Oishi Hossain

Oishi Hossain আপনি কি আপনার নিজের জীবনের গল্প শেয়ার করতে চান ? তাহলে আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করতে পারেন।

13/10/2025

মাবুদ ততোটাই পাথর বানিয়ে দেও যাতে মানুষের "বি*ষ" তুল্য কথায়ও আমার মন খারাপ না হয়। 🥺🤲

পূর্ণতা পেয়েও এভাবেই অপুর্ণ রয়ে গেলাম 😊💔 ৮ বছর ১০৪ মাস ৪৫৩ সপ্তাহ ৩১৭১ দিন ৭৬১০৪ ঘণ্টা ৪৫৬৬২৪০ মিনিটে সমাপ্ত। তোমার মতো...
11/10/2025

পূর্ণতা পেয়েও এভাবেই অপুর্ণ রয়ে গেলাম 😊💔
৮ বছর ১০৪ মাস ৪৫৩ সপ্তাহ ৩১৭১ দিন ৭৬১০৪ ঘণ্টা ৪৫৬৬২৪০ মিনিটে সমাপ্ত।

তোমার মতো আঘাত এই জীবনে আমাকে কেউ দিতে পারলো না!
কি অপূর্ব নিশানা তোমার, ঠিক কলিজা বরাবরই আঘাত করতে পেরেছো😔💔

দোয়া আশীর্বাদ করতে হলে তার জন্য করবেন 🙏 আমার জন্য নয় 😣
তার জন্য আশীর্বাদ অনেক প্রয়োজন 😭

ছোট বেলা অনেক ভালো ছিলো। কষ্ট পেলে চিৎকার করে কাঁদতে পারতাম। ব্যাথা পেলে মা এসে বুকে জড়াইয়া নিতো, আদর করতো। আর, বড় বেলায়...
04/10/2025

ছোট বেলা অনেক ভালো ছিলো। কষ্ট পেলে চিৎকার করে কাঁদতে পারতাম। ব্যাথা পেলে মা এসে বুকে জড়াইয়া নিতো, আদর করতো।

আর, বড় বেলায় তো বিষাদগ্রস্ত জীবন নিয়ে পার করা লাগে। কষ্ট পেলে চিৎকার করে কান্না করা যায় না। ব্যাথা পেলে সহ্য করে নিতে হয়। জড়িয়ে ধরার মানুষও থাকে না। পাশে থেকে ভরসা দিবে এমন মানুষও পাওয়া যায় না। সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকে।

এইভাবেই দিন কেটে যায়, মাসের পর মাস বছরের পর বছর পার হয়ে যায়। 😞💔

আমার ননাশরা ৫ জন। আমার হাজব্যান্ড ভাইদের মধ্যে সবার ছোট। সবাই যার যার মত আলাদা। হাজব্যান্ড  মেহমান প্রচন্ড ভালোবাসে। মেহ...
03/10/2025

