কাজী শারমিন সুমি

কাজী শারমিন সুমি Kazi Sharmin Shumi official page✌️👌

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধে সকল শহিদ, বীরাঙ্গনা মা-বোন ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা। ...
26/03/2025

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে
মুক্তিযুদ্ধে সকল শহিদ, বীরাঙ্গনা মা-বোন ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা।

স্বাধীনতার মাসে - স্বাধীনতাবিরোধীদের আস্ফালন থেকে মুক্তি পাক বাংলাদেশ।
মুক্তি পাক বাংলার মানুষ।

জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু।।

"যে জাতি অর্ধাহারে অনাহারে দিন কাটায়, কথায় কথায় তাদের গুলি করে হত্যা করা হয়, সে জাতির নেতা হিসেবে আমি জন্মদিন পালন করতে ...
17/03/2025

"যে জাতি অর্ধাহারে অনাহারে দিন কাটায়, কথায় কথায় তাদের গুলি করে হত্যা করা হয়, সে জাতির নেতা হিসেবে আমি জন্মদিন পালন করতে পারি না।"
- এভাবেই স্বাধীনতার আগে ১৯৭১ এর ১৭ই মার্চ সাংবাদিকদের বলেছিলেন বঙ্গবন্ধু ।
আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তার মূলে আছে আমাদের স্বাধীনতা; আর সেই স্বাধীনতার সামনে আছেন বঙ্গবন্ধু। বাংলা ও বাঙালি যতো দিন থাকবে, পৃথিবীর ইতিহাস যতোদিন থাকবে তিনিও থাকবেন প্রতিটি বাঙালির হৃদয়ে।
শুভ জন্মদিন জাতির পিতা বঙ্গবন্ধু।।
তোমাকে ভালোবাসে বাংলাদেশ।।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।।

১০ জানুয়ারিবাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস।পিতার ম...
10/01/2025

১০ জানুয়ারি

বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

পিতার মতোই বীর বেশে
বঙ্গবন্ধু কন্যা আসবে ফিরে বাংলাদেশে!

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু…

মহান বিজয় দিবসে সকলকে জানাচ্ছি বিজয়ের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।স্বশ্রদ্ধচিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকা...
15/12/2024

মহান বিজয় দিবসে সকলকে জানাচ্ছি বিজয়ের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

স্বশ্রদ্ধচিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের এবং বীরাঙ্গনা মা-বোনদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের দেশ বাংলাদেশ।

সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি।

দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামে ৩০ লক্ষ শহীদ,২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের অর্জিত এ বিজয়।

১৪ ডিসেম্বর; শহীদ বুদ্ধিজীবী দিবস। দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন। বাঙ্গালি জাতির ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক দিন। ১...
14/12/2024

১৪ ডিসেম্বর; শহীদ বুদ্ধিজীবী দিবস। দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন।

বাঙ্গালি জাতির ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক দিন। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় যখন নিশ্চিত, ঠিক তখন পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তান বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের রাতের আঁধারে চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে।

স্বাধীনতাবিরোধী চক্র বুঝতে পেরেছিল, পরাজয় তাদের অনিবার্য। জাতির এই শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীরা বেঁচে থাকলে এ মাটিতে ওরা বসবাস করতে পারবে না। যুদ্ধবিধ্বস্ত এই দেশ আবার ফুলে ফলে ভরে উঠবে। তাই পরিকল্পিতভাবে জাতিকে মেধাহীন ও পঙ্গু করতে দেশের বরেণ্য সব ব্যক্তিদের রাতের অন্ধকারে পৈশাচিক কায়দায় #হত্যা করা হয়।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের হত্যাকান্ড ছিল পৃথিবীর ইতিহাসে জঘন্যতম বর্বর ঘটনা যা বিশ্বব্যাপী শান্তিকামী মানুষকে স্তম্ভিত করেছিল। পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা পৈশাচিক #হত্যাযজ্ঞের পর ঢাকার মিরপুর, রায়েরবাজারসহ বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের #লাশ ফেলে রেখে যায়।

১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পরপরই শহীদ বুদ্ধিজীবীদের নিকট আত্মীয়রা মিরপুর ও রায়েরবাজার বধ্যভূমিতে তাদের গলিত ও ক্ষত বিক্ষত লাশ খুঁজে পায়। বুদ্ধিজীবীদের লাশে ছিল আঘাতের চিহ্ন। চোখ, হাত-পা ছিল বাঁধা। কারো কারো শরীরে ছিল একাধিক গুলি। অনেককে হত্যা করা হয়েছিল ধারালো অস্ত্র দিয়ে। লাশের ক্ষত চিহ্নের কারণে অনেকেই প্রিয়জনের মৃতদেহ শনাক্ত করতে পারেননি।

১৯৭২ সালে জাতীয়ভাবে প্রকাশিত বুদ্ধিজীবী দিবসের সঙ্কলন, পত্রিকায় প্রকাশিত সংবাদ ও আন্তর্জাতিক নিউজ ম্যাগাজিন ‘নিউজ উইক’-এর সাংবাদিক নিকোলাস টমালিনের লেখা থেকে জানা গেছে, শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা মোট ১ হাজার ৭০ জন।

