Oishi Hossain

Oishi Hossain আপনি কি আপনার নিজের জীবনের গল্প শেয়ার করতে চান ? তাহলে আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করতে পারেন।

মহান আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নিক।২৬-১-২৬ এর বিয়ের প্লান থমকে গেলো ২৫-৭-২০২৫ শুক্রবার রাত...
28/07/2025

মহান আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নিক।

২৬-১-২৬ এর বিয়ের প্লান থমকে গেলো ২৫-৭-২০২৫ শুক্রবার রাত্রে 😭

২৬-৬-২০২২ থেকে ২৩-৭-২০২৫ কত স্বপ্ন আশা দেখা গল্পটা এভাবেই শেষ হয়ে গেলো 💔😭

© Al Sakib

চট্টগ্রাম পতেঙ্গায় গাড়ি এক্সিডেন্ট করেছে, বর্তমানে চট্টগ্রাম মেডিকেল ২৬ নং ওয়াডে ভর্তি আছে। বাড়ি বলতেছে বাঁশখালী জলদি,বড়...
27/07/2025

চট্টগ্রাম পতেঙ্গায় গাড়ি এক্সিডেন্ট করেছে, বর্তমানে চট্টগ্রাম মেডিকেল ২৬ নং ওয়াডে ভর্তি আছে। বাড়ি

বলতেছে বাঁশখালী জলদি,বড় ছেলের নাম ফুরকান, উনার সন্ধান পেতে সহযোগিতা করুন। যোগাযোগ নাম্বার 01870133491

আমি সংসার জীবন শুরু করেছি ২ বছরের বেশি। আর তার সাথে পরিচয় ৩ বছর, কিন্তু এখানে কথা আছে। এই সম্পর্কটা এমন ছিল কথা হতো আবার...
27/07/2025

আমি সংসার জীবন শুরু করেছি ২ বছরের বেশি। আর তার সাথে পরিচয় ৩ বছর, কিন্তু এখানে কথা আছে। এই সম্পর্কটা এমন ছিল কথা হতো আবার কথা বন্ধ। এমন করতে করতে আমিও এক পযার্য়ে তার প্রতি অনেক বেশি দুবল হয়ে পড়ি।

কথা বলছি, ২০২২ সালের যখন তার সাথে কথা হয়না, আমারও বাসা থেকে চাপ। সে কথা বলেনা। তার জন্য এতোটা খারাপ লাগতো যে আমি আমার একটা কলিগকে বন্ধু হিসেবে অনেক কথাই বলতাম। এক পযার্য়ে আমি তার সাথে software development নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। যাতে ভবিষ্যতে আমার কাজ না করলেও একটা passive income আসতে থাকে। আমার তার সাথে অনলাইনেই কাজ ছিল।

ভাল কথা, বলছি ২০২৩ শুরুর কথা। যখন আমি পরিকল্পনা করি বাবা-মার পছন্দে বিয়ে করবো। তখন সে ফিরে আসে। আমি আবার তার দিকেই আগায় যাই। বিয়ে করি, কাউকে না জানিয়ে।

আমার কলিগও তাকে চিনে সেও চিনে। তবে কলিগ চাইতনা তার সাথে আমার বিয়ে হোক। যখন জানতে পারে কলিগ, সে আমাদের ২ জনের সামনে এসেই বলে বসে যে আমিতো ওকে পছন্দ করি।

তারপর আমার হাজবেন্ড বিষয়টা মেনে নিতে পারেনা। আমার সাথে তার মেসেজগুলো দেখে, আমার গায়েও হাত তুলে। আমি বুঝায় অনেক ভাবে। আরেকটু বলতে চাই, সম্পর্কে থাকতে ওর যখন আথিক সমস্যা দেখা দেয়। তখন আমি এই কলিগের কাছ থেকেই টাকা নেই। আমার হাজবেন্ডকে দেই। পরবর্তীতে আমি সেটা পরিশোধ করে দেই। ওখানেই সব শেষ।

