MST Sumaya Akter

MST Sumaya Akter ༎༊👑 ༊ ༎
༆প্রিয়😽ღ࿐
💥ღএখানেღবিভিন্নღমজারღগল্পღওღ💥
🥀
ღবিভিন্নღমুভিরღলিঙ্কღদেওয়াღহয়ღ
🌻

৥WISH ME 11 FEBRUARY
{MST SUMAYA AKTER} Here it goes. And, I like to laugh.

Hey, this is my homepage, so I have to say something about myself. Sometimes it is hard to introduce yourself because you know yourself so well that you do not know where to start with. Let me give a try to see what kind of image you have about me through my self-description. I hope that my impression about myself and your impression about me are not so different. I am a person who is positive abo

ut every aspect of life. There are many things I like to do, to see, and to experience. I like to read, I like to write; I like to think, I like to dream; I like to talk, I like to listen. I like to see the sunrise in the morning, I like to see the moonlight at night; I like to feel the music flowing on my face, I like to smell the wind coming from the ocean. I like to look at the clouds in the sky with a blank mind, I like to do thought experiment when I cannot sleep in the middle of the night. I like flowers in spring, rain in summer, leaves in autumn, and snow in winter. I like to sleep early, I like to get up late; I like to be alone, I like to be surrounded by people. I like country’s peace, I like metropolis’ noise; I like the beautiful west lake in Hangzhou, I like the flat cornfield in Champaign. I like delicious food and comfortable shoes; I like good books and romantic movies. I like the land and the nature, I like people.

17/08/2024

Please follow my page ://www.facebook.com/profile.php?id=61563968169136

لا إله إلا الله محمد رسول الله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ
Wish me {1 st January}

08/06/2024
😁তিল...থেকে...তাল 🙂 একদিন রাস্তা দিয়াহাটতেছিলাম🚶হঠাৎ আমার এক ছেলে  ক্লাসমেটেরসাথে দেখা😊.....ও আমারে জিজ্ঞাস করলো কেমনআছো...
20/04/2024

😁তিল...থেকে...তাল 🙂
একদিন রাস্তা দিয়া
হাটতেছিলাম🚶
হঠাৎ আমার এক ছেলে ক্লাসমেটের
সাথে দেখা😊.....
ও আমারে জিজ্ঞাস করলো কেমন
আছোস😍
আমি খালি কইলাম ভাল আছি!😒.......
ওর সাথে বড়জোর ১০ সেকেন্ডের মত
দাঁড়িয়ে কথা বলছি!!😎😂........
এটা আবার তুহিনের আম্মু দেখছে!!👀💃....
তুহিনের আম্মু হাবিবের আম্মুরে
বলছে💃😭....
ঐ বাড়ির মাইয়ারে দেখলাম😷
রাস্তায় দাড়াইয়া
এক পোলার লগে ১ ঘন্টা যাবত😷😭প্রেমালাপ করতে!!.....
হাবিবের আম্মু আবার তানহার
আম্মুকে বলছে🙂😒
হুনছো নি ঐ মাইয়াডা নাকি কোন
পোলার লগে😥👀
হাত ধইরা রাস্তায় মধ্যে গুতাগুতি
করছে!!👀😷....
তানহার আম্মু আবার আমার
আম্মুরে বলছে
তোমার মাইয়া কোন পোলারে😷😡
নিয়া নাকি
ঘুরতে গেছে!!👀😑.....
আম্মু আবার আমারে কইতাছে
😥😥
কিরে হুনলাম তুই নাকি বিয়া
করছোস?🙂🙄
🤦‍♀️🤦‍♀️
নিয়মিত গল্প পেতে আইডি টা ফলো করে রাখুন 😍👉MST Sumaya Akter

মোস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে লড়াইটা ভালোই জমে উঠেছে। আপনার মতামত কি?
20/04/2024

মোস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে লড়াইটা ভালোই জমে উঠেছে। আপনার মতামত কি?

