30/10/2023
মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের আত্মপ্রকাশ
ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর আবদুল গণির নামে ‘‘স্কাউটিং করবো স্মার্ট বাংলাদেশ গড়বো’’ এই স্লোগানকে সামনে রেখে মেজর আবদুল গণি মুক্ত স্কাউটের আত্মপ্রকাশ হয়েছে।
আত্মপ্রকাশ অনুষ্ঠান মেজর আবদুল গণি মুক্ত স্কাউটের প্রতিষ্ঠাতা সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউট এর পরিচালক ( প্রশিক্ষণ) ও প্রকল্প পরিচালক, লালমাই উন্নয়ন প্রকল্প ফারুক আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন— পুলিশ লাইন হাই স্কুলের সহকারী শিক্ষক মো. আসাদুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন; বাংলাদেশ স্কাউটের সহকারী পরিচালক মো. ইকরামুল ইসলাম ভূইয়া, কুমিল্লা সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মহি উদ্দিন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রোভার মেট নাজমুস সাকিব বিন মোস্তফা, কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট সামির আহমেদ বিশাল, কুমিল্লা মুক্ত স্কাউট দলের রোভার খাদিজা ইয়াসমিন নেয়ামা।
মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি স্কাউটার ফারুক আহাম্মদ, পরিচালক (প্রশিক্ষণ)ও প্রকল্প পরিচালক, লালমাই উন্নয়ন প্রকল্প এবং সম্পাদক স্কাউটার মহিউদ্দিন লিটন, অধ্যক্ষ কুমিল্লা আইডিয়াল কলেজ কে মনোনিত করা হয়।
গ্রুপটির আত্মপ্রকাশে বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চলে আরো একধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন বিশিষ্টজন।