
24/11/2024
সুরেশ্বরম্ সুন্দরম্
ওঁ হরি ওঁ তৎসৎ
ওঁ নমো ভগবতে সুরেশ্বরায়ওঁ
'হিংসা করুক নিন্দা করুক, পেতে নেব শিরে, আমরা দেব জ্ঞানের আলো দেশ বিদেশে ঘুরে। শ্রীশ্রী পরমহংস মহাযোগী শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজ
হে ভক্তপ্রান সুধী, জগতের কল্যান ও সকল প্রাণীর মুক্তির কামনায় শ্রীশ্রী পরমহংস মহাযোগী শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরু মহারাজ কর্তৃক উদ্ভাসিত শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিনাম, শ্রীশ্রী গীতা হোমযজ্ঞ ও তপোসুধামৃত সর্বস্তরের মানুষের হৃদয়ে পৌঁছিয়ে দেওয়ার মানষে তপোবন ব্রত গ্রহন করেছে।আগামী ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ নভেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ, বৃহস্পতিবার মহতী ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান,শ্রীশ্রী গীতাহোমযজ্ঞের, চর্তুসপ্রহর ব্যাপী শ্রীশ্রী পূর্ণব্রহ্ম হরিনাম সংকীর্তনের শুভঅধিবাস, সমবেত উপাসনা
১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ নভেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ, শুক্রবার ব্রহ্মমুহুর্তে সমবেত উপাসনা, শ্রীশ্রী পূর্ণব্রহ্ম হরিনাম সংকীর্তনের শুভারম্ভ ও শ্রীশ্রী গীতাহোমযজ্ঞ।
উলেখিত অনুষ্ঠান মঞ্জুষার প্রতিটি মঙ্গলাচারে আপনি/আপনারা প্রেমময়, অভিনন্দন সুত্রে গভীর আন্তরিকতায় আমন্ত্রিত।
বিণম্র আমন্ত্রণে
উৎসব উদযাপন পরিষদ ২০২৪ খ্রিঃ
🌸পৌরহিত্য করবেন - শ্রী শ্রী যোগী শ্রীমৎ স্বামী প্রাঞ্জলানন্দ পুরী মহারাজ, আশ্রমাধ্যক্ষ ও পরিচালক, কেন্দ্রীয় তপোবন আশ্রম, দেবকুল,দোহাজারী পৌরসভা ,চন্দনাইশ,চট্টগ্রাম,বাংলাদেশ।🌸
প্রতিবেদনে
সুব্রত দাশ
ত্রৈমাসিক তপোবনের কয়েকটি কথা,চট্টগ্রাম জেলা প্রতিনিধি।
#কেন্দ্রীয়তপোবনআশ্রম #তপোবনআশ্রম #সুরেশ্বরানন্দ #প্রাঞ্জলানন্দ #শ্রীমাসুরেশ্বরী #সমাধিমন্দির #মূলমন্দির #উপাসনা #তপোবনেরকয়েকটিকথা #ত্রৈমাসিকতপোবনেরকয়েকটিকথা