Letters I Never Sent

Letters I Never Sent এখানে জমা হয় সেই সব চিঠি—যেগুলোর ঠিকানা খুঁজে পাওয়া যায়নি... 📮


Some envelopes were never opened. Some letters were never sent. Here, they finally breathe.

23/09/2025

যা ধরে রেখেছিলাম, তা ছেড়ে দিতে হয়… 🌲

#শরৎ

বিশ্বাসঘাতক দের কখনো ক্ষমা করা যায় না… ⚠️⛔️
23/09/2025

বিশ্বাসঘাতক দের কখনো ক্ষমা করা যায় না… ⚠️⛔️

কোলাহল আর ধোঁয়ায় ভরা শহরকে বিদায় জানিয়ে, যেখানে গাছের পাতায় পাতায় জীবনের গল্প লেখা হয়, সেখানেই আমার স্বপ্নের বাড়...
22/09/2025

কোলাহল আর ধোঁয়ায় ভরা শহরকে বিদায় জানিয়ে, যেখানে গাছের পাতায় পাতায় জীবনের গল্প লেখা হয়, সেখানেই আমার স্বপ্নের বাড়ি।🏡

ছোটবেলায় যখন টারজান দেখতাম, তখন থেকেই মনের মধ্যে ইচ্ছেটা জন্ম নিয়েছিল.. যদি এমন একটা গাছের ওপর আমার একটা ঘর থাকত! 🏡

এখানে সকাল শুরু হবে পাখির কলতানে। বারান্দায় দাঁড়ালে চোখে পড়বে দূরের সবুজ বনানী। আমার কল্পনার এই গাছবাড়ির নিচেই থাকবে আমার ছোট্ট ক্যাফে। যেখানে আমি মনের আনন্দে চা কফি বানাবো। চা কফির মন মাতানো গন্ধে ভরে যাবে চারপাশ। দিনের অর্ধেকটা সময় কেটে যাবে এই ক্যাফেতে, মানুষের আনাগোনায় মুখরিত হবে আমার এই স্বপ্নের জগৎ। যেখানে আড্ডা জমে উঠবে পুরোনো বন্ধু আর অচেনা মানুষদের সঙ্গে! ☕️

সন্ধ্যার আবছা আলোয় যখন ক্যাফে বন্ধ হবে, আমি উঠে যাব আমার কাঠের বাড়িতে। গাছের বড় বড় ডালগুলো যেন আমায় আগলে রাখবে। নিজের মানসপটে গড়া এই ছোট্ট ভুবনটা আমার কল্পনার সবচেয়ে সুন্দর জায়গা। এই গাছবাড়ি, এই ক্যাফে, আর চারপাশের সবুজ প্রকৃতি—এটাই আমার সেই স্বপ্ন, যা আমি বারবার দেখি! 🌳

কারও স্বপ্ন থাকে ফ্যান্সি ডুপ্লেক্সে, কারও কাঁচের দালানে। আমার স্বপ্নটা হয়তো একটু অন্যরকম।🏡

শান্তি!! EMI তে দিলেও নিতাম।
21/09/2025

শান্তি!! EMI তে দিলেও নিতাম।

20/09/2025

আমাদের ধর্ম হয়ে গেছে নারীর ওপর বিধিনিষেধ আর দয়িত্ব কর্তব্য কেন্দ্রীক। একজন তরুণ ইসলামের প্রতি আগ্রহী হয়ে হুজুরদের বয়ান শুনে ফেসবুকে যা লিখছে, এর নব্বই পার্সেন্টই কেন নারীর কর্তব্য, নারীর ওপর আসা বিধিনিষেধ নিয়ে হবে? সে তো নারী না, সে হলো পুরুষ। পুরুষের ওপর আসা বিধিনিষেধ, পুরুষের পারিবারিক ও সামাজিক কর্তব্য নিয়ে তার উৎসাহ নেই কেন? তার কাছে তার দায়িত্বকর্তব্যের কথা না বলে নারীর দায়িত্বকর্তব্যের কথা এত বেশি করে কারা বলছে? কারা শেখাচ্ছে?