স্বাধীনতা পরবর্তী সময়ে ৭১’র ২৯ ডিসেম্বর গঠিত বুদ্ধিজীবী তদন্ত কমিটির রিপোর্টে বলা হয়েছে, রাও ফরমান আলী এদেশের ২০,০০০ বুদ্ধিজীবীকে হত্যার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এই পরিকল্পনা মতো হত্যাযজ্ঞ চালানো সম্ভব হয়নি। কারণ ফরমান আলীর টার্গেট ছিল শীর্ষ বুদ্ধিজীবীদেরকে গভর্নর হাউজে নিমন্ত্রণ করে নিয়ে মেরে ফেলা।

বুদ্ধিজীবী তদন্ত কমিটির প্রধান জহির রায়হান বলেছিলেন, এরা নির্ভুলভাবে বাংলাদেশের গণতন্ত্রমনা বুদ্ধিজীবীদেরকে বাছাই করে আঘাত হেনেছে। ওই কমিশনের আহবায়ক ছিলেন চলচ্চিত্রকার জহির রায়হান যিনি নিখোঁজ হন ১৯৭২ সালের ৩০ জানুয়ারি।

বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ একটি তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নেন ১৯৭১ সালের ৩১ ডিসেম্বর। বুদ্ধিজীবী নিধন তদন্ত কমিশন প্রণীত একটি দলিল থেকে জানা গেছে, বুদ্ধিজীবী হত্যায় যারা ঘৃণ্য ভূমিকা রাখে তাদের মধ্যে রয়েছে পাকিস্তান সেনাবাহিনীর ব্রিগেডিয়ার রাজা, ব্রিগেডিয়ার আসলাম, ক্যাপ্টেন তারেক, কর্নেল তাজ ,কর্নেল তাহের, ভিসি প্রফেসর ড. সৈয়দ সাজ্জাদ হোসাইন, ড. মোহর আলী, আল বদরের এবিএম খালেক মজুমদার, আশরাফুজ্জামান ও চৌধুরী মাইনুদ্দিন। এদের নেতৃত্ব দেন মেজর জেনারেল রাও ফরমান আলী।

#বুদ্ধিজীবীদিবস #১৪ডিসেম্বর #স্বাধীনতা #মুক্তিযুদ্ধ #বিজয়েরমাস #ডিসেম্বর

১০ নভেম্বর জিরো পয়েন্টে, নূর হোসেনচত্তরে আসবেন? #পুলিশ,  #র‍্যাব,  #সেনাবাহিনীর বাধা কিভাবে ফাঁকি দেবেন?---- দলবদ্ধভাবে...
09/11/2024

১০ নভেম্বর জিরো পয়েন্টে, নূর হোসেন
চত্তরে আসবেন?
#পুলিশ, #র‍্যাব, #সেনাবাহিনীর বাধা কিভাবে ফাঁকি দেবেন?
---
- দলবদ্ধভাবে নয়, আসবেন একা একা
- বিভিন্ন রুট চেঞ্জ করে গুলিস্তান পৌঁছাবেন
- সাথে মোবাইল থাকলেও সেই মোবাইলে কোন ছবি, কোন ওয়ালপেপার রাখবেন না, যাতে আপনাকে #আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করতে পারে
- যদি কোন বাধা আসে, অবশ্যই কোন রকম #ভাংচুর বা #নাশকতার ফাঁদে পা দেবেন না, #আওয়ামী লীগ সরকারী সম্পদ, দেশের মানুষের সম্পদ ধ্বংসের রাজনীতি করে না
- সাধারণ মানুষকে সাথে নেওয়ার জন্য প্রচারণা চালাবেন

চালাও কামান বুক পেতে দিয়েছি আজ..দুঃখকে করে নিয়েছি মাথার তাজ..স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গণতন্ত্র ও সুবিচার প্রতিষ...
09/11/2024

চালাও কামান বুক পেতে দিয়েছি আজ..
দুঃখকে করে নিয়েছি মাথার তাজ..

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গণতন্ত্র ও সুবিচার প্রতিষ্ঠায় দলে দলে ঢাকায় আসুন।
আগামীকাল ১০ তারিখের কর্মসূচি সফল করুন!
সময়ঃ দুপুর ঠিক ৩ঃ০০ টা
স্থানঃ নূর হোসেন চত্বর (জিরো পয়েন্ট), গুলিস্তান।

নেতৃত্ব দিবেন আপনি, আমি, আমরা সকলেই…

যতবারই হত্যা করো জন্ম নেব আবারদারুণ সূর্য হবো, লিখবো নতুন ইতিহাস !আজ ১৮ অক্টোবর, বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ পুত্র শহীদ শেখ রা...
18/10/2024

যতবারই হত্যা করো
জন্ম নেব আবার
দারুণ সূর্য হবো,
লিখবো নতুন ইতিহাস !

