11/11/2023
নান্নুকে হটিয়ে বিসিবির প্রধান নির্বাচক হতে আগ্রহী মোহাম্মদ আশরাফুল!🚨
প্রায় একযুগ ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদে আছেন মিনহাজুল আবেদীন নান্নু। এরকম একটা গুরুত্বপূর্ণ পদে টানা এত বছর একজনকে রেখে দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক টাইগার ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। তার মতে, এবার অন্তত পরিবর্তন দরকার।
এমনকি সুযোগ পেলে নির্বাচক হওয়ার আগ্রহ জানিয়েছেন তিনিও। নিজের ইচ্ছার কথা জানিয়ে আশরাফুল বলেন 'যেহেতু ২৬-২৭ বছর ধরে খেলছি। আমার ইচ্ছাও ক্রিকেটের সঙ্গে থাকা। এই ধরণের সুযোগ (প্রধান নির্বাচক) এলে অবশ্যই আমি চিন্তা করব।'
প্রধান নির্বাচক হিসেবে আপনি আশরাফুলকে দেখতে চান?