JOY RAM Tv Bd

JOY RAM Tv Bd JOY RAM Gopal Gobindo
জয় রাম জয় গুরু ৷ প্রনাম ঠাকুর ৷ দয়াল ঠাকুর সকলের মঙ্গল করো ৷
(1)

🌸 নামেই মুক্তি 🌸সকল ভার ভগবানের উপর রাখিয়া নাম করিতে থাকিবেন,নামেই শুচি, নামই উদ্ধার করেন।মানুষ ভাগ্যবশতঃ সুখ-দুঃখ ভোগ ক...
25/10/2025

🌸 নামেই মুক্তি 🌸

সকল ভার ভগবানের উপর রাখিয়া নাম করিতে থাকিবেন,
নামেই শুচি, নামই উদ্ধার করেন।

মানুষ ভাগ্যবশতঃ সুখ-দুঃখ ভোগ করে,
তাহার জন্য উদ্বিগ্ন হইবার কিছু নাই।
যিনি ঈশ্বরের আশ্রয় নেন — তিনিই শান্ত। 🌼

🕉️
সংসারে “অকর্তা বুদ্ধি”-ই ধর্ম,
এই বুদ্ধি স্থির করিতে পারিলেই পাপ বিলীন হয়,
মন হয় স্থির — প্রাণ হয় আনন্দময়।


সুখে দুঃখে সমান করিয়া নিত্য আনন্দে থাকাই
ভক্তির সত্য রূপ।

শ্বাস-প্রশ্বাসের মধ্যস্থলেই হৃদয়,
আর সেই হৃদয়েই নামের অবস্থান —
যেখানে ঈশ্বর সদা বিরাজমান। 💖

“ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি।”
— শ্রীমদ্ভগবদ্গীতা

হৃদয়ে মন রাখিয়া নাম উচ্চারণ করিলে
মনের শক্তি দৃঢ় হয়,
নামের স্মরণেই মায়ার বন্ধন ছিন্ন হয়।

📿
কৃপাসিন্ধু শ্রীশ্রী রামঠাকুর
✍️ মনোরঞ্জন মুখোপাধ্যায়

🌼 জয় রাম। জয় গুরু। জয় গোবিন্দ। 🌼

24/10/2025

📿🎶 EK NAME KIRTAN 91 🎶📿
❤️🔱❤️ গুরু কৃপাহি কেবলম্ ❤️🔱❤️
🚩 জয় রাম! জয় গুরু! জয় গোবিন্দ! 🚩
🌸 কৈবল্যধাম তথা মুক্তির ধামে,
ভক্তবৃন্দের প্রেমময় মুহূর্তে ভরে উঠল সমগ্র প্রাঙ্গণ।
নামধ্বনি, হাসি আর গুরুপ্রেমে আজ ধ্বনিত শ্রীধামের বাতাস।
🌼 কৈবল্যনাথ তথা মুক্তিদাতার শ্রীচরণে আগমন মানেই—
✨ আত্মার আত্মীয়দের মিলন,
✨ দয়ানিধি ঠাকুরের কাছে কল্যাণ প্রার্থনা,
✨ নামপ্রসাদে পবিত্রতার ছোঁয়া,
✨ শুদ্ধ ভক্তিতে আত্মসমর্পণ।
💫 পূর্ব নির্ধারিত সময়গুলো আজ মহামিলনে রূপ নিল,
প্রতিটি হৃদয়ে জাগল গুরুপ্রেমের জ্যোতি,
প্রতিটি নামধ্বনিতে প্রতিধ্বনিত হলো—
📿 জয় রাম জয় গোবিন্দ, জয় গুরু জয় রাম! 📿
🙏 চির অটুট থাকুক এই বন্ধন,
গুরুদেবের রাতুল চরণে আমাদের এই প্রার্থনা—
“রামময় হোক প্রাণ, গুরুকৃপায় ভরে উঠুক জীবন।” 🌺
📍 স্থানঃ শ্রীশ্রী কৈবল্যধাম, চট্টগ্রাম
#শ্রীশ্রীকৈবল্যধাম #চট্টগ্রাম

24/10/2025

জয় রাম জয় গুরু”

সুর ও সঙ্গীত বিন্যাস: নোবেল সেন

জয় রাম... জয় রাম... জয় রাম...
জয় গুরু জয় রাম...

