আমরা সুবর্ণচরবাসী

আমরা সুবর্ণচরবাসী একটি আদর্শ ও সমৃদ্ধশালী উপজেলা গঠনের ?

26/08/2025

পানিতে পড়ে সুবর্ণচরে চরআমান উল্যাহ ইউনিয়নের কাটাবুনিয়ায় এক শিশু'র মৃ'ত্যু

26/08/2025

নোয়াখালীর সুবর্ণচরে পরিষ্কার বাজার রাস্তার মাথা সংলগ্ন, অজ্ঞাত লাশ উদ্ধার করছে চরজব্বর থানা পুলিশ।

23/08/2025

চরজব্বার থানার সামনে চা দোকানদার রাঙার অসাধারণ কুরআন তিলাওয়াত.....

✨🏏 অনন্য সুবর্ণ সন্তান নিশান 🏏✨সুবর্ণচরের গর্ব, চর আমানুল্যাহ বক্স আলি বাড়ির ওলি উদ্দিন নিশান নোয়াখালী ক্রিকেট টিমে জায়গ...
22/08/2025

✨🏏 অনন্য সুবর্ণ সন্তান নিশান 🏏✨

সুবর্ণচরের গর্ব, চর আমানুল্যাহ বক্স আলি বাড়ির ওলি উদ্দিন নিশান নোয়াখালী ক্রিকেট টিমে জায়গা করে নিয়েছেন!

সুবর্ণচর থেকে একমাত্র খেলোয়াড় হিসেবে এই সুযোগ অর্জন করে তিনি আজ আমাদের সকলের প্রিয়মুখ হয়ে উঠেছেন। তাঁর এই অসাধারণ সাফল্যে সুবর্ণচরবাসী গর্বিত ও আনন্দিত।

"আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইলো ওলি উদ্দিন নিশানকে"
তাঁর ক্রিকেট জীবনের প্রতিটি পদক্ষেপ হোক আরও উজ্জ্বল ও সফল।

#অনন্যসুবর্ণসন্তান

সুবর্ণচর উপজেলার কুকিজ মার্কেটে খাল উদ্ধার অভিযান চলোমান
18/08/2025

সুবর্ণচর উপজেলার কুকিজ মার্কেটে খাল উদ্ধার অভিযান চলোমান

18/08/2025

কৃষক ভাইয়েরা
ইউরিয়া ২৭ টাকা, টিএসপি ২৭ টাকা, ডিএপি ২১ টাকা, পটাশ ২০ টাকা দামে সার কিনবেন।
কেউ বেশি নিলে উপজেলা কৃষি অফিস এ অভিযোগ করুন।

12/08/2025

জ্ঞান ময়ূখ প্রাথমিক বিদ্যালয়ে শেষ ক্লাস নিচ্ছেন সিফাতুর রহমান হিমল। তিনি উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য ফিনল্যান্ড যাচ্ছেন।

10/08/2025

সুবর্ণচরের চর মহিউদ্দিনের কবর কেন্দ্রিক ঝামেলার সর্বশেষ সিদ্ধান্ত সমূহ:
১। পুরাতন কবরের পাশে ইসলামের স্বাভাবিক পক্রিয়ায় নতুন করে কবরস্থ করা হবে।এটি পারিবারিক কবর হিসাবে গণ্য হবে।
২। পুরাতন কবরের নির্ধারিত স্থান ভেঙ্গে/কেটে সমতল করে দেয়া হবে।
৩। কবরে ভবিষ্যতে কোন ধরণের মাজারের কার্যক্রম চালু করা হবেনা।
৪। আলেম উলামা ও প্রশাসনের লোকজনকে সামনে রেখে এ কাজগুলো বাস্তবায়ন করা হবে।
৫। ভবিষ্যতে এটাকে পারিবারিক কবরস্থানের নেম প্লেট লাগিয়ে দেয়া হবে।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সর্ব সম্মতি ক্রমে এই সিদ্ধান্তগুলো নেয়া হয়

🗳️ ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ | বিনামূল্যে সংশোধনের শেষ সুযোগনোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ ২০২৫-এ মোট...
10/08/2025

🗳️ ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ | বিনামূল্যে সংশোধনের শেষ সুযোগ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ ২০২৫-এ মোট ২০,৯৪৯ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।

নির্বাচন কমিশনের সঠিক নির্দেশনা অনুসরণ করে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার, ডেটা এন্ট্রি অপারেটর ও প্রুফরিডাররা নিষ্ঠার সাথে কাজ করেছেন। ফলে দ্বিতীয়বারের যাচাই-বাছাই ও পুনঃ প্রুফরিডিং শেষে মাত্র ১% এর মতো অল্প কিছু ভুল পরিলক্ষিত হয়, যা ইতোমধ্যেই সংশোধন করে দেওয়া হয়েছে ✅

তবুও যদি কারো ব্যক্তিগত তথ্য — যেমন: নাম, জন্মতারিখ, ঠিকানা ইত্যাদি — ভুল থাকে, তাহলে তিনি ফরম-১৪ পূরণ করে আবেদন করতে পারবেন।

📅 সংশোধনের সময়সীমা:
👉 ১০ আগস্ট ২০২৫ থেকে ২১ আগস্ট ২০২৫ পর্যন্ত
📝 আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে

📌 আবেদন জমা দিতে হবে:
উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়,সুবর্ণচর,নোয়াখালী।

📎 সঙ্গে দিন যথাযথ ডকুমেন্ট যা সংশোধনের পক্ষে প্রমাণস্বরূপ

🔍 আপনার পরিচয় হোক নির্ভুল ও আধুনিক — আজই তথ্য যাচাই করুন।

#ভোটারতালিকা২০২৫ ংশোধন #সুবর্ণচর #নির্বাচনকমিশন #সঠিকপরিচয়

সুবর্ণচরে চর মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ
10/08/2025

সুবর্ণচরে চর মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ

"আপনার সোনামণিকে টাইফয়েডের ঝুঁকি থেকে রক্ষা করুন—আজই রেজিস্ট্রেশন করুন!"
09/08/2025

"আপনার সোনামণিকে টাইফয়েডের ঝুঁকি থেকে রক্ষা করুন—আজই রেজিস্ট্রেশন করুন!"

09/08/2025

Address

Subarnachar, Noakhali
Chittagong
৩৮১০

Alerts

Be the first to know and let us send you an email when আমরা সুবর্ণচরবাসী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

পেইজ এডিটর নিয়োগ

সৃজনশীল লেখা (গল্প, কবিতা, ফিচার), এলাকাভিত্তিক প্রতিনিধি, প্রবাসী প্রতিনিধি, জেলা প্রতিনিধি নিয়োগ দেয়া হচ্ছে। সুজনশীল লিখা যে কেউ দিতে পারবেন।

প্রতিটা ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক নিউজ দেয়ার জন্য এলাকাভিত্তিক প্রতিনিধি প্রয়োজন।

জেলা ও প্রবাস প্রতিনিধিগণ তাদের বা তাদের নিকটবর্তী সুবর্চরবাসীদের নিয়ে নিউজ দিতে পারবেন। জানাতে পারবেন তাদের সুবিধা অসুবিধাগুলোও।