এটা কি ইসলামের প্রকৃত চিত্রায়ন? কুরআন খুলে দেখেন কুরআনের কত পার্সেন্ট কথা নারীর ওপর বিধিনিষেধ, নারীর দায়িত্বকর্তব্য নিয়ে? বেশিরবেশি দশ বা সর্বোচ্চ বিশ পার্সেন্ট হতে পারে। কিন্তু আমাদের দেশের ধার্মিক মানুষের কাছে ধর্মের আশি পার্সেন্টই কেন হয়ে উঠছে নারী? ইসলামের অন্যান্য বিধিনিষেধ কি আমাদের দেশে শতভাগ প্রতিপালিত হচ্ছে যে ওইগুলো নিয়ে কথা বলার আর প্রয়োজন থাকছে না?

রাসুলের (সা.) হাদিস পড়ার সময় হাদিসের শানে উরুদও দেখবেন, দেখবেন কাকে কোন প্রেক্ষাপটে কোন কথা রাসুল (সা.) বলছেন। রাসুল (সা.) কোনো নারীকে উদ্দেশ্য করে বা নারীদের জমায়েতে যেসব কথা রাসুল (সা.) বলেছিলেন, সেসব কথা এখন পুরুষদের মজলিসে আলাপ হয়, পুরুষদের উস্কে দেওয়া হয় যা অত্যন্ত দুঃখজনক।

আরেকবার আমি খেয়াল করেছিলাম আমাদের আখেরাত বা জান্নাতেরও আশি পার্সেন্ট আলোচনাও নারী কেন্দ্রীক। জান্নাত মানেই আমাদের আলোচনায় সত্তরটা হুর, যে কারণে নারীদের মনে মাঝে মাঝে প্রশ্ন জাগে পুরুষের জন্য হুর আছে, আমাদের জন্য কী আছে? মানে জান্নাত মানেই হলো হুর, হুর মানেই জান্নাত এ রকম একটা ধারণা আমরা সৃষ্টি করেছি। আমি তখন খোঁজাখুঁজি করে দেখেছিলাম কুরআনে আল্লাহ জান্নাতের অন্তত আট ধরনের নেয়ামতের কথা বলেছেন। হুর হলো আটের এক বা সাড়ে বারো পার্সেন্ট, আমাদের আলোচনায় সেটা হয়ে উঠেছে আশি পার্সেন্ট।

✍️ Faruk Ferdous

কেউ কি আছে যে আপনার গল্পটা মন দিয়ে শুনতে চায়??
20/09/2025

কেউ কি আছে যে আপনার গল্পটা মন দিয়ে শুনতে চায়??

ভাবসিলাম ভালো মানুষ হবো… কিন্তু আশেপাশের মানুষদের দেখে মাইন্ড চেন্জ করে ফেলসি… 😈
18/09/2025

ভাবসিলাম ভালো মানুষ হবো… কিন্তু আশেপাশের মানুষদের দেখে মাইন্ড চেন্জ করে ফেলসি… 😈

“বোকা আমি??নাকি বোকা এ মন!!”—- আচ্ছা, এটা একটা গান হলো???  #বোকাআমি
17/09/2025

“বোকা আমি??
নাকি বোকা এ মন!!”
—- আচ্ছা, এটা একটা গান হলো???

#বোকাআমি

17/09/2025

কেমন হয়, অনেকদিন ধরে আপনি যা চেয়ে আসছিলেন, আজ তা পেয়ে গেছেন??

দিনটি শুভ হোক 🥰🥰

👌 ❤️ ゚viralシ

স্বাস্থ্য সচেতন মানুষদের জন‍্য সুখবর 🌴🥥
16/09/2025

স্বাস্থ্য সচেতন মানুষদের জন‍্য সুখবর 🌴🥥

চলবে নাকি??  #ইলিশমাছ  #বাঙালী    🍴
15/09/2025

চলবে নাকি??

#ইলিশমাছ #বাঙালী 🍴

Address

Chittagong

Telephone

+8801636969696

Website

Alerts

Be the first to know and let us send you an email when Letters I Never Sent posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Letters I Never Sent:

Share