জয় রাম জয় গুরু, জয় গোপাল জয় গোবিন্দ,
জয় সত্যনারায়ণ, গুরু কৃপাহি কেবলম্ ।।

রাম নাম জপে মন, দূর হোক সকল বন্ধন,
গুরুকৃপায় জাগে প্রাণ, প্রেমময় হোক ভুবন।।
গুরু নামেই চেতনা, রাম নামেই জীবন,
প্রেমে মেলে পরম ধাম, শান্তিতে হোক মন।

জয় রাম জয় গুরু, জয় গোপাল জয় গোবিন্দ,
জয় সত্যনারায়ণ, গুরু কৃপাহি কেবলম্ ।।

সুর ও সঙ্গীত বিন্যাস: নোবেল সেন

গুরু নামই সত্তার ধন, রামের নামে জাগে জীবন,
গোবিন্দ নাম হৃদে ধ্বনি, সত্যনারায়ণ প্রেমে ধনী।।
যে নাম জপে অন্তরে প্রাণ, তারি পথে মুক্তি দান,
গুরুকৃপা সুধাধারা, ভরে দিক জগতসারা।।

জয় রাম জয় গুরু, জয় গোপাল জয় গোবিন্দ,
জয় সত্যনারায়ণ, গুরু কৃপাহি কেবলম্ ।।

সবাই একসাথে —
জয় নাম, জয় প্রেম, জয় ধাম, জয় রাম রাম রাম!
জয় রাম জয় গুরু জয়,
জয় গোবিন্দ জয় ধাম!
জয় নাম জয় প্রেম জয়,
জয় কৈবল্য ধাম!

গুরুকৃপাহি কেবলম্...
জয় রাম... জয় গোবিন্দ...
জয় গুরু... জয় রাম...

জয় রাম... জয় রাম... জয় রাম...
জয় গুরু জয় রাম...



#জয়রাম #জয়গুরু #জয়গোবিন্দ #জয়গোপাল #জয়সত্যনারায়ণ #গুরুকৃপাহিকেবলম #ভক্তিগান #কীর্তন #নামস্মরণ #নামসংকীর্তন #ভক্তিসঙ্গীত #কৈবল্যধাম #নোবেলসেন

24/10/2025

🌾✨ ওঁ শ্রী শ্রী কৈবল্যনাথায় নমঃ ✨🌾
🙏 শ্রী শ্রী কৈবল্যধাম আশ্রমের অন্নকূট উৎসব – ২০২৫ 🙏
🌸 জয় রাম জয় গোবিন্দ 🌸

অন্নকূট — ভক্তি, সমর্পণ ও কৃতজ্ঞতার এক মহাপবিত্র দিন।
এই শুভ দিনে ভক্ত হৃদয়ে জাগে প্রেম ও সেবার আনন্দ,
যেখানে প্রতিটি অন্নকণা হয়ে ওঠে ভগবানের প্রসাদ,
আর প্রতিটি শ্বাসে জাগে গুরুকৃপায় ভক্তির আনন্দ। 🍚🌼

প্রার্থনা করি —
শ্রীশ্রী রামঠাকুরের করুণাময় আশীর্বাদে
আমাদের সকল গুরুভাই ও গুরুবোনের জীবন
ভরে উঠুক শান্তি, প্রেম ও পরম আনন্দে।

🔱 গুরু কৃপাহি কেবলম্ 🔱
🌿 জয় রাম 🙏 জয় গোবিন্দ 🙏 🌿

স্থান: শ্রীশ্রী কৈবল্যধাম আশ্রম, চট্টগ্রাম, বাংলাদেশ 🇧🇩

🙏 জয় রামঠাকুর 🙏
🕉️ শুভ অন্নকূট উৎসবের আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা 🌼

