
28/09/2023
আলহামদুলিল্লাহ চট্টগ্রাম এর ঐতিহাসিক জশনে জুলুসে
আশেকে রাসুল ﷺ জনসমুদ্র।
এইবারের জুলুস সকল রেকর্ড ক্রস করে প্রায় ৮৫ লক্ষ মানুষের অংশগ্রহণ।
৮৫ লক্ষ আশেকে রাসুলের মুখে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ ﷺ ধ্বনিতে জুলুসের শহর চট্টগ্রামে মুখরিত হয়ে উদযাপন হলো
বিশ্বের সর্ববৃহৎ জশনে জুলুস ঈদ এ মিলাদুন্নবী (ﷺ)।
আশেকের এই মিলন মেলা প্রতিষ্ঠা করেন সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ)।আজ সেই মিলন মেলায় সদারত করেন
আওলাদে রাসূল দ: গাউসে জমান হযরত সৈয়্যদ মুহাম্মদ তাহির শাহ মা:জি:আ: ও পীরে বাঙ্গাল হযরত সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ মা:জি:আ।