আমার ননাশরা ৫ জন। আমার হাজব্যান্ড ভাইদের মধ্যে সবার ছোট। সবাই যার যার মত আলাদা। হাজব্যান্ড মেহমান প্রচন্ড ভালোবাসে। মেহমান আল্লাহর রহমত সেটা ঠিক আছে। কিন্তু সে চায় আমার ননাশরা প্রতি সপ্তাহে আসুক। উনারা আসলে ৭-৮ জন একসাথে আসে। উনারা+উনাদের ছেলে মেয়ে সহ। আবার প্রায় সময় উনাদের হাজবান্ড ও আসে। এদিকে তারা আসলে কাজ করতে করতে আমার অবস্থা খারাপ। আমি যে নিজের একটু যত্ন নিবো, একটা ভালো কিছু খাবো, হাজব্যান্ডের সাথে একটু টাইম কাটাবো সেই সময় পাইনা। এমন কোন সপ্তাহ যায়না যেটা মেহমান ছাড়া কাটাইসি। মানে আমার হাজব্যান্ড ই ফোন করে করে সবাইকে নিয়ে আসে। আমি টায়ার্ড,আমার যে একা হাতে প্রতিদিন এত রান্না করতে কষ্ট হয় এটা সে কখনোই বুঝেনা। বুঝার চেষ্টা ও করেনা। আমি যদি বলি প্রতি সপ্তাহে আসলে সেটা আবার কিসের মেহমান? সে বলে তুমি আমার বোনদেরকে হিংসা করো! তার সাথে কোনভাবেই কথায় পারিনা। এদিকে আমার পাগল পাগল লাগে। মুড খারাপ থাকে সারাদিন৷ আমার সারাদিনে কোন রেস্ট নাই। কেউ একটা কাজে হেল্প করেনা৷ আমার কথা হলো তারা আসুক, সমস্যা নাই, আপত্তি নাই। মাসে একবার আসুক, ১৫ দিনে একবার আসুক। কিন্তু না তারা একবার এক বোন করে প্রতি সপ্তাহেই কেউ না কেউ আসতে থাকে৷ যে আসবে সে তার বাচ্চা কাচ্চা স্বামী নিয়ে আসবে। ৩-৪ দিন থাকবে। এই ৩-৪ দিন ৬-৭ পদ রান্না করতে হবে৷ এভাবে করে এক বোনের পর এক চলতেই থাকে৷ হাজব্যান্ড কে ভদ্রভাবে বুঝাইসি। লাভ নাই। সে কানে নেয়না। কিভাবে কি করলে সাপ ও মরবে, লাঠি ও ভাঙবেনা?? প্লিজ হেল্প। কি টেননিক খাটালে উনাদের আসা কমবে? আমি অতিষ্ঠ। আমাকে কেউ জ্ঞান দিবেন না প্লিজ। এইসব প্যারা যে ফেস করে সে বুঝে।

আমার হাসবেন্ড প্রবাসী। সে রাগ করে দেড় মাস কোন খুঁজ খবর নেয় নাই,মা ছেলের আমার একটা বাচ্চা আছে ১৬ মাসের আলহামদুলিল্লাহ। তো...
02/10/2025

আমার হাসবেন্ড প্রবাসী। সে রাগ করে দেড় মাস কোন খুঁজ খবর নেয় নাই,মা ছেলের আমার একটা বাচ্চা আছে ১৬ মাসের আলহামদুলিল্লাহ। তো সে ৩/৪ হবে ব্লক খুলে আমাকে মেসেজ দেয় ছেলে কেমন আছে কি করে না করে এইসব জিজ্ঞেস করে। আমি ও রিপ্লাই দেই। সে নিজ থেকে কল দেয় না আমাকে বলে আমি যেনো ভিডিও কল দেই দিলে সে ছেলেকে দেখবে আমার সাথে কথা বলে না। তো ওনি মেসেজ দিয়ে বলে আমি কল দিতাম ছেলেকে দেখবে। কয়েক দিন কল ও দিছি। পরে আমি বলছি ছেলেকে দেখতে হলে কল দিতে হবে কল দিয়ে দেখন সমস্যা কি কল দিলে। ওনি বলে সমস্যা আছে। আমি বলছি কল দিলে সমস্যা হলে দেখার দরকার নেই । তখন সে আমাকে খারাপ ভাষায় একটা কথা বলে। তখন আমি সাথে সাথে ব্লক করে দেই। কাল রাতে এখন কি ব্লক খুলে দেওয়া ঠিক হবে নাকি কয়েক দিন ব্লক করে রাখবো। 🙂

একটা সুন্দর মোনাজাত! 🌸ইয়া আল্লাহ!! আমি জানিনা অতীতে কতটা পাপ করেছি, কতো ভুল করেছি জেনে না-জেনে, কত মানুষকে কষ্ট দিয়েছি,...
01/10/2025

