Mr.kawsar king

Mr.kawsar king আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স🤝 সবাই কেমন আছেন❤️আমার আইডিতে আসার জন্য ধন্যবাদ ❤️ প্রিয় ভিউয়ার্স মন আপনার ✅ভালো রাখার দায়িত্ব আমাদের🤝🤝🤝

যাইহোক রাত জাগা সার্থক হলো! রিশাদের খেলার জন্য এত রাত জেগে ছিলাম! আজ রিশাদ হোসাইন পিএসএল লিগে ব্যক্তিগত প্রথম ম্যাচে তিন...
13/04/2025

যাইহোক রাত জাগা সার্থক হলো! রিশাদের খেলার জন্য এত রাত জেগে ছিলাম! আজ রিশাদ হোসাইন পিএসএল লিগে ব্যক্তিগত প্রথম ম্যাচে তিনি 31 রান দিয়ে তিনটি উইকেট তুলে নিয়েছেন..! চার ওভার বোলিং করেছেন..! আজ বোলিং এ ট্রান ছিল অনেক..!! 🔥 দেখার মতোই ছিল!
!🇧🇩🐯
~ রিশাদের বোলিং আপনার চোখে কেমন লেগেছে আজ?

13/04/2025

বাংলাদেশি পাসপোর্টে পূর্বে থাকা ‘ইসরায়েল ব্যতীত’ শর্তটি আবারও পুনর্বহাল করার জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরকে নির্দেশনা দেয়া হয়েছে। এ বিষয়ে গত ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপসচিব নীলা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। আজ রোববার (১৩ এপ্রিল) বিষয়টি প্রকাশ পেয়েছে।

এতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে প্রাসঙ্গিক গুরুত্বসহ প্রক্রিয়া সম্পন্ন করে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে, বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত। তবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ২০২০ সালে দেশে নতুন ই-পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয়। এমনকি এ বিষয়ে কোনো ঘোষণাও দেয়া হয়নি।

এটা SSC পরীক্ষার্থীদের জন্য টেকনিক😜😜 এটা পরীক্ষা দিলে ইনশাআল্লাহ পাস আসবেই🤣🤣🤣
13/04/2025

এটা SSC পরীক্ষার্থীদের জন্য টেকনিক😜😜 এটা পরীক্ষা দিলে ইনশাআল্লাহ পাস আসবেই🤣🤣🤣

প্রতিবাদের মিছিলে ফিলিস্তিনের প্রতি সংহতি, জনসমুদ্র সোহরাওয়ার্দী ময়দান‘ফিলিস্তিন মুক্ত করো’, ‘গাজা রক্তে রঞ্জিত, বিশ্ব ক...
13/04/2025

প্রতিবাদের মিছিলে ফিলিস্তিনের প্রতি সংহতি, জনসমুদ্র সোহরাওয়ার্দী ময়দান

‘ফিলিস্তিন মুক্ত করো’, ‘গাজা রক্তে রঞ্জিত, বিশ্ব কেন নীরব’, ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’ স্লোগানে পুরো সোহরাওয়ার্দী‌ ময়দান প্রকম্পিত

হেরে যাই আমারা জিতে যায় তারা 😓দেখব এক লক্ষ লাভ রিয়েক্ট কত দিনে কমপ্লিট হয় (♥️)Mission (100K♥️ React)
09/04/2025

হেরে যাই আমারা জিতে যায় তারা 😓
দেখব এক লক্ষ লাভ রিয়েক্ট কত দিনে কমপ্লিট হয় (♥️)
Mission (100K♥️ React)

ফেসবুক স্টোরি থেকে আয় করার নতুন সুযোগ: বিস্তারিত গাইডফেসবুক ক্রমাগত তাদের মনিটাইজেশন সিস্টেম আপডেট করছে, আর এবার তারা ফ...
09/04/2025

