Promoting Chittagong

Promoting Chittagong Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Promoting Chittagong, Digital creator, bacha miah road, Chittagong.

সবাই টাকা খেয়ে পজিটিভ রিভিউ বেচা-কেনা করে!
আমরা না হয় নিজের খেয়ে পরের মোষ তাড়া করে বেড়াই??
আমরা কোনও পজিটিভ নিউজ!রিভিউ শেয়ার করবোই না, খারাপ আর নেগেটিভ রিভিউ তুলে ধরবো আপনারা সতর্ক হযে নিরাপদ থাকলেই স্বার্থকতা,
যে কোনো প্রশ্ন কিংবা প্রয়োজনে ইনবক্সে চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পাহাড়, সমুদ্র, উপত্যকা, বন‌-বনানীর কারণে চট্ট

গ্রামের মতো ভৌগোলিক বৈচিত্র বাংলাদেশের আর কোন জেলার নেই।

ভূগোল

ভৌগোলিক অবস্থান :
বাংলাদেশের দক্ষিণপূর্বে ২০০‌৩৫’ থেকে ২২০৫৯’উত্তর অক্ষাংশ এবং ৯১০২৭’থেকে ৯২০২২’ পূর্ব দ্রাঘিমাংশ বরাবর এর অবস্থান। ভৌগোলিক সীমানা : চট্টগ্রাম জেলার উত্তরে ফেনী জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে কক্সবাজার জেলা, পূর্ব দিকে বান্দরবান, রাঙামাটি, ও খাগড়াছড়ি জেলা, এবং পশ্চিমে নোয়াখালী জেলা এবং বঙ্গোপসাগর অবস্থিত। এছাড়া দ্বীপাঞ্চল সন্দ্বীপ চট্টগ্রামের অংশ।

নামকরনের ইতিহাস :
চট্টগ্রামের প্রায় ৪৮টি নামের খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে ‌ রম্যভুমি, চাটিগা, চাতগাও, রোসাং, চিতাগঞ্জ, জাটিগ্রাম ইত্যাদি। চট্টগ্রাম নামের উৎপত্তি নিয়ে বিশেষজ্ঞদের মতভেদ রয়েছে। পণ্ডিত বার্নোলির মতে, আরবি "শ্যাত (খন্ড)" অর্থ বদ্বীপ, গাঙ্গ অর্থ গঙ্গা নদী‌ এ থেকে চট্টগ্রাম নামের উৎপত্তি। অপর এক মত অনুসারে ত্রয়োদশ শতকে এ অঞ্চলে ইসলাম প্রচার করতে বার জন আউলিয়া এসেছিলেন, তাঁরা একটি বড় বাতি বা চেরাগ জ্বালিয়ে উঁচু জায়গায় স্থাপন করেছিলেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় 'চাটি' অর্থ বাতি বা চেরাগ এবং 'গাঁও' অর্থ গ্রাম। এ থেকে নাম হয় 'চাটিগাঁও'। আবার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্সের মতে এ এলাকার একটি ক্ষুদ্র পাখির নাম থেকে চট্টগ্রাম নামের উৎপত্তি। চট্টগ্রাম ১৬৬৬ সালে মোগল সাম্রাজ্যের অংশ হয়। আরাকানীদের হটিয়ে মোঘলরা এর নাম রাখে ইসলামাবাদ। মোগলরা এর প্রশাসনিক সীমানা চিহ্নিত করে। ১৭৬০ সালে নবাব মীর কাশিম আলী খান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এটি হস্তান্তর করেন। ব্রিটিশরা এর নাম রাখে চিটাগাং।