শুরু হয় সংসার যুদ্ধ। বাসায় তখন কেউ জানেনা আমি বিবাহিত। ২০২৩ সালের মাঝামাঝি আমি বাড়ি ছেড়ে ওর বাড়ি চলে যাই। আবার বিয়ে করি। এবং তার বাবা মা আর আমার বাবা মাকে আগের থেকেই বিবাহিত আমরা জানাই না। আমার বাবা-মা অনেক কষ্ট পায়, তারপরও মেনে নিয়ে অনুষ্ঠান করে।

তাদের আথিক অবস্থা ভাল না বলে বিয়ে দিতে চায়নি। আর আমি বয়সে একটু বড় আমার হাসবেন্ড থেকে।তারা মানবেনা বলেই চলে গেয়েছিলাম। তখন আমি চাকরি করতাম, আর সে কিছু করতো না। এভাবে ২০২৩ পার হয়। পাশাপাশি প্রচুর অশান্তি।

কারন তার সন্দেহ, আর তার উনিশ থেকে বিশ হলেই মা*রত। চরম দূর ব্যবহার। সহ্য করতে করতে, চাকরি ছেড়ে দিয়ে ঘরে চাকরি নিলাম। এর মধ্যে অশান্তি লেগেই থাকতো। বেশ কয়েকবার আমি বাপের বাড়ি চলে এসেছি।

প্রচন্ড ভালবাসি বলে, আবার ফিরে গিয়েছি। এইভাবে ২৪ সাল গেছে। চাকরি ঘরে করতাম। তার ফ্যামিলিতে আমি খরচও দিতাম। আমার বাবা মার নিয়েও অনেক বাজে মন্তুব্য করেছে। কিছু দোষ তাদেরও ছিল।

২৪ সাল পার হলে ২৫ এ আমি বাপের বাড়ি আবার আসি আর ৪মাস মতো বাপের বাড়ি ছিলাম। বাসা কাছাকাছি থাকাতে আমাদের প্রতিদিন দেখা হতো। সে একটা চাকরি নিল। আমি ঘরে মন দিলাম। সব বাদ দিয়ে। ও যা বলবে আমি তাই করব। ৩মাস খুব ছোট ছোট বিষয়ে মা*র খাইসি।

হয়তোবা আমারও দোষ ছিল। কিন্তু তাও আমি মেনে নিসি। বাবা মার কাছে আসলে নাকি তার আর আমার ঝগড়া লাগে, এজন্য কোথাও সে আমাকে বের হতে দিবেনা। সিন্দুকে ভরে রাখবে, এটাই তার বোন বলল।

এবার আসি শেষ দিনের কথা। আমার মামা-শশুড়, যে ওখানেই থাকতো। হঠাৎ মারা যায়। এবং সকাল থেকে কেউ হাসবেন্ড ও শাশুড়ি ছিলনা। বাসায় দেবর, শশুড় ছিল। সারাদিনের রান্না সেরে, আমি একবার বললাম আমি একা থাকে পারবনা।

কিন্তু আমার কোন কথা না শুনেই আমার শশুড় আর দেবর আমাকে ঘরে একা রেখেই চলে যায়।

এবার, আমি একা থাকতে ভয় পাচ্ছি বলে পাশের ফ্লোরের আন্টিকে বলি আপনি একটু এসে বসবেন আমার বাসায়। পাশাপাশি হাসবেন্ডকে জানাই মেসেজ করে ভয় পাচ্ছি বলে আন্টিকে এনেছি।

একটু বলে রাখি, পাশের বাসায় এক ২ ছেলের মধ্যে বড় ছেলের বউ চলে গেছে। ছেলে হয়তোবা ভাল না। আমি কোনদিন কথা বলিনি। আর আমার থেকে বয়সে অনেক ছোটই হবে। constable post-এ জব।

মাগরিবের আযান দিলে, উনি বলে মা আমি নামাজ পড়ব তুমি আমার বাসায় বসো। গেলাম। গিয়ে দেখলাম আন্টির মা পিঠা বানায়, আরেকটা মেয়েও আছে। তার মধ্যে আমার শশুড় এলে বলি, বাবা আপনি বসেন রুমে আমি পিঠা দিয়েছে খেয়ে আসিতিসি।

খেতে বসে, সেই ছেলে আসে। রুমে চলে যায়। তার মধ্যে আমার হাসবেন্ড চলে আসে। বলে রাখি নিচতালায় বসা, ২ পাশেই দরজা খুলে রাখসিলাম।

