গোপন কথা ওপেন

গোপন কথা ওপেন শ্রম ও শ্রমিকমাটি ও মানুষ দেশ ও জাতিরউন্নয়নপরিশ্রম সাফল্যের চাবিকাঠিআনন্দ উপভোগ করাহয় সাফল্যের মাধ্যম

23/12/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Liton Mia, Md. Ripon Ahammed, Md Moslim Uddin

19/12/2025

মোবাইলের দাম কমিয়ে আনতে দেশে উৎপাদন ও আমদানির উভয় ক্ষেত্রেই কর ছাড় দিতে রাজি আছেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।
সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘পরবর্তী সরকারের আর্থসামাজিক অগ্রাধিকারসমূহ’ শীর্ষক সেমিনারে এ ঘোষণা দেন তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, পৃথিবীর কোনো দেশেই ট্রেড থেকে এত ট্যাক্স নেয় না, যত পরিমাণ আমরা ট্যাক্স ইম্পোজ করি। এটা যে ট্যাক্সের জন্য করা হয় তা কিন্তু না।
আবদুর রহমান খান বলেন, মোস্ট অব দ্য কেইসে আমাদের লোকাল ইন্ডাস্ট্রি... (সুরক্ষা দিতে)। যেমন আজ সকালেও আমাদের মোবাইল ম্যানুফ্যাকচারাররা দলবেঁধে এসছেন। তারা বলেন, আপনারা যে ট্যাক্স কমাবেন (মোবাইল) ইম্পোর্টের, আমাদের ইনভেস্টমেন্টের কী হবে? কারণ আপনারা জানেন যে আগামীকাল থেকে এনইআইআর চালু হবে এবং সে কারণে আমরা, সরকার চিন্তাভাবনা করছে, এটাকে কীভাবে অ্যাডজাস্ট করা যায়।
মোবাইল ফোনের দাম নিয়ে সুখবর দিল এনবিআর
বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি
এনবিআর প্রধান বলেন, আমরা এনবিআর থেকে যেটা বুঝি, সেটা হলো উভয় গ্রুপের স্বার্থ রক্ষা করে এবং কনজিউমার ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য আমরা চাই মোবাইল ফোন, স্মার্টফোনের দাম বাংলাদেশে কমুক এবং এটা করতে গেলে আমরা দুই জায়গাতেই ছাড় দিতে রাজি আছি।
‘যেহেতু এখন গ্রে মার্কেটে বেশির ভাগ হাই অ্যান্ড ফোন আসে, ফলে আসলে আমরা সত্যিকার্র অর্থে কোনো রেভিনিউ পাই না’ উল্লেখ করে আবদুর রহমান বলেন, এটা যদি আমরা ফরমাল করতে পারি, এনইআইআর ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে, ইভেন রেভিনিউ যদি আমরা ছেড়েও দেই; তার পরেও কিন্তু ফরমাল চ্যানেলে আসার কারণে আমাদের রেভিনিউ বাড়বে।
তিনি বলেন, স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে অনেক সময় যে সংশ্লিষ্ট পণ্যে উচ্চ আমদানি শুল্ক বসানো হয়। আমরা লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে প্রোটেক্ট করার জন্যই কিন্তু অনেক সময় বেশি বেশি রেট ধরি। তার পরও আমরা এটা (আমদানি শুল্ক) কমাব।
অবৈধ ফোনের বিষয়ে আবদুর রহমান বলেন, আগামীকাল বিজয় দিবস (১৬ ডিসেম্বর) থেকে দেশে কার্যকর হচ্ছে মোবাইল ফোন হ্যান্ডসেটের নিবন্ধন বা এনইআইআর। তবে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা ফোনগুলো ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত বিক্রি করা যাবে; এই সময়ের পরে আর কোনো অবৈধ ফোনকে নেটওয়ার্কে যুক্ত করতে দেওয়া হবে না।

19/12/2025

দেশে আগামী ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম। এ অবস্থায় মজুদ ও পাইপলাইনে থাকা আনঅফিশিয়াল মোবাইল ফোন বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে হ্যান্ডসেট উৎপাদক, বিটিআরসি ও মোবাইল ব্যবসায়ীদের মধ্যে বৈঠক হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, আনঅফিশিয়াল ফোন বিক্রির জন্য আরও ৩ মাস অর্থাৎ বিক্রেতারা মার্চ মাস পর্যন্ত সময় পাবেন।