সাধারন ইতিহাস :
চট্টগ্রাম জেলার মানচিত্র
খ্রিষ্টীয় নবম শতাব্দী থেকেই আরবগণ চট্টগ্রাম বন্দরের সঙ্গে পরিচিত ছিল। এশিয়ার ঘটনাবলী বর্ণনা করেছেন এমন বিখ্যাত পর্তুগিজদের মধ্যে প্রথম ঐতিহাসিক ডি বারোস ১৫৫২ সালে চট্টগ্রামকে এর বন্দরের জন্য বাংলারাজ্যের সর্বাপেক্ষা বিখ্যাত ও সম্পদশালী নগরী বলে বর্ণনা করেছেন; যেখানে পূর্বাঞ্চলের সকল বাণিজ্য জাহাজ সমবেত হতো ।বর্মি ঘটনাপঞ্জিতে আরাকান অঞ্চলের নরপতিদের এক দীর্ঘ তালিকা পাওয়া যায় । ষষ্ঠ ও সপ্তম শতকে চট্টগ্রাম আরাকান রাজ্যের অমত্মর্ভূক্ত ছিল । এ সকল নরপতির নামের শেষে চন্দ্র পদবি যুক্ত ছিল। ঐতিহাসিক লামা তারনাথ গোপিচন্দ্র নামে এক বৌদ্ধরাজার নাম উল্লেখ করেছেন, দশম শতাব্দীতে যার রাজধানী ছিল চট্টগ্রামে । তিববতি জনশ্রুতি মতে চট্টগ্রাম ছিল দশম শতাব্দীতে কর্মরত বৌদ্ধতান্ত্রিক তিলাযোগীর জন্মস্থান । বাংলার শাসক গিয়াসউদ্দীন তুঘলক বাংলাকে লখনৌতি, সাতগাঁও ও সোনারগাঁও ও তিনটি প্রশাসনিক এলাকায় বিভক্ত করেন । ১৩৩৮ সালে ফখরুদ্দীন মুবারক শাহ সোনারগাঁও এ ক্ষমতা দখল করেন এবং স্বল্প সময়ের মধ্যেই চট্টগ্রাম অধিকার করেন । তিনি চাঁদপুর হতে চট্টগ্রাম পর্যমত্ম একটি মহাসড়ক এবং চট্টগ্রামের কয়েকটি মসজিদ ও সমাধিসৌধ নির্মাণ করেন । শেরশাহ এর হাতে সুলতান গিয়াসউদ্দীন মাহমুদ শাহ এর পতনের পর ১৫৩৮ হতে ১৬৬৬ সাল পর্যমত্ম সময়কালে পর্তুগিজরা চট্টগ্রামে ঘন ঘন আক্রমণ চালায় এবং প্রকৃতপক্ষে এ সময়ে চট্টগ্রাম তাদেরই শাসনাধীন ছিল। পরবর্তী ১২৮ বছর চট্টগ্রাম পতুর্গিজ ও মগ জলদস্যুদের আবাসস্থলে পরিণত হয়। মুঘলদের চট্টগ্রাম বিজয়ের ফলে সার্বিকভাবে এ জেলায় এবং বিশেষ করে নগরীতে শামিত্ম শৃংখলা পুন:প্রতিষ্ঠিত হয়। অবশ্য পর্তুগিজদের অধিকারে থাকাকালে চট্টগ্রাম নগরী ও বন্দর ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র হিসেবে বিশেষ সুখ্যাতি অর্জন করে। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে প্রধানত ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধিতে দিনে দিনে কলকাতার উত্থান ও উন্নয়নের ফলে এতদঞ্চলে চট্টগ্রাম গুরুত্ব হ্রাস পায়।১৯০৫ সালের বঙ্গভঙ্গ এবং পূর্ববাংলা ও আসাম নিয়ে প্রদেশ সৃষ্টি হলে চট্টগ্রাম পুনরায় প্রাধান্য লাভ করে। আসামবেঙ্গল রেলওয়ে নির্মাণের ফলে এর প্রাকৃতিক পশ্চাদভূমির সঙ্গে চট্টগ্রাম বন্দরের সংযোগ সাধিত হয় এবং সার্বিকভাবে চট্টগ্রাম ব্যাপক প্রবৃদ্ধি অর্জন করে ।
১৮৫৭ সালের সিপাহি বিপ্লব এর সময় ৩৪তম বেঙ্গল পদাতিক রেজিমেন্টের ২য়, ৩য় ও ৪র্থ কোম্পানীগুলি চট্টগ্রামে মোতায়েন ছিল। ১৮ নভেম্বর রাতে উল্লিখিত তিনটি কোম্পানী বিদ্রোহী হয়ে ওঠে এবং জেল থেকে সকল বন্দি মুক্ত করে সিপাহিরা ৩টি সরকারি হাতি, গোলাবারুদ ও ধনসম্পদ নিয়ে চট্টগ্রাম ত্যাগ করে। তারা পার্বত্য ত্রিপুরার সীমামত্ম পথ ধরে এগিয়ে সিলেট ও কাছাড়ে পৌঁছে । দূর্ভাগ্যবশত তাদের সকলেই কুকি স্কাউটস এবং পরবর্তীকালে দশম গোর্খা রাইফেল নামে পরিচিত সিলেট লাইট ইনফ্যান্ট্রির হাতে নিহত বা বন্দি হয়।
১৯৩০ সালের ১৮ এপ্রিল রাতে ৭০০ যুবক কয়েকটি দলে বিভক্ত হয়ে একটি নির্দিষ্ট সময়ে আর্টিলারী কোরের অস্ত্রাগার ও গোলাবারুদের ভান্ডার আক্রমণ করে, টেলিফোন ও টেলিফোন অফিস দখল করে এবং ধুম নামক স্থানে রেলপথের ফিসপ্লেট উপড়ে ফেলে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় । তাছাড়া মাষ্টারদা নামে খ্যাত বৃটিশ রাজের ভীত কাপানো এ বিপ্লবীর তত্বাবধানে প্রীতিলতা ওয়াদ্দেদার নামে এক উচ্চ শিক্ষিতা বিপ্লবী নারীর নেতৃত্বে পাহাড়তলীতে অবস্থিত কুখ্যাত ইউরোপীয়ান ক্লাব আক্রমন করে তা ধংস করে দেয়া হয় । ক্লাব ধংস করে ফেরার পথে ব্রিটিশ পুলিশের গুলিতে আহত হয়ে মহীয়ষী এ নারী পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্নহত্যা করেন । পরবর্তীতে সূর্যসেন ইংরেজ শাসকগন কর্তৃক গ্রেফতার হন এবং ১৯৩৩ সালের ২০শে এপ্রিল তাঁকে ফাঁসি দেয়া হয় ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশগণ চট্টগ্রামকে একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহার করে । ফলে চট্টগ্রাম জাপানি আক্রমনের লক্ষ্যস্থলে পরিণত হয় । ১৯৪২ সালের এপ্রিলে পতেঙ্গার বিমানঘাটিতে পর পর দুদিন এবং ঐ বছর ২০ ও ২৪ ডিসেম্বর পুনরায় বোমাবর্ষণ করা হয়।

