চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শিক্ষা,শান্তি,প্রগতি

আইসিটি'র ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনমূলক ও প্রি-জাজড বিচার এবং একাত্তরে যু*দ্ধাপরাধের দা...
03/06/2025

আইসিটি'র ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনমূলক ও প্রি-জাজড বিচার এবং একাত্তরে যু*দ্ধাপরাধের দায়ে ফাঁ*সির দ*ণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারকে বেকসুর খালাস দেয়ার তীব্র নিন্দাসহ তিন দফা দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের অফিসিয়াল বিবৃতি।

16/03/2025

#লোকটাকে থামানোর কারণসমূহ:

🟣 ফেনীর বন্যার সময় লোকটা আসলেন আর ১ হাজার কোটি টাকা অনুদানের ফাপর মেরে চলে গেলেন, ১ টাকাও পেলোনা ফেনীবাসী। বন্যায় ক্ষতিগ্রস্ত এখনো গৃহহীন অনেকেই।

🟣 লোকটি সুইজারল্যান্ড গিয়ে ৪৭ টি দেশের সাথে মিটিং করলেন। এরপর সুইজারল্যান্ড বাংলাদেশকে অর্থ সহায়তা বন্ধ করে দিয়েছে। একই মিটিং থেকে ভারত ২৪৮ বিলিয়ন সহায়তা পেয়েছিল। ভারত ৩ জন প্রাদেশিক নেতা পাঠিয়ে যা আদায় করতে পেরেছে আমাদের রাষ্ট্রপ্রধান গিয়েও!!!

🟣 লোকটি বললেন আমর উপর ভরসা রাখুন, নতুন বাংলাদেশ উপহার দিবো। নতুন বাংলাদেশে ছিনতাই, ডা'কাতি, লুটপাট, ধ'র্ষণ, হ'ত্যা - এককথায় আইনের ধারায় এমন কোন অপরাধ নাই যা পূর্বের রেকর্ড ছাড়িয়ে যায়নাই।

🟣 এইতো রমজান মাসেই হুট করে বাংলাদেশীদের ওমরা ভিসা দিচ্ছেনা সৌদি। এটার কারণও জানে না এম্বাসি। উল্টো মার্চ মাসের ১৩ দিনে ১০ হাজার সৌদি প্রবাসীকে ফেরৎ পাঠালেন সৌদি সরকার।

🟣 লোকটার অনুসারীরা সবসময় ভারতকে ছুদে দেবে বলে। অথচ লোকটা আসার পর ভারত থেকে গতবছরের চেয়ে ১৭ শতাংশ বেশি আমদানি করা হয়েছে এবার। তাহলে ভারতকে ছুদল কই?

🟣 এইতো ডিসেম্বরে প্রেস সচিব বললেন লোকটার সাথে রিপাবলিকানদেরও ভালো সম্পর্ক। এর কিছুদিন ট্রাম্প ২৯ মিলিয়ন ডলার সহায়তা বন্ধ করে দিলো।

🟣 লোকটা আসলেন আর পাকিস্তানিদের সাথে বাণিজ্যিক সম্পর্ক করলেন। তারপর? ৫৩ টাকার চাল ৬১ টাকায় আমদানি করলেন। দেশের খুব উপকার করলেন।

🟣 লোকটা আসলো আর মাথাপিছু আয় কমে গেল ৪.২২ শতাংশ।

🟣 লোকটা আসলেন এরপর ইউরোপ, আমেরিকার দেশগুলো তাদের নাগরিকদের বাংলাদেশ সফরের ক্ষেত্রে নিরুৎসাহিত করলেন। তাছাড়া ইউরোপের দেশগুলোতে উচ্চশিক্ষায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের পাসপোর্ট বাংলাদেশী দেখা মাত্রই রিজেক্ট মারা হচ্ছে। খুব কম সংখ্যক স্টুডেন্ট ভিসা পাচ্ছে।

🟣 অক্টোবরে লোকটা মালেশিয়ার প্রধানমন্ত্রীরে আনলেন, ডিসেম্বরে ৩১ হাজার বাংলাদেশীকে ফেরৎ পাঠাল মালেশিয়া। আসিফ নজরুলতো ইতোমধ্যে বলছেন, প্রবাসে না থেকে বাংলাদেশের ফুটপাতে তরমুজ বিক্রি করলে অনেক টাকা ইনকাম করা যায় তাই হয়তো চলে আসতেসে প্রবাসীরা।

লোকটাকে থামান প্লিজ....

