Mirsarai Khobor-মিরসরাই খবর

Mirsarai Khobor-মিরসরাই খবর সারাবেলার সব খবর -01816036100 মিরসরাই উপজেলার সব খবর-সব সময় । আপনার এলাকার যেকোন ঘটনা-দূর্ঘটনা আমাদেরকে ইনবক্সে অথবা ফোন জানান।

মিরসরাই  অর্থনীতি অঞ্চলে তরুণীকে  গ'ণ'ধ'র্ষ'ণ মা'ম'লা'র পলাতক আ'সা'মী আব্দুল আজিজ(২৫)কে ইছাখালী এলাকা থেকে গ্রে'ফ'তা'র ক...
16/09/2025

মিরসরাই অর্থনীতি অঞ্চলে তরুণীকে গ'ণ'ধ'র্ষ'ণ মা'ম'লা'র পলাতক আ'সা'মী আব্দুল আজিজ(২৫)কে ইছাখালী এলাকা থেকে গ্রে'ফ'তা'র করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

মিরসরাইয়ের মায়ানীতে ছেলে হ/ত্যা/র প্রধান আ/সামি পিতা নুরুজ্জামানকে সিলেট থেকে গ্রে/ফ/তার।
15/09/2025

মিরসরাইয়ের মায়ানীতে ছেলে হ/ত্যা/র প্রধান আ/সামি পিতা নুরুজ্জামানকে সিলেট থেকে গ্রে/ফ/তার।

মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের  কলেজে ২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ উৎসবমুখর পরিব...
15/09/2025

মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের
কলেজে ২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

12/09/2025

কক্সবাজার যাওয়ার পথে ঠাকুরদীঘিতে সড়ক দূর্ঘটনায় বাবা-মেয়েসহ নি/হ/ত ৩, আ/হ/ত ৩

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে একটি প্রাইভেটকারের ধাক্কায় বাবা মেয়েসহ ৩ জন নি/হ/ত হয়েছেন। এ ঘটনায় আ/হ/ত হয়েছেন আরও ৩ জন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় এ দু/র্ঘ/টনা ঘটে।

নি/হ/তরা হলেন, গোলাম সরোয়ার (৪২) তার শিশু কন্যা মুসকান (৩), মো. সাগর (৩০)। এদের মধ্যে মো. সাগর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টার দিকে মা/রা যান । আহ/তরা হলেন গোলাম সরোয়ারের স্ত্রী উম্মে সালমা (৩২), ছেলে আহম্মেদ ইমতিয়াজ (৯), গাড়ি চালক গিয়াস উদ্দিন (৩০)। তারা ঢাকা উত্তরা ১০ নং সেক্টরের বাসিন্দা।

গোলাম সরোয়ারের শ্যালক নাজমুল হোসেন জানান, পরিবার নিয়ে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে পথিমধ্যে এ দূর্ঘ/টনা ঘটে। এমন ম/র্মা/ন্তিক দূর্ঘটনায় পুরো এলাকা নিস্ত/ব্ধ হয়ে গেছে। একটি পরিবার নিমেষে শেষ হয়ে গেছে।

12/09/2025

মিরসরাইয়ে জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট সাইফুর রহমানের সমর্থনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল শোভাযাত্রা।

05/09/2025

কিশোর গ্যা /ং :
আপনার সন্তানের প্রতি যত্নবান হোন। তারা কার সাথে চলাফেরা করে খবর রাখুন।
যে সন্তানকে আপনি যত্ন করে লালন পালন করে বড় করছেন। আর সে সন্তান সঙ্গদোষে ন/ষ্ট হচ্ছে। অন্যের হাতে মা/র খাচ্ছে।
(ভিডিও - মিরসরাই সদরে ৫ সেপ্টেম্বর বিকেলে ধারন করা।)

03/09/2025

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিরসরাইয়ে নুরুল আমিন চেয়ারম্যানর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ।

03/09/2025

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিরসরাইয়ে আয়োজিত সমাবেশে যোগদানের লক্ষ্যে জমায়েত শুরু করেছেন নুরুল আমিন চেয়ারম্যান সমর্থকরা ।

মিরসরাইয়ে এক কিশোরকে পালাক্রমে ব লৎ কারের (ধ র্ষ ণ) ঘটনায় জড়িত থাকায় চারজনকে গ্রে ফ তার করেছে পু লি শ।রবিবার (৩১ আগস্ট) ...
31/08/2025

মিরসরাইয়ে এক কিশোরকে পালাক্রমে ব লৎ কারের (ধ র্ষ ণ) ঘটনায় জড়িত থাকায় চারজনকে গ্রে ফ তার করেছে পু লি শ।
রবিবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার আবুতোরাব এলাকা থেকে আসামীদের গ্রে ফ তার করা হয়। এ ঘটনায় একইদিন ওই কিশোরের মা বাদি হয়ে ৫ জনকে আ সা মী করে মিরসরাই থানায় একটি মা ম লা দায়ের করেন। গ্রেফতারকৃতরা হলেন মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে আজিজ মান্নান প্রকাশ আফিফ (২৮), একই উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী এলাকার দেলু মেম্বার বাড়ির বদিয়ার রহমানের ছেলে আনোয়ার হোসেন (৪৫), মঘাদিয়া ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার আবদুর রশিদ ভেলুর ছেলে আইয়ুব খাঁন (৫৮) ও বগুড়া জেলার ধনুট থানার শ্যামল বাড়ি এলাকার কালু ফকিরের ছেলে এনামুল হক (৩৮)। এছাড়া মামলার এজাহারামীয় আ সা মী মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী এলাকার মহিউদ্দিনের ছেলে নাহিন (৩০) প লা তক রয়েছে। প লা তক নাহিন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বিস্তারিত কমেন্টে >
27/08/2025

বিস্তারিত কমেন্টে >

19/08/2025

বারৈয়ারহাট গ্রীড উপকেন্দ্রের জরুরী রক্ষণাবেক্ষণ কাজে আগামীকাল ২০/০৮/২০২৫খ্রিঃ তারিখ সকাল ৮.০০ টা হতে দুপুর ১২.০০ টা পর্যন্ত উপজেলা পরিষদ, মীরসরাই বাজার, পৌরসভা, আবুরহাট, বামনসুন্দর, দুর্গাপুর, মিঠাছড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সম্মানিত গ্রাহকগনের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
বিঃ দ্রঃ- রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হলে নির্ধারিত সময়ের পূর্বে যে কোন মুহূর্তে বিদ্যুৎ লাইন চালু হতে পারে।
সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।
তথ্যসূত্র : ডিজিএম, মিরসরাই

ক্ষুধার যন্ত্রণায় নির্জন সুবেহ সাদিকের সময় অসহায়ের মতো ঘর থেকে বের হয়ে একটু হাঁসের মাংসের খোঁজে এক শিশু....
14/08/2025

ক্ষুধার যন্ত্রণায় নির্জন সুবেহ সাদিকের সময় অসহায়ের মতো ঘর থেকে বের হয়ে একটু হাঁসের মাংসের খোঁজে
এক শিশু....

Address

Mirsharai
Chittagong
4320

Alerts

Be the first to know and let us send you an email when Mirsarai Khobor-মিরসরাই খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mirsarai Khobor-মিরসরাই খবর:

Share

Category