প্রশাসনিক এলাকাসমূহ
চট্টগ্রাম জেলা ৪১ ওয়ার্ড বিশিষ্ট ১টি সিটি কর্পোরেশন, ১৪টি উপজেলা, ২৭টি থানা, ১৩টি পৌরসভা, ১৯৪টি ইউনিয়ন, ১২৬৭টি গ্রাম, ৮৯০টি মৌজা, ১৬টি সংসদীয় আসন নিয়ে গঠিত।

উপজেলা সমূহ :
চট্টগ্রাম জেলা ১৪টি উপজেলা। উপজেলা গুলো হলোঃ

আনোয়ারা,
বাঁশখালী,
বোয়ালখালী,
চন্দনাইশ,
ফটিকছড়ি,
হাটহাজারী,
লোহাগড়া,
মীরসরাই,
পটিয়া,
রাঙ্গুনিয়া,
রাউজান,
সন্দ্বীপ,
সাতকানিয়া,
সীতাকুন্ড



চট্টগ্রাম শহর এলাকা ১৬টি থানার অধীনঃ চান্দগাঁও, বায়জীদ বোস্তামী, বন্দর, ডবলমুরিং, পতেঙ্গা, কোতোয়ালী, পাহাড়তলী, পাঁচলাইশ, বাকলিয়া, কর্ণফুলী, হালিশহর, খুলশী থানা এবং নবগঠিত চকবাজার, আকবরশাহ, সদরঘাট ও ইপিজেড।


পৌরসভা সমূহ

মীরসরাই পৌরসভা
বারৈয়ারহাট পৌরসভা
সীতাকুণ্ড পৌরসভা
ফটিকছড়ি পৌরসভা
হাটহাজারী পৌরসভা
সন্দ্বীপ পৌরসভা
রাউজান পৌরসভা
রাঙ্গুনিয়া পৌরসভা
পটিয়া পৌরসভা
বাঁশখালী পৌরসভা
সাতকানিয়া পৌরসভা
চন্দনাইশ পৌরসভা
বোয়ালখালী পৌরসভা
নাজির হাট পৌরসভা



চট্টগ্রাম জেলার ভৃ-প্রকৃতি

চট্টগ্রাম জেলার আয়তন ৫,২৮২.৯৮ বর্গ কিমি। উত্তরে খাগড়াছড়ি অ রাঙ্গামাটি এবং ভারতের ত্রিপুরা রাজ্য,দক্ষিণে কক্সবাজার জেলা,পূর্বে বান্দারবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি, পশ্চিমে নোয়াখালী জেলা ও বঙ্গোপ্সাগর।পাহাড়, নদী, সমূদ্র,অরণ্য,উপত্যকা প্রভৃতি প্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্যে এ জেলা অন্যান্য জেলা থেকে স্বতন্ত্র। বার্ষিক গড় তাপমাত্রা ৩৩.৮সে.এবং সর্বনিম্ন ১৪.৫সে. । বার্ষিক বৃষ্টিপাত ৩,১৯৪ মিমি। প্রধান নদীঃ কর্ণফুলী,হালদা ও সাঙ্গু।