একটা সুন্দর মোনাজাত! 🌸

ইয়া আল্লাহ!! আমি জানিনা অতীতে কতটা পাপ করেছি, কতো ভুল করেছি জেনে না-জেনে, কত মানুষকে কষ্ট দিয়েছি, কত ওয়াক্ত নামাজ কাজা করেছি, কার কার নামে গীবত করেছি, কার কার নামে সমালোচনা করেছি, কত কি দেখে হিংসা করেছি! আসতাগফিরুল্লাহ্।

ইয়া আল্লাহ!
আপনি এখন আমাকে এমনভাবে তৈরি - করুন যাতে এসব থেকে আস্তে আস্তে মুক্তি পেতে পারি। আমাকে আলোর পথ দেখান, আমার মনে ইসলামের প্রেম বাড়িয়ে দিন। আমার মনে আল্লাহ ও তার রাসুলের প্রতি ভালবাসা এনে দিন। ইসলামকে জানার ইচ্ছা বাড়িয়ে দিন।

ইয়া আল্লাহ!
কোনো বিপদ আসার আগেই আমাকে তা থেকে রক্ষা করুন। আমাকে বদনজর থেকে রক্ষা করুন। আমাকে পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন।

ইয়া আল্লাহ!
আমার ঈমান বৃদ্ধি করে দিন, আমার মনকে নরম বানিয়ে দিন, আমাকে বেশি বেশি তওবা করার তৌফিক দিন। আমাকে হেদায়েত দান করুণ।

আমীন!❤️🤲

আমার শশুর বাহরাইন থেকে আসছে দেশে ছুটিতে। ৩ মাসে জন্য। আমি বাড়ির বড় বউ ছোট্ট একটা দেবর আছে বয়স ১৫+ হবে।আমি সকালে ওঠি ৪ টা...
01/10/2025

আমার শশুর বাহরাইন থেকে আসছে দেশে ছুটিতে। ৩ মাসে জন্য। আমি বাড়ির বড় বউ ছোট্ট একটা দেবর আছে বয়স ১৫+ হবে।আমি সকালে ওঠি ৪ টায় ওঠে শরীর পাক পবিত্র করে তাহাজ্জুদ এবং ফজরের নামাজ পরে ঘুমাই।তারপর আমার ওঠে রাতের এবং সকালের থালা বাসন পরিষ্কার পরি ঘর দুয়ার ঝাড়ু দেই নিজের রোম গোছাই।নিজের কাপড় থাকে সেগুলো গুছানো লাগে ধোয়া লাগে।মুট কথা আমার শাশুড়ী শুধু কাটাকাটি আর রান্নাবান্না করে বাকী সব কাজ আমি করি।আমি যদি সারাদিন ধরেও কাজ করি সেটা আমার শশুরের চোখে পরে নাহ।সে সবসময় বলে আমি নাকি ঘর-বাথরুম-আর মোবাইল নিয়ে পরে থাকি কোনো কাজ করি নাহ শুধু বসে বসে খাই🙂সকালে ঘুম থেকে ওঠে দেখি কলের পাড়ে দুনিয়ার থালা বাসন পালা দেওয়া সেগুলো পরিষ্কার করতে ১ ঘন্টা লেগে যায়।আমি নাকও খালি কাজ ই করি নাহ।আমার শাশুড়ী সকাল ৮ টায় রান্না ঘরে যায় ৪ বেজে যায় তার রান্না করতে গ্যাসের চুলায় রান্না করে।মাঝে মাঝে আমি সব কেটেকুটে দেই। আবার আদা রসুন ছুলে ব্লেন্ডার করে দেই।সেগুলো ই তার চোখে পরে না।আমি ৫ ওয়াক্ত নামাজ পরী। ওনারা দুজন এর একজন ও এক ওয়াক্ত নামাজ পরে নাহ।কে কী করলে কার কী হলো তারা এগুলো নিয়ে পরে থাকে।আজকে আমাকে বলে এই বাড়ির বউ হয়ে থাকতে হলে চোখে দেখে কাজ করবি🙂এখন আমি কী করবো
আমি চাচ্ছি বাবার বাসায় চলে যেতে ওনি বাহরাইন গেলে পরে আসবো।প্রতিদিন এই কবকব সহ্য হয় না।
আমার মনে ওনাদের কাজের বুয়া দরকার ছিলো বাড়ির বউ নাহ🙂🙂
হাসবেন্ড ও এগুলো দেখে সব শুনে কিছু বলে নাহ🙂

