Tohid

Tohid "Change Your Mindset, Change Your World"

একদা কুরাইশদের কাছে আল্লাহর দিন প্রচারের ক্ষেত্রে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন—নিঃসন্দেহে একজন ...
16/09/2025

একদা কুরাইশদের কাছে আল্লাহর দিন প্রচারের ক্ষেত্রে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন—

নিঃসন্দেহে একজন আদর্শবান ব্যক্তি তার পরিবারের সঙ্গে মিথ্যা বলেন না। সেই আল্লাহর কসম!
তোমরা অবশ্যই মারা যাবে,
যেভাবে তোমরা ঘুমাও।
অবশ্যই তোমরা পুনরুজ্জীবিত হবে,
যেভাবে তোমরা ঘুম থেকে জাগ্রত হও।
কিয়ামতের দিন অবশ্যই তোমাদের কৃতকর্মের হিসাব নেওয়া হবে।
এর পরে হয়তো চিরকাল জান্নাতে থাকবে, না হয় জাহান্নামে।

জীবনকে কিভাবে সাজাবো?? কোন সস্তা জিনিসের কাছে একে বিসর্জন দেয়া চরম বোকামী।পজিটিভ সাইকোলজির প্রবক্তা মার্টিন সেলিগম্যান ব...
14/09/2025

জীবনকে কিভাবে সাজাবো??
কোন সস্তা জিনিসের কাছে একে বিসর্জন দেয়া চরম বোকামী।

পজিটিভ সাইকোলজির প্রবক্তা মার্টিন সেলিগম্যান ব্যক্তির ভালো থাকা বা সুখের যে পাঁচটি স্তম্ভের কথা বলেছেন, তার মধ্যে ‘সম্পর্ক’ অন্যতম। গুণগত জীবন যাপনের জন্য এই পাঁচটি স্তম্ভ গুরুত্বপূর্ণ হলেও অন্য গবেষণায়ও দেখা গিয়েছে, ‘ইতিবাচক সম্পর্ক’ সুখের অন্যতম প্রধান নির্ধারক।

তাই প্রতিটা সম্পর্ককে যত্ন করবো ,নিঃস্বার্থ ভালবাসবো আগলে রাখবো আমার সব কাছের মানুষদের।

Forget & Forgive:

অন্ধকার কখনো অন্ধকারকে দূর করতে পারে না।
ঠিক ঘৃণা কখনো ভালবাসার জন্ম দিতে পারে না।ক্ষমা হচ্ছে সেই আলো যার আলোক শিখা মানুষের ভেতরের অন্ধকারকে দূর করে।

মনের ভেতর কারো জন্য রাগ ক্ষোভ থাকলে সেটা ঝেরে ফেলাই বুদ্ধিমানের কাজ। একাধিক গবেষণায় প্রমানিত যে ক্ষমা করলে মন ভাল থাকে,শরীর সুস্থ থাকে।আমি ক্ষমা করলে সৃষ্টিকর্তাও আমার ভুলগুলো সহজে ক্ষমা করে দেবেন।

“It’s one of the greatest gift you can give yourself,to forgive. Forgive everybody"-Maya Angelo

Acceptance
পৃথিবীতে আমি যতটুকু পেয়েছি ঠিক পেয়েছি। সৃষ্টিকর্তা আমার কোন কিছুতে কমতি রাখেননি তিনি ন্যায় বিচারক। আমি যে দেশে জন্মেছি সেটা আমার জন্য পারফেক্ট। আমার বাবা মা পৃথিবীর সেরা বাবা-মা।আমি যতটকু অর্থের মালিক সেটাই আমার জন্য পরিপূর্ণ। সব কিছু সাদরে গ্রহন করার মাঝে ভীষণ একটা মানসিক প্রশান্তি আছে।
আমার ভালোটাও আমার খারাপটাও আমার । সব কিছুকে accept করার মাঝেই প্রকৃত সুখ লুকিয়ে আছে।

"Life is best for those who understand,it’s difficult for those who analyse it and worst for those who who criticise it.Our attitude defines our life."