নাজমুল আর নাজমুলের গার্লফ্রেন্ডের মধ্যে কথোপকথন 😋😍সুমাইয়া:- ওই 🤗নাজমুল:- হুম 🙂 বলো জান.! 😍সুমাইয়া:- কী করো জান 😘নাজমুল...
20/04/2024

নাজমুল আর নাজমুলের গার্লফ্রেন্ডের মধ্যে কথোপকথন 😋😍
সুমাইয়া:- ওই 🤗
নাজমুল:- হুম 🙂 বলো জান.! 😍
সুমাইয়া:- কী করো জান 😘
নাজমুল:- বউ নিয়ে বসে আছি 😉
সুমাইয়া:- আমি আগেই সন্দেহ করেছিলাম তোর অন্য কেউ আছে😠😠...
নাজমুল:- 🤤🤤🤤
সুমাইয়া:- তাই তো আগে থেকেই আর একটা ছেলে পটিয়ে রেখে দিছি😎
নাজমুল:- Sorry ঐইটা ( বউ ) হবে না, ঐইটা বই হবে 🙂🙂
সুমাইয়া:- 😫😫😫
গল্পঃ- ে

(লেখকের নাম ছাড়া কেউ কপি করবেন না ❌)
যারা যারা আইডি তে ফলো না দিয়ে গল্প পড়ছেন নতুন নতুন গল্প পেতে নীল লেখায় চাপ দিয়ে আইডি টা ফলো করুনMST Sumaya Akter

😱😳স্যার ক্লাসে পড়াচ্ছেন। হঠাৎ দেখলেন সামনের বেঞ্চের  একটা ছাত্র ঘুমে ঢুলছে।🙄স্যার পড়া থামিয়ে দিয়ে ছাত্রদের উদ্দেশ্যে বলত...
07/04/2024

😱😳স্যার ক্লাসে পড়াচ্ছেন। হঠাৎ দেখলেন সামনের বেঞ্চের একটা ছাত্র ঘুমে ঢুলছে।🙄
স্যার পড়া থামিয়ে দিয়ে ছাত্রদের উদ্দেশ্যে বলতে শুরু করলেন,
এইতো সবে ক্লাস শুরু করলি, এখনই ঘুমাচ্ছিস!!
জানিস, আমাদের সময় তোদের বয়সে আমরা সকালে উঠতাম, ব্যায়াম করতাম , তারপর গোসল করে খেয়ে স্কুলে পড়তে যেতাম। ফেরত এসে বই পত্তর রেখে তিস্তার বুকে ঝাঁপাতাম। কি আনন্দের দিন ছিল সেসব। আর তোরা এই বয়সে দিনের শুরুতেই ঘুমিয়ে পড়েছিস....
পেছন বেঞ্চ থেকে বল্টু সাদা মনে বলে উঠলো-
"স্যার, তিস্তা কে?😳🤔🤥
🤣🤣🤣🤣🤣 🤣🤣🤣🤣🤣

নিয়মিত বিনোদন পেতে আইডিটা তাড়াতাড়ি ফলো করুনMST Sumaya Akter

🤣🤣চা*পা মারার গল্প 🤣🤣তিন ইঁদুর নিজেদের বীরত্বের গল্প করছে-😳প্রথম ইঁদুর : জানিস, সেদিন আমি এক বোতল ইঁদুর মারার বি**/ষ খেয়...
07/04/2024

🤣🤣চা*পা মারার গল্প 🤣🤣
তিন ইঁদুর নিজেদের বীরত্বের গল্প করছে-😳
প্রথম ইঁদুর : জানিস, সেদিন আমি এক বোতল ইঁদুর মারার বি**/ষ খেয়ে ফেলেছি, অথচ আমার কিছুই হয়নি।☹️
দ্বিতীয় ইঁদুর : কিছুদিন আগে আমি একটা ফাঁ*দে আটকা পড়ে গেছিলাম। ফাঁ*দটা ভে*ঙে বেরিয়ে এসেছি।
তৃতীয় ইঁদুর : তোরা গল্প করো, আমি আজ উঠি। বাড়ি ফিরে আবার পোষা বিড়ালটাকে খাবার দিতে হবে🐸🐸
🤣🤣🤣🤣🤣
ইঁদুর গুলো তো চা*পা মারলো এবার আপনাদের পা*লা সবাই একটা করে চাপা মেরে জান দেখি কারটা বেশি মজার হয়?
নিয়মিত মজার গল্প পেতে আইডিটা ফলো দিয়ে রাখুন.......MST Sumaya Akter

