Kazi ahsan rakib

Kazi ahsan rakib ....... I don't care... .... you are good or bad.... . if you respect me. I will respect you.

11/06/2025
26/04/2025

゚viralシ

25/04/2025

আমরা বাংলাদেশের মানুষ কাউকে ভয় পাই না। আমরা কখনো একজন চাই ওয়ালার কাছে মাথা নত করব না🤬🤬🤬 ইনশাআল্লাহ।। ১৯৭১ এর মধ্যে পাকিস্তানকে যেভাবে রুখে দিয়েছিলাম সেইভাবে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। video video.

25/04/2025

সকলের কাছে বাস্তবতা নিয়ে চিন্তা করা উচিত।।
゚viralシ

07/04/2025

゚viralシ

✅আপনার জীবনে কতজন রিয়েল ফ্রেন্ড আছে? নাকি সবাইকে আপনি রিয়েল ফ্রেন্ড ভাবেন?আমরা অনেক সময় কারো সাথে একটু ক্লোজ হলেই ধরে নি...
09/03/2025

✅আপনার জীবনে কতজন রিয়েল ফ্রেন্ড আছে? নাকি সবাইকে আপনি রিয়েল ফ্রেন্ড ভাবেন?

আমরা অনেক সময় কারো সাথে একটু ক্লোজ হলেই ধরে নিই, “হ্যাঁ, এ আমার বন্ধু! আমার কলিজার টুকরা! ” অথচ বাস্তবতা হলো—সব পরিচিত মানুষ রিয়েল ফ্রেন্ড না।

এই ভুল বিশ্বাসটাই পরে গিয়ে কষ্টের কারণ হয়।

রিয়েল ফ্রেন্ড চেনার ৬টা সহজ উপায় বলতেছি, মাথায় রাইখেন।

১. সংকটময় সময়ে পাশে থাকে কিনা?

ভালো সময়ে সবাই আপনাকে ভালোবাসবে। কিন্তু বাজে সময় এলে?

ধরুন, আপনি চাকরি হারালেন, বা কোনো বড় সমস্যায় পড়লেন। তখন কে আপনার পাশে দাঁড়ায়? কে আপনাকে সাপোর্ট দেয়, মোটিভেট করে?

যারা শুধু সুখের সময়ই আপনার সঙ্গে থাকে, তারা আসলে রিয়েল ফ্রেন্ড না।

২. সত্যিটা বলে, কিন্তু অপমান করে না

রিয়েল ফ্রেন্ড আপনার ভুল ধরিয়ে দেবে, কিন্তু ছোট করার জন্য না, বরং আপনাকে উন্নতি করতে সাহায্য করার জন্য।

ধরুন, আপনি ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। রিয়েল ফ্রেন্ড সেটা আটকানোর চেষ্টা করবে, কারণ সে আপনার ভালো চায়। কিন্তু যারা সবকিছুতেই তোষামোদ করবে বা আপনার পেছনে গসিপ করবে, তারা আসলে ফেইক ফ্রেন্ড।

৩. স্বার্থপররা সুযোগ পেলেই দূরে সরে যায়

একটা সহজ টেস্ট করতে পারেন—নতুন কোনো ফ্রেন্ডকে ছোটখাটো একটা সাহায্য করতে অপারগতা জানান। দেখুন, তারা কেমন রিয়েক্ট করে।

রিয়েল ফ্রেন্ড কখনো সাহায্য না পেলে সম্পর্ক নষ্ট করবে না। কিন্তু ফেইক ফ্রেন্ডরা তখনই আপনার থেকে দূরে চলে যাবে, কারণ তারা সম্পর্কটা শুধু স্বার্থের জন্য রেখেছিল।

৪. গোপন কথা গোপন রাখে?

আপনি যদি কোনো ব্যক্তিগত কথা শেয়ার করেন, দেখুন সেটা অন্য কেউ জানে কি না।

রিয়েল ফ্রেন্ড কখনো আপনার বিশ্বাস ভাঙবে না। কিন্তু ফেইক ফ্রেন্ড সুযোগ পেলেই আপনার কথা অন্যদের কাছে বলে দেবে।

৫. বন্ধুত্বে কোনো দেনা-পাওনার হিসাব রাখে না

রিয়েল ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক কখনো লেনদেনের মতো হয় না।

যারা প্রতিটি উপকারের হিসাব রাখে, সুযোগ পেলেই খোঁটা দেয়, তারা রিয়েল ফ্রেন্ড না।

জীবনে এমন মানুষও পাবেন—আপনাকে একদিন সাহায্য করবে, তারপর সেটা সারাজীবন মনে করিয়ে দেবে! রিয়েল ফ্রেন্ড এমন হয় না।

৬. আপনার পরিস্থিতি বুঝতে পারে?

জীবন মানেই ওঠানামার গল্প।

ধরুন, আপনার খারাপ সময় যাচ্ছে। আপনি চুপচাপ হয়ে গেছেন। রিয়েল ফ্রেন্ড বুঝতে পারবে, খোঁজ নেবে, পাশে থাকার চেষ্টা করবে।

কিন্তু কেউ যদি আপনার মনের অবস্থা বোঝার চেষ্টাই না করে, তাহলে সে রিয়েল ফ্রেন্ড হতে পারে না।

সবাই রিয়েল ফ্রেন্ড হওয়ার যোগ্য না। একটু খেয়াল করলেই বুঝবেন—অনেকে শুধু সুবিধা নেওয়ার জন্য আসে, আবার কিছু মানুষ কোনো স্বার্থ ছাড়াই পাশে থাকে।

একটু চিন্তা করে দেখুন তো…

- কয়জন আছে, যাদের সঙ্গে আপনি সত্যিকারের বন্ধুত্ব অনুভব করেন?
- আর কয়জন আছে, যারা শুধু আপনাকে জাস্ট ইউজ করতে চায়?

রিয়েল ফ্রেন্ডের সংখ্যা কম হোক, কিন্তু তারা যেন সত্যিকারের ফ্রেন্ড হয়।

তাই রিয়েল লাইফের “Friend List” বড় করার আগে ভাবুন—কারা আপনার জীবনটাকে সমৃদ্ধ করছে, আর কারা শুধু সময় নষ্ট করছে?

সময় আর অনুভূতি খুবই মূল্যবান জিনিস।

ভুল মানুষদের জন্য তা নষ্ট করবেন না।।

31/01/2025

@

20/01/2025

Address

Chittagong

Telephone

+971567279363

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazi ahsan rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kazi ahsan rakib:

Share