Mirsarai Khobor-মিরসরাই খবর

Mirsarai Khobor-মিরসরাই খবর সারাবেলার সব খবর -01816036100 মিরসরাই উপজেলার সব খবর-সব সময় । আপনার এলাকার যেকোন ঘটনা-দূর্ঘটনা আমাদেরকে ইনবক্সে অথবা ফোন জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত হাতপাখা প্রার্থী সাংবাদিকদের সাথে মতবিনিময় ***************মিরসরাইয়ে ইসলামী আন্দোলন বাং...
16/10/2025

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত হাতপাখা প্রার্থী সাংবাদিকদের সাথে মতবিনিময়
***************
মিরসরাইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত হাতপাখা প্রতিকের প্রার্থী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর') মিরসরাই উপজেলা আইএবি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী, প্রধান অতিথি ছিলেন আইএবি চট্টগ্রাম জেলা (পশ্চিম) শাখা সভাপতি মুফতি মহিউদ্দিন আকবর আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিনিয়র সহ-সভাপতি শেখ মনজুর এলাহী শওকত।
এসময় বক্তারা বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে, যাতে কোনো দল এককভাবে ক্ষমতায় এসে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। জুলাই সনদ বাস্তবায়নসহ আমাদের ৫ দফা দাবি পূরণে আমরা মাঠে আছি।”
এডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী সাংবাদিকদের উদ্দেশে বলেন, “ইনসাফ ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনের লড়াইয়ে সাংবাদিক সমাজকে আমাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা দীনি সংগঠনের সভাপতি ইব্রাহিম খলিল, জেলা আইএবির সহ-সভাপতি আবদুল্লাহ ভুঁইয়া, সেক্রেটারী জসিম উদ্দিন, আইন ও মানবাধিকার সম্পাদক এড. আনিসুল হক, জেলা শ্রমিক আন্দোলন সভাপতি রেজাউল করিম, সেক্রেটারী ফজলুল করীম মিরসরাই থানা সভাপতি রিদওয়ানুল হক, সেক্রেটারী মহিউদ্দিন, জোরারগঞ্জ থানা সভাপতি ওমর ফারুক, সেক্রেটারী শহিদুল ইসলাম।
এসময় স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পাঁচ দফা কর্মসূচি ও জাতীয় রাজনীতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী।

চট্টগ্রাম ইপিজেডে কারখানায় আ'গুন
16/10/2025

চট্টগ্রাম ইপিজেডে কারখানায় আ'গুন

মিরসরাইয়ের কলেজ সমূহে এইচএসসি পরীক্ষার ফলাফল। সংযুক্ত - বারইয়ারহাট কলেজ ২৩.৪%
16/10/2025

মিরসরাইয়ের কলেজ সমূহে এইচএসসি পরীক্ষার ফলাফল।
সংযুক্ত - বারইয়ারহাট কলেজ ২৩.৪%

15/10/2025

মানুষের জন্য কাজ করার লক্ষ্যে আগামী নির্বাচনে অংশ নিতে প্রস্তুত এনসিপি নেত্রী সাগুফতা বুশরা মিশমা।

15/10/2025

এনসিপি'র কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা মিরসরাই পরিদর্শন করছেন।
তিনি আগামী নির্বাচনে মিরসরাই আসন থেকে এমপি পদে নির্বাচন করবেন বলে জানা গেছে।

অবৈধ বালুবাহী ৭টি ট্রাক জ'ব্দ জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অভিযান চালিয়ে বালু ভর্তি ৭টি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে । মির...
14/10/2025

অবৈধ বালুবাহী ৭টি ট্রাক জ'ব্দ

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অভিযান চালিয়ে বালু ভর্তি ৭টি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে ।
মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার এ অভি'যা'ন পরিচালনা করেন। মঙ্গলবার দুপুরে শিল্প অঞ্চলের জিরো পয়েন্ট থেকে ৭টি ট্রাকে প্রায় ৪২০০ ফুট বালু জ'ব্দ করা হয় ।
এ সময় সহযোগিতা করেন বেজা কর্মকর্তা ও শিল্প জোন ফাঁডির পুলিশ। উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার জানান, ট্রাকগুলো জ'ব্দ করার পর উপজেলায় আনা হয়েছে। মালিক পাওয়া যায়নি। পরবর্তী আই'নী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

13/10/2025

মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহীদুল ইসলাম চৌধুরী সোমবার (১৩অক্টোবর) বিকেলে মিঠানালা ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডের আব্দুল লতিফ সারেং বাড়িতে গিয়ে পু'ড়ে যাওয়া বসতঘরগুলো পরিদর্শন করেন এবং ক্ষ'তি'গ্র'স্ত ১১ পরিবারের প্রত্যেককে নগদ সহায়তা প্রদান করেন ।
পরে সাবেক সংসদ সদস্য এম.এ জিন্নাহ'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শাহীদুল ইসলাম চৌধুরী।
এসময় উপস্থিত নেতাকর্মীদের সাথে বিভিন্ন স্মৃতিচারণ করেন তিনি।
#মিরসরাই #বিএনপি