হাজবেন্ডকে খুলে দিতে গেলেই, সে আমাকে গালি দায়। রুমে চলে যায়। আমি বলি যে, আমি আসতিসি, আমি ফোন আর বাগ রেখে আসছি। নিয়ে আসছি। ওটা আনতে গিয়ে ওই আন্টি বলে মা, তোমার হাজবেন্ড মনে হয় রাগ হইসে। আমি ওকে পিঠা দিয়ে আসি? আমি বললাম না আমাকে দেন আমি দিয়ে দিব।

আমি ওই পাশে যাওয়া সাথে সাথে তার পরনের বেল্ট খুলে সে আমাকে মা*রতে থাকে আর অনেক বাজে কথা বলে।
আমি কোনভাবে আমার শশুরের কাছে ছুটে যাই। তারপরও উনি তেমন কিছুই বলেনা ছেলেকে। শুধু বলে তুমি অন্য করেছো। আর বউ তোমারও দোষ আছে।
কিচ্ছু না বলে, আমি বাইরে চলে আসি। কানতে কানতে অনেক পরে আমি বাপেরবাড়ি চলে আসি। আজ ৫দিন হচ্ছে। আমার হাজবেন্ড কোন যোগাযোগ করেনি।

তা বোন ফোন দিয়ে আমাকে বলতে চাচ্ছে আমার ভাই দোষ করছে। কিন্তু দোষ তোমারও। হতেই পারে সে সরকারি চাকরি করে আরো ডিভোর্স হয়ে যাবে। তুমি তার দিকে নজর দিচ্ছ। আমার ভাই তোমাকে কারো সাথে কথা বলতে দেখলেই সহ্য করতে পারেনা। তুমি বোঝনা। তুমি বাসায় যাও। আমি তার কথায় ভিশন কষ্ট পেলাম। যেখানে আমি একটা প্রয়োজনে গেসি। তাহলে আমার নামে এমন কথা যেখানে আমি আমার সবকিছু তার জন্য ভেবেই করি।।

আমি আর ফিরে যাইনি তার বোনের কথায়। আজ ৫দিন যাচ্ছে। এবং আমার আমি হয়তোবা অনেক ভুল করেছি। কিন্তু সব কিছুর পরও সে আমাকে এভাবে আঘাত করতে পারেনা। এমনো হয়েছে দরজা খুলতে ২মিনিট দেরি হয়েছে। আমাকে অনেক খারাপ কথা বলেছে। এখন এখানে আসলে কি কিছু করার আছে?

মানুষ সত্যিই পরিবর্তনশীল তাই না 🙂 আমার হাজবেন্ড প্রবাসী ,, তার কাজের অনেক চাপ ,, যার জন্য আমাকে খুব বেশি সময় দিতে পারতন...
27/07/2025

মানুষ সত্যিই পরিবর্তনশীল তাই না 🙂 আমার হাজবেন্ড প্রবাসী ,, তার কাজের অনেক চাপ ,, যার জন্য আমাকে খুব বেশি সময় দিতে পারতনা ,, তবে ওর সাধ্যমতো সময় দেওয়ার চেষ্টা করতো ,, আস্তে আস্তে মানিয়ে নিলাম ফোন দেওয়া বাদ দিলাম কারণ সেই তার ডিউটি শেষ হলে ফোন দিবে ,, আমি দিলে লাভ কি ? তারপর থেকে আস্তে আস্তে খারাপ লাগা একেবারে কমে গেছে ,,😢 কিন্ত তার ফোন নষ্ট হওয়াই আজ 2 দিন তার সাথে আমার কথা হয়না যে আমি কিনা একদিনও তার সাথে কথা বলা ছাড়া থাকতাম না 😢💔 আমার একবারও তার জন্য খারাপ লাগছে না এমন কেন ?? তার সাথে কথা বলতে না পেরে আমার ভিতরে কোনো অস্হিরতা হচ্ছে না 😢সে তো আমাকে যথেষ্ট ভালোবাসে কেয়ার করে,,,, এমন কি কারণে হচ্ছে কেন তার জন্য আমার খারাপ লাগছে না 😢💔

