27/02/2025
আওয়ামি লিগ ১৬ বছরে বিএনপি, জামায়াতের কোনো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেনি। কোথাও কখনো মব, হামলা বা ভাঙচুর করেনি। অথচ লিগের পতন হওয়ামাত্র সব ব্যবসা বন্ধ করে দিয়েছে, মব দিয়ে ভাঙচুর করিয়েছে। এখন বেক্সিমকোর মতো দেশের শীর্ষ শিল্পগ্রুপের সবগুলো কারখানা বন্ধ করে দিয়ে ৮০হাজারের বেশি শ্রমিককে বেকার করে দিয়েছে।
আগামীতে লিগ এসে যদি বিএনপি, জামায়াত আর ইউনুসের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেয়, তখন সুশীলরা বলবে এগুলো কেন করা হচ্ছে। কিন্তু এসব কারা শুরু করল এইটা কখনোই সামনে আনবে না।
একটা উদাহরণ দিই। বিএনপি আওয়ামি লিগ নেতা ও স্বাধীনতার ঘোষণার অন্যতম পাঠক হান্নান শাহর নামে থাকা চট্টগ্রাম বিমানবন্দরের নাম পরিবর্তন করে একজন পিরের নামে 'শাহ আমানত বিমানবন্দর' করেছিল। আওয়ামি লিগ এসে জিয়ার নাম পালটে শাহজালালের নামে ঢাকা বিমানবন্দর করে দেয়। ৯৬ সালে লিগ ক্ষমতায় থেকেও কিন্তু জিয়ার নাম পাল্টায়নি।
অনেকে বলবেন বিএনপি, জামায়াত আর ইউনুস করলেও লিগকে করতে হবে কেন? উত্তর হলো লিগ এদেশে ফেরেশতাদের সাথে রাজনীতি করেনি, করছে না। একুশে আগস্টসহ ১৯বার হামলা করে শেখ হাসিনাকে মেরে ফেলার চেষ্টার কারণেই কিন্তু এদেশে ১৪, ১৮, ২৩-এর নির্বাচন হয়েছিল। আওয়ামি লিগ করতে বাধ্য হয়েছিল।
এবারও মুক্তিযুদ্ধকে মুছে ফেলা, বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা করে, সকল ব্যবসা-বাণিজ্য ধ্বংস করে দিয়ে ইউনুস গংই খেলাটা শুরু করেছে আগে। এখন লিগ ক্ষমতায় গিয়ে যা করবে আমরা চোখবুজে সমর্থন দেব। বঙ্গবন্ধু কিন্তু বলেই গেছেন, ভদ্রলোকের সাথে ভদ্রভাবে আর বাস্টার্ডের সাথে বাসটার্ড হয়ে খেলতে। সুতরাং এই মেটিকুলাস ডিজাইনের কারিগরদের সাথে ভদ্রভাবে খেললে ১৫ ও ৫ই আগস্টের মতো লিগ বারবার হারবে। আর আওয়ামি লিগ হারলে হেরে যায় গোটা বাংলাদেশ, হেরে যায় মুক্তিযুদ্ধ, হেরে যায় একাত্তর, বায়ান্ন, নব্বই সব।