খনিজ সম্পদ

জেলার একমাত্র গ্যাস ফিল্ড সাঙ্গু ১৯৯৪ সালে আবিস্কৃত হয়। ১৯৯৫ সালে বাংলাদেশ সরকারের সাথে কেয়ার্ণ এনার্জির এই গ্যাস ফিল্ড নিয়ে চুক্তি সম্পাদিত হয়। ১৯৯৮ সালের এপ্রিল মাস থেকে এ গ্যাস ফিল্ড থেকে গ্যাস উত্তোলন শুরু হয়।

উইকিপিড়িয়া তে আরো বিস্তারিত @ http://goo.gl/mEhoL0

চট্টগ্রাম মেডিকেল থেকে লাশ নিয়ে চাঁন্দগাও এম্বুলেন্স ভাড়া ৩০০০/- টাকা।এদের খুঁটির জোর কোথায়?এই সিন্ডিকেট ভাঙতে স্বেচ্ছাস...
30/07/2025

চট্টগ্রাম মেডিকেল থেকে লাশ নিয়ে চাঁন্দগাও এম্বুলেন্স ভাড়া ৩০০০/- টাকা।
এদের খুঁটির জোর কোথায়?

এই সিন্ডিকেট ভাঙতে স্বেচ্ছাসেবী ভাইয়েরা এগিয়ে আসতে হবে।
আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করি।

ইন্না লিল্লাহওনার বাড়ি নাকি বাঁশখালী গন্ডামারা বাজারের পশ্চিম পাশে নাম জাফর,বর্তমানে শহরে থাকে,ওনি কিছুক্ষণ আগে কর্ণফুল...
30/07/2025

ইন্না লিল্লাহ
ওনার বাড়ি নাকি বাঁশখালী গন্ডামারা বাজারের পশ্চিম পাশে নাম জাফর,বর্তমানে শহরে থাকে,ওনি কিছুক্ষণ আগে কর্ণফুলী উপজেলার দৌলতপুরে সিএনজি এক্সিডেন্ট করেছে,ওনার হাতের মোবাইল নষ্ট হয়ে যাওয়ায় তার পরিবারের সাথে যোগাযোগ করা যাচ্চে না,আপনারা দ্রুত শেয়ার করে পরিবার খবর দিতে সহযোগীতা করুন, বর্তমানে ওনাকে চট্টগ্রাম মেডিকেল নেওয়া হয়েছে।
সবাই শেয়ার করুন প্লীজ।

চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের সম্মানিত শিক্ষক সুনীল স্যার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন...
30/07/2025

চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের সম্মানিত শিক্ষক সুনীল স্যার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন...

চট্টগ্রাম কলেজের  পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক, প্রিয়  ড. আল আমিন মো: সিরাজুল ইসলাম স্যার,  মরণব্যাধী ক...
28/07/2025

চট্টগ্রাম কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক, প্রিয় ড. আল আমিন মো: সিরাজুল ইসলাম স্যার, মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে শারীরিক অবস্থা গুরুতরভাবে অবনতি হয়েছে। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ আশঙ্কাজনকভাবে হ্রাস পাওয়ায় তিনি বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

এই অবস্থায় তিনি আমাদের সকলের কাছে দোয়া চেয়েছেন।
আসুন, আমরা সবাই আন্তরিকভাবে দোয়া করি— আল্লাহ তা-আলা যেন ওনাকে দ্রুত আরোগ্য দান করেন এবং সুস্থ শরীরে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন।

কাতালগঞ্জ রোডেত বৃষ্টির পানিরে চোখ ডর ডর গরি ডর লাগাইতো আইস্সে আরার পিও মেয়র বদ্দা 😂.. এহন ফানি এ হুন্দি ধাইবো না হুন্দি...
28/07/2025

কাতালগঞ্জ রোডেত বৃষ্টির পানিরে চোখ ডর ডর গরি ডর লাগাইতো আইস্সে আরার পিও মেয়র বদ্দা 😂.. এহন ফানি এ হুন্দি ধাইবো না হুন্দি যাইব্যূ দিশকূল ন ফার বলে 😜

28/07/2025

যেখানে পানি ড্রেন দিয়ে যাওয়ার কথা..... সেখানে পানি ড্রেন থেকে উঠে রাস্তা দিয়ে যাচ্ছে🤭
সংগ্রহীত কিন্তু সত্য

28/07/2025

মোটামুটি পুরো চট্টগ্রাম হালকা থেকে মাঝারি পানির তলে..... মেয়র সাব এহন হন্ডে?