27/07/2025

মাঝে মাঝে ধৈর্যে কুলায় না। আল্লাহর উপর রা-গ করে বসতে ইচ্ছে করে। কিন্তু পরক্ষণেই কুরআনের একটি আয়াতের কথা মনে হয়। আল্লাহ্ বলেছেন, "শিঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে, তুমি খুশি হয়ে যাবে। "আলহামদুলিল্লাহ" 🤍

26/07/2025
আমি একজন মেয়ে, বয়স ২০ আমাকে একটা বিবাহিত ছেলে খুব ডিস্টার্ব করতো,,,আমি জানতাম সে বিবাহিত একটা ছেলে আছে, এবং তার মেয়ে গঠ...
26/07/2025

আমি একজন মেয়ে, বয়স ২০ আমাকে একটা বিবাহিত ছেলে খুব ডিস্টার্ব করতো,,,আমি জানতাম সে বিবাহিত একটা ছেলে আছে, এবং তার মেয়ে গঠিত ব্যাপার আছে তাই তাকে ইগনোর করতাম বা এড়িয়ে চলতাম,আমাদের ফেসবুকে পরিচয় কিন্তু সে আমার সকল তথ্য আমার কোন এক অফিস বসের মাধ্যমে পেয়েছে,,,,, এবং সে তার বউয়ের নামে অনেক বদনাম মিথ্যে কথা বলতো,ফিজিক্যাল অনেক প্রবলেম আছে।উনার ওয়াইফ চাচ্ছে ওনি আর একটা বিয়ে করুক,,, কিন্তু তা নয়,,,উনি উনার ওয়াইফের আইডি দিয়ে আমাকে বিভিন্ন ধরনের মেসেজ করত। যে আমি আমার হাজব্যান্ড কে দ্বিতীয় বিয়ে করাতে চাচ্ছি কারণ আমি অসুস্থ এবং আমার হাজব্যান্ড আমার কাছে আসতেছে না, আরো অনেক কিছু তখন আমি বলতাম যে আমার পক্ষে পসিবল না আমি আপনার হাসবেন্ডের সাথে কোনরকম সম্পর্কে জড়াতে চাচ্ছি না,,, এই টুকটা কথা বলতো তবে ওটা ওর ওয়াইফ ছিল না সেই ছিল,,, একদিন হঠাৎ করে তার বউ এই আইডি দিয়ে আমাকে মেসেজ দেয় এবং কল দেয় আমি নরমালি কথা বলতেছে তখন উনি আমাকে জিজ্ঞাসা করে যে আপনি কে তখন আমি বলছি যে আপা আপনার সাথে তো আমার এর আগে বহুত কথা হয়েছে,,, তখন তিনি তা অস্বীকার করে এবং আমি তাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলি,,যে আপনার হাসবেন্ডকে আপনি সামলান,,, তখন এগুলো নিয়ে তার বাসায় সে প্রবলেম করে তার হাজবেন্ডের সাথে,,,,, তারপর থেকে তার হাসবেন্ড আমাকে রীতিমতো হুমকি দেয়,,,আমার ক্ষতি করবে এবং আমাকে দেখে নেবে,,,,,, কিন্তু ওনার সাথে আমি কোনদিন দেখা করেনি,,,, বা কোন রিলেশন ছিল না,,,,, আমি সঠিক পথে আছি,,,,কিন্তু এখন ও বিভিন্ন মানুষের কাছে আমার আত্মীয়স্বজন অফিসের কলিগ অফিসের স্যারদের কাছে আজেবাজে কথা বলতেছে,,আমাকে নিয়ে অনেক নোংরা নোংরা কথা,,, তার এবং তার বউয়ের পিকচার,,, লোকেশন অফিস সব আছে আমার কাছে আর দু একটা চ্যাট বাকিগুলো ডিলেট করে ওনাদের ব্লক দিয়ে দিয়েছিলাম,,, এখন আমার অনেক ক্ষতি করবার চেষ্টা করতেছে, আমাকে ব্ল্যাকমেল করতেছে এখন আমি কি করতে পারি,,দয়া করে ছোট বোন হিসেবে একটা পরামর্শ দিয়ে যাবেন,,,,এবং আমি যে অফিসে জব করি সেখানের সকল আপডেট সে কারো মাধ্যমে নিতে পারে,,,, 🙂

