IIUC News 24

IIUC News 24 THE TRUTH IS IN YOUR HAND

International Islamic University Chittagong
15/07/2024

International Islamic University Chittagong

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত কার্যালয়ের দুই কূটনীতিক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চ...

15/07/2024
বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত কার্যালয়ের দুই কূটনীতিক সদস্য সম্প্রতি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্...
14/07/2024

বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত কার্যালয়ের দুই কূটনীতিক সদস্য সম্প্রতি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC) ক্যাম্পাস পরিদর্শন করেছেন। এই সফরে তাদের সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সাংসদ ও IIUC ট্রাস্টিজ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

বিশ্ববিদ্যালয়ের মান্যবর উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী, বিওটি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, উপ-উপাচার্য প্রফেসর ড. মছরুরুল মাওলা, প্রফেসর ড. মোঃ মাহি উদ্দিন, ট্রেজারার (ভারপ্রাপ্ত), আ.ফ.ম আখতারুজ্জামান কায়সার, রেজিস্ট্রার এবং IASWD এর ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান সহ বিভিন্ন ফ্যাকাল্টির ডিন বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

ক্যাম্পাস পরিদর্শনকালে কূটনীতিকরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টি ও বিভাগসমূহ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষার মান উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী আরব আমিরাতের প্রতিনিধিদের স্বাগত জানিয়ে বলেন, "এই ধরনের সফর শিক্ষার উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আন্তর্জাতিক মানের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করে।"

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেন, "আমাদের লক্ষ্য হল আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করা এবং এই ধরনের সফর আমাদেরকে সেই লক্ষ্য অর্জনে সহায়তা করবে।"

আরব আমিরাতের কূটনীতিকরা IIUC-এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রশংসা করেন।

09/07/2024
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর অটাম-২০২৪ সেশনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। .................
07/07/2024

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর অটাম-২০২৪ সেশনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। ..................................................................................................................................
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ব্যাচেলর প্রোগ্রাম অটাম-২০২৪ সেশনের ওরিয়েন্টেশন অনুষ্ঠান ৭ জুলাই ২০২৪ রবিবার সকাল ১১ টায় আইআইইউসির কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আইআইইউসির অটাম-২০২৪ সেশনের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের মান্যবর রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ফিলিস্তিনের সাথে বাংলাদেশের খুবই বন্ধুত্বপূর্ণ ও মানবিক সম্পর্ক। বাঙ্গালীরা যেমন স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেছে ঠিক সেভাবেই নির্যাতিত ফিলিস্তিনিরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বহু বছর ধরে সংগ্রাম করে যাচ্ছে। আমি আজ এই বিশ্ববিদ্যালয়ে আসতে পেরে আনন্দিত ও সম্মানিত বোধ করছি। আইআইইউসি কর্তৃপক্ষের ৫০ জন নির্যাতিত ফিলিস্তিনি মেধাবী শিক্ষার্থীকে আবাসিক সুবিধা সহ বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। এমন মানবিক সিদ্ধান্ত নেওয়ায় আইআইইউসি কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি উপস্থিত নবীন শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করছি।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামেের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে আছে। আমরা আইআইইউসি পরিবারও ফিলিস্তিনের পাশে আছি। আইআইইউসি কর্তৃপক্ষ ৫০ জন নির্যাতিত ফিলিস্তিনি মেধাবী শিক্ষার্থীকে আবাসিক সুবিধা সহ বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমি উপস্থিত নবীন শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যৎ কামনা করছি।
তিনি তার বক্তব্যে আইআইইউসিতে সৌদি আরবের রাষ্ট্রদূত, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও ব্রুনেই হাইকমিশনারের সফরের কথা উল্লেখ করে সেসব দেশের অর্থায়নে আইআইইউসি ক্যাম্পাসে নির্মানাধীন বিভিন্ন ভবন ও অন্যান্য প্রকল্পের কার্যক্রম এবং কুয়েতের একটি সংস্থার অর্থায়নে আইআইইউসিতে নির্মানাধীন কমিউনিটি হসপিটালের কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানের সভাপতি আইআইইউসি উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ তাঁর বক্তব্যে বলেন, জাতিসংঘে দেওয়া ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিলিস্তিনের পক্ষে কথা বলেছিলেন। বাঙ্গালী জাতি সবসময় নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে রয়েছে। আজকে উপস্থিত নতুন শিক্ষার্থীদের জীবনের নতুন অধ্যায় শুরু হলো, তোমাদেরকে ভবিষ্যৎ ভালো করতে হলে পরিশ্রমের সহিত পড়া লেখা করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইআইইউসি উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলা, ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মোঃ মাহি উদ্দিন, সমাজবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. জাহেদ হোসেন সিকদার, হাদিস ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সায়েদ নূর।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, বিওটি সদস্য ও মিডিয়া, প্রেস, পাবলিকেশন্স এন্ড এডভারটাইজম্যান্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাহমুদ, বিওটি সদস্য ও পারচেজ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইআইইউসির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন হাফিজ, রেজিস্ট্রার আ ফ ম আখতারুজ্জামান কায়সার, ফ্যাকাল্টি ডীন বৃন্দ, ডিপার্টমেন্ট চেয়ারম্যান বৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া থেকে আগত সাংবাদিক বৃন্দ।
বাংলাদেশ ও ফিলিস্তিন দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনা এবং পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে ওরিয়েন্টেশন অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন তেলওয়াত করেন আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত হাফেজ জাকারিয়া। এর পর আইআইইউসি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান প্রধান অতিথিকে আইআইইউসির পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানের আগে প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের মান্যবর রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন ও আইআইইউসি ক্যাম্পাস পরিদর্শন করেন।
ওরিয়েন্টেশন প্রোগ্রাম সঞ্চালনায় ছিলেন ড. শোয়েব উদ্দিন মক্কী ও আইএএসডব্লিউডির ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান।
আইআইইউসির ব্যাচেলর প্রোগ্রাম অটাম-২০২৪ সেশনের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে ১৯৫০ জন নবীন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়।