🌼 শ্রীশ্রীঠাকুরের অমৃত বাণী 🌼জয় গুরু, জয় রাম 🙏গুরু কৃপাই কেবল।শ্রীচরণে শত কোটি প্রণাম, সকলের মঙ্গল ও চৈতন্যের প্রার্থনা।...
24/10/2025

🌼 শ্রীশ্রীঠাকুরের অমৃত বাণী 🌼

জয় গুরু, জয় রাম 🙏
গুরু কৃপাই কেবল।
শ্রীচরণে শত কোটি প্রণাম, সকলের মঙ্গল ও চৈতন্যের প্রার্থনা। ✨

💫 ঠাকুরের শিক্ষা:
"সর্বদা নাম করিবে, নামকেই অনন্যচিন্তা বলিয়া থাকে।
প্রাক্তন সূত্রে নানা উপাধি সংযোগ করিয়া তোলে, তাহার ধৈর্য্য ধরিয়া ক্ষয় করিতে হয়।
কালে সকলই হইবে, কেবল নামই সত্য, নাম বই এ জগতে কিছুই থাকিবে না।"

🙏 নামের শক্তি, চৈতন্যের জ্যোতি, এবং ভক্তির চিরন্তন মূল্য। 🌺

23/10/2025

অপূর্ব কীর্তন ৯৭
#জয়রাম #গোবিন্দ
#কীর্তন #কৈবল্যধাম

23/10/2025

ওঁ শ্রী শ্রী কৈবল্যনাথায় নমঃ ✨🌾 জয় রাম জয় গুরু জয় গোপাল জয় গোবিন্দ জয় সত্যনারায়ণ গুরু কৃপাহি কেবলম্ জয় গিরী গোবর্ধন
শুভ অন্নকুট
🙏 শ্রী শ্রী কৈবল্যধাম আশ্রমের অন্নকূট উৎসব – ২০২৫ 🙏
🌸 জয় রাম জয় গোবিন্দ 🌸

অন্নকূট — ভক্তি, সমর্পণ ও কৃতজ্ঞতার এক মহাপবিত্র দিন।
এই শুভ দিনে ভক্ত হৃদয়ে জাগে প্রেম ও সেবার আনন্দ,
যেখানে প্রতিটি অন্নকণা হয়ে ওঠে ভগবানের প্রসাদ,
আর প্রতিটি শ্বাসে জাগে গুরুকৃপায় ভক্তির আনন্দ। 🍚🌼

প্রার্থনা করি —
শ্রীশ্রী রামঠাকুরের করুণাময় আশীর্বাদে
আমাদের সকল গুরুভাই ও গুরুবোনের জীবন
ভরে উঠুক শান্তি, প্রেম ও পরম আনন্দে।

🔱 গুরু কৃপাহি কেবলম্ 🔱
🌿 জয় রাম 🙏 জয় গোবিন্দ 🙏 🌿

23/10/2025

🌾✨ ওঁ শ্রী শ্রী কৈবল্যনাথায় নমঃ ✨🌾
🙏 শ্রী শ্রী কৈবল্যধাম আশ্রমের অন্নকূট উৎসব – ২০২৫ 🙏
পর্ব - ১১
🌸 জয় রাম জয় গোবিন্দ 🌸

অন্নকূট — ভক্তি, সমর্পণ ও কৃতজ্ঞতার এক মহাপবিত্র দিন।
এই শুভ দিনে ভক্ত হৃদয়ে জাগে প্রেম ও সেবার আনন্দ,
যেখানে প্রতিটি অন্নকণা হয়ে ওঠে ভগবানের প্রসাদ,
আর প্রতিটি শ্বাসে জাগে গুরুকৃপায় ভক্তির আনন্দ। 🍚🌼