আমার বিয়ে হয়ছে যে,,৫ বছর চলতাছে আমার একটা মেয়ে আছে ৩ বছর চলে,,,৷এখন কথা হচ্ছে আমার স্বামী বিয়ের পর ৩ বছর দেশে ছিলো, এখন ...
30/09/2025

আমার বিয়ে হয়ছে যে,,৫ বছর চলতাছে আমার একটা মেয়ে আছে ৩ বছর চলে,,,৷
এখন কথা হচ্ছে আমার স্বামী বিয়ের পর ৩ বছর দেশে ছিলো, এখন প্রবাসে আছে।ওনার মা -বাবা এবং বোনেরা বেড়াতে আসলে বিভিন্ন দিক দিয়ে খোঁটা দেয় ঝগড়া করে,,, আমার স্বামীকে বললে সব সময় বলে ওরা নাকি এমনি কথা বলে,, আমি নাকি অযথা কথা বলি,,আমার কোনো কথায় শুনতে চায় না,,গত ২০ দিন ধরে আমি অসুস্থ,,, ওনি সারাদিনে৷ তেমন কল দেয় না ১/২ বার৷ কল বা এসএমএস করে ৫/১০ মিনিট.

পরিবারের জন্য টাকা দেয়,,,আমাকে দেয় নাই,,পরে শাশুড়ীর৷ কাছ থেকে৷ ডাক্তারের কাছে যাওয়ার জন্য টাকা চাইছি দেয়নাই,,বলতাছে৷ সব মিলিয়ে টাকা হবে৷ না,,তাই আমি আমার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে ডাক্তারের কাছে গেছি ঔষধ আনছি,,৫ দিন হবে এই ৫দিনে একটা বার জিজ্ঞেস করে নাই আমি ঔষধ আনছি নাকি আনি নাই,,সুস্থ হয়ছি না হয় নাই,, বিয়ের পর থেকে মেয়ে হয়ছে যে দেশে৷ ছিলো আমাকে কোনো রকম হেল্প করে নাই এখন পযন্ত ওনি আমার বিষয়ে তেমন আগ্রহ দেখা না। বিদেশে গেছে ধরে আমার৷ সাথে ঠিক ভাবে কথা বলতে চায় না। সারাদিনে আমার কিহয় না হয় একটা বার জিজ্ঞেস করে না

কালকে আমি এটা নিয়ে রাগ৷ করে বলছি
আপনি কোনো দিন আমার বিপদে পাশে থাকেন না একটু জিজ্ঞেস ও করেন না,,,ওনি বলতাছে ওনাকে৷ নাকি আমি৷ খোঁটা দেই,,,আমি নাকি৷ বলতে চায়,,আমার যোগ্য ওনি নয়।আমি নাকি যোগ্য মানুষ খোঁজে নিতাম,,,,আমার সাথে কথা বলাই নাকি ওনার ভূল হয়ছে,,আজকে সারাদিনে৷ একটা কল বা
এসএমএস ও দেয় নাই।

সারাদিন ফেইসবুকে একটিভ থাকে৷ কিন্তু আমি কথা বলতে গেলে সব সময় আমাকে বস্তুতা
এটা নিয়ে কিছু বললে ও আমি নাকি ওনার মেজাজ খারাপ করি,,, আমি নাকি পেচাল করি,,সময় চাওয়াটা কি আমার অপরাধ।৷৷

