26/02/2024
Get started ( = begin, শুরু করা)
মনে রাখুন, get started এর পরে object বসে না।
Come on. Let's get started, we've wasted enough time already. (জলদি কর, চল কাজ শুরু করা যাক, আমরা ইতোমধ্যে যথেষ্ট সময় অপচয় করেছি)
It's nearly ten o'clock. Let's get started.
(এখন প্রায় ১০ টা বাজে। চল শুরু করা যাক)
We couldn’t wait to get started on the next job.
(পরের কাজটি শুরু করতে আমরা অপেক্ষা করতে পারিনি)
When can we get started?
(আমরা কখন শুরু করতে পারি)
Once our business gets started, the money will be rolling in. (আমরা ব্যবসা একবার শুরু হলে প্রচুর পরিমাণে টাকা আসতে থাকবে)
I've done talking, let's get started.
(কথা/আলাপ শেষ করেছি, চলো শুরু করা যাক)
I've got a lot of exciting ideas and I'm impatient to get started. (আমি প্রচুর চিত্তাকর্ষক ধারণা পেয়েছি এবং সেগুলো শুরু করতে আগ্রহী)
Get doing/going/moving (begin to do, শুরু করা)
Let's get going/moving.
(চল যাওয়া যাক)
We had better get moving/going or we'll be late.
(আমাদের এখন যাওয়া শুরু করা উচিত অথবা আমাদের দেরি হয়ে যাবে)
We need to get going soon.
(শীঘ্রই আমাদের যাওয়া শুরু করা দরকার)
It's late. I must get going.
(দেরি হয়ে গেছে। আমার অবশ্যই যাওয়া শুরু করা উচিত)
I got talking to her.
(আমি তার সাথে কথা বলা শুরু করেছিলাম)