ফেসবুক স্টোরি থেকে আয় করার নতুন সুযোগ: বিস্তারিত গাইড

ফেসবুক ক্রমাগত তাদের মনিটাইজেশন সিস্টেম আপডেট করছে, আর এবার তারা ফেসবুক স্টোরি থেকেও আয় করার সুযোগ এনেছে। যারা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের অংশ, তারা এখন তাদের পাবলিক স্টোরির ভিউ থেকে অর্থ উপার্জন করতে পারবেন। এই নতুন ফিচার কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে।

ফেসবুক স্টোরি থেকে আয়ের জন্য প্রয়োজনীয় শর্তাবলী

যারা ফেসবুক স্টোরি থেকে আয় করতে চান, তাদের অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে:

1. যোগ্যতা:

ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসি মেনে চলতে হবে।

স্টোরিগুলো পাবলিক (Public) থাকতে হবে।

আপনাকে অবশ্যই ফেসবুকের যোগ্য দেশগুলোর মধ্যে থাকতে হবে।

2. মনিটাইজেশন প্রোগ্রামে যোগদানের নিয়ম:

আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল পেশাদার মোডে (Professional Mode) থাকতে হবে।

যথেষ্ট ভিউ এবং এনগেজমেন্ট থাকতে হবে (ফেসবুক সাধারণত নির্দিষ্ট ভিউ রিকোয়ারমেন্ট দেয়)।

3. আয়ের ধরন:

ফেসবুক স্টোরির উপর অ্যাড ব্রেকস (Ad Breaks) বা ইন-স্টোরি অ্যাডস যুক্ত হতে পারে।

স্পন্সরশিপ ও ব্র্যান্ড ডিলের মাধ্যমে অতিরিক্ত ইনকামের সুযোগ থাকবে।

ফেসবুক স্টোরি থেকে আয় করার স্টেপ-বাই-স্টেপ গাইড

১. প্রোফাইল বা পেজ মনিটাইজেশন চেক করুন

প্রথমে দেখে নিন, আপনি ফেসবুকের মনিটাইজেশন পলিসির আওতায় পড়েন কিনা। এটি চেক করতে:

Facebook Creator Studio বা Meta Business Suite এ যান।

Monetization সেকশনে গিয়ে Eligibility Status চেক করুন।

২. স্টোরি পাবলিক করুন

ফেসবুক স্টোরি পোস্ট করার সময় সেটাকে “Public” অপশনে সেট করুন।

প্রাইভেট বা ফ্রেন্ডস অনলি স্টোরি মনিটাইজড হবে না।

৩. নিয়মিত ও আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করুন

কন্টেন্ট যেন অরিজিনাল এবং এনগেজিং হয়।

স্টোরির মাধ্যমে ব্র্যান্ড বা প্রোডাক্ট প্রোমোশনও করা যেতে পারে।

৪. ইন-স্টোরি অ্যাডস চালু করুন

Meta Business Suite বা Facebook Creator Studio থেকে In-Story Ads অপশন চালু করুন।

একবার চালু হয়ে গেলে, ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে স্টোরিগুলোর মধ্যে অ্যাড ইনসার্ট করবে।

৫. ইনকাম ট্র্যাক করুন এবং উত্তোলন করুন

ফেসবুক পেমেন্ট সেটআপ করুন (PayPal বা ব্যাংক অ্যাকাউন্ট)।

আয়ের রিপোর্ট চেক করতে Meta Business Suite → Monetization Section এ যান।

নির্দিষ্ট থ্রেশহোল্ড (সাধারণত $100) অতিক্রম করলে টাকা তুলতে পারবেন।

ফেসবুক স্টোরি থেকে আয় বাড়ানোর টিপস

✅ নিয়মিত কন্টেন্ট পোস্ট করুন – প্রতিদিন ৩-৫টি স্টোরি পোস্ট করলে বেশি রিচ পাওয়া যায়।
✅ ভিডিও স্টোরি পোস্ট করুন – ভিডিও কন্টেন্ট বেশি এনগেজমেন্ট পায়।
✅ ট্রেন্ডিং টপিক কভার করুন – জনপ্রিয় বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করুন।
✅ ইন্টারেক্টিভ স্টোরি ব্যবহার করুন – পোল, কুইজ, এবং স্টিকার ব্যবহার করে ভিউ বাড়ান।
✅ শেয়ার করুন ও প্রচার করুন – স্টোরিগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করলে বেশি ভিউ পাবেন।

ফেসবুক স্টোরি মনিটাইজেশন সম্পর্কিত সাধারণ প্রশ্ন

১. স্টোরির জন্য ইনকাম কেমন হয়?

