কসবার খবর

কসবার খবর আমাদের লক্ষ্য একটাই “সত্যকে উন্মোচন ?

শোক সংবাদ কসবা পুরান বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সর্বজন শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা সুবেদার আবদুর রহিম আজ সাড়ে ১১ টায় কসব...
11/05/2024

শোক সংবাদ
কসবা পুরান বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সর্বজন শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা সুবেদার আবদুর রহিম আজ সাড়ে ১১ টায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। সমবেদনা জানাচ্ছি তাঁর পরিবারের সকল সদস্যদের প্রতি।

কসবায় ট্রেনের কাটা পড়ে এক শিক্ষকের মৃত্যু কসবায় ১ মে সন্ধা ৭ টায় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মো. সফিকুল ইসলাম...
02/05/2024

কসবায় ট্রেনের কাটা পড়ে এক শিক্ষকের মৃত্যু

কসবায় ১ মে সন্ধা ৭ টায় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মো. সফিকুল ইসলাম (৫০) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। রাত ১০টা পর্যন্ত খন্ড খন্ড লাশ রেল লাইনের পাশে পরে থাকতে দেখাগেছে।
নিহত স্কুল শিক্ষক মো. শফিকুল ইসলাম কসবা উপজেলার বায়েক শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ের জৈষ্ঠ্য শিক্ষক। ওই শিক্ষকের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায় অবস্থিত। তিনি বায়েক শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন মিজান মোল্লার বাসায় ভাড়া থাকতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১১ সাল থেকে ওই স্কুল শিক্ষক সমাজবিজ্ঞান বিষয়ে সরকারি শিক্ষক হিসেবে নিয়োগ পান। তিনি তার স্ত্রী ও দুই মেয়ে নিয়ে বাসায় ভাড়া থাকতেন। আজ বুধবার ৭ ঘটিকার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনের আউটারে বালিয়াহুরা নামক স্থানে ও শিক্ষক অন্য মসস্ক হয়ে হাঁটতে ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণর এক্সপ্রেস নিচে কাটা পড়ে লাশ খন্ড খন্ড হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তা দেখতে পায়। প্রিয় শিক্ষকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চার পাশের লোকজন এসে ভিড় জমায়।

কসবায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজনকসবায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়া...
01/05/2024

কসবায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন

কসবায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগেরই তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩০ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত উপজেলা চেয়ারম্যান পদে তিন প্রার্থী টিকে আছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন শাহিন সুলতানা শারমিন। এতে করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সাইদা সুলতানা সুপ্রিয়া। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন দুই জন প্রার্থী। বিএনপি ও জামায়াতের কোন নেতা—কর্মী কোন প্রার্থী হয়নি।

রিটানিং কর্মকর্তা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে কসবা উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কসবা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আইনমন্ত্রী আনিসুল হক এর সাবেক একান্ত সচিব মো. রাশেদুল কাওসার ভূইয়া জীবন। আইনমন্ত্রী আনিসুল হক এর ফুফাত ভাই, কুটি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ও কসবা উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি এবং কুটি ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান মো. সাইদুর রহমান স্বপন। এ ছাড়াও চেয়ার‌্যান পদে প্রতিদ্বদ্ধিতা করেছেন কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আয়ামী লীগের সহসভাপতি মো. রুহুল আমিন ভূইয়া বকুল।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কসবা উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মনির হোসেন এবং কসবা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কসবা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল ইসলাম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন কসবা পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম সামসুল আলম কাউছারের স্ত্রী সাইদা সুলতানা সুপ্রিয়া।
কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা অমিত কুমার দাস বলেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহিন সুলতানা শারমিন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এতে করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবাচিত হতে যাচ্ছেন সাইদা সুলতানা সুপ্রিয়া। তিনি আরো বলেন, চেয়ারম্যান পদে তিনজন এবং ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্বিন্দ্বিতা করছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণামনোনয়নপত্র জমা ৩০ নভেম্বর ২০২৩মনোনয়নপত্র যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর, ২০২৩প্রার্থীত...
15/11/2023

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

মনোনয়নপত্র জমা ৩০ নভেম্বর ২০২৩
মনোনয়নপত্র যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর, ২০২৩
প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর ২০২৩
প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর২০২৩
নির্বাচনী পচার ১৮ ডিসেম্বর ২০২৩ থেকে ৫ জানুয়ারি ২৪ পর্যন্ত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ৭ জানুয়ারি ২০২৪ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ।

মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের আত্মপ্রকাশইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর আবদুল গণির নামে  ‘‘স্কাউটিং করবো ...
30/10/2023

মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের আত্মপ্রকাশ

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর আবদুল গণির নামে ‘‘স্কাউটিং করবো স্মার্ট বাংলাদেশ গড়বো’’ এই স্লোগানকে সামনে রেখে মেজর আবদুল গণি মুক্ত স্কাউটের আত্মপ্রকাশ হয়েছে।

আত্মপ্রকাশ অনুষ্ঠান মেজর আবদুল গণি মুক্ত স্কাউটের প্রতিষ্ঠাতা সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউট এর পরিচালক ( প্রশিক্ষণ) ও প্রকল্প পরিচালক, লালমাই উন্নয়ন প্রকল্প ফারুক আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন— পুলিশ লাইন হাই স্কুলের সহকারী শিক্ষক মো. আসাদুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন; বাংলাদেশ স্কাউটের সহকারী পরিচালক মো. ইকরামুল ইসলাম ভূইয়া, কুমিল্লা সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মহি উদ্দিন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রোভার মেট নাজমুস সাকিব বিন মোস্তফা, কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট সামির আহমেদ বিশাল, কুমিল্লা মুক্ত স্কাউট দলের রোভার খাদিজা ইয়াসমিন নেয়ামা।

মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি স্কাউটার ফারুক আহাম্মদ, পরিচালক (প্রশিক্ষণ)ও প্রকল্প পরিচালক, লালমাই উন্নয়ন প্রকল্প এবং সম্পাদক স্কাউটার মহিউদ্দিন লিটন, অধ্যক্ষ কুমিল্লা আইডিয়াল কলেজ কে মনোনিত করা হয়।

গ্রুপটির আত্মপ্রকাশে বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চলে আরো একধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন বিশিষ্টজন।

Address

Chittagong
3460

Alerts

Be the first to know and let us send you an email when কসবার খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কসবার খবর:

Share