
11/12/2023
পিয়াজ কাঁচামাল এটা পচনশীল, প্রতিদিন যতটুকু প্রয়োজন ততটুকু কিনবেন, রান্নায় পেঁয়াজের ব্যবহার কিছুটা কমিয়ে দিন, প্রয়োজনের বেশি অতিরিক্ত পেঁয়াজ কিনে ঘরে রাখবেন না, দেখবেন দুই-তিন দিনের ভিতরে দাম সহনীয় পর্যায়ে চলে আসবে,৫০০/ ১ কেজি এর বেশি কিনবেন না,তাহলেই ওদের পেঁয়াজ গোডাউনেই পচে যাবে, দাম কমাতে বাধ্য হবে, চলেন আওয়াজ তুলি একসাথে।