আজ ১৮ অক্টোবর, বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৬১তম জন্মবার্ষিকী।
শুভ জন্মদিন "শহীদ শেখ রাসেল"।

#শেখরাসেল #জন্মদিন #বাংলাদেশ

বঙ্গবন্ধু কি শুধু আওয়ামী লীগের? বঙ্গবন্ধু এই জাতির নেতা। তোমাদের নেতা পাকিস্তানের জিন্নারা হতে পারে, বাঙালি ও বাংলাদেশে...
17/10/2024

বঙ্গবন্ধু কি শুধু আওয়ামী লীগের?
বঙ্গবন্ধু এই জাতির নেতা।

তোমাদের নেতা পাকিস্তানের জিন্নারা হতে পারে,
বাঙালি ও বাংলাদেশের নেতা জাতির পিতা শেখ মুজিব।

অসাংবিধানিক সরকার কর্তৃক রাষ্ট্রীয় আচার থেকে জাতীয় মুক্তির লড়াইয়ের ইতিহাস ও চেতনা মুছে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জান...
16/10/2024

অসাংবিধানিক সরকার কর্তৃক রাষ্ট্রীয় আচার থেকে জাতীয় মুক্তির লড়াইয়ের ইতিহাস ও চেতনা মুছে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি
-----
বর্তমান সরকার শুরু থেকেই মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও চেতনাবিরোধী কাজ করে আসছে। সুপরিকল্পিতভাবে মানবিক মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা বিনষ্টে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে। তারা বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদেরকে শত্রুজ্ঞান করছে। জাতীয় রাজনীতি থেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নির্মূল করতে রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার করছে, মিথ্যা মামলায় গণগ্রেফতার চালাচ্ছে। রাষ্ট্রীয়ভাবে দেশে নৈরাজ্যবাদ কায়েম করেছে, যাকে মাৎস্যন্যায় বলা চলে। সরকারের অদক্ষতা ও অনাচারে অতিষ্ঠ মানুষ ইতোমধ্যে বলতে শুরু করেছে, 'আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা'।

বাংলা ও বাঙালির সবচেয়ে বড় অর্জন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা, যার নেতৃত্ব দিয়েছেন ইতিহাসের সন্তান জাতির পিতা শেখ মুজিবুর রহমান। জাতির পিতার বিশ্বস্ত সহকর্মীবৃন্দ, দেশের মুক্তিকামী জনতা ও তাঁর পরিবারের অবদান অমোছনীয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সরকারের প্রতিহিংসামূলক আচরণের শিকার হচ্ছে মুক্তির লড়াইয়ের সকল ব্যক্তি, প্রতিষ্ঠান ও প্রতীকী স্থাপনাসমূহ। এসবের ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ইতিহাসের সাথে সম্পর্কিত জাতীয় দিবসসমূহ রাষ্ট্রাচার থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। আমরা এহেন প্রতিহিংসামূলক পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এর মধ্যে ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃত ৭ই মার্চের ঐতিহাসিক জাগরণের ভাষণ দিবস, ১৭ই মার্চের শিশু দিবস এবং ১৫ই আগস্টের মতো শোক পালনের দিবস রয়েছে। আমাদের জাতীয় ইতিহাস থেকে এসব দিবসের তাৎপর্য কোনো বিবেচনাতেই অস্বীকার করা যাবে না। রিসেট বাটন চেপে কেউ আমাদের 'দাবায়া রাখতে পারবা না'। আমাদের প্রত্যাশা হিংসা ও বিদ্বেষের বিপরীতে সকলের যাবতীয় ও জাতীয় ভুলগুলো অন্ধকারে হারিয়ে যাক, আমাদের অন্যায়গুলো বিচারের কাঠগড়ায় দাঁড়াক এবং সকল অপশক্তি বিনাশের জন্য আমাদের কণ্ঠে উচ্চারিত হোক 'সত্য বল সুপথে চল'। সরকারের বিদ্বেষে বাতিল হতে যাওয়া দিবসগুলো বাঙালি বরাবরের মতো সামাজিক ও সাংস্কৃতিকভাবে পরম মমতায় পালন করে দৃঢ়ভাবে বলে উঠবে, 'আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে'।

রিসেট বাটন চেপে বাঙালির জাতীয় ইতিহাস মুছে ফেলার মাধ্যমে বিভেদ ও প্রতিক্রিয়াশীল অপশক্তির রাজনীতিকে পরিপুষ্ট করতে চাওয়ার এহেন অভিপ্রায় বাঙালি জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সমগ্র জাতি ও মানুষ ঐক্যবদ্ধভাবে এহেন হীন পদক্ষেপের উপযুক্ত জবাব দেবে। ইনশাআল্লাহ্‌।

বাংলাদেশ আওয়ামী লীগ
২৩ বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা
তারিখ: ১৬ অক্টোবর ২০২৪
প্রেস বিজ্ঞপ্তি

Address

Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when কাজী শারমিন সুমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কাজী শারমিন সুমি:

Share