07/07/2025
🌼 শ্রীশ্রী কৈবল্যনাথায় নমঃ 🙏🌸
📍 শুভ সংবাদ ভক্তবৃন্দের জন্য!
শ্রীশ্রী কৈবল্যধাম, চট্টগ্রামে নির্মিত হচ্ছে নতুন শ্রাদ্ধাঙ্গন,
যেখানে আগামী ১ তারিখ থেকে শুরু হবে পবিত্র শ্রাদ্ধ অনুষ্ঠান।
🔨 বর্তমানে শ্রাদ্ধাঙ্গন উন্নয়নের মহাযজ্ঞ চলমান —
প্রভুর আশীর্বাদে ও গুরুকৃপায় দ্রুত এগিয়ে চলেছে নির্মাণকাজ।
এই উন্নয়নযজ্ঞে আপনিও অংশ নিতে পারেন সেবা, দান বা প্রার্থনার মাধ্যমে।
🌿 এই শ্রাদ্ধাঙ্গন শুধু একটি স্থান নয় —
এটি একটি আধ্যাত্মিক তীর্থ, যেখানে প্রিয়জনদের আত্মার শান্তি ও মুক্তির উদ্দেশ্যে নিবেদিত হয় প্রার্থনা, শ্রদ্ধা ও অর্ঘ্য।
📿 আসুন, আমরা সকলে মিলিত হই এই পবিত্র যাত্রায় —
গুরুর কৃপায় হোক সকল কর্ম পূর্ণতা ও কল্যাণময়।
🔱 গুরু কৃপাহি কেবলম্
🚩 জয় রাম! জয় গুরু! জয় গোবিন্দ! 🚩
#শ্রদ্ধাঞ্জলি
্যনারায়ণ
াম_জয়_গুরু
#জয়_গুরু
#মোহন্ত_মহারাজ
#স্মরণোৎসব৬৫
#ভক্তিমূলক_উৎসব