04/09/2024
মানুষ কেন দীর্ঘ হায়াত প্রত্যাশা করে আমি জানিনা।
যেখানে না চাইতেই মৃত্যু আসে,না জানিয়ে আসে।
শত প্রচেষ্ঠার পরও মৃত্যু কে বরণ করে নিতে হয়।তাছাড়া বেঁচে থাকাকালীন নানান মানসিক চাপ, শারীরিক জটিলতা, নানাবিধ যন্ত্রণা সবসময়ই বিদ্যমান। তবে কেন মানুষ বাঁচতে চায়?
আমার কাছে জন্ম মানেয় ভয়াবহতা।
পরীক্ষায় ফেইল করার প্রয়াস।কারণ,
আল্লাহ মানুষ কে সৃষ্টি করেছেন শুধু দু'টো কারনেই, আল্লাহর ইবাদত আর পরীক্ষা নিরীক্ষা।
যেখানে পরীক্ষার ফলাফল অজ্ঞাত, সেখানে কিসের এতো দুনিয়াবি আনন্দ বা প্রশান্তির ছাপ স্পর্শ করতে পারে মানুষকে? আমি ভীষণ ভীত,দ্বিধাগ্রস্ত নিজের জীবন নিয়ে। গন্তব্য নিয়ে। ফলাফল নিয়ে।