😿শিমু : জান, আগামীকাল আমার বার্থডে, আমাকে তুমি কি দিবা?ইশরাইল  : আমি তোমাকে একটা রিং দেব!শিমু : সত্যি, রিং দিবা? ইশরাইল ...
07/04/2024

😿শিমু : জান, আগামীকাল আমার বার্থডে, আমাকে তুমি কি দিবা?
ইশরাইল : আমি তোমাকে একটা রিং দেব!
শিমু : সত্যি, রিং দিবা?
ইশরাইল : হ্যাঁ, বললাম তো রিং দেব।
শিমু: ওয়াও! ইউ আর রিয়েলি গ্রেট!
ইশরাইল : কিন্তু জান, তুমি রিংটা ধরো না!
শিমু : কেন? তুমি দিবা আর আমি নেব না, তা কি হয়?
ইশরাইল : না মানে, আমার মোবাইলের ব্যালেন্স অনেক কম.... ঠিক দুপুর ৮ টার দিকে রিং দিবোনি মানে মিসড কল 😿
শিমু:ওরে হা/রা/মী 🤬 যা ব্রেকআপ 😐
ইশরাইল : 🥺 এখানে ব্রে/ক/আপ আসলো কোথা থেকে🤔
🤣🤣🤣😂😂😂
আমিও বুঝলাম না ব্রেকআপ করলো কেনো? আপনারা কি কিছু বুঝেছেন🤔???
লেখক 🖋️ MST Sumaya Akter

নিয়মিত মজার গল্প পেতে আইডিটা ফলো দিয়ে রাখুনMST Sumaya Akter

আইসক্রিম খেতে ইচ্ছে করছিলো খুব। 🍧ছোট ভাইকে বললাম বাসায় আসার সময় একটা ম্যাংগো ফ্লেভারের আইসক্রিম আনিস।😋ইফতারির পর খুব আগ্...
07/04/2024

আইসক্রিম খেতে ইচ্ছে করছিলো খুব। 🍧
ছোট ভাইকে বললাম বাসায় আসার সময় একটা ম্যাংগো ফ্লেভারের আইসক্রিম আনিস।😋
ইফতারির পর খুব আগ্রহ নিয়ে দুই ভাই-বোন আইসক্রিম খেতে বসলাম, ঢাকনা খুলার পর মনে হলো ম্যাংগো ফ্লেভারের বদলে অন্য ফ্লেভার নিয়ে আসছে।
পরে আইসক্রিম মুখে দিয়ে ছোট ভাই বলতাছে: এ কেমন একটা আইসক্রিম, অন্য রকম লাগতেছে , এমন আইসক্রিমতো কখনো খাইনাই, ঝাল আইসক্রিম মনে হয়!🙂
কথাটা বলে শেষ না করতেই আমি ঢাকনার দিকে চোখ যেতে দেখি, আমার ভাইতো আইসক্রিমই আনে নি, আনছে কোন লোকের আদা রসুন বাটা ;😅

শুধু মাত্র ফানি পোস্ট পড়তে ফলো করুন!❤️....MST Sumaya Akter

"রাত ৩ টাই আমার স্ত্রী মণির পিরিয়ড, শুরু হলো পেট ব্যথায় সে বিছানায় কাতরাচ্ছে, আর এপাশ ওপাশ করছে, নড়াচড়ায়,আমার ঘুম ভেঙে গ...
07/04/2024