27/02/2025

আওয়ামি লিগ ১৬ বছরে বিএনপি, জামায়াতের কোনো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেনি। কোথাও কখনো মব, হামলা বা ভাঙচুর করেনি। অথচ লিগের পতন হওয়ামাত্র সব ব্যবসা বন্ধ করে দিয়েছে, মব দিয়ে ভাঙচুর করিয়েছে। এখন বেক্সিমকোর মতো দেশের শীর্ষ শিল্পগ্রুপের সবগুলো কারখানা বন্ধ করে দিয়ে ৮০হাজারের বেশি শ্রমিককে বেকার করে দিয়েছে।

আগামীতে লিগ এসে যদি বিএনপি, জামায়াত আর ইউনুসের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেয়, তখন সুশীলরা বলবে এগুলো কেন করা হচ্ছে। কিন্তু এসব কারা শুরু করল এইটা কখনোই সামনে আনবে না।

একটা উদাহরণ দিই। বিএনপি আওয়ামি লিগ নেতা ও স্বাধীনতার ঘোষণার অন্যতম পাঠক হান্নান শাহর নামে থাকা চট্টগ্রাম বিমানবন্দরের নাম পরিবর্তন করে একজন পিরের নামে 'শাহ আমানত বিমানবন্দর' করেছিল। আওয়ামি লিগ এসে জিয়ার নাম পালটে শাহজালালের নামে ঢাকা বিমানবন্দর করে দেয়। ৯৬ সালে লিগ ক্ষমতায় থেকেও কিন্তু জিয়ার নাম পাল্টায়নি।

অনেকে বলবেন বিএনপি, জামায়াত আর ইউনুস করলেও লিগকে করতে হবে কেন? উত্তর হলো লিগ এদেশে ফেরেশতাদের সাথে রাজনীতি করেনি, করছে না। একুশে আগস্টসহ ১৯বার হামলা করে শেখ হাসিনাকে মেরে ফেলার চেষ্টার কারণেই কিন্তু এদেশে ১৪, ১৮, ২৩-এর নির্বাচন হয়েছিল। আওয়ামি লিগ করতে বাধ্য হয়েছিল।

এবারও মুক্তিযুদ্ধকে মুছে ফেলা, বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা করে, সকল ব্যবসা-বাণিজ্য ধ্বংস করে দিয়ে ইউনুস গংই খেলাটা শুরু করেছে আগে। এখন লিগ ক্ষমতায় গিয়ে যা করবে আমরা চোখবুজে সমর্থন দেব। বঙ্গবন্ধু কিন্তু বলেই গেছেন, ভদ্রলোকের সাথে ভদ্রভাবে আর বাস্টার্ডের সাথে বাসটার্ড হয়ে খেলতে। সুতরাং এই মেটিকুলাস ডিজাইনের কারিগরদের সাথে ভদ্রভাবে খেললে ১৫ ও ৫ই আগস্টের মতো লিগ বারবার হারবে। আর আওয়ামি লিগ হারলে হেরে যায় গোটা বাংলাদেশ, হেরে যায় মুক্তিযুদ্ধ, হেরে যায় একাত্তর, বায়ান্ন, নব্বই সব।

27/02/2025

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৮ দফা দাবি:

১/ অবিলম্বে নাহিদ হাসনাত সারজিস আলম কে এই হামলার দায় স্বীকার করে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে এবং সেই সাথে হামলাকারীর প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে(নারী নির্যাতন মামলা)।

২/হামলাকারীদের ছাত্রত্ব বাতিল,দেশের সমস্ত রাজনৈতিক দলে প্রবেশ নিষিদ্ধকরণ নিশ্চিত করতে হবে।