26/07/2025

কাউকে অভ্যাস বানাতে নেই, কথা বলা ব'ন্ধ হয়ে গেলে দম ব'ন্ধ হয়ে যায়! 😊💔

পারিবারিক ভাবেই ইনটারে থাকতে বিয়েটা হইছিল। জামাই এখনো তার এক্সের সাথে কথা বলে।আমি প্রেগন্যান্ট।সে তার সাথে দেখা করতে চায...
26/07/2025

পারিবারিক ভাবেই ইনটারে থাকতে বিয়েটা হইছিল।
জামাই এখনো তার এক্সের সাথে কথা বলে।
আমি প্রেগন্যান্ট।
সে তার সাথে দেখা করতে চায়, আর দেখা করলে ঐটা দিতে হবে এইগুলো বলে।

বিয়ের আগে ৩টা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করছে।
আমার বিশ্বাস আছে সে কখনো দ্বিতীয় বিয়ে করবেনা।
কিন্তু সে এইগুলো করেই যাবে মেয়েদের সাথে।

আমার বাবার সম্পত্তি দেখে আমাকে বিয়ে করছে।
এখন কি করমু বুঝতেছি না।

এমনি সে অনেক ভালো। আমাকে ভালোবাসার কমতি নাই
কেয়ার করে, শশুর বাড়ী সবাই ভালো।
(ইনবক্স থেকে)

25/07/2025

আমার মন খারাপের কোন ব্যাখ্যা নেই, শুধু মাঝে মাঝে আমার নিশ্বাস নিতে কষ্ট হয়! 🥹🖤

আমার ৮ বছর হইছে বিয়ে হইছে।বাচ্চা নাই। হাসবেন্ড প্রবাসী এই আট বছরে আমার স্বামী ২ বার আসছিলো এর মধ্যে অনেক চেষ্টা করছি। আল...
25/07/2025

আমার ৮ বছর হইছে বিয়ে হইছে।বাচ্চা নাই। হাসবেন্ড প্রবাসী এই আট বছরে আমার স্বামী ২ বার আসছিলো এর মধ্যে অনেক চেষ্টা করছি। আল্লাহ পাক চায় নাই। তাই হয় নাই।আমার ছোট দেবর বিয়ে করছে ৩ বছর হবে তাদের ১ টা মেয়ে ২ বছর আর ছেলের বয়স ৩ মাস।বাচ্চাদের আমি খুব আদর করি মেয়েটা আমাকে খুব ভালোবাসে। ওর মার থেকে বেশি আমার কাছে থাকে।আমি সংসারের সব কাজ কাম করি।আগে আমার জা সকালে রান্না করতো।আমি সবসময় দুপুরে রান্না করি।তার ছেলে হওয়ার পর থেকে কোন কাজ কাম করে না।আমার শশ্বরশ্বাশুড়ি খুব খুশি নাতি হইছে।তারে কোন কাজ কাম করতে দেই না।এতোদিন আমি সব কাজ করছি বাবু ছোট এই ভেবে। এখন তিনমাসের বেশি হইয়া গেছে।আমি বলার যদি থালাবাটি ধুতে যায় আমার শ্বশুর শ্বাশুড়ি চিল্লায় বলে আমার নাতির ঠান্ডা লাগবে।আমার সন্তান নাই দেইখা আমার কোন দাম নাই।প্রতিনিয়ত তাদের অবহেলায় আমি খুব কষ্ট পাই।অথচ আমার দেবর বেকার।আমার হাসবেন্ডের ইনকাম খায়।আমি বাসার সবকাজ কাম করি যদি দুই একদিন উঠতে একটু দেরি হয় ঘুম থেকে তখন আমার শ্বাশুড়ি বলে আমি চাকর আমি বান্দি আমি কাজ কাম করমু আমার ঠেকা।আর ১ মাস ধরে আমার শ্বাশুড়ি সকালে রান্না করে আর সব আমি করি দুপুরে রাতে আমি করি।তার কথা সকালে আমি করমু।জানো আপুরা দিনদিন মানুসিক রোগী হইতে আছি।তাদের আচরনে আমার সন্তান নাই দেইখা আমার সাথে এমন করে।কি করবো আপুরা 💔😭

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oishi Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share