
17/07/2025
এ চায়না জালে চেয়ে গেছে সুবর্ণচরের খালবিল। এ জালে শুধু নয় জলজ অনেক প্রজাতির প্রজাতির মাছ মারা যাচ্ছে এ জালে আটকা পড়ে। বিশেষ নিরীহ প্রজাতির সাপ মারা যাচ্ছে বেশি। এবিষয়ে উপজেলা মৎস্য অফিস সুবর্ণচরকে অনুরোধ করছি এ বিষয়ে অভিযান পরিচালনা করার জন্য!