প্রিয়জন

প্রিয়জন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from প্রিয়জন, Digital creator, Chittagong.
(147)

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি.শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো-১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে।২. আহতদের সম্...
22/07/2025

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি.
শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো-
১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে।
২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।
৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা — এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।
৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে।
৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করা।

“আমি আর এই দেশে থাকবো না” নিজের সন্তানকে হারিয়ে মাইলস্টোন শিক্ষক অধ‍্যাপক ইউসুফ !
22/07/2025

“আমি আর এই দেশে থাকবো না” নিজের সন্তানকে হারিয়ে মাইলস্টোন শিক্ষক অধ‍্যাপক ইউসুফ !

22/07/2025

আজকে উত্তরাতে গণহারে সিএনজি+রিকশা+পানির দোকানদারকে পে*টা/নোর কর্মসূচি দেওয়া হক

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেক...
22/07/2025

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!

মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।

ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, "এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা যাবে"।

কিন্তু ছাত্র'টি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।

মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:

"আমি জানতাম তুমি আসবে"! ❤️
©

আশরাফুল ইসলাম নীরবের দুটো বাচ্চা। একটা ছেলে একটা মেয়ে। দুটোই মাইলষ্টোনে পড়ত। নাফি ৯৫% পুড়ে গেছে, নাজিয়ার ৯০%।  ঘন্টা খান...
22/07/2025

আশরাফুল ইসলাম নীরবের দুটো বাচ্চা। একটা ছেলে একটা মেয়ে। দুটোই মাইলষ্টোনে পড়ত। নাফি ৯৫% পুড়ে গেছে, নাজিয়ার ৯০%। ঘন্টা খানেক আগে নাজিয়া বেহেশতে চলে গেছে। (মারা গেছে লিখতে ইচ্ছা হচ্ছে না, অতটুকুন বাচ্চা আর যাবে কোথায়!) ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজেউন।

নাফি এখনো তার বাবা মার সাথেই আছে ৯৫% পোড়া নিয়ে। জানি না আল্লাহ তায়ালা ওকে ওর বোনের কাছে পাঠাবে না বাবা মা র কাছে রাখবে।

আর নাফি নাজিয়ার বাবা মা! তারা কোথায় যাবে! এতো বেচে মরে যাওয়া। নিজের সন্তানদের কথা ভেবে নাফি নাজিয়ার বাবা মার অবস্থা ভাবুন!

আমার ভাবতে ইচ্ছা হচ্ছে না জীবন যে কোথায় কখন মোর নিবে কেউ বলতে পারে না। 🙂

বিনামূল্যে ৩৫০০ "কবর খোঁড়া" মনু মিয়া ইন্তেকাল করেছেন।
28/06/2025

বিনামূল্যে ৩৫০০ "কবর খোঁড়া" মনু মিয়া ইন্তেকাল করেছেন।

Tel Aviv 🔥💥🔥
25/06/2025

Tel Aviv 🔥💥🔥

হিং-সা করার ও তো একটা বয়স থাকে ভাই 🙂
24/06/2025

হিং-সা করার ও তো একটা বয়স থাকে ভাই 🙂

 # **বাড়িঘর হারা এ মানুষগুলো আজ কাঁদুক****কিছুটা হলেও গাজাবাসীদের দুঃখ বুঝুক!**ঘটনাস্থল : তেলআবিব।
19/06/2025

# **বাড়িঘর হারা এ মানুষগুলো আজ কাঁদুক**
**কিছুটা হলেও গাজাবাসীদের দুঃখ বুঝুক!**

ঘটনাস্থল : তেলআবিব।

ভারতের বিমান দু"র্ঘটনা আজকে সবাই মা*রা গেছে😥 লেখা গুলো পড়ার অনুরোধ রইল 🙏প্রতীক জোশী গত ছয় বছর ধরে লন্ডনে বসবাস করছিলেন...
12/06/2025

ভারতের বিমান দু"র্ঘটনা আজকে সবাই মা*রা গেছে😥 লেখা গুলো পড়ার অনুরোধ রইল 🙏
প্রতীক জোশী গত ছয় বছর ধরে লন্ডনে বসবাস করছিলেন। একজন সফটওয়্যার পেশাদার, তিনি দীর্ঘদিন ধরে তার স্ত্রী এবং ভারতে অবস্থানরত তাদের তিন ছোট সন্তানের জন্য বিদেশে একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন।

বছরের পর বছর পরিকল্পনা, কাগজপত্র এবং ধৈর্যের পর, অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়িত হল। মাত্র দুই দিন আগে, তার স্ত্রী, একজন চিকিৎসা পেশাদার ডাঃ কোমি ব্যাস, ভারতে তার চাকরি থেকে পদত্যাগ করেন। ব্যাগগুলি প্যাক করা হয়েছিল, বিদায় জানিয়েছিল ভবিষ্যৎ অপেক্ষা করছে।

আজ সকালে, আশা, উত্তেজনা এবং পরিকল্পনায় ভরা তাদের পাঁচজনই লন্ডনের উদ্দেশ্যে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 171-এ উঠেছিলেন। এই সেলফিটি ক্লিক করেছিলেন, আত্মীয়দের কাছে পাঠিয়েছিলেন। একটি নতুন জীবন শুরু করার জন্য একমুখী যাত্রা।

কিন্তু তারা কখনও সফল হননি। বিমানটি বিধ্বস্ত হয়েছিল। তাদের কেউই বেঁচে ছিলেন না।

কিছুক্ষণের মধ্যেই, জীবনের স্বপ্ন ছাই হয়ে যায়। একটি নির্মম স্মারক, জীবন ভয়াবহভাবে ভঙ্গুর। আপনি যা কিছু তৈরি করেন, আপনি যা কিছু আশা করেন, আপনি যা কিছু ভালোবাসেন, সবকিছুই একটি সুতোয় ঝুলে থাকে। তাই যতক্ষণ পারো, বাঁচো, ভালোবাসো, আর আগামীকাল থেকে সুখের জন্য অপেক্ষা করো না।

ছবিতে যাকে দেখা যাচ্ছে সে বানর বা পাখি নয়। একজন মানুষ। জীবিকার তাগিদে, পরিবারের মুখে হাসি দেখার জন্য জীবনের মায়া ত্যাগ ক...
24/05/2025

ছবিতে যাকে দেখা যাচ্ছে সে বানর বা পাখি নয়। একজন মানুষ। জীবিকার তাগিদে, পরিবারের মুখে হাসি দেখার জন্য জীবনের মায়া ত্যাগ করে ৩০০ ফিট উপরে বিদ্যুৎ লাইনের কাজ করছে। তবুও পরিবার বলবে আমাদের জন্য কি করেছো এটাই বাস্তবতা 🥺

দাদা উঠে পড়ুন পাকিস্তান হামলা বন্ধ করছে.. 😂😂
11/05/2025

দাদা উঠে পড়ুন পাকিস্তান হামলা বন্ধ করছে.. 😂😂

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয়জন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রিয়জন:

Share