প্রিয়জন

প্রিয়জন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from প্রিয়জন, Digital creator, Chittagong.
(144)

বরিশালের বন কর্মকর্তার ১৪ স্ত্রীর মানববন্ধন।
13/09/2025

বরিশালের বন কর্মকর্তার ১৪ স্ত্রীর মানববন্ধন।

জ্যাসিকার মৃত্যু আর অরকার ঘটনার মধ্যে, দুই জিনিস শিক্ষা দেয়, ১/ অতিরিক্ত মায়া ভালোবাসা করলে, পরে নিজের জন্য কাল হয়ে দাঁড়...
13/08/2025

জ্যাসিকার মৃত্যু আর অরকার ঘটনার মধ্যে, দুই জিনিস শিক্ষা দেয়, ১/ অতিরিক্ত মায়া ভালোবাসা করলে, পরে নিজের জন্য কাল হয়ে দাঁড়ায়, ২/ আপনার আপনজন আশেপাশের লোকজন যতই আপন দেখাতে চাচ্ছে, দিনশেষে সুযোগ পেলে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে 🐬🧜‍♀️😪

😢
13/08/2025

😢

একটি মেয়েকে ২২৩ বার ধ/ র্ষ/ ণ করা হয়েছে। মেয়েটির বয়স ১২। তার বাড়ি খুলনা। সে স্কুলের পরীক্ষায় একটি বিষয়ে ফেল করেছিল। বা...
13/08/2025

একটি মেয়েকে ২২৩ বার ধ/ র্ষ/ ণ করা হয়েছে। মেয়েটির বয়স ১২। তার বাড়ি খুলনা।

সে স্কুলের পরীক্ষায় একটি বিষয়ে ফেল করেছিল। বাড়িতে বাবা-মা বকবেন, সেই ভয়ে সে বাড়ি থেকে পালিয়ে যায়। তারপর তার ভাগ্যে এ করুণ পরিণতি ঘটে।

বর্তমানে তাকে উদ্ধার করা হয়েছে।

আপনারা যারা বাচ্চারা পরীক্ষায় খারাপ করলে মারধর করেন। বকাবকি করেন। এটা তাদের জন‍্য সতর্কবার্তা।

"কালা জাহাঙ্গীর" ছবিতে মেগাস্টার শাকিব খানের বিপরীতে দেখা যাবে তিনজন নায়িকাকে একজন থাকবেন টলিউড থেকে, আর বাকি দুইজন থাকব...
11/08/2025

"কালা জাহাঙ্গীর" ছবিতে মেগাস্টার শাকিব খানের বিপরীতে দেখা যাবে তিনজন নায়িকাকে একজন থাকবেন টলিউড থেকে, আর বাকি দুইজন থাকবেন দেশীয় সিনেমার নায়িকা। বাজ অনুযায়ী শোনা যাচ্ছে, কলকাতা থেকে শুভশ্রীর সঙ্গে আলোচনা চলছে। আর দেশের পক্ষ থেকে নাজিফা তুষি ও তানজিম সাইয়ারা তটিনীর সঙ্গে কথাবার্তা চলছে। যদিও সিনেমার নাম এখনো নিশ্চিত হয়নি, পরিচালক আবু হায়াত মাহমুদ জানিয়েছেন এই সপ্তাহেই নাম ঘোষণা করা হবে। এছাড়া তিনি আরও জানান, সিনেমাটি ২০২৬ সালের রোজা ঈদে মুক্তি পাবে।

রাজের বর্তমান স্ত্রী শুভশ্রীকে দেবের সঙ্গে দেখে প্রাক্তন স্ত্রী বলেন, ‘আমারও ঠিক এরকমই লেগেছিল...
07/08/2025

রাজের বর্তমান স্ত্রী শুভশ্রীকে দেবের সঙ্গে দেখে প্রাক্তন স্ত্রী বলেন, ‘আমারও ঠিক এরকমই লেগেছিল...