International Islamic University Chittagong Following IIUC Admission Help

আইআইইউসি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অংশগ্রহণ করতে চট্টগ্রাম এসেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত:আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট...
06/07/2024

আইআইইউসি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অংশগ্রহণ করতে চট্টগ্রাম এসেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত:

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রতিবারের মত এবারো আয়োজন করতে যাচ্ছে ওরিয়েন্টেশন প্রোগ্রাম। প্রতি সেমিস্টারে নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে আইআইইউসি ব্যাপার উৎসাহ নিয়ে এই প্রোগ্রামের আয়োজন করে থাকেন।ওরিয়েন্টেশন প্রোগ্রামকে কেন্দ্র করে দেশ-বিদেশের মেহমানদের অতিথি করে নিয়ে আসা হয়;যাতে করে শিক্ষার্থীরা নতুন উদ্যোমে উৎসাহ নিয়ে আগামী উজ্জ্বল করতে সচেষ্ট হয়।সেই ধারাবাহিকতায় চট্টগ্রামে এসেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত মি. ইউসুফ এস ওয়াই রামাদান মহোদয়।

মান্যবর রাষ্ট্রদূত মি. ইউসুফ এস ওয়াই রামাদান মহোদয়কে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে স্বাগত জানালেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী মহোদয়।
এছাড়াও উপস্থিত ছিলেন আইআইইউসি মান্যবর উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, উপ-উপাচার্য প্রফেসর ড.মছররুল মওলা,ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মাহি উদ্দিন সহ বিশ্ববিদ্যালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য যে আগামীকালের ওরিয়েন্টেশন প্রোগ্রামে ফিলিস্তিনের রাষ্ট্রদূত মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আরব বিশ্বের তিন রাষ্ট্রদূত এর সাথে আইআইইউসি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ:বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের মা...
27/06/2024

আরব বিশ্বের তিন রাষ্ট্রদূত এর সাথে আইআইইউসি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ:

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের মান্যবর রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন
সাবেক সাংসদ ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ট্রাস্টের মান্যবর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী মহোদয়।
এসময় তিনি মান্যবর রাষ্ট্রদূত মহোদয়বৃন্দদের জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্বরচিত আরবী, ইংরেজী ও বাংলা ভাষায় গ্রন্থ উপহার দেন। মান্যবর রাষ্ট্রদূতগণ বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর জীবন নিয়ে আরবী ভাষায় তথ্যবহুল গ্রন্থ রচনা করায় লেখকের ভূয়সী প্রশংসা করেন।তাছাড়াও এই গ্রন্থটি মাধ্যমে আরব বিশ্বে বঙ্গবন্ধু পরিচিতি আরো বেশী সমৃদ্ধি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তারিখ: ২৬-০৬-২০২৪ ইংরেজি।

24/06/2024

ঈদুল আযহার ছুটি পরবর্তী ছাত্র-ছাত্রীদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস।

আইআইইউসি কম্পিউটার এন্ড সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।তারিখ: ১০/০৬/২০২৪
11/06/2024

আইআইইউসি কম্পিউটার এন্ড সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তারিখ: ১০/০৬/২০২৪

09/06/2024

আইআইইউসি পরিদর্শনে আসেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত।

Address

International Islamic University, Kumira
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when IIUC News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share