09/10/2025
১৯৯৪ সালের ঢালিউডের চলচ্চিত্রের পর্যালোচনা
🛑ব্যবসা সফল সেরা ১০ ছবিঃ
১। জজ ব্যারিষ্টার
২। কালিয়া
৩। বিদ্রোহী বধূ
৪। ডন
৫। আখেরী রাস্তা
৬। আত্ন অহংকার
৭। তুমি আমার
৮। অপরাজিত নায়ক
৯। সবার উপরে মা
১০। কমান্ডার
🛑১৯৯৪ সালের মুক্তিপ্রাপ্ত মোট ৭৫টি ছবির ফলাফলঃ
◾সুপারহিটঃ ১০টি◾
কালিয়া, জজ ব্যারিষ্টার, আত্ন অহংকার, তুমি আমার, অপরাজিত নায়ক, ডন, সবার উপরে মা, বিদ্রোহী বধূ, আখেরী রাস্তা, কমান্ডার।
◾হিটঃ ২০টি◾
মহাগ্যানজাম, সিপাহী, বন্ধু বেঈমান, শক্তি পরীক্ষা, ডিসকো ড্যানসার, ঘরের শত্রু, আজকের শয়তান, দুনিয়ার বাদশা, মৃত্যুদন্ড, অন্তরে অন্তরে, জীবন দিয়ে ভালোবাসি, ডাকাত, সৎ মানুষ, রাজা গুন্ডা, সুজন সখি, চরম আঘাত, ঘাতক, দুখিনী বধূশয়তান যাদুকর, আসামী গ্রেফতার, ঘৃণা।
◾মোটামুটিঃ ২৬টি◾
বিষের বাঁশী, প্রেম প্রতিশোধ, আইনের হাত, আতংক, হত্যা, দুঃসাহস, নতিজা, বালিকা হলো বধূ, অন্যায় অত্যাচার, সোহরাব রুস্তম, আজকের প্রতিবাদ, ট্রাক ড্রাইভার, গ্যাং লিডার, দেশপ্রেমিক, আগুন জ্বলে, বেয়াদব, শাসন, গোলাপি এখন ঢাকায়, স্নেহ, ক্যারাটি মাস্টার, চিরদিনের সাথী, বিক্ষোভ, দাঙ্গাবাজা, প্রেমযুদ্ধ, মীরজাফর, প্রথম প্রেম।
◾ফ্লপঃ ১৯টি◾
ঝড়-তুফান, চাঁদকুমারী চাষার ছেলে, মাটির দূর্গ, জানের দুশমন, জুলুমের বদলা, নাগপঞ্চমী, এক পলকে, মনের আগুন, অবলম্বন, আজকের বাদশা, আশিক, মহাভূমিকম্প, হৃদয় থেকে হৃদয়, রূপনগরের রাজকন্যা, হাতকড়া, সতীনের সংসার, চোরের ছেলে, আগুনের পরশমনি, ডিসকো বাঈদানী।
🛑তারকাদের অবস্থানঃ
পোস্টের ছবিতে সংযুক্ত।
🛑সর্বাধিক ছবির নায়ক/নায়িকাঃ
ইলিয়াস কাঞ্চন (১৯টি) এবং দিতি (১৪টি)।
🛑আলোচিত তারকাঃ
১। শাবানা
২। সোহেল রানা
৩। রুনা লায়লা
৪। ইলিয়াস কাঞ্চন
৫। দিতি
৬। রুবেল
৭। চম্পা
৮। ওমর সানি
৯। শাবনাজ
১০। সালমান শাহ
১১। শাবনূর
১২। ওয়াহিদ সাদেক
১৩। সোহানুর রহমান সোহান
১৪। রাজীব এবং
১৫। মৌসুমী।
🛑তথ্যসূত্রঃ ছায়াছন্দ।
কৃতজ্ঞতায়ঃ রমিজ ভাই।