16/10/2025
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত হাতপাখা প্রার্থী সাংবাদিকদের সাথে মতবিনিময়
***************
মিরসরাইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত হাতপাখা প্রতিকের প্রার্থী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর') মিরসরাই উপজেলা আইএবি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী, প্রধান অতিথি ছিলেন আইএবি চট্টগ্রাম জেলা (পশ্চিম) শাখা সভাপতি মুফতি মহিউদ্দিন আকবর আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিনিয়র সহ-সভাপতি শেখ মনজুর এলাহী শওকত।
এসময় বক্তারা বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে, যাতে কোনো দল এককভাবে ক্ষমতায় এসে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। জুলাই সনদ বাস্তবায়নসহ আমাদের ৫ দফা দাবি পূরণে আমরা মাঠে আছি।”
এডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী সাংবাদিকদের উদ্দেশে বলেন, “ইনসাফ ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনের লড়াইয়ে সাংবাদিক সমাজকে আমাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা দীনি সংগঠনের সভাপতি ইব্রাহিম খলিল, জেলা আইএবির সহ-সভাপতি আবদুল্লাহ ভুঁইয়া, সেক্রেটারী জসিম উদ্দিন, আইন ও মানবাধিকার সম্পাদক এড. আনিসুল হক, জেলা শ্রমিক আন্দোলন সভাপতি রেজাউল করিম, সেক্রেটারী ফজলুল করীম মিরসরাই থানা সভাপতি রিদওয়ানুল হক, সেক্রেটারী মহিউদ্দিন, জোরারগঞ্জ থানা সভাপতি ওমর ফারুক, সেক্রেটারী শহিদুল ইসলাম।
এসময় স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পাঁচ দফা কর্মসূচি ও জাতীয় রাজনীতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী।