
04/12/2024
ইচ্ছা ছিল টিভির পর্দায় নিজেকে দেখবো উপস্থাপক হিসেবে। কিন্তু তার আগেই অতিথি হিসেবে বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রামে যাওয়ার সুযোগ হয়েছে। (উপস্থাপনার শখটা আমার ২০২০ সাল থেকেই)
আমার আজকের দিনের এই সুন্দর অনুভূতি ও অভিজ্ঞতা বর্ণনা করার মতো শব্দ খুঁজে পাচ্ছি না আমি। কিছুটা ভয়, কিছুটা নার্ভাসনেস, আর অনেকগুলো ভালো লাগা নিয়েই আলোচনা করছিলাম দেশের বর্তমান পরিস্থিতি, আসন্ন নির্বাচন, রাজনৈতিক দলগুলোর কাঠামো কেমন হওয়া উচিত আর জনগণের স্বপ্নের বাংলাদেশ নিয়ে।
“আর নয় বৈষম্য” ধারাবাহিক অনুষ্ঠানটি প্রতি সোমবার রাত ১১টায় প্রচার হয় “বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম” এ। কোনো এক সোমবার আমাকেও দেখতে পাবেন আপনারা। 😁