ইনকাম নির্ভর করে ভিউ, এনগেজমেন্ট, এবং বিজ্ঞাপনের ধরন এর উপর। উন্নত দেশ থেকে ভিউ বেশি হলে সিপিএম রেট বেশি পাওয়া যায়।

২. নতুন পেজ বা প্রোফাইল কি মনিটাইজ হবে?

না, নতুন পেজ বা প্রোফাইলের জন্য নির্দিষ্ট পরিমাণ এনগেজমেন্ট এবং ফলোয়ার দরকার।

৩. স্টোরির মনিটাইজেশন কবে চালু হবে?

ফেসবুক এই ফিচার কিছু নির্দিষ্ট দেশে চালু করেছে, ধীরে ধীরে অন্য দেশেও চালু হবে।

৪. সব স্টোরি কি মনিটাইজড হবে?

না, শুধু পাবলিক স্টোরিগুলো মনিটাইজড হবে এবং ফেসবুকের নীতিমালা মেনে চলতে হবে।

শেষ কথা

ফেসবুক স্টোরি মনিটাইজেশন নতুন এবং লাভজনক সুযোগ হতে পারে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। যদি আপনি নিয়মিতভাবে উচ্চমানের, আকর্ষণীয় এবং ট্রেন্ডিং কন্টেন্ট তৈরি করতে পারেন, তাহলে সহজেই ফেসবুক থেকে উপার্জন করা সম্ভব।

#

হয়ে যাক একবার ফেসবুক ফলোয়ার কাপ
08/04/2025

হয়ে যাক একবার ফেসবুক ফলোয়ার কাপ

কোকা কলার এই বিশাল ফ্যাক্টরিটা গাজায় অবস্থিত। এরকম অনেকগুলো ফ্যাক্টরি সারা ফিলিস্তিন জুড়ে আছে। কতো যুদ্ধ বিগ্রহ হইছে, হা...
07/04/2025

কোকা কলার এই বিশাল ফ্যাক্টরিটা গাজায় অবস্থিত। এরকম অনেকগুলো ফ্যাক্টরি সারা ফিলিস্তিন জুড়ে আছে। কতো যুদ্ধ বিগ্রহ হইছে, হামাস কিংবা গাজার মানুষ কেউই ঐগুলা ভাংচুর করেনাই। অবশ্যই আমাদের দূ:খ কষ্ট তাদের চেয়ে বেশি নয়। আসল কথা তারা মজলুম কিন্তু সীমালঙ্ঘনকারি নয়। আর আমাদের দেশের ধর্মান্ধ মুসলমানদের দিকে তাকান। এরা না মুসলমান হইতে পারছে, না সভ্য মানুষ হইতে পারছে।

অনেকেই দেখি ফিলিস্তিনের পতাকা (🇵🇸) ব্যবহার করার সময় জর্ডান, সুদান অথবা নিচের অন্যান্য দেশগুলোর পতাকা ব্যবহার করে ফেলেন।য...
07/04/2025

অনেকেই দেখি ফিলিস্তিনের পতাকা (🇵🇸) ব্যবহার করার সময় জর্ডান, সুদান অথবা নিচের অন্যান্য দেশগুলোর পতাকা ব্যবহার করে ফেলেন।

যাদের ফিলিস্তিনের পতাকা নিয়ে কনফিউশান আছে তারা এই ছবিটা ভালো করে দেখে রাখুন বা সেইভ করে রাখুন।

07/04/2025
❌❌বয়কট ইসরাইল পণ্য 🚫🚫
07/04/2025

❌❌বয়কট ইসরাইল পণ্য 🚫🚫

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr.kawsar king posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr.kawsar king:

Share