গল্পকথায় পরিনীতা মুহুরী-𝑮𝒐𝒍𝒑𝒐𝒌𝒐𝒕𝒉𝒂𝒊 𝑷𝒐𝒓𝒊𝒏𝒊𝒕𝒂 𝑴𝒖𝒉𝒖𝒓𝒚

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • গল্পকথায় পরিনীতা মুহুরী-𝑮𝒐𝒍𝒑𝒐𝒌𝒐𝒕𝒉𝒂𝒊 𝑷𝒐𝒓𝒊𝒏𝒊𝒕𝒂 𝑴𝒖𝒉𝒖𝒓𝒚

গল্পকথায় পরিনীতা মুহুরী-𝑮𝒐𝒍𝒑𝒐𝒌𝒐𝒕𝒉𝒂𝒊 𝑷𝒐𝒓𝒊𝒏𝒊𝒕𝒂 𝑴𝒖𝒉𝒖𝒓𝒚 𝑾𝒆𝒍𝒄𝒐𝒎𝒆 𝒕𝒐 𝒎𝒚 𝒏𝒆𝒘 𝒑𝒂𝒈𝒆😊 𝑻𝒉𝒊𝒔 𝒑𝒂𝒈𝒆 𝒊𝒔 𝒂𝒃𝒐𝒖𝒕 𝒎𝒚 𝒅𝒂𝒊𝒍𝒚 𝒃𝒍𝒐𝒈,𝒄𝒐𝒐𝒌𝒊𝒏𝒈, 𝒕𝒓𝒂𝒗𝒆𝒍𝒍𝒊𝒏𝒈, 𝒎𝒂𝒌𝒊𝒏𝒈 𝒎𝒆𝒎𝒐𝒓𝒊𝒆𝒔 𝒂𝒏𝒅 𝒔𝒉𝒂𝒓𝒊𝒏𝒈 𝒔𝒎𝒊𝒍𝒆 𝒂𝒏𝒅 𝒉𝒂𝒑𝒑𝒊𝒏𝒆𝒔𝒔 🥰🥰
(2)

28/10/2025

সবার আচরণ চোখে পড়ে। স্বার্থ ফুরিয়ে গেলে মাথার উপর বটগাছ টাকে সবার পরগাছাই মনে হয়😔

28/10/2025

চাঁদ উঠলে এমনিতেই সবাই দেখবে।👍

25/10/2025

আমরা যারা গ্রাম ছেড়ে শহরে থাকি কিংবা যাওয়ার জায়গা নেই তারাই বুঝতে পারি।

24/10/2025

জামালখান গেলাম হাঁটতে

22/10/2025

সবাই সর্ম্পকের কথা বলে কিন্তু সর্ম্পক কিভাবে ঠিকিয়ে রাখতে সেটা কারো মাথা ব্যাথা নেই!! বলির পাঠা হয়ে সব জায়গায় কাউকে না কাউকে থাকতে হয়।এখন আমার কথা হচ্ছে যাকে বলির পাঠা বানিয়ে সর্ম্পকের গুরুত্ব বুঝাছেন সে কি এই সর্ম্পকে ভালো আছে? সে যদি ভালো না থাকে তখন তার করনীয় কি? আমি মনে করি যার দরকার নাই সে কেনো অযথা কথা শুনতে যাবে!! অযথা আপনার জন্য অপ্রয়োজনে অপমানবোধ করবে??আপনার দরকার আপনি মিটিয়ে নিন।

21/10/2025

আজকের এই আমি অনেক ভালো আছি।আপনিও চেষ্টা করুন। পারবেন📌📌

আমার যাওয়া-আসাতে ভালো লাগার বিপরীতে বিরক্তিকর চেহারা সবই আমি বুঝতে পারি খেয়াল করি।👎 ধীরে ধীরে নিজের মত ভালো থাকা শিখে গে...
17/10/2025

