
28/12/2024
আসসালামু আলাইকুম, আলহাম্দুলিল্লাহ ড. মিজানুর রহমান আজহারী, দেশের অন্যতম সেরা মেধাবী একজন গবেষক ও মানবিক ব্যাক্তিত্ব। তার তীক্ষ্ণ গবেষণার পরিচয় দেখেন- দীর্ঘ পাঁচটি বছর পরে ১ম মাহফিলের টপিক সিলেকশন কত অসাধারণ:বর্তমান সময় উপযোগী টপিক 'ঐক্য' ডাক দিয়েছেন ঐক্যের। এর থেকে ভাল টপিক আর কিছু হতে পারে না এই সময়ে।
মাশাআল্লাহ।