26/07/2025
আমি একজন মেয়ে, বয়স ২০ আমাকে একটা বিবাহিত ছেলে খুব ডিস্টার্ব করতো,,,আমি জানতাম সে বিবাহিত একটা ছেলে আছে, এবং তার মেয়ে গঠিত ব্যাপার আছে তাই তাকে ইগনোর করতাম বা এড়িয়ে চলতাম,আমাদের ফেসবুকে পরিচয় কিন্তু সে আমার সকল তথ্য আমার কোন এক অফিস বসের মাধ্যমে পেয়েছে,,,,, এবং সে তার বউয়ের নামে অনেক বদনাম মিথ্যে কথা বলতো,ফিজিক্যাল অনেক প্রবলেম আছে।উনার ওয়াইফ চাচ্ছে ওনি আর একটা বিয়ে করুক,,, কিন্তু তা নয়,,,উনি উনার ওয়াইফের আইডি দিয়ে আমাকে বিভিন্ন ধরনের মেসেজ করত। যে আমি আমার হাজব্যান্ড কে দ্বিতীয় বিয়ে করাতে চাচ্ছি কারণ আমি অসুস্থ এবং আমার হাজব্যান্ড আমার কাছে আসতেছে না, আরো অনেক কিছু তখন আমি বলতাম যে আমার পক্ষে পসিবল না আমি আপনার হাসবেন্ডের সাথে কোনরকম সম্পর্কে জড়াতে চাচ্ছি না,,, এই টুকটা কথা বলতো তবে ওটা ওর ওয়াইফ ছিল না সেই ছিল,,, একদিন হঠাৎ করে তার বউ এই আইডি দিয়ে আমাকে মেসেজ দেয় এবং কল দেয় আমি নরমালি কথা বলতেছে তখন উনি আমাকে জিজ্ঞাসা করে যে আপনি কে তখন আমি বলছি যে আপা আপনার সাথে তো আমার এর আগে বহুত কথা হয়েছে,,, তখন তিনি তা অস্বীকার করে এবং আমি তাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলি,,যে আপনার হাসবেন্ডকে আপনি সামলান,,, তখন এগুলো নিয়ে তার বাসায় সে প্রবলেম করে তার হাজবেন্ডের সাথে,,,,, তারপর থেকে তার হাসবেন্ড আমাকে রীতিমতো হুমকি দেয়,,,আমার ক্ষতি করবে এবং আমাকে দেখে নেবে,,,,,, কিন্তু ওনার সাথে আমি কোনদিন দেখা করেনি,,,, বা কোন রিলেশন ছিল না,,,,, আমি সঠিক পথে আছি,,,,কিন্তু এখন ও বিভিন্ন মানুষের কাছে আমার আত্মীয়স্বজন অফিসের কলিগ অফিসের স্যারদের কাছে আজেবাজে কথা বলতেছে,,আমাকে নিয়ে অনেক নোংরা নোংরা কথা,,, তার এবং তার বউয়ের পিকচার,,, লোকেশন অফিস সব আছে আমার কাছে আর দু একটা চ্যাট বাকিগুলো ডিলেট করে ওনাদের ব্লক দিয়ে দিয়েছিলাম,,, এখন আমার অনেক ক্ষতি করবার চেষ্টা করতেছে, আমাকে ব্ল্যাকমেল করতেছে এখন আমি কি করতে পারি,,দয়া করে ছোট বোন হিসেবে একটা পরামর্শ দিয়ে যাবেন,,,,এবং আমি যে অফিসে জব করি সেখানের সকল আপডেট সে কারো মাধ্যমে নিতে পারে,,,, 🙂