আমার যাওয়া-আসাতে ভালো লাগার বিপরীতে বিরক্তিকর চেহারা সবই আমি বুঝতে পারি খেয়াল করি।👎 ধীরে ধীরে নিজের মত ভালো থাকা শিখে গেছি।এখন আর কারো নাটক দেখতে ইচ্ছে হয় না। আপনি যখন একা থাকা একবার শিখে যাবেন তখন আর কারো কিছুতে কিছুই যায় আসবে না এটাই বাস্তব।স্বামীর সুখের জন্য নিজেকে এমন এমন মানুষের দরজায় নিয়ে দাঁড় করিয়েছি যাদের দরজায় আমি নিজ থেকে কখনো যেতে চায়বো না! যেখানে গেলে নিজের সম্মানে আঘাত আসে,নিজেকে ছেচড়া মনে হয়!!মনে হয় কোনো ফক্কিনি,জামাই খাওয়াইতে পরাইতে পারে না তাই ২টো ভালো মন্দ খাইতে গেসি ভালো সময় কাটানোর জন্য যায় নাই😔😔😔

16/10/2025

সত্যি কথা কি জানেন??এই পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু হচ্ছে নিজের স্বামী!!💔💔💔 নিজের গুরুত্ব যখন নিজের পরিবারের কাছে কমে যায় তখন বউয়ের মত ভালো আর কেউ নাই আর যখন তারা গুরুত্ব দেয় বউ জামাইর মাঝে আরেকটা গেম খেলার জন্য তখন বউ খারাপ।।

মা শব্দটার মানেই তো এটা। কিন্তু আশেপাশের মায়েদের দেখে মনে হয় মমতা তো দূরে থাক এগুলো মা শব্দটাকে কলংকিত করে রেখেছে।আমার ক...
16/10/2025

মা শব্দটার মানেই তো এটা। কিন্তু আশেপাশের মায়েদের দেখে মনে হয় মমতা তো দূরে থাক এগুলো মা শব্দটাকে কলংকিত করে রেখেছে।আমার কাছে মা মানে একটা বিশ্বাসের জায়গা,একটা ভরসা,অনেক মমতাই ভরা দুটো চোখ যা সন্তানের চোখ দেখে বুঝে নেয়। মা শব্দটা কোনো একক মালিকানার মধ্যে পড়ে না,যিনি মা হয়েছেন তার চোখে নিজের সন্তানের পাশাপাশি অন্যের সন্তানকেও সন্তান সমতুল্য করে দেখার মন মানসিকতা থাকে।সন্তান জন্মদান আর মা হওয়া এক জিনিস নয় রে পাগলা!!

জন্ম দিলেই বাবা-মা যে মহান হয়ে যান তাও কিন্তু না, অনেক ক্ষেত্রে বাবা-মায়ের আচরণের কারণেও সন্তানের সাথে তাদের দূরত্ব তৈরি...
15/10/2025

জন্ম দিলেই বাবা-মা যে মহান হয়ে যান তাও কিন্তু না, অনেক ক্ষেত্রে বাবা-মায়ের আচরণের কারণেও সন্তানের সাথে তাদের দূরত্ব তৈরি হয়। রিপন মিয়ার পরিবারের যে সমস্যা তা এদেশের প্রায় প্রতিটি ঘরেই আছে। এটা নিউজ করার মতো বিষয় না। অবাক লাগে এ দেশের মিডিয়ার কাজকর্ম দেখলে। গতকাল মিরপুরে অগ্নিকাণ্ডে ১৬ জন লোক মারা গেল তা নিয়ে তেমন নিউজ নাই তারা পরে আছে রিপন মিয়ার পারিবারিক সমস্যার পেছনে।
#রিপনমিয়া

 #তার সবকিছু নিয়ে ঘাটাঘাটি করা লাগবে😔!!
12/10/2025

#তার সবকিছু নিয়ে ঘাটাঘাটি করা লাগবে😔!!

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when গল্পকথায় পরিনীতা মুহুরী-𝑮𝒐𝒍𝒑𝒐𝒌𝒐𝒕𝒉𝒂𝒊 𝑷𝒐𝒓𝒊𝒏𝒊𝒕𝒂 𝑴𝒖𝒉𝒖𝒓𝒚 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category