Death plan

জীবন নিয়ে অনেক প্রস্তুতি কিন্তু যেটা নিশ্চিত নির্ধারিত সেটা নিয়েও প্রস্তুতি থাকা দরকার।জীবন এতো সুন্দর একটাই কারণ জীবনের সমাপ্তি আছে।একটি বারের জন্যই আমাদের পৃথিবিতে আসা।

সব চেয়ে সুন্দর সেরা এবং সফল মৃত্যু হচ্ছে যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টার সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করা।এমনভাবে জীবনের দায়িত্বপালন করা যাতে মৃত্যুদূত দুয়ারে আসলে বলতে না হয় আরেকটু বাঁচতে চাই।

নিজের প্রতি প্রশ্ন ❓
১। নিজেকে পরিবর্তন করতে গেলে কি কি করতে হবে?
২। আমার বদ অভ্যাস গুলো কি কি?
৩। কোন কোন জিনিস গুলো আমার সফলতার পিছনে বাধা হয়ে দাড়াচ্ছে?
৪। মৃত্যুর জন্যে আমি প্রস্তুতি নিচ্ছি কিনা?


@

28/08/2025

জানেন তো ?
কোন দরূদ (সঃ) পড়লে তীর মিস হয়তে পারে আল্লাহর রাসূল (সাঃ) কে দেখা মিস হবে না।

আল্লাহুমা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিল উম্মিয়ী ওয়া আলা আলিহী আসহা বিহি

16/08/2025

তোমার না রবের সাথে ,ভালো বন্ধুত্ব ছিল?

তুমি না মোনাজাতে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করতে?
আর, বলতে হে আল্লাহ আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না!

তাহলে এখন কেন তোমার রবের সাথেই বিচ্ছেদ?
তুমি না তাওবা করেছিলে?
তুমি না আল্লাহ'র জন্য সব ছেড়ে দিয়েছিলে?
তুমি না বুঝতে পেরেছিলে?
তোমার আসল ঠিকানা কোথায়?
তুমি না মুমিন হতে চেয়েছিলে!
ইসলাম মেনে চলতে চেয়েছিলে,
ভুলে গেছো ?

আবার কেন পাপে জড়িয়ে গেলে?
তুমি না সেজদায় পড়ে কেদে ছিলে তোমার গুনাহের জন্য,
তাহলে কেন আবার দুনিয়ার ধোঁকায় পড়ে গেলে?
তুমি কি হেরে গেলে তোমার নফসের কাছে?
আল্লাহ'র প্রিয় হতে পারলে না?
বার বার শয়তানের ফাঁদে পা ফেলছো?
ব্যাপার নাহ.........
এখনো সময় আছে....

তুমি কি জানো না তোমার রব কত মহান?
তিনি অপেক্ষা করছেন তোমার জন্য।
তোমাকে ক্ষমা করার জন্য।

#রবেরপথে #ইসলামিকপ্রেরণা

পৃথিবীটা মুমিনদের জন্য একটি জেলখানা, আর কাফিরদের জন্য একটি জান্নাত। সহীহ মুসলিম | হাদীস: ২৯৫৬ব্যাখ্যা:মুমিন এই দুনিয়াতে ...
01/08/2025

পৃথিবীটা মুমিনদের জন্য একটি জেলখানা, আর কাফিরদের জন্য একটি জান্নাত।
সহীহ মুসলিম | হাদীস: ২৯৫৬

ব্যাখ্যা:
মুমিন এই দুনিয়াতে নিজেকে হারাম থেকে বিরত রাখে, আত্মনিয়ন্ত্রণ করে, আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করে এ কারণেই দুনিয়াটা তার কাছে জেলখানা মনে হয়।
অপরদিকে, কাফির দুনিয়ার ভোগ-বিলাসে মত্ত থাকে, কোনো বিধিনিষেধ মানে না তাই তার জন্য এটাই জান্নাতস্বরূপ।

আসুন, আখিরাতের জান্নাতের জন্য দুনিয়ার এই সাময়িক বন্দিত্বকে আল্লাহর সন্তুষ্টির পথে সহ্য করি।

#হাদীস #ইসলাম #মুমিনেরজীবন #আখিরাত # #সবর

আজ মাইলস্টোন কলেজের নিষ্পাপ শিশুদের জীবনে নেমে এসেছে এক বিভীষিকাময় অধ্যায়।বই-খাতা নিয়ে ক্লাসে যাওয়ার কথা ছিল যাদের,তারা ...
21/07/2025

আজ মাইলস্টোন কলেজের নিষ্পাপ শিশুদের জীবনে নেমে এসেছে এক বিভীষিকাময় অধ্যায়।
বই-খাতা নিয়ে ক্লাসে যাওয়ার কথা ছিল যাদের,
তারা আজ রক্তে ভিজে গেছে—
চোখের স্বপ্ন থেমে গেছে,
কণ্ঠের হাসি স্তব্ধ হয়ে গেছে এক নির্মম দুর্ঘটনায়।