৩/সাধারণ কিংবা সাংস্কৃতিক ব্যানারে কোনো প্রকার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। নিজ নিজ আয়োজনে উপস্থিত রাজনৈতিক নেতাদের রাজনৈতিক বক্তব্য প্রদানে নিষেধাজ্ঞা বলবৎ করতে হবে।

৪/ ক্যাম্পাসে কোনো লিফলেট বিলি চলবে না এবং রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে রাজনৈতিক কোনো গ্রুপের নিবন্ধীকরণ চলবে না।

৫/ ক্যাম্পাসে রাজনৈতিক বৈঠক,কর্মসূচী,শোডাউন এবং ধর্ম ভিত্তিক রাজনীতির চর্চা করা যাবে না।

৬/প্রাক্তন ছাত্ররা, ছাত্রদের নাম নিয়ে কোনো রাজনৈতিক দল গঠন করতে পারবে না।

৭/বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের দের জন্য ১৫% এবং সকলের জন্য জেনারেল ৪৫% সংরক্ষিত রাখতে হবে যা পরবর্তীতে যাচাই বাছাইয়ে মাধ্যমে নির্বাচিত হবে।

৮/ জুলাই-আগস্টের ৯ দফার অন্যতম দফা অনুযায়ী,
ক্যাম্পাসে ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক সকল ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আমরা মনে করি, এই দফার বাইরে যাওয়াটা জুলাই আগস্টের স্পিরিটের সাথে বেইমানি করা।

আগামী ২৪ ঘন্টার মধ্যে এই দফা না মানা হলে এই আন্দোলন ছাত্র জনতার আন্দোলনে পরিণত হবে।

ধন্যবাদ।

27/02/2025

বাংলাদেশে একটি জনপ্রিয় ত্যানাপ্যাঁচানি আর্গুমেন্ট চালু ছিল, আওয়ামী লীগ নাকি শেখ মুজিব ছাড়া অন্যান্য নেতাদের কোনো মূল্যায়ন করে নাই। উদাহরণ হিসেবে বলা হতো, ওইসব নেতাদের নামে কোনো স্থাপনা নাই, রাস্তাঘাটের নাম নাই ইত্যাদি ইত্যাদি। মজার ব্যাপার হলো, এই অবহেলিত নেতা মানে হচ্ছে কেবল তাজউদ্দীন আহমদ। তাজউদ্দীনের পরিবার থেকে শুরু করে, তার এক শ্রেণীর উড়ে এসে জুড়ে বসা ভক্তকূল নিয়মিত এসব অভিযোগ তুলে কান্নাকাটি করতো। সূর্যের চেয়ে বালি গরম আর কী। সৈয়দ নজরুল, কামারুজ্জামান, মনসুর আলির পরিবার কখনও এসব অভিযোগ করেননি। তাদের ওইরকম 'নিবেদিতপ্রাণ' ভক্তও অবশ্য নেই।

তো আওয়ামী লীগের এই অনাচারে বিরক্ত হয়ে এদের অধিকাংশই জুলাইয়ের ষড়যন্ত্রের গড্ডালিকা প্রবাহে গা ভাসালেন, এবং অকৃতজ্ঞ আওয়ামী লীগকে উচ্ছেদ করে ঝাল মিটিয়েছেন।

যা হোক, খুলনা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো ভবনের নাম সম্প্রতি পরিবর্তন করা হয়েছে। অনেক নামের মাঝে দুইটি নাম বেশ কৌতূহলোদ্দীপক: শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবন এবং সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবন।

ঐসব কান্নাকাটি করনেওয়ালাদের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ যে শিবিরের মাল, সেটা উন্মোচিত হয়েছে। বাকিরা, দুই একটি ব্যতিক্রম বাদে এদিক সেদিক ভ্রমণ করছেন, পশ রেস্তোরায় গিয়ে কাঁচকি মাছের ভর্তা খাচ্ছেন, কিংবা শীতঘুমে নিদ্রিত আছেন।

17/02/2025

বৈছা আন্দোলনকারীরা এই সংগঠনটিকেও টার্গেট করেছে

চবির জামাতি প্রক্টর!
15/02/2025

চবির জামাতি প্রক্টর!

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share