07/04/2024
"রাত ৩ টাই আমার স্ত্রী মণির পিরিয়ড, শুরু হলো পেট ব্যথায় সে বিছানায় কাতরাচ্ছে, আর এপাশ ওপাশ করছে, নড়াচড়ায়,আমার ঘুম ভেঙে গেলো কী হয়েছে তোমার মণি পেটে হাত দিয়ে এপাশ ওপাশ করছো।
"পিরিয়ড এর ব্যাথা শুরু হইছে প্রচন্ড পেইন হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে।
- আচ্ছা মহারানী তুমি একটু কষ্ট করো আমি পানি গরম করে বালিশে ভরে নিয়ে আসছি"
- না তোমার এসব করতে হবেনা, এতো রাতে আবার মা সজাগ হয়ে যাবে উনার ঘুম ভেঙে যাবে।
- আরে কিছু হবেনা তুমি একটু কষ্ট করো আমি আসছি পানি গরম করে,বালিশ নিয়ে দেখবে তখন ব্যাথা কমে যাবে।
- কিচেনে পানি গরম করতে গেলাম,হারিপাতিল, এর নড়াচড়াতে,মায়ের ঘুম ভেঙে গেছে,মা এসে বলতে শুরু করলো....!!
- কিরে ফাহিম তুই এতো রাতে কিচেনে, কী করিস এসব হরিপাতিল নড়াচড়া, করছিস কেনো।
- আম্মু মণির প্রচন্ড পেইন শুরু হইসে, পিরিয়ড এর, তাই ওর জন্য পানি গরম করতে আসছি।
- মা বলতে শুরু করলো আমি থাকতে আমার ছেলের কেনো পানি গরম করতে হবে, তুই বৌমার কাছে যা আমি পানি গরম করে নিয়ে আসছি।
- ঠিক আছে মা আমি মণির কাছে যাচ্ছি I love you আম্মু I love you so much ।
- হয়েছে হয়েছে এখন যা রুমে,বৌমার কাছে, আমি ৫ মিনিট এর মধ্যে পানি গরম করে বালিশে ভরে নিয়ে আসছি।
- রুমে চলে আসলাম মণি আবার বলতে শুরু করলো মায়ের ঘুম নিশ্চই ভেঙে গেছে, আমি বলেছিলাম না তোমাকে এখন না উঠতে আমার ব্যাথা এমনি কমে যাবে।
- আরে আমার মহারানীর পেইন উঠছে, আমি কী শুয়ে থেকে পারি, বুকে আসো,আম্মু পানি নিয়ে আসছে,বলতে বলতে আম্মু গরম পানি একটা বালিশে ভরে নিয়ে আসছে।
- এই নে ফাহিম গরম পানির বালিশ আর বৌমার খেয়াল রাখিস আমি আমার রুমে চলে গেলাম এই বলে আম্মু চলে গেলো।
- মণি এই মণি বুকে আসো আর নাও গরম পানির বালিশ টা পেটের মধ্যে দিয়ে রাখো ব্যাথা কমে যাবে, আমি মাথায় হাত ভুলিয়ে দিচ্ছি তুমি ঘুমাও মহারানী।
- পিরিয়ড কোনো লজ্জার বিষয় না, পিরিয়ড নারীর সম্মান,নারীর গর্ব,আমার নানুর পিরিয়ড হয়েছে বলেই আমার মায়ের জন্ম,আর আমার মায়ের পিরিয়ড হয়েছে বলেই আমার জন্ম।
- আপনার বেলাতে ও একই বেপার, প্রত্যেক টা স্বামীর উচিত স্ত্রীর পেগনেন্সি ও পিরিয়ড এর সময় স্ত্রীর পাশে থাকা স্বামীর চেয়ে বড় মানসিক শান্তি তখন আর কিছু হতে পারেনা।
মন ছুঁয়ে যাওয়া গল্প পেতে নীল লেখায় চাপ দিয়ে লেখক এর নিজস্ব পেজ ফলো করুন 👉 MST Sumaya Akter