বোয়ালখালীতে পলিটেকনিক ছাত্র আরমান তালুকদারকে দং'শ'ন'কা'রী সা-প-টিকে তার বিছানার পাশের একটি গর্ত থেকে উদ্ধার করা হয়েছে। ঘ...
07/08/2025

বোয়ালখালীতে পলিটেকনিক ছাত্র আরমান তালুকদারকে দং'শ'ন'কা'রী সা-প-টিকে তার বিছানার পাশের একটি গর্ত থেকে উদ্ধার করা হয়েছে। ঘরে অনেকগুলো ইদুরের গর্ত, আরমানের পরিবার যদি একটু সতর্ক হতো, আরমানকে দ্রুত হাসপাতালে নিয়ে অ্যান্টিভেনম দিতো কিংবা রেসকিউ টিম দিয়ে ঘরের সা-প-গুলো যদি আগেই উদ্ধারের ব্যবস্থা করতো, তখন হয়তো এমন হৃদয়বিদারক ঘটনা এড়ানো যেতো।
ধন্যবাদ Wildlife And Snake Rescue Team in Bangladesh-WSRTBD এর Amir Hosain Shaon (বোয়ালখালী প্রতিনিধি), আবরার রাগিব (রংপুর প্রতিনিধি), Mohammed Mehedi Hasan (শিক্ষানবিশ) কে, যারা গতকাল সকাল ১১ টা থেকে দুপুর ১.৩০ অব্দি কঠোর অভিযান চালিয়ে সফল ভাবে একটি পদ্ম গোখরা সা'পটি উদ্ধার করে। আসুন সচেতন হই।
মহান সৃষ্টিকর্তা সবাইকে নিরাপদ রাখুক আমিন 🤲

জীবন কতো আনপ্রেডিক্টেবল! ভদ্রলোক ওমান থেকে ফিরলেন, তাকে আনার জন্য এয়ারপোর্টে গেলো ফ্যামিলির মানুষজন। রাতে সবাই খুশি মনেই...
06/08/2025

জীবন কতো আনপ্রেডিক্টেবল! ভদ্রলোক ওমান থেকে ফিরলেন, তাকে আনার জন্য এয়ারপোর্টে গেলো ফ্যামিলির মানুষজন। রাতে সবাই খুশি মনেই ফিরতেছিলো বাড়িতে।

গাড়ির ড্রাইভার এর 'ঘুমের' কারনে গাড়ি দুর্ঘ** টনায় পড়লো। সাথে সাথেই ফ্যামিলির ৭ জন দুনিয়া থেকে বিদায় নিলো!

কাল রাতেই সবাই কতো হাসিখুশি ছিলো। গাড়ি তে উঠেও সবাই নিশ্চিত হাসিখুশি ই ছিলো।

সেখান থেকেই সব শেষ!!

শাসকরা মুখ ফিরিয়ে নিলেও মিসর ও লিবিয়ার দরিদ্র হৃদয়গুলো বসে থাকেনি। তারা  বোতলে খেজুর-বাদাম ভরে ছুঁড়ে দিচ্ছে ভূমধ্যসা...
05/08/2025

শাসকরা মুখ ফিরিয়ে নিলেও মিসর ও লিবিয়ার দরিদ্র হৃদয়গুলো বসে থাকেনি। তারা বোতলে খেজুর-বাদাম ভরে ছুঁড়ে দিচ্ছে ভূমধ্যসাগরে—এই আশায়, ঢেউ হয়তো পৌঁছে দেবে গ| য্জার ক্ষুধার্ত উপকূলে!

দারোয়ান বলে উপহাসের শিকার সেই মাসুদুর রহমান নয়ন এখন নিজ যোগ্যতাবলে চবি শিক্ষার্থী 💝  অদম্য ইচ্ছাশক্তিতে ভর্তির সুযোগ পেয়...
05/08/2025

দারোয়ান বলে উপহাসের শিকার সেই মাসুদুর রহমান নয়ন এখন নিজ যোগ্যতাবলে চবি শিক্ষার্থী 💝 অদম্য ইচ্ছাশক্তিতে ভর্তির সুযোগ পেয়েছেন বাংলাদেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইকোনোমিক্স, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দর্শন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন এবং সমাজতত্ত্ব বিভাগ। সিকিউরিটি গার্ড থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী হওয়া নয়নের জীবন যেন কেবল একটি গল্প নয়, হাজারও তরুণের আশা, সংগ্রাম আর আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি।

অভিনন্দন যোদ্ধা ❤️

Dev & Subhashree reunite after many years🖤🖤🖤
04/08/2025

Dev & Subhashree reunite after many years🖤🖤🖤

এমন সেলফি এর আগে কখনো ওঠেনি!‘ধুমকেতু’ ট্রেলার লঞ্চে একে অপরকে আবার ফলো করলেন দেব-শুভশ্রী, তুললেন সেলফিও
04/08/2025

এমন সেলফি এর আগে কখনো ওঠেনি!
‘ধুমকেতু’ ট্রেলার লঞ্চে একে অপরকে আবার ফলো করলেন দেব-শুভশ্রী, তুললেন সেলফিও

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয়জন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রিয়জন:

Share