Viral King

Viral King Welcome to our new page,press like button to keep yourself funny with us, thankyou

আলহমদুলিল্লাহএই রকম উদ্যোগ প্রতি গ্রামে নেওয়া উচিত l
02/08/2025

আলহমদুলিল্লাহ
এই রকম উদ্যোগ প্রতি গ্রামে নেওয়া উচিত l

01/08/2025
ইনি হচ্ছেন অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের  সুদর্শন পুরুষ।দ্যা-কিং ঢালিউড ফ্লিম সুপারস্টার সালমান শাহ্।ফটোতে: সিনেমা শর্...
01/08/2025

ইনি হচ্ছেন অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের সুদর্শন পুরুষ।

দ্যা-কিং ঢালিউড ফ্লিম সুপারস্টার সালমান শাহ্।
ফটোতে: সিনেমা শর্ট-শেষে আসার সময় জনতার ভীড়। সময়কাল ১৯৯৫..!♥️♥️

01/08/2025

আপা একটি সত্য কথা বলুন 🤣🤣



- কে বেশি সুদর্শন রিয়েক্ট দিয়ে জানিয়ে দিন!😑
31/07/2025

- কে বেশি সুদর্শন রিয়েক্ট দিয়ে জানিয়ে দিন!😑

28/07/2025

কুমিল্লায় মাত্র ৯ মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন ৯ বছর বয়সী শিশু উসমান খন্দকার গালিব।

 #একটা_ছোট_ভুল       #একটা_পরিবার_শেষরাত তখন প্রায় ১টা। একটি শান্ত, মধ্যবিত্ত পরিবারের স্বামী-স্ত্রী একটি সামাজিক অনুষ্...
28/07/2025

#একটা_ছোট_ভুল #একটা_পরিবার_শেষ
রাত তখন প্রায় ১টা। একটি শান্ত, মধ্যবিত্ত পরিবারের স্বামী-স্ত্রী একটি সামাজিক অনুষ্ঠান শেষে ঘরে ফিরলেন। সবার মতো তারাও ক্লান্ত, একটু বিশ্রামের অপেক্ষায়।
ঘরে ঢুকেই স্ত্রীর প্রথম কথাটি ছিল,
— “একটা অদ্ভুত গন্ধ পাচ্ছো? কেমন যেন গ্যাসের মতো…”
স্বামী মাথা নাড়িয়ে বললেন, “হ্যাঁ, আমি দেখি রান্নাঘরে গ্যাস লিক হচ্ছে কিনা।”
সে দৌড়ে গেল কিচেনে এবং খুব স্বাভাবিকভাবে, অবচেতন মনে আলো জ্বালিয়ে ফেললো…
এক মুহূর্তেই সব শেষ।
একটা বিকট শব্দে কেঁপে উঠলো পুরো এলাকা। বিস্ফোরণের শব্দ এতটা তীব্র ছিল যে, ২০০ মিটার দূরের বাসিন্দারাও জানালার কাঁচ কেঁপে উঠতে দেখেছে।
ঘরের দেয়াল ভেঙে পড়ল।
পুরো বাড়িটা আগুনে পুড়ে ছাই।
স্বামী ঘটনাস্থলেই প্রাণ হারালেন। স্ত্রী কিছুদিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত চলে গেলেন…

এই দুর্ঘটনার কারণ?
রান্নাঘরে জমে থাকা গ্যাস, আর সেই গ্যাসের মাঝে একটি সাধারণ সুইচ অন করা – যা তৈরি করেছিল ক্ষুদ্র একটি আগুনের ফুলকী (spark), আর সেটিই হয়ে উঠেছিল মৃত্যু-ফাঁদ।

গ্যাসের গন্ধ পেলে?
1. কখনোই কোনো বৈদ্যুতিক সুইচ, ফ্যান বা ফ্রিজ চালু করবেন না।
কারণ এতে ইলেকট্রনিক স্পার্ক হতে পারে।
2. সব জানালা-দরজা খুলে দিন। যেন গ্যাস বের হয়ে যায়।
3. পারলে মেইন সুইচ অফ করে দিন।
4. সতর্কভাবে বাড়ি থেকে সবাইকে বের করে নিন।