19/12/2025

জীবনের প্রতিটি সকালই নতুন সম্ভাবনা আর নতুন পরীক্ষার দরজা খুলে দেয়। কখনো সাফল্যের হাসি, কখনো সতর্কতার সংকেত সব মিলিয়েই এগোয় আমাদের দিন। আজ শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫। আজকের দিনটি আপনার জন্য কী বার্তা নিয়ে এসেছে, কোন পথে এগোলে সাফল্য ধরা দেবে আর কোথায় একটু সাবধান হওয়া জরুরি জানতে পড়ুন আজকের রাশিফল।

মেষ (২১ মার্চ–২০ এপ্রিল)
দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে। কর্মক্ষেত্র ও ব্যবসায় ধারাবাহিক অগ্রগতি লক্ষ্য করবেন। ঘরে নতুন আসবাবপত্র আসার সম্ভাবনা রয়েছে। পিতা-মাতার সহযোগিতা ও আশীর্বাদ মনোবল বাড়াবে। সন্তানদের পড়াশোনা, ক্যারিয়ার কিংবা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কেটে যাবে।
বৃষ (২১ এপ্রিল–২০ মে)
অর্থ লেনদেনে আজ বাড়তি সতর্কতা প্রয়োজন। দুর্ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিজেকে সংযত রাখুন। কর্মচারী ও সহকর্মীদের সঙ্গে কৌশলে কাজ আদায় করতে হবে। দাম্পত্য শান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিন।
মিথুন (২১ মে–২০ জুন)
অংশীদারি ব্যবসায় ইতিবাচক অগ্রগতি ও প্রচার বাড়বে। ঘরে অতিথির আনাগোনায় মুখর পরিবেশ তৈরি হবে। বেকারদের চাকরির প্রত্যাশা পূরণ হতে পারে। দাম্পত্য কলহের অবসান হবে। প্রেমের সম্পর্কে সতর্ক থাকুন। জীবনসঙ্গী ও শ্বশুরবাড়ির সহযোগিতা পাবেন।
কর্কট (২১ জুন–২০ জুলাই)
কর্মক্ষেত্রে শ্রমিক-কর্মচারীদের সঙ্গে ধৈর্য ধরে চলতে হবে। না বুঝে চুক্তি বা বিনিয়োগ ক্ষতির কারণ হতে পারে। স্বাস্থ্য বিষয়ে সাবধান থাকুন, বিশেষ করে বিষাক্ত কীটপতঙ্গের দংশন এড়িয়ে চলুন। শিক্ষার্থীদের মন আজ সামাজিক যোগাযোগমাধ্যম ও আবেগঘন বিষয়ে বেশি আকৃষ্ট থাকতে পারে।
সিংহ (২১ জুলাই–২০ আগস্ট)
আর্থিক ভিত্তি শক্ত হবে। কর্ম ও ব্যবসায় নতুন গতি আসবে। হারানো কোনো মূল্যবান জিনিস ফিরে পেতে পারেন। শিক্ষার্থীদের জন্য পছন্দের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ তৈরি হতে পারে। বিদেশযাত্রা বা প্রবাস থেকে ফেরার পথ খুলবে। ঘরে নতুন আসবাব বা অলংকার আসার সম্ভাবনা রয়েছে।
কন্যা (২১ আগস্ট–২২ সেপ্টেম্বর)
ধৈর্য, সাহস ও মনোবল আজ বাড়বে। পারিবারিক কোনো শুভ অনুষ্ঠানে ঘরবাড়ি উৎসবমুখর হয়ে উঠবে। মামলা-মোকদ্দমা মীমাংসার দিকে এগোবে। কর্মচারীদের মধ্যে আপনার প্রতি আস্থার অনুভূতি তৈরি হবে। মন সুর, সংগীত ও ধর্মীয় বিষয়ে ঝুঁকবে।
তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)
সন্তানদের পড়াশোনা, ক্যারিয়ার ও স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা দূর হবে। লটারি, জুয়া বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই ভালো। কর্ম ও অর্থের পথে নতুন সুযোগ আসবে। পারিবারিক শুভ অনুষ্ঠান হতে পারে। প্রেমের সম্পর্ক আজ বিশেষ মাইলফলকে পৌঁছাতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)
অভাব-অনটন কাটতে শুরু করবে। শূন্য পকেটে স্বস্তি ফিরবে। ব্যবসায় ধারাবাহিক সাফল্য আসবে। ঋণমুক্ত হওয়ার পথ খুলবে। সন্তানদের সাফল্যে গর্ব অনুভব করবেন। প্রেম, বিনোদন ও ভ্রমণ শুভ। শত্রুপক্ষ দুর্বল হবে, বিজয়ের সম্ভাবনা প্রবল।
ধনু (২২ নভেম্বর–২০ ডিসেম্বর)
জনবল ও অর্থবল দুই দিকেই উন্নতি হবে। বাড়ি, যানবাহন বা প্রয়োজনীয় জিনিস কেনার স্বপ্ন পূরণ হতে পারে। মনোবল চাঙা থাকায় কাজ সহজেই সম্পন্ন হবে। পিতা-মাতার স্বাস্থ্যের উন্নতি হবে। বিরোধী ও শত্রুপক্ষ পরাস্ত হবে।
মকর (২১ ডিসেম্বর–১৯ জানুয়ারি)
পরিবারের কোনো বয়স্ক সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। বিয়ে সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজে বাধা আসার আশঙ্কা রয়েছে। আয় ও ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হবে। শিক্ষার্থীদের মন ভেঙে যেতে পারে। প্রেমের সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
বিদেশ-সংক্রান্ত বিষয়ে লাভের সম্ভাবনা রয়েছে। ঘরে নতুন আসবাবপত্র ও পোশাক-অলংকার আসতে পারে। পরিবারের নতুন সদস্যের আগমনের ইঙ্গিত রয়েছে। নতুন সুযোগ ধরা দেবে। আটকে থাকা কাজ এগোবে, পাওনা অর্থ আদায় হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)
জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন আসবে। মালিক ও ভাড়াটিয়ার মধ্যে চলমান মতানৈক্য দূর হবে। বাড়ি, গাড়ি বা জমিজমা কেনার সুযোগ তৈরি হতে পারে। কর্ম, অর্থ, যশ ও খ্যাতি একসঙ্গে ধরা দেবে। শত্রু ও বিরোধীদের বেশিরভাগ কু-পরিকল্পনা ব্যর্থ হবে।
আজকের দিনটি কাজে লাগান বিচক্ষণতা ও আত্মবিশ্বাসের সঙ্গে সাফল্য আপনার দিকেই এগিয়ে আসবে।