"রাত ৩ টাই আমার স্ত্রী মণির পিরিয়ড, শুরু হলো পেট ব্যথায় সে বিছানায় কাতরাচ্ছে, আর এপাশ ওপাশ করছে, নড়াচড়ায়,আমার ঘুম ভেঙে গেলো কী হয়েছে তোমার মণি পেটে হাত দিয়ে এপাশ ওপাশ করছো।
"পিরিয়ড এর ব্যাথা শুরু হইছে প্রচন্ড পেইন হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে।
- আচ্ছা মহারানী তুমি একটু কষ্ট করো আমি পানি গরম করে বালিশে ভরে নিয়ে আসছি"
- না তোমার এসব করতে হবেনা, এতো রাতে আবার মা সজাগ হয়ে যাবে উনার ঘুম ভেঙে যাবে।
- আরে কিছু হবেনা তুমি একটু কষ্ট করো আমি আসছি পানি গরম করে,বালিশ নিয়ে দেখবে তখন ব্যাথা কমে যাবে।
- কিচেনে পানি গরম করতে গেলাম,হারিপাতিল, এর নড়াচড়াতে,মায়ের ঘুম ভেঙে গেছে,মা এসে বলতে শুরু করলো....!!
- কিরে ফাহিম তুই এতো রাতে কিচেনে, কী করিস এসব হরিপাতিল নড়াচড়া, করছিস কেনো।
- আম্মু মণির প্রচন্ড পেইন শুরু হইসে, পিরিয়ড এর, তাই ওর জন্য পানি গরম করতে আসছি।
- মা বলতে শুরু করলো আমি থাকতে আমার ছেলের কেনো পানি গরম করতে হবে, তুই বৌমার কাছে যা আমি পানি গরম করে নিয়ে আসছি।
- ঠিক আছে মা আমি মণির কাছে যাচ্ছি I love you আম্মু I love you so much ।
- হয়েছে হয়েছে এখন যা রুমে,বৌমার কাছে, আমি ৫ মিনিট এর মধ্যে পানি গরম করে বালিশে ভরে নিয়ে আসছি।
- রুমে চলে আসলাম মণি আবার বলতে শুরু করলো মায়ের ঘুম নিশ্চই ভেঙে গেছে, আমি বলেছিলাম না তোমাকে এখন না উঠতে আমার ব্যাথা এমনি কমে যাবে।
- আরে আমার মহারানীর পেইন উঠছে, আমি কী শুয়ে থেকে পারি, বুকে আসো,আম্মু পানি নিয়ে আসছে,বলতে বলতে আম্মু গরম পানি একটা বালিশে ভরে নিয়ে আসছে।
- এই নে ফাহিম গরম পানির বালিশ আর বৌমার খেয়াল রাখিস আমি আমার রুমে চলে গেলাম এই বলে আম্মু চলে গেলো।
- মণি এই মণি বুকে আসো আর নাও গরম পানির বালিশ টা পেটের মধ্যে দিয়ে রাখো ব্যাথা কমে যাবে, আমি মাথায় হাত ভুলিয়ে দিচ্ছি তুমি ঘুমাও মহারানী।
- পিরিয়ড কোনো লজ্জার বিষয় না, পিরিয়ড নারীর সম্মান,নারীর গর্ব,আমার নানুর পিরিয়ড হয়েছে বলেই আমার মায়ের জন্ম,আর আমার মায়ের পিরিয়ড হয়েছে বলেই আমার জন্ম।
- আপনার বেলাতে ও একই বেপার, প্রত‍্যেক টা স্বামীর উচিত স্ত্রীর পেগনেন্সি ও পিরিয়ড এর সময় স্ত্রীর পাশে থাকা স্বামীর চেয়ে বড় মানসিক শান্তি তখন আর কিছু হতে পারেনা।

মন ছুঁয়ে যাওয়া গল্প পেতে নীল লেখায় চাপ দিয়ে লেখক এর নিজস্ব পেজ ফলো করুন 👉 MST Sumaya Akter

Address

Freeport
Patenga

Website

Alerts

Be the first to know and let us send you an email when MST Sumaya Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MST Sumaya Akter:

Share