হে পরম দয়ালু আল্লাহ,
তুমি আহত শিশুদের কষ্ট সহ্য করার শক্তি দাও,
তাদের বুকে জমে থাকা যন্ত্রণা তুমি তোমার করুণায় প্রশমিত করো।
আর যারা আর কোনোদিন ফিরবে না—
তাদের তুমি তোমার অফুরন্ত রহমতের জান্নাতে আশ্রয় দাও।

আমিন। 💔



#বাংলারশিশু_আবারহাসুক

দুনিয়াটা আসলে একটা সফর, একটা জার্নি।এখানে ১০ বছর, ২০ বছর বা বার্ধক্যের ভবিষ্যৎ নিয়ে ভাবার আসলে কিছু নেই—কারণ চূড়ান্ত ভবি...
20/07/2025

দুনিয়াটা আসলে একটা সফর, একটা জার্নি।
এখানে ১০ বছর, ২০ বছর বা বার্ধক্যের ভবিষ্যৎ নিয়ে ভাবার আসলে কিছু নেই—কারণ চূড়ান্ত ভবিষ্যৎ তো মৃত্যু, আর এটিই একমাত্র অপরিবর্তনীয় সত্য।

জীবন মানেই বর্তমান।
তাই আজকের দিনটিকেই গুরুত্ব দিন, উপভোগ করুন।
এমনভাবে বাঁচুন যেন আজকের কোনো কাজ কালকের জন্য পড়ে না থাকে।
কারণ কাল যে আদৌ আসবে, তার কোনো নিশ্চয়তা নেই।

শাসকদের জন্যে শিক্ষা :- কোনো দেশের শাসক হলো সেই দেশের প্রধান ব্যক্তি। দেশ ও জাতির মাথা। তো এই মাথা যদি অচল হয় বা উল্টো প...
10/07/2025

শাসকদের জন্যে শিক্ষা :-
কোনো দেশের শাসক হলো সেই দেশের প্রধান ব্যক্তি। দেশ ও জাতির মাথা। তো এই মাথা যদি অচল হয় বা উল্টো পথে চলে, তখন জনগণের যাবার কোনো জায়গা থাকে না। আবার সেই শাসক যদি নিজেকেই ‘রব’ দাবি করে বসে! তাহলে তো কোনো কথাই নেই। ফিরআউন ছিল তেমনি এক শাসক। মুসা (আঃ) তার কাছে দাওয়াত নিয়ে যান। এক আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নিতে বলেন। কিন্তু অহংকার দেখিয়ে হামানকে নির্দেশ দেয় হামান, তুমি আমার জন্যে একটা সুউচ্চ প্রাসাদ বানাও। যাতে সেখানে উঠে আমি মুসার খোদাকে দেখতে পারি।’
আমার দৃষ্টিতে সে মিথ্যাবাদী।ক্ষমতার দখলে মানুষ কতটা অন্ধ হতে পারে! আজকাল যে দেশে-দেশে বিভিন্ন জাতির মাঝে এমন ফিরআউন নেই, এমনটি বলা কিন্তু অসম্ভব। এদেরকেই দেখবেন ক্ষমতার জোশে হুঁশে থাকতেই পারে না। কাকে কী করবে, কী বলবেকোনো হুঁশ থাকে না। ফিরআউনের অহংকার ও তার পরিণতি সারা বিশ্বের শাসকদের জন্যে উদাহরণ।

বুখারি, ৪৮৫০; মুসলিম, ৯১, ২৮৫৫

হজ ছিল এক হৃদয়ছোঁয়া অভিজ্ঞতা। আমি আল্লাহর সাথে গভীরভাবে কানেক্টেড হয়েছি।এই কানেকশনই আসল সাক্সেস দুনিয়া ও আখিরাত উভয়ের জন...
05/07/2025

হজ ছিল এক হৃদয়ছোঁয়া অভিজ্ঞতা। আমি আল্লাহর সাথে গভীরভাবে কানেক্টেড হয়েছি।
এই কানেকশনই আসল সাক্সেস দুনিয়া ও আখিরাত উভয়ের জন্যে।

আমরা দুনিয়াতে এত ব্যস্ত থাকি, অথচ দুনিয়াটা চিরস্থায়ী নয়। শুধু দুনিয়ার পেছনে ছুটলে একদিন আল্লাহকে হারাতে হবে।
কিন্তু যারা আল্লাহর জন্যে সময় দেয়, তারা আসলে দুনিয়া ও আখিরাত দুইটাই পায়।

আসল সফলতা সেখানেই যেখানে আল্লাহ আছেন।
আলহামদুলিল্লাহ

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Tohid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tohid:

Share