বড়তাকিয়া বাজার এবং ঢাকা চট্টগ্রাম পুরাতন মহাসড়ক মোবাইল কোর্টের অ'ভিযানভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় ৩টি মা...
13/10/2025

বড়তাকিয়া বাজার এবং ঢাকা চট্টগ্রাম পুরাতন মহাসড়ক মোবাইল কোর্টের অ'ভিযান

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় ৩টি মামলা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৪৯(১) ধারায় ১টি মা'মলা। অপ'রিচ্ছন্ন খাবার প্রস্তুত ও সংরক্ষন, রাস্তা ও ফুটপাত দ'খল করে ব্যবসা পরিচালনা করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় ৪ ব্যক্তিকে মা'মলা ও ১৬,০০০/- টাকা অর্থদ'ণ্ড দেয়া হয়।

মিরসরাইয়ে বড়তাকিয়া এলাকা থেকে যাত্রীবাহী বাসে মা'দ'কদ্রব্য পরিবহনের অভিযোগে ১০ হাজার পিস ই'য়া'বাসহ বাসের চালক ও সুপারভাই...
13/10/2025

মিরসরাইয়ে বড়তাকিয়া এলাকা থেকে যাত্রীবাহী বাসে মা'দ'কদ্রব্য পরিবহনের অভিযোগে ১০ হাজার পিস ই'য়া'বাসহ বাসের চালক ও সুপারভাইজারকে গ্রে'ফ'তার করেছে মিরসরাই থানা পু'লিশ। সোমবার (১৩ অক্টোবর) ভোরে মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় মহাসড়কে চে'কপোস্ট বসিয়ে অ'ভিযান পরিচালনা করে তাদের গ্রে'ফ'তার করা হয়। চালক রুবেল বেপারী (৩৭) ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চন্দীপুর এলাকার বকু বেপারীর ছেলে, সুপারভাইজার মিরাজুল ইসলাম (৪২) ঢাকার মুগদা থানাধীন মান্ডা এলাকার আবু বকর মোল্লার ছেলে। ই'য়া'বা পরিবহনে ব্যবহৃত বাসটি জ'ব্দ' করা হয়।

13/10/2025

চট্টগ্রাম ১-মিরসরাই আসন থেকে ধানের শীষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশী শাহীদুল ইসলাম চৌধুরী
সোমবার বিকেলে সৌজন্য সাক্ষাৎ করেন সাবেক এমপি এম.এ জিন্নাহ'র সাথে। এসময় মাথায় হাত বুলিয়ে শাহীদুল ইসলাম চৌধুরীকে দোয়া করেন তিনি।

এসময় উপস্থিত নতুন প্রজন্মের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সাবেক এমপি এমএ জিন্নাহ নিয়ে স্মৃতি চারণ মূলক বক্তব্য রাখেন যুবদল নেতা শওকত আকবর সোহাগ।

মিরসরাই থানায় গ্রে'ফ'তা'রী পরোয়ানাভুক্ত তিন আ'সা'মী আ'ট'ক হয়েছে। রবিবার থানা পু'লিশের একটি দল অভিযান পরিচালনা করে মো: ছ...
12/10/2025

মিরসরাই থানায় গ্রে'ফ'তা'রী পরোয়ানাভুক্ত তিন আ'সা'মী আ'ট'ক হয়েছে। রবিবার থানা পু'লিশের একটি দল অভিযান পরিচালনা করে মো: ছাব্বির হোসেন, মহিউদ্দিন ও নুর নবীকে গে'ফ'তা'র করে। একইদিন আ'সা'মী'দে'র আদা'লতে প্রেরণ করা হয়েছে।

মিরসরাইয়ে পরো'য়ানাভূক্ত, মা'দক কারবারীসহ ৬ জনকে গ্রে/ফ/তা/র করেছে মিরসরাই থানা পুলি'শ। শনিবার (১১ অক্টোবর) পৃথক অ'ভিযান ...
11/10/2025

মিরসরাইয়ে পরো'য়ানাভূক্ত, মা'দক কারবারীসহ ৬ জনকে গ্রে/ফ/তা/র করেছে মিরসরাই থানা পুলি'শ। শনিবার (১১ অক্টোবর) পৃথক অ'ভিযান চালিয়ে তাদের গ্রে'ফ'তার করা হয়।
বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জন পরোয়ানাভূক্ত, দুইজন মাদ'ক কারবারী ও একজনকে চো'র সন্দেহে গ্রে/ফ/তা/র করা হয়েছে। শনিবার বিকেলে তাদের আদা'লতের মাধ্যমে জে'লহা'জতে প্রেরণ করা হয়েছে।

Address

Mirsharai
Chittagong
4320

Alerts

Be the first to know and let us send you an email when Mirsarai Khobor-মিরসরাই খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mirsarai Khobor-মিরসরাই খবর:

Share

Category