30/09/2025
আমার বিয়ে হয়ছে যে,,৫ বছর চলতাছে আমার একটা মেয়ে আছে ৩ বছর চলে,,,৷
এখন কথা হচ্ছে আমার স্বামী বিয়ের পর ৩ বছর দেশে ছিলো, এখন প্রবাসে আছে।ওনার মা -বাবা এবং বোনেরা বেড়াতে আসলে বিভিন্ন দিক দিয়ে খোঁটা দেয় ঝগড়া করে,,, আমার স্বামীকে বললে সব সময় বলে ওরা নাকি এমনি কথা বলে,, আমি নাকি অযথা কথা বলি,,আমার কোনো কথায় শুনতে চায় না,,গত ২০ দিন ধরে আমি অসুস্থ,,, ওনি সারাদিনে৷ তেমন কল দেয় না ১/২ বার৷ কল বা এসএমএস করে ৫/১০ মিনিট.
পরিবারের জন্য টাকা দেয়,,,আমাকে দেয় নাই,,পরে শাশুড়ীর৷ কাছ থেকে৷ ডাক্তারের কাছে যাওয়ার জন্য টাকা চাইছি দেয়নাই,,বলতাছে৷ সব মিলিয়ে টাকা হবে৷ না,,তাই আমি আমার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে ডাক্তারের কাছে গেছি ঔষধ আনছি,,৫ দিন হবে এই ৫দিনে একটা বার জিজ্ঞেস করে নাই আমি ঔষধ আনছি নাকি আনি নাই,,সুস্থ হয়ছি না হয় নাই,, বিয়ের পর থেকে মেয়ে হয়ছে যে দেশে৷ ছিলো আমাকে কোনো রকম হেল্প করে নাই এখন পযন্ত ওনি আমার বিষয়ে তেমন আগ্রহ দেখা না। বিদেশে গেছে ধরে আমার৷ সাথে ঠিক ভাবে কথা বলতে চায় না। সারাদিনে আমার কিহয় না হয় একটা বার জিজ্ঞেস করে না
কালকে আমি এটা নিয়ে রাগ৷ করে বলছি
আপনি কোনো দিন আমার বিপদে পাশে থাকেন না একটু জিজ্ঞেস ও করেন না,,,ওনি বলতাছে ওনাকে৷ নাকি আমি৷ খোঁটা দেই,,,আমি নাকি৷ বলতে চায়,,আমার যোগ্য ওনি নয়।আমি নাকি যোগ্য মানুষ খোঁজে নিতাম,,,,আমার সাথে কথা বলাই নাকি ওনার ভূল হয়ছে,,আজকে সারাদিনে৷ একটা কল বা
এসএমএস ও দেয় নাই।
সারাদিন ফেইসবুকে একটিভ থাকে৷ কিন্তু আমি কথা বলতে গেলে সব সময় আমাকে বস্তুতা
এটা নিয়ে কিছু বললে ও আমি নাকি ওনার মেজাজ খারাপ করি,,, আমি নাকি পেচাল করি,,সময় চাওয়াটা কি আমার অপরাধ।৷৷
প্লিজ আমাকে সঠিক পরামর্শ দাও।
।