্রত । সকলকে জানাই উৎপন্না একাদশীর কৃষ্ণ প্রীতিময় শুভেচ্ছা ও অভিনন্দন।

নিজে একাদশী ব্রত পালন করুন এবং অন্যকেও পালন করতে উৎসাহিত করুন।

হরে কৃষ্ণ 🙏

ছয়টি কোণের সমন্বয়ে গঠিত চিহ্ন বা প্রতীককে ষট্কোণ বলে। দুইটি ত্রিভূজ একটির উপর একটি স্থাপিত হয়ে এ ষট্কোণ গঠিত হয়। ত্রিভুজ...
26/11/2024

ছয়টি কোণের সমন্বয়ে গঠিত চিহ্ন বা প্রতীককে ষট্কোণ বলে। দুইটি ত্রিভূজ একটির উপর একটি স্থাপিত হয়ে এ ষট্কোণ গঠিত হয়। ত্রিভুজ দুটির একটি উর্ধ্বমুখী। যেটি বৈদিক দর্শন অনুসারে 'পুরুষ' হিসেবে নির্দেশিত। উপরোক্ত এ গঠন সম্বলিত প্রতীককে পৃথিবীর সবচেয়ে প্রাচীন প্রতীক হিসেবে আখ্যায়িত করা হয়। মূলত এ প্রতীক জীবের নিত্য আলয় গোলকধামেরই মানচিত্র হিসেবে ব্যবহৃত। বৈদিক শাস্ত্র অনুসারে চিন্ময় ধাম বা গোলক ধাম এ চিহ্নের উপর অধিষ্ঠিত।

বিস্তারিত প্রথম কমেন্টে .........

আগামীকাল উৎপন্না একাদশী । নিজে একাদশী পালন করুন অন্যকেও পালন করতে উৎসাহিত করুন। হরে কৃষ্ণ 🙏
26/11/2024

আগামীকাল উৎপন্না একাদশী ।
নিজে একাদশী পালন করুন অন্যকেও পালন করতে উৎসাহিত করুন।
হরে কৃষ্ণ 🙏

25/11/2024

শুধুৃ ধর্ম ধর্ম করলেই কি পেট ভরবে ? || শ্রীমৎ সুভগ স্বামী গুরু মহারাজ || Caitanya Sandesh

ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ভাষ্য সম্বলিত গ্রন্থ 'শ্রীমদ্‌ভগবদ্‌গীতা যথাযথ'। এই দিব্য ...
25/11/2024

ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ভাষ্য সম্বলিত গ্রন্থ 'শ্রীমদ্‌ভগবদ্‌গীতা যথাযথ'। এই দিব্য গ্রন্থ হচ্ছে সমগ্র বিশ্বে সবচেয়ে বেশি বিক্রিত এবং আলোচিত গ্রন্থ। এই গ্রন্থের ভক্তিবেদান্ত তাৎপর্যের প্রশংসায় পঞ্চমুখ সমগ্রবিশ্বের তাবৎ বিজ্ঞানী, প্রকৌশলী, রাজনীতিবিদ সহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইতোমধ্যে এই গ্রন্থ তার জনপ্রিয়তার স্বীকৃতিস্বরূপ গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রতিনিধিগণ এই ভগবদগীতা যথাযথ গ্রহণ করেছেন সানন্দে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিনটন থেকে শুরু করে বিভিন্ন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এই দিব্য গ্রন্থ অধ্যয়ন করেছেন। এবার তাদের মাঝে যোগ হল অন্য এক জনপ্রিয় ও ক্ষমতাশালী ব্যক্তিত্বের। সম্প্রতি 'শ্রীমদ্‌ভগবদ্‌গীতা যথাযথ' গ্রহণ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

বিস্তারিত প্রথম কমেন্টে .........

কিবা বিপ্র, কিবা শুদ্র, কি পুরুষ নারী। কৃষ্ণ ভজনে হয় সবাই অধিকারী।।হরে কৃষ্ণ🙏
25/11/2024

কিবা বিপ্র, কিবা শুদ্র, কি পুরুষ নারী।
কৃষ্ণ ভজনে হয় সবাই অধিকারী।।

হরে কৃষ্ণ🙏

নাম ধরে ডাকলেই বেশি দুধ দেবে গাভী। দেখা গেছে যাদেরকে ধীর গতির মিউজিক শোনানো হয়েছে তারা ৩% (০.৭৩ লিটার) বেশি দুধ দেয় অপেক...
24/11/2024

নাম ধরে ডাকলেই বেশি দুধ দেবে গাভী। দেখা গেছে যাদেরকে ধীর গতির মিউজিক শোনানো হয়েছে তারা ৩% (০.৭৩ লিটার) বেশি দুধ দেয় অপেক্ষাকৃত দ্রুত গতির মিউজিক বা কোন মিউজিক শুনেনি সেসব গাভীর চেয়ে। এর কারণ হিসেবে বিজ্ঞানীদের দাবী স্লো মিউজিক স্ট্রেস কমায় তাই এ ঘটনা ঘটেছে।
বিস্তারিত প্রথম কমেন্টে .................

হরে কৃষ্ণ,আগামী ২০ ডিসেম্বর মধ্য ভারত তীর্থযাত্রার আয়োজন করা হয়েছে। কেউ যদি যেতে চান দ্রুত যোগাযোগ করুন।বিঃ দ্রঃ ভিসা কর...
24/11/2024

হরে কৃষ্ণ,
আগামী ২০ ডিসেম্বর মধ্য ভারত তীর্থযাত্রার আয়োজন করা হয়েছে। কেউ যদি যেতে চান দ্রুত যোগাযোগ করুন।
বিঃ দ্রঃ ভিসা করানোর ক্ষেত্রে সাহায্য করা হবে।
আয়োজনে: ইসকন নন্দনকানন, চট্টগ্রাম।
মোবাইলঃ 01883138429।

Address

Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when "Monthly Caitanya Sandesh" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to "Monthly Caitanya Sandesh":

Share