25/10/2025
🌸 নামেই মুক্তি 🌸
সকল ভার ভগবানের উপর রাখিয়া নাম করিতে থাকিবেন,
নামেই শুচি, নামই উদ্ধার করেন।
মানুষ ভাগ্যবশতঃ সুখ-দুঃখ ভোগ করে,
তাহার জন্য উদ্বিগ্ন হইবার কিছু নাই।
যিনি ঈশ্বরের আশ্রয় নেন — তিনিই শান্ত। 🌼
🕉️
সংসারে “অকর্তা বুদ্ধি”-ই ধর্ম,
এই বুদ্ধি স্থির করিতে পারিলেই পাপ বিলীন হয়,
মন হয় স্থির — প্রাণ হয় আনন্দময়।
✨
সুখে দুঃখে সমান করিয়া নিত্য আনন্দে থাকাই
ভক্তির সত্য রূপ।
শ্বাস-প্রশ্বাসের মধ্যস্থলেই হৃদয়,
আর সেই হৃদয়েই নামের অবস্থান —
যেখানে ঈশ্বর সদা বিরাজমান। 💖
“ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি।”
— শ্রীমদ্ভগবদ্গীতা
হৃদয়ে মন রাখিয়া নাম উচ্চারণ করিলে
মনের শক্তি দৃঢ় হয়,
নামের স্মরণেই মায়ার বন্ধন ছিন্ন হয়।
📿
কৃপাসিন্ধু শ্রীশ্রী রামঠাকুর
✍️ মনোরঞ্জন মুখোপাধ্যায়
🌼 জয় রাম। জয় গুরু। জয় গোবিন্দ। 🌼