প্লিজ আমাকে সঠিক পরামর্শ দাও।

জীবনে অনেক কিপ্টা মানুষ দেখছি ভাই কিন্তু আমার শশুর শাশুড়ীর মতো কিপ্টা জীবনেও দেখি নাই😃মুখেই শুনি শুধু তার বড় ছেলে কতো আদ...
29/09/2025

জীবনে অনেক কিপ্টা মানুষ দেখছি ভাই কিন্তু আমার শশুর শাশুড়ীর মতো কিপ্টা জীবনেও দেখি নাই😃
মুখেই শুনি শুধু তার বড় ছেলে কতো আদরের আর সেখানে তাদের নাতি ত নয়য়ের খনি🤫
আমার সিজারে বাচ্চা হইছে আজ ২০ দিন আমার শশুর শুধু যেদিন আমার বাবু হয় ওইদিনই গেছে হসপিটালে আর দেখতে আসেনি। আর শাশুড়ী হসপিটালে ছিলো ২ রাত আর আমি বাবার বাড়ি আসার পর দেখতে আসছে একদিন যেদিন আমার ছেলের ৯ দিন সেইদিন। তো সেদিন শুধু হাতে করে মিষ্টি নিয়ে আসছে না আমার জন্য এক কেজি ফল না বাবুর জন্য একটা জামা বা বাবুর হাতে ১০০ টাকাও জোটেনি🙆‍♀️আবার ওইদিন আমার চাচিরা বাবুর চুল ন্যাড়া করে দিছিলো বলে বাবুর দাদির সাথে মজা করে বকসিস চাইছে ১৫০০ টাকা এবার আমার শাশুড়ী শুধু ১০০ টাকা গাড়ি ভাড়া নিয়ে আসছে আর ৫০০ টাকা আনছে বকসিস দেয়ার জন্য এবার আমারে বলছে বাকি টাকা টা তুমি ধার দাও পরে তোমাকে দিয়ে দেব😃আমাকে আগে বলে দিলে তো তোমার শশুরের সাথে আরও টাকা নিয়ে আসতাম👀
এই হলো কাহিনি এমন না যে আমার শশুর বাড়ির অবস্থা খারাপ আলহামদুলিল্লাহ তাদের অবস্থা ভালো কিন্তু মন খুব ই ছোট। আবার সারাদিনে তাদের সময় হয়না নাতির খোজ নেয়ার আমি কল দিলে কথা হবে না দিলে নাই এদিকে আবার নাতির জন্য দরদে উথলিয়ে পড়ে 🤧🤣

আমার বিয়ে হইছে ২.৫ বছর রানিং(মাশাল্লাহ আলহামদুলিল্লাহ)।আমরা ৩ ভাইবোন।বড়ভাই দুবাই প্রবাসী  তারপর আমি আর তারপর ছোট ভাই(স্ট...
29/09/2025