প্রার্থনা করি —
শ্রীশ্রী রামঠাকুরের করুণাময় আশীর্বাদে
আমাদের সকল গুরুভাই ও গুরুবোনের জীবন
ভরে উঠুক শান্তি, প্রেম ও পরম আনন্দে।

🔱 গুরু কৃপাহি কেবলম্ 🔱
🌿 জয় রাম 🙏 জয় গোবিন্দ 🙏 🌿

স্থান: শ্রীশ্রী কৈবল্যধাম আশ্রম, চট্টগ্রাম, বাংলাদেশ 🇧🇩

🙏 জয় রামঠাকুর 🙏
🕉️ শুভ অন্নকূট উৎসবের আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা 🌼

🌼 শ্রীশ্রীঠাকুরের সরলতা ও ভক্তির মহিমা 🌼ফণীবাবু শ্রীঠাকুরের সম্মুখে রাজভোগ আনলেন।কিন্তু ঠাকুর ভোগের দিকে তাকিয়ে বললেন —...
23/10/2025

🌼 শ্রীশ্রীঠাকুরের সরলতা ও ভক্তির মহিমা 🌼

ফণীবাবু শ্রীঠাকুরের সম্মুখে রাজভোগ আনলেন।
কিন্তু ঠাকুর ভোগের দিকে তাকিয়ে বললেন —

💫 "এইগুলি কি দিছেন? এইগুলি রাজ-রাজার খাদ্য, আমার না। আমি দরিদ্র ভিখারী ব্রাহ্মণ।
সব জাইনা শুইনা এইসব উপাদেয় খাদ্য দিয়া উপহাস করছেন কেন?
আমি আপনেগ উপহাসের পাত্র হইয়া এইখানে আর থাকমু না।
আমার সামনে থাইকা শিগগির এই রাজভোগ নিয়া চইলা যান।"

ফণীবাবু ভয়ে কাঁপতে কাঁপতে প্রসাদের থালা নিয়ে এলেন।
দরজার বাইরে গুরুভ্রাতারাও সব শুনলেন।
জীবনে প্রথমবার এমন সরল, অথচ গভীর শ্রীশ্রীঠাকুরের মূর্তি দেখলেন ফণীবাবু।

✨ ভক্তির সরলতা, ভগবানের অদ্ভুত দয়া। ✨

🙏 জয় রাম। জয় গুরু। জয় গোবিন্দ।
~~ শুভ সকাল ~~ 🌸

22/10/2025

অপূর্ব কীর্তন ৯৬
#জয়রাম #গোবিন্দ
#কীর্তন #কৈবল্যধাম

🌼 শ্রীশ্রীঠাকুরের অলৌকিক রক্ষা 🌼চট্টগ্রাম বিদ্রোহের কয়েকদিন পর, উপেনবাবু ফরিদপুর থেকে শ্রীশ্রীঠাকুরের দেখা করতে আসেন। ভ...
22/10/2025

🌼 শ্রীশ্রীঠাকুরের অলৌকিক রক্ষা 🌼

চট্টগ্রাম বিদ্রোহের কয়েকদিন পর, উপেনবাবু ফরিদপুর থেকে শ্রীশ্রীঠাকুরের দেখা করতে আসেন। ভোরবেলায় প্রণাম করার সঙ্গে সঙ্গেই ঠাকুর বললেন —
💫 "চলুন, আজ রাতেই আমরা কলিকাতায় যাই।"

শহর তখন উত্তপ্ত, একজন পুলিশ ইনস্পেক্টর নিহত হয়েছে। তবুও ঠাকুর উপেনবাবুকে নিয়ে কলকাতায় পৌঁছান।
ভোর হতেই পুলিশ নরেনব্রহ্মচারীর বাড়িতে হানা দেয়, জেরা শুরু হয়। উপেনবাবুকে নিয়ে কুখ্যাত লর্ড সিন্‌হা রোডের দফতরে নিয়ে যাওয়া হয়।

