Life And Reels by Tareq

Life And Reels by Tareq সাথে থাকার জন্য ধন্যবাদ

23/07/2025

চট্টগ্রাম -ঢাকা মহা সড়ক

এই দেশটাই এমন।ক্ষমতার চেয়ারের গ্লু খুব শক্ত।রাজনৈতিক সরকারের মন্ত্রীরা পদত্যাগ করেনা কারন সেই পদে যেতে প্রচুর ইনভেস্ট কর...
23/07/2025

এই দেশটাই এমন।
ক্ষমতার চেয়ারের গ্লু খুব শক্ত।
রাজনৈতিক সরকারের মন্ত্রীরা পদত্যাগ করেনা কারন সেই পদে যেতে প্রচুর ইনভেস্ট করতে হয়।কিন্তু আপনারা কেন নিয়োগ কর্তার দিকে তাকাবেন নিজের দায় নেয়?

🤲 যখন তুমি সেজদায় লুটিয়ে পড়ো, তখন পৃথিবীর সবচেয়ে সম্মানিত স্থানেই আছো।✨ যেখানে তোমার কপাল ছুঁয়ে থাকে মাটি, ঠিক তখনই তোমা...
22/07/2025

🤲 যখন তুমি সেজদায় লুটিয়ে পড়ো, তখন পৃথিবীর সবচেয়ে সম্মানিত স্থানেই আছো।
✨ যেখানে তোমার কপাল ছুঁয়ে থাকে মাটি, ঠিক তখনই তোমার রূহ ছুঁয়ে ফেলে আকাশ!

নতুন স্লোগান
22/07/2025

নতুন স্লোগান

পোস্ট ডিলেট করেন না হয় সমস্যা হবেকেউ কি এই রকম কিছু বলেছিলো?পোস্ট ডিলেট করলো কেন?
22/07/2025

পোস্ট ডিলেট করেন না হয় সমস্যা হবে

কেউ কি এই রকম কিছু বলেছিলো?
পোস্ট ডিলেট করলো কেন?

গতকাল থেকে অগ্নিদ্ধগ্ধ ছবি গুলো দেখে বারবার বড় খালুর কথা মনে পড়ছিলো।২০১১-১২ সালের দিকের ঘটনা ঢাকা থেকে ফিরছিলেন চট্টগ্রা...
22/07/2025

গতকাল থেকে অগ্নিদ্ধগ্ধ ছবি গুলো দেখে বারবার বড় খালুর কথা মনে পড়ছিলো।
২০১১-১২ সালের দিকের ঘটনা ঢাকা থেকে ফিরছিলেন চট্টগ্রাম ইউনিক বাসে।কুমিল্লার একটি রাস্তায় উনাদের বাসের উপর একটি সালফেরিক এসিড বাহি ট্যাংকার উলটে যায়।ঘটনা সকাল দুপুরের দিকেই হবে।
বিকাল নাগাদ উনি বাসার আসার পর আমরা জনলাম এক্সিডেন্ড এর কথা উনাকে নিয়ে বাসায় এসেছিলেন একজন বিজিবি সৈনিক।
উনাকে দেখে মনে হচ্ছিলো তেমন কিছু হয়নি।উনি জানালেন গা জ্বালা করায় সবাই পাশে থাকা একটি ডোবাই নেমে শরির ভিজেয়ে রেখেছিলেন।যাদের অবস্থা খারাপ ছিলো তাদের সেখানে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো কিন্তু উনি বাসায় চলে আসছেন।পরে আমরা উনাকে নিয়ে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে যায় ডাক্তার জানালো উনার প্রায় ৬০% বার্ন যা বিপদজনক। রাতে প্রাথমিক চিকিৎসা দিয়ে সকাল নাগাদ উনাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেয়া হয়।সেখানে প্রায় ১০-১৫ দিন চিকিৎসা চলা অবস্থায় তিনি মৃত্যু বরন করেন।পরে জেনেছিলাম ঐ দুর্ঘটনায় আহত কেউ বাচে নাই চিকিৎসাধীন অবস্থায় প্রায় সবাই মারা গিয়েছেন।

বার্ন কেইস গুলো বেশিরভাগই এই রকম ৫০-৬০% বার্ন মানেই বিপদজনক বেশিরভাগ সার্ভাইভ করতে পারেন না।

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় শতাধিক আহত যাদের বার্ন ৫০-৯০ পর্যন্ত।একজন ডাক্তারের সাক্ষাৎকার দেখলাম যিনি কান্নাজড়িত কন্ঠে বলছেন এদের অনেকে মারা যাবে।