সতর্কীকরণ পোস্ট📌আজ চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় টিউশনি পড়াতে গিয়ে ফেরার পথে রাত ৮ টায় বা সারে ৮ টায় নাগাদ  আমার প্রিয়...
27/07/2025

সতর্কীকরণ পোস্ট📌
আজ চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় টিউশনি পড়াতে গিয়ে ফেরার পথে রাত ৮ টায় বা সারে ৮ টায় নাগাদ আমার প্রিয় বন্ধু ছিনতাই শিকার হন।সাথে ছুরিঘাতে গুরুতর আহতও হন। একটা মোবাইল ফোন এবং নগদ কিছু টাকা নিয়ে যায়। পরে স্থানীয় লোকের মাধ্যমে এবং পুলিশের সহায়তা চট্টগ্রাম মেডিক্যাল নিয়ে যায়। রোগী শারীরিক অবস্থা ভালো আছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। শুধু আজ নয় প্রায়শই শোনা যায় সব জায়গায় বিশেষ করে আদিবাসী ভাইবোন এমন ছিনতাই ডাকাতির শিকার হতে। যারা এলাকা ছেড়ে শহরাঞ্চলে থাকেন পড়াশোনা তাগিদে হোক বা কর্মজীবনের হোক সর্তক থাকবেন সচেতন থাকবেন। ভগবান না করুন কাল আপনিও শিকার হতে পারেন।বাসা থেকে বের হওয়ার সময় প্রয়োজনের অধিক টাকা পয়সা নিয়ে বের হবেন না। রাস্তায় চলাচলে সর্তক থাকবেন।
ধন্যবাদ 🙏🙏🙏

রোগী নাম : দোঅংগ্য মারমা
বাড়ির : রামগড় , ফেনীকূল, খাগড়াছড়ি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গ্রেজুয়েট এবং বি সিএস জন্য প্রস্তুতি নিচ্ছে।

সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে রেস ১ চলাকালীন বাংলাদেশী রেসার আভিক আনোয়ার একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমা...
26/07/2025

সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে রেস ১ চলাকালীন বাংলাদেশী রেসার আভিক আনোয়ার একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি মেডিকেল সেন্টারে রয়েছেন এবং চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন।
অনুগ্রহ করে সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করুন।

চট্টগ্রামের হাইওয়ে সুইটস এর শোরুম গুলোতে ঢুকলে আপনি দেখতে পাবেন দেয়ালে লেখা আছে বক্সের ওজন বাদ দিয়ে মিষ্টি মাপা হয়, কি...
26/07/2025

চট্টগ্রামের হাইওয়ে সুইটস এর শোরুম গুলোতে ঢুকলে আপনি দেখতে পাবেন দেয়ালে লেখা আছে বক্সের ওজন বাদ দিয়ে মিষ্টি মাপা হয়, কিন্তু তারা কখনোই এই কাজটি করেনা এমনকি আমরা যারা নিয়মিত মিষ্টি কিনি তারাও সেলসম্যানকে বক্সের ওজন বাদ দিয়ে মিষ্টি মাপার জন্য বলি না, যার ফলে প্রতি বক্সে ৭ টাকা থেকে ১০ টাকা করে বেশি আদায় করা হচ্ছে! যদি ৫০০ বক্স হয় প্রতিদিন ৩৫০০ টাকা অবৈধ আয়!!! ক্রেতা হিসেবে আমি একবার বাদ দিতে বলেছিলাম তখন তারা বাদ দেয়! কোন ক্রেতা না বললে বাদ দেয় না! এমনকি ম্যানেজারকে ও অভিযোগ করেছিলাম তিনি শুনেও না শোনার ভান করেন!!! এই দেশে এইসব দেখার কোন প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর কেউ নেই!!!! প্রতি পদে পদে অনিয়ম আর দুর্নীতি!
Association of Bangladesh
sweets

সবাই স্ববান্ধব আমন্ত্রিত ❤️
24/07/2025

সবাই স্ববান্ধব আমন্ত্রিত ❤️

23/07/2025

ক্যান ভাই?
একটা স্কুল বাস ক্যান এইভাবে ফগিং করে বেড়াবে শহর জুড়ে!!
আজকে দুপুরে জিইসির মোড় থেকে ওয়াসা মোড় পর্যন্ত জ্যামে আটকে আটকে এগোচ্ছিলাম পুরো রাস্তা প্যারা দিছে
এগুলো দেখার কি কেউ নাই???

Address

Bacha Miah Road
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Promoting Chittagong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share