আমার বিয়ে হইছে ২.৫ বছর রানিং(মাশাল্লাহ আলহামদুলিল্লাহ)।আমরা ৩ ভাইবোন।বড়ভাই দুবাই প্রবাসী তারপর আমি আর তারপর ছোট ভাই(স্টুডেন্ট)।আমার বাবা দেশে ই থাকে তবে ইনকাম করে।আমার হাসবেন্ড ইতালি প্রবাসী। সে আমাকে মাসে শুধু হাত খরচের জন্য ভালো একটা এমাউন্ট দেয় যা পুরোটা আমার লাগেওনা(মাশাল্লাহ আলহামদুলিল্লাহ) আর সে টাকার হিসাবও চায়না কখনো আমার কাছে। এখন কথা হচ্ছে আমি এই ২.৫ বছরে প্রায় ১/১.৫ লহ্ম টাকার মতো খরচ করেছি আমার পরিবারের পিছনে তাও আমার হাসবেন্ডকে না জানিয়ে আমার হাত খরচের টাকা দিয়ে।যখন যা লাগছে সংসারে আমি আমার সাধ্যমতো খরচ করেছি মগ জগ প্লেট গ্লাস ফ্লাস্ক জুতার রেক জামা কাপড় রাখা রেক থেকে শুরু করে ব্লেন্ডার রাইসকুকার,,সোফা ইত্যাদি ইত্যাদি বাদেও আরও অনেক কিছু। সাথে মা কে জামা কাপড় জুতা,, বাবাকে ভাইকে সব দিয়েছি।ঈদে কুরবানিতে নিজের টাকায় শশুরবাড়ির জন্য শপিং করে বাবাকে দিয়ে পাঠিয়েছি শুধু তাদের টাকা বাঁচাতে। হাসবেন্ড দেশে আসছে শশুরবাড়ি এসে লুঙ্গি গামছা ব্যবহার করবে সেটা অবধি আমি কিনে গুছিয়ে রেখে দিছি ।আমার হাসবেন্ড ও অনেক কিছু দিয়েছে তবে সেগুলো আমার ছোট ভাইকে। ওর যাবতীয় খরচ আমি আর আমার হাসবেন্ড ই দেখি বলতে গেলে।এখন মেইন কথা হচ্ছে এতকিছুর পরেও আমার মা-বাবা কেমন যেন খুশি হয়না। তাদের খুশি করার জন্য ঘুড়তে যাই রেস্টুরেন্টে যাই কিন্তু কিছুতেই তাদের মন অবধি পৌঁছাতে পারিনা🥺😓তারা কখনো বলেনা যে এটা করছো আমাদের জন্য আমরা খুশি হইছি বা অন্য কিছু। সবথেকে খারাপ লাগার বিষয় হচ্ছে আমি যদি আমার বাবাকে দিয়ে নিজের প্রয়োজনীয় কিছু আনাই ১০০/২০০ টাকারও,, সেটার টাকা দিলে হাত পেতে নিয়ে নেয়🙂একদিন কথায় কথায় বলেছি যে তোমাদের পিছনে যা খরচ করলাম টুকটাক টুকটাক করে করে তা জমালে এখন ৫০ হাজার /১ লাখ টাকা ক্যাশ থাকতো আমার কাছে। আমার মা উঠেই বলে হ একছের।থাক তাইলে আর খরচ করবিনা আমরা কি খরচ করতে বলি 😒মানে তাদের জন্য যে আমি কিছু করেছি বা করি এটাও তারা স্বীকার করতে নারাজ🙂আমার নিজের সেভিংস বলতে কিচ্ছু নেই🥺আমি জানি আজ আমি ভালো আছি কিন্তু কাল আমার হাসবেন্ডের সাথে কিছু হলে এই মা বাবা বড়ভাই কেউই আমাকে দেখবেনা😮‍💨তখন ৫ টাকা চাইলেও তারা আমাকে দিবেনা খুশি মনে।আমি ফটর ফটর টাকা বের করে দিয়ে দেই। আমাকে পরামর্শ দিন কিভাবে সংযত হয়ে নিজের জন্য

আমার বিয়ে হয়েছে ৪বছর, আমার ৩বছরের একটা ছেলে আছে,মেইন কথায় আসি,আমার বিয়ের ৫মাস পর জানতে পারি আমার স্বামী আগেও একটা মেয়েকে...
28/09/2025