16/12/2025
06/06/2025

এদিন আওয়ামী লীগের পক্ষ থেকে ৫৬ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ কোটা রাখার প্রস্তাব দেওয়া হলেও আন্দোলনকারী শিক্ষার্থীরা সেটি প্রত্যাখ্যান করেন।

এরপর সরকারের পক্ষ থেকে আলোচনা প্রস্তাব দেওয়া হলে সেটিও নাকচ করেন দেন আন্দোলনকারীরা। পরে রাত নয়টার দিকে সারা দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার।

পরদিন ঢাকার মিরপুরে মেট্রোরেলের দু'টি স্টেশন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, মিরপুর ইনডোর স্টেডিয়ামসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

১৯শে জুলাই সারা দেশে সহিংসতার পর মধ্যরাতে কারফিউ জারি করে সরকার।

পরের এক সপ্তাহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলাকালে নারী, শিশুসহ আরও অসংখ্য মানুষ প্রাণ হারায়।

এছাড়া ঢাকার বিভিন্ন এলাকায় ব্লক রেইড নিয়ে আন্দোলনকারীদের গ্রেফতার করার ঘটনা ঘটতে থাকে।

এমন পরিস্থিতিতে তেসরা অগাস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ করে সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম। দেশব্যাপী শুরু হয় অসহযোগ আন্দোলন।

এদিকে, শেখ হাসিনার পদত্যাগের দাবিতে 'মার্চ টু ঢাকা' কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুরুতে ছয়ই অগাস্ট ওই কর্মসূচি পালনের কথা জানানো হলেও পরে সেটি একদিন এগিয়ে পাঁচই অগাস্ট আনা হয়।

শিক্ষার্থীদের ডাকে সাড়া দিয়ে পাঁচই অগাস্ট লাখো মানুষ ঢাকার রাস্তায় নেমে এলে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান।

Address

Haji Coloni Harican Factory, Bangla Bazar Bayezid Chottogram
Chittagong
4210

Telephone

+8801832557753

Website

Alerts

Be the first to know and let us send you an email when গোপন কথা ওপেন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গোপন কথা ওপেন:

Share