
11/12/2024
স্কুল শিক্ষার্থী নি*খোঁজ
°°°°°°°°°°°°°°°°°°°°°°
আজ (১১ ডিসেম্বর) সকালে চট্টগ্রামেরফটিকছড়ি পাইলট গার্লস স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার সময় বিবিরহাট বাস স্টেশন থেকে নি*খোঁজ হন ৮ম শ্রেণীর শিক্ষার্থী সাইজিদা ইসলাম।
তার পিতা মোহাম্মদ হাসান জানান, স্কুল থেকে ফিরতে দেরি হওয়ায় স্কুলে খোঁজ নিয়ে জানতে পারি মেয়ে স্কুলে যায়নি। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিলেও এখনো পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি। নি*খোঁজের বিষয়ে থানায় জিডি করা হয়েছে। মেয়ে তিন দিন আগে তার মাকে জানিয়েছে স্কুলে যাওয়ার পথে কয়েকজন ছেলে ই*ভটিজিং করছে।
কেউ যদি সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।
যোগাযোগ নাম্বার :01814143403
বি:দ্র: সাইজিদাকে খুঁজে পেতে নিউজটি কপি কিংবা শেয়ার করার জন্য অনুরোধ রইলো।