আমার বিয়ে হয়েছে ৪বছর, আমার ৩বছরের একটা ছেলে আছে,
মেইন কথায় আসি,আমার বিয়ের ৫মাস পর জানতে পারি আমার স্বামী আগেও একটা মেয়েকে বাসায় এনে রেখেছিলো,অবৈধ ভাবে মিলামিশা করছে,প্রায় ১৫,২০ দিনের মতো,তবে জেনেও লাভ হয়নি কারণ ততদিনে আমার গর্ভে সন্তান চলে আসে,কোন ভাবে নিজেকে মানিয়ে নিয়েছিলাম,সে বলছে আর এসব হবে না,বিশ্বাস করছি, আমার বাচ্চা হওয়ার পর থেকে তার অত্যাচার বেড়ে যায়, মায়ের কথা ধরে আমার গায়ে হাত তুলে,রোজা মুখে ছিলো সেদিন,যেদিন সে প্রথম আমাকে মারছে🥹আহহ কি মারাটাই না মারলো,
চলে আসলাম বাপের বাড়ি,কয় মাস পর আবার গেলাম, যাওয়ার পর দেখি একাধিক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলছে🥹আবার মাফ চাইলো, সংসার করতে থাকলাম,এবার ওর মা,বোন আরো ভয়ংকর হয়ে গেছে কথায় কথায় অপমান করে গালি দেয় তার সামনে সে কিছুই বলে না,আমি না পেরে উওর দিলে আমাকে মারে, এবাবে ২বছর যায়,একদিন রাত ২টায় আমাকে অনেক মারছে ছেড়ে দিবে কালকলই যেন চলে আসি এটা বলে সে ঘুমাই গেছে,পরে আমি সকালে চলে আসি,মামলা করে দি,ওরে জেল খাটাই ১দিন সে মাফ চায়, আমাকে নিয়ে সংসার করবে আর এসব করবে না বলে আমাকে নিয়ে যায়,আমিও সন্তানের দিকে তাকিয়ে সব ভুলে চলে যায়,৪মাস পর সে আবার আমায় মারে ওর বোনের কথা শুনে,এভাব করতে করতে আজ ৪বছর সে পরকীয়া করে ওপেনে,আমি প্রমাণ দিলে বলে তুইও কর, তোরে ধরে রাখছে কে,
আজ ৪মাস বাপের বাড়িতে কয়দিন পর আবার বিচার বসবে এমতাবস্থায় আমি করতে পারি আমাকে একটু বলেন আপনারা,
বলে রাখি ওর বোনকে জামাই তালাক দিয়ে দিছে সে তার বোনকে তার কাছে রাখে আজ ১৩মাস,বড় ভাইয়ের কাছে থাকে না,
এখন আমি কি ডির্ভোস চেয়ে নিবো,নাকি আবার ওর কাছে যাবো,তবে তার কোন দিক নাই বেকার,বেকার আমার সমস্যা না,সে চরিত্র হীন,মা বোন অতিরিক্ত ভক্ত, আমি কি যাওয়া উচিৎ হবে? আমাকে সবাই পরামর্শ দিবেন প্লিজ 🙏

-তোমার আচরণে আমি খুব আঘাত পেয়েছি কিন্তু চিৎকার করিনি, কোনো অভিযোগ করিনি, শুধু নিজেকে সরিয়ে নিয়েছি..! 😅💔-জানো তো...!ধৈর্য...
28/09/2025

-তোমার আচরণে আমি খুব আঘাত পেয়েছি কিন্তু চিৎকার করিনি, কোনো অভিযোগ করিনি, শুধু নিজেকে সরিয়ে নিয়েছি..! 😅💔

-জানো তো...!
ধৈর্য শক্তি বেরে গেলে মানুষ কাঁদে না বরং হাসে..🙂
আঘাত যখন ভেতর পর্যন্ত পৌছায়, মানুষ তখন নিরব হয়ে যায়। আমিও তার ব্যাতিক্রম নয়, আমার নিরবতায় ভাসমান শূন্যতা তোমাকে আর বুঝাতে পারলাম কই..?

-আমার না বলা কথা তুমি কখনোই বুঝলে না, বুঝার চেষ্টাও করলে না অথচ, না বলা, না জানার মাঝেই সবটা ছিলো...!🙂

-আমি সবকিছু সহজেই মেনে নেই বলে সবাই আমার প্রতি কঠর হতে দু'বার ভাবে না, আসলে আমি মেনে নিলাম নাকি মানিয়ে নিলাম এইটা কেউ একবার জানার চেষ্টাও করে না..!😔

-অবশেষে,
সব কিছু মনে রাখলাম, মেনেও নিলাম, অভিশাপে অভিশপ্ত না করে দোয়াতে রেখে গেলাম, সুখি হও😊

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oishi Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share