16/09/2025
একদা কুরাইশদের কাছে আল্লাহর দিন প্রচারের ক্ষেত্রে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন—
নিঃসন্দেহে একজন আদর্শবান ব্যক্তি তার পরিবারের সঙ্গে মিথ্যা বলেন না। সেই আল্লাহর কসম!
তোমরা অবশ্যই মারা যাবে,
যেভাবে তোমরা ঘুমাও।
অবশ্যই তোমরা পুনরুজ্জীবিত হবে,
যেভাবে তোমরা ঘুম থেকে জাগ্রত হও।
কিয়ামতের দিন অবশ্যই তোমাদের কৃতকর্মের হিসাব নেওয়া হবে।
এর পরে হয়তো চিরকাল জান্নাতে থাকবে, না হয় জাহান্নামে।