Moments with Morshed

Moments with Morshed আসসালামু আলাইকুম।

Dream project Inshallah
01/06/2025

Dream project Inshallah

তিন নাম্বার বাসে একবার এক লোক চিল্লাইয়া বলতেছিলো, 'বাসের ভিতরে চোর থাকলে নেমে যা'। পাশে দাঁড়ানো মোটামুটি মানের এক ভদ্রলো...
27/05/2025

তিন নাম্বার বাসে একবার এক লোক চিল্লাইয়া বলতেছিলো, 'বাসের ভিতরে চোর থাকলে নেমে যা'। পাশে দাঁড়ানো মোটামুটি মানের এক ভদ্রলোক ক্ষেপে গিয়ে বলল, 'আপনি আমারে চোর ডাকতেছেন কেনো'।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হইছে ঐ দশা।

বলা হইছে, 'সরকারি কর্মচারীদের অনানুগত্য, দায়িত্ব পালনে ব্যর্থ, অনুপস্থিত বা অন্যদের উসকানি দেওয়া কর্মকর্তা-কর্মচারীদের অপরাধী হিসেবে বিবেচনা করা হবে। যদি অপরাধের সত্যতা পাওয়া যায়, তবে এসব অপরাধের জন্য চাকরি থেকে অব্যাহতি, পদাবনতি বা বরখাস্তের শাস্তি হতে পারে।'

কিন্তু ঐ, চোরের মনে পুলিশ পুলিশ। চোরেরাতো জানেই, এসব আকাম আমরা বহু আগে থেকেই করে আসছি। সুতরাং এই আদেশ কোনো ভাবেই জারি করা যাবে না।

তাদের চিন্তা হইলো, 'আমরা হইলাম সরকারি চাকরি করা রাজা-বাদশা। আমাদের আবার ন্যায় অন্যায় কি! আমাদের ইচ্ছা হইলে কাজ করব, না হইলে করব না। কাজের জবাবদিহিতা আর চাকরি হারানোর ভয়তো মনে জাগানোই যাবে না।'

এই চোরদের এখনি সোজা কর না গেলে সামনে করা যাবে, এই আশা রাখি না।

আন্দোলনের নামে যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী আগামীকাল সচিবালয় ঘেরাও করতে যারা যাবে, ধরে নিবেন তারাই আসল কামচোর।

এই কামচোরদের চাকরি থেকে বহিষ্কার করেই আগাছা পরিষ্কার কর্মসূচির সূচনা করা উচিৎ।

সামনের কিছুদিন একটু সাবধানে সাবধানে থাকবেন, বেঁচে থাকবেন। বিশেষ করে বড় শহরগুলোতে যাঁরা থাকেন।  আগামী কিছুদিন বড় বড় শহরগু...
23/02/2025

সামনের কিছুদিন একটু সাবধানে সাবধানে থাকবেন, বেঁচে থাকবেন। বিশেষ করে বড় শহরগুলোতে যাঁরা থাকেন।

আগামী কিছুদিন বড় বড় শহরগুলোতে অপরাধপ্রবণতা অত্যন্ত উদ্বেগজনকভাবে বেড়ে যাবে বলে ধারনা করছেন অপরাধ বিশেষজ্ঞরা। তাই কিছু সতর্কতা অবলম্বন করলে, এই সময়ে নিজেকে সেফ রাখতে পারবেন।

১. সন্ধ্যের পর খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বাসা থেকে বের হবেন না।

২. রাতে দরজা, জানালা খুব ভালোভাবে চেক করে নেবেন, বন্ধ করেছেন কি না। দরজা বা জানালা কিংবা বারান্দায় দূর্বল কোনো স্ট্রাকচার থাকলে তা মেরামত করে নিন।

৩. এক দুই হাজারের বেশি ক্যাশ টাকা নিয়ে দিনে বা রাতে বাইরে হাঁটবেন না, সেটা যত স্বল্প দূরত্বেরই হোক না কেন।

৪. আপনার ব্যাংক কার্ড একান্তই প্রয়োজন না হলে সাথে রাখবেন না। কার্ডে যদি এনএফসি সার্ভিস এনাবল করা থাকে তবে ব্যাংকে কল করে তা বন্ধ করে নিন।

৫. দামী ফোন, ল্যাপটপ, প্যাড, ক্যামেরা বা অন্য কোনো দামী ডিভাইস নিয়ে বের হবেন না। আপাতত এগুলো বাসায় নিরাপদ জায়গায় রাখুন।

৬. মহিলারা দামী হোক, কমদামী হোক, কোনো গহনা পরে বের হবেন না। বিশেষ করে, কানে। কান ছিঁড়ে গহনা নিয়ে যাবার অসংখ্য রেকর্ড আছে।

৭. রাস্তায় ফোন বের করে টেপাটেপি করবেন না বা কথা বলবেন না।

৮. বাসে উঠলে জানালার পাশে না বসার চেষ্টা করবেন।

৯. উবার পাঠাওয়ে উঠলে, রাস্তায় দাঁড়িয়ে কিছু লোক দামাদামি করে, ওদের সাথে রাইড নেবেন না।

১০. সিএনজিতে উঠলেও ফোন, ব্যাগ সাবধানে রাখুন। সিএনজির পর্দা কেটে ছিনতাই করতে দেখা গেছে অনেকগুলো।

১১. অপরচিত কারও সাথে একদম কথা বলবেন না।

১২. অপেক্ষাকৃত নির্জন রাস্তা দিয়ে কোনোভাবেই একা একা যাবেন না।

১৩. যদি মনে হয় কেউ আপনাকে ফলো করছে, মানসম্মানের ভয় না করে দৌড়ে কোনো জনসমাগমে চলে যান।

১৪. চিৎকার করে লোক ডেকে বা ৯৯৯ এ ফোন করে কোনো লাভ নেই। আমি নিজে এসব করে দেখেছি, কেউ আসে না। সবাই নীরাপদ দূরত্বে দাঁড়িয়ে দেখে শুধু।

উপরোক্ত কথাগুলো আমি কাউকে আতংকিত করার জন্য বলিনি, জনসচেতনার জন্য অভিজ্ঞতা শেয়ার করছি। মনে রাখবেন, আপনি চিৎকার করে মরে গেলেও পাশের বাসা থেকে একজনও বেরিয়ে আসবে না। সবাই বরং দরজা জানালা ভালো করে বন্ধ করে দেবে।

তাই নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে।

© Humayun Kabir ( আংশিক পরিবর্তিত )

এইডা কোন কথা..? পাব্লিক শাওন বুইঝার ও ইজ্জত মাইরা দিচে🥴
04/02/2025

এইডা কোন কথা..? পাব্লিক শাওন বুইঝার ও ইজ্জত মাইরা দিচে🥴

01/02/2025

কাগা হেনা কোনাই....?

Address

Chattogram
Chittagong
4100

Alerts

Be the first to know and let us send you an email when Moments with Morshed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moments with Morshed:

Share