বড় খালুর এই অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়বে।
আল্লাহ সবাইকে সুস্ততা দান করুন এটাই চাওয়া।

দুর্ঘটনায় আহত নিহত নিয়ে এখন থেকেই লুকচুরি চলছে আমরা হয়তো সঠিক হিসাব কখনো পাবো না।মিডিয়া গুলো ২/১ দিন পর নতুন কিছুর পিছনে ছুটবে হাসপাতালে কাতরানো বাচ্চা গুলোর খবর তেমন পাওয়া যাবে না।আর মিডিয়া যেহেতু যাবে না আমাদের রাজনৈতিক নেতাদেরও সেখানে দেখা যাবে না।

নতুন কোন ইস্যু নিয়ে আবার সবাই বিজি হয়ে যাবে।

আল্লাহ এই দুর্ঘটনায় আহত সবাইকে সুস্থতা দান করুন এবং নিহতদের পরিবারকে ধৈর্য ধারন করার তৈফিক দান করুন।

আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা সহ নিহতদের সুস্পষ্ট তালিকা প্রকাশ হোক
22/07/2025

আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা সহ নিহতদের সুস্পষ্ট তালিকা প্রকাশ হোক

22/07/2025

একটা দুর্ঘটনা ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা, অথচ এখানেও কত লোকচুরি।

অতিতেও দেখেছি বড় দুর্ঘটনা গুলোর মৃতের সংখ্যা নিয়ে লুকচুরির নানান অভিযোগ।এখানেও তাই হচ্ছে বলে অভিযোগ।

মানবিক এই বিপর্যয়ে সেনাবাহিনী কেন চড়াও হবে ছাত্রশিক্ষকদের উপর?

কেন সু স্পষ্ট তালিকা হচ্ছে না আহত নিহতের।

21/07/2025

আগুনের তাপ লাগবে বলে যে মায়েরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের চুলার কাছেই ঘেষতে দিতেন না,আজ তারা জ্বলসে গেলো কেউ হয়ে গুলো আংগার।
কিভাবে সইবেন মা এবং স্বজনরা।
আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৈফিক দিন

একটি জুতা... এক শিশুর অসমাপ্ত স্বপ্নের নিঃশব্দ সাক্ষী!ধ্বংসস্তূপের মাঝে পড়ে থাকা এই ছোট্ট জুতা আজ আর হাঁটবে না কোনো ক্লা...
21/07/2025

একটি জুতা...
এক শিশুর অসমাপ্ত স্বপ্নের নিঃশব্দ সাক্ষী!

ধ্বংসস্তূপের মাঝে পড়ে থাকা এই ছোট্ট জুতা আজ আর হাঁটবে না কোনো ক্লাসরুমের পথে।
আজ ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নির্মম দিনটি যখন একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিয়ে গেল অনেক নিষ্পাপ প্রাণ, রেখে গেল অসংখ্য কান্না, রক্ত আর আর্তনাদ।

এই দুর্ঘটনায় নিহত ও আহত প্রতিটি শিশুই ছিল কারও আদরের সন্তান, কারও ভবিষ্যতের স্বপ্ন।

আজ আমরা কেবল শোকাহত নই, আমরা স্তব্ধ।
এই ভুলে যাওয়ার নয়, বরং জেগে ওঠার সময়—
নিরাপত্তা ব্যবস্থা, রক্ষণাবেক্ষণ, ও দায়িত্বে অবহেলা নিয়ে নতুন করে ভাবার সময়।

এই হৃদয়বিদারক ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি।
আহত শিশুদের দ্রুত সুস্থতা ও পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই।

ভবিষ্যতে যেন আর কোনো জুতা একা পড়ে না থাকে, যেন আর কোনো শিশুর স্বপ্ন এভাবে থেমে না যায়...

আল্লাহ আহতদের সুস্থতা দান করুন
21/07/2025

আল্লাহ আহতদের সুস্থতা দান করুন

কন্টেন্ট ক্রিয়েটর মোজাহের এর কন্টেন্ট গুলো কেমন লাগে?
21/07/2025

কন্টেন্ট ক্রিয়েটর মোজাহের এর কন্টেন্ট গুলো কেমন লাগে?

Address

Chittagong

Telephone

+8801816306018

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life And Reels by Tareq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Life And Reels by Tareq:

Share