আপনার একটি শেয়ার বাঁচাতে পারে কারো জীবন।।

Coach Badrul Mohammad Badrul Hasan

গতকালের ঘটনাগুলো এখনো চোখের সামনে ভাসছে। সোশ্যাল মিডিয়ায় যতবারই ওই পোস্টগুলো দেখি, কেন জানি বারবার চোখ ভিজে আসে, বুকটা ভ...
22/07/2025

গতকালের ঘটনাগুলো এখনো চোখের সামনে ভাসছে। সোশ্যাল মিডিয়ায় যতবারই ওই পোস্টগুলো দেখি, কেন জানি বারবার চোখ ভিজে আসে, বুকটা ভেঙে যায়। নিজের ভিতরে একটা অসম্ভব অসহায়ত্ব টের পাই—যেন আমি কিছুই করতে পারি না, কেউ কিছুই করতে পারছে না।

এই দেশে মৃত্যু এখন আর চমকে দেয় না। মৃত্যু যেন একদম স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে—কোনও কারণ না থাকলেও, কারো জীবনের হিসেব শেষ হয়ে যেতে পারে হঠাৎ করেই। বাইরের কোনো শত্রুর দরকার নেই আমাদের; নিজের দেশের ভিতরেই যেন শত্রুর অভাব নেই। এরা মুখে পরিচিত, অথচ কাজে অমানবিক।

আজ এক অভিভাবকের মুখে শুনলাম—"এই দেশে আর থাকবো না।" শুনে থমকে গেলাম। তাও ভেতরে ভেতরে স্বীকার করলাম, তিনি ঠিকই তো বলছেন। যেখানে রাষ্ট্র নাগরিকের বাঁচার ন্যূনতম নিশ্চয়তাটুকু দিতে পারে না, সেখানে থেকে কী লাভ? যেখানে বিচার শুধু ধনী বা ক্ষমতাবানদের জন্য, যেখানে নিরাপত্তা কেবল কথার কথা, যেখানে অসুস্থ হলে ভালো চিকিৎসা পাওয়া অনেকটা স্বপ্নের মতো, সেখানে কীভাবে থাকবো?

প্রতিদিন অন্যায়, মৃত্যু আর অবিচারের এই চক্র যেন আমাদের ভিতরটা আস্তে আস্তে মেরে ফেলছে। আমরা বেঁচে থাকি, কিন্তু প্রাণহীনভাবে। আমাদের স্বপ্নগুলো ধুলায় পড়ে আছে, আমাদের সাহসগুলো ভয়ে গুটিয়ে আছে, আমাদের মনুষ্যত্ব কোথায় যেন হারিয়ে গেছে।

এই প্রশ্নগুলো এখন চারদিকে ঘুরছে—এই দেশে আদৌ কি নিরাপদ থাকা সম্ভব? না কি আমাদেরও সেই অভিভাবকের মতোই বলার সময় এসে গেছে—"এই দেশে আর থাকবো না"?

আমরা হাজার কোটি টাকা দিয়ে জন্ম শতবার্ষিকী করি, জুলাই এ কোটি কোটি টাকা খরচ করে ড্রোন শো আর কনসার্ট করি, রাজনৈতিক প্রতিপক্...
21/07/2025

আমরা হাজার কোটি টাকা দিয়ে জন্ম শতবার্ষিকী করি, জুলাই এ কোটি কোটি টাকা খরচ করে ড্রোন শো আর কনসার্ট করি, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে ইসরায়েল থেকে আড়িপাতার যন্ত্র কিনতে পারি, কিন্তু, দেশের জন্য প্রয়োজনীয় আত্মরক্ষা সামগ্রী কিনি মান্ধাতা আমলের! বাজেট নাই!

আসলেই কেউ একজন ঠিকই বলেছেন, আমাদের দুর্নীতি যে আকাশ ছুঁয়েছে, তা আজকের এ ফাইটার জেট আকাশ থেকে মাটিতে বিধ্বস্ত হয়ে বুঝিয়ে দিয়েছে!

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training) সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিং...
21/07/2025

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)

সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন।

যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট। তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য। তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়।

এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব।

(Collected)

21/07/2025

Pray for Milestone College 🤲

16/07/2025

ভাইরাল না হলে বিচার হয় না 🥺



Address

Chittagong

Telephone

+8801301452203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Viral King posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share