তবে ঠাকুরের আশীর্বাদে —
🕊️ "পাপ না করিলে তাপ লাগে না। আপনি কোন পাপ করেন নাই; চিন্তা করিবেন না, নির্বিঘ্নে ফিরিয়া আসিবেন।"

এবং সত্যিই ঘটল। বিকেল পাঁচটায় উপেনবাবু অক্ষত অবস্থায় ফিরে এলেন।
✨ ঠাকুরের কৃপা অদ্ভুত, যেখানে মানবশক্তি থেমে যায়, সেখানে শুরু হয় তাঁর রক্ষা। ✨

🙏 জয় রাম। জয় গুরু সত্যনারায়ণ।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।

🌼 “বেদবাণী” — শ্রীশ্রী রামঠাকুরের অমৃত উপদেশের সপ্তম অধ্যায় 🌼---📜 বেদবাণী ৭বেদবাণী — শ্রীশ্রী রামঠাকুরের স্বহস্তে লিখিত ...
21/10/2025

🌼 “বেদবাণী” — শ্রীশ্রী রামঠাকুরের অমৃত উপদেশের সপ্তম অধ্যায় 🌼

---

📜 বেদবাণী ৭

বেদবাণী — শ্রীশ্রী রামঠাকুরের স্বহস্তে লিখিত পত্রাবলির সমাবেশ,
যেখানে তিনি শ্রীদেহে অবস্থানকালে ভক্তগণের জিজ্ঞাসায়
দিয়েছেন গভীর উপদেশ, জীবনদর্শন, এবং মুক্তির পথের নির্দেশ।

তিনি বলেছেন —
🔸 সতীধর্মের কথা,
🔸 স্বভাবধর্মের কথা,
🔸 প্রাক্তন প্রারব্ধ ও ভোগ নিরসনের উপায়,
🔸 এবং সত্যনারায়ণ সেবার মাহাত্ম্য।

এই পত্রসমূহ কেবল গ্রন্থ নয় —
এরা বেদ, উপনিষদ, গীতা ও পুরাণাদির সারতত্ত্ব ধারণ করে,
যা ভক্তদের কাছে রামবাণী, জ্ঞানবাণী, সনাতনবাণী রূপে সমাদৃত।

---

🌸 বেদবাণীর মাহাত্ম্য

শ্রীশ্রী রামঠাকুরের বাণী কেবল আশ্রিতদের জন্য নয় —
এটি সমগ্র মানবতার জন্য অমৃত উপদেশ।
যিনি এই বাণী পাঠ করেন, তাঁর জীবন ধন্য ও শান্তিময় হয়।

বেদবাণী হলো ভক্তের মুক্তিপথের নির্দেশপত্র,
যা সত্যলোকে যাত্রার নিদর্শন ও দিশারী।

---

💫 বেদবাণীর সার

> “যার যেমন প্রকৃতি, তার তদনুযায়ী উপদেশ —
বেদবাণীতে আছে সেই চিরন্তন ব্যবস্থা।”

এ বাণী যুক্তি ও তর্কের উর্ধ্বে,
যিনি একনিষ্ঠ ভক্তি ও অনুসন্ধানে প্রবৃত্ত হন,
তিনি এই বাণীতেই সর্বাবস্থার সমাধান খুঁজে পান।

---

🕊️ বেদবাণী তাই কেবল শব্দ নয় — এটি শ্রীঠাকুরের স্বয়ং পরম তত্ত্বের ছক,
যেখানে লুকিয়ে আছে ভক্তির পথ, সত্যের আলো ও মুক্তির প্রতিশ্রুতি। ✨

---

🙏 “বেদবাণী পাঠে প্রাণ জাগে, মন পায় শান্তি,
গুরুকৃপায় মুক্তির দ্বার খুলে যায় নিত্যনিত্য।” 🌿

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when JOY RAM Tv Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JOY RAM Tv Bd:

Share

Category