02/11/2025
আমার বিবাহিত জীবনের ৬ বছর চলছে, ২টা বাচ্চা আছে। ভালোবেসে বিয়ে করেছি। স্বামী অনেক কেয়ারফুল, কিন্তু উনার একটা সমস্যা হচ্ছে—উনি অনলাইনে পরকীয়া করেন। আমার কাছে ধরা পড়লে ওই মেয়েগুলোর সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। কিন্তু কিছুদিন পর দেখা যায় আবার নতুন কারো সঙ্গে শুরু করেন। ধরা খাওয়ার পর বলেন, “এইসব বাইরের বিষয় নিয়ে ঝামেলা করো না, আমি তো শুধু ফান করি… সব ছেলেরাই এমন করে।”
আরও বলেন, “আমার কাছে আমার পরিবারই আগে, এসব শুধু টাইমপাস।”
সমস্যা হচ্ছে, আগে হয়তো এসব সহজভাবে নিয়েছি, কিন্তু বর্তমানে আমি আর নিতে পারছি না, যার কারণে সম্পর্কের অবনতি হচ্ছে। উনিও দিন দিন এইসব করেই যাচ্ছেন।
ইমো, হোয়াটসঅ্যাপে আলাদা করে পাসওয়ার্ড দিয়ে কন্ট্যাক্ট নাম্বার হাইড করে রাখেন—আমি জানতাম না। জানার পর উনার মোবাইল চেক করে দেখি উনি এই হাইড অপশনটা চালু রেখেছেন। পরে আমি পাসওয়ার্ড খুঁজলে আল্লাহর কসম করে আমাকে বিশ্বাস দেখান, বলেন, “ওখানে কোনো মেয়ের আইডি নেই।”
তবুও আমি যখন পাসওয়ার্ড খুঁজতে থাকি, তখন আমাকে গালাগাল করেন।দিন দিন আমি মানুষিক ভাবে আঘাত পাচ্ছি। এখন আমার করনিয় কি?কি ভাবে সব ঠিক হবে।