22/08/2024
ফটিকছড়ি উপজেলায় কোথাও কোনো পরিবার বন্যার পানিতে আটকে থাকলে জানান
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধারকারী দল প্রস্তুত হচ্ছে, আটকে পড়া পরিবারের তথ্য দিলে উদ্ধার করা হবে।
ফটিকছড়ি উপজেলা বন্যা, জলাবদ্ধতা, পাহাড় ধ্বস পরিস্থিতির জন্য নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল নম্বর
01820186770
01721832222
ফটিকছড়ি এর মধ্যে কোথায় উদ্ধার টিম লাগবে তাড়াতাড়ি জানান আমরা প্রস্তুত আছি
যোগাযোগ :+01834132673
01615106273
সুন্দুরপুর ইউনিয়ন এ বোট নিয়ে কাজ করছেন, নোমান চৌধুরী মোবাইল নং- 01846318196
বাগানবাজার ইউনিয়ন এ বোট নিয়ে কাজ করছেন এডভোকেট ইউসুফ আলম মাসুদ
মোবাইল নং- 01978982278
সূত্র : ইউএনও মহোদয়
আমরা আগামীকাল হাটহাজারি ফটিকছড়ি বন্যা কবলিত স্থানে সাহায্যের উদ্দেশ্যে যাওয়ার উদ্যোগ নিয়েছি।
কোন কোন অঞ্চলে সাহায্যের জন্য দরকার কাইন্ডলি আমাদের জানাবেন।
কেউ যেতে চাইলে যোগাযোগ করতে পারেন।
01859088767(জামি)
01884263342( রাওজাত)
01586014804(ইব্রাহিম)
আমাদের সাথে যোগাযোগ করেন কাইন্ডলি।
আপনার নিদিষ্ট লোকেশন দিন।আমাদের টীম ওই জায়গায় আশেপাশে আছে।
যোগাযোগ :01824320629
01858963760
ফি আমানিল্লাহ
ফটিকছড়ির উদ্দেশ্যে বর্তমান কালুরঘাট থেকে রওনা হচ্ছে।
কিছু কিছু জায়গায় মানুষ পানি বন্দি, খবর পেয়েছি ইঞ্জিন চালিত নৌকা না থাকায় রেসকিউ করা সম্ভব হচ্ছেনা।
বিশেষ করে ফটিকছড়ি, নারায়ণহাট, শান্তিরহাট চিনে ওইরকম স্থানীয় ২/৩ জন সেচ্চাসেবক টিম ধরকার।
একসাথে ১৫০ জন রেস্কিউ করা যাবে।
দের থেকে দুই ঘন্টার মধ্যে এই বোটটি নাজিরহাট পুরাতন ব্রীজের সামনে পৌঁছাবে।
প্লিজ দয়া করে স্থানীয় স্বেচ্ছাসেবারা এগিয়ে আসুন।
হাট হাজারি.. ফটিকছড়ি তে আপনাদের কেউ খারাপ অবস্থায় থেকে থাকলে অবশ্যই যোগাযোগ করতে বলেন।
যতক্ষন বেচে আছি ততক্ষণ রেস্কিউ কাজে অব্যাহত থাকবো ইনশাআল্লাহ।
শুধুমাত্র হোয়াটসঅ্যাপে উপরের তথ্য দিন। এছাড়া কেউ অহেতুক কল দিবেন না এই মুহূর্তে প্লিজ:
+8801849920409
+8801797577533
ফটিকছড়িতে কারো বোট প্রয়োজন হলে এই নাম্বারে যোগাযোগ করুন
01823153858
🙏শেয়ার করে সবাইকে জানিয়ে দিন 🙏
✪সুন্দুরপুর ইউনিয়ন এ বোট নিয়ে কাজ করছেন নোমান চৌধুরী
মোবাইল নং- 01846318196
জামান বাবু - নাসির মোহাম্মদ ঘাট এরিয়া
মোবাইল নং- ০১৮১৮১৭৫০৫৯
✪ভুজপুর ইউনিয়ন
রায়হান মুনতাসির
মোবাইল নং- 01636582505
✪বাগানবাজার ইউনিয়ন এ বোট নিয়ে কাজ করছেন এডভোকেট ইউসুফ আলম মাসুদ
মোবাইল নং- 01978982278
#আপনারা উচু কোনো স্থানে বা ছাদে অবস্থান করুন।
01849-648651 এই নাম্বারে ফোন দিয়ে রাখুন।
রেস্কিউ টীম ইনশাআল্লাহ রাতেই প্রবেশ করবে।
Helpline
01620698736
01854766468..