Sctv-57

Sctv-57 প্রয়োজনীয় সকল খবর ও হাসি অভিনয় নিয়ে sctv57" আছে আপনার পাশে।follow me! Md sirazul Islam saddam

11/10/2025

মৎস্য সম্পদ রক্ষা করুন, দেশকে বাঁচান - চিত্রনায়িকা পপি

11/10/2025

একসময় মৎস্য সম্পদ রক্ষার আহব্বান জানিয়েছিল অভিনেতা দিলদার

11/10/2025

মৎস্য সম্পদ রক্ষার্থে জেলে ভাইদের প্রতি অভিনেতা রাজিবের পরামর্শ
-57

10/10/2025

Wow! কি সন্দুর!

যেসব নারীদের কৈশোরের আলো নিভে যায় ১৬ থেকে ১৯-এর মাঝে বিয়ের আসরে বসে, তাদের অনেকেই জীবনের পরিণত এক পর্যায়ে এসে—৩৮ থেকে ...
10/10/2025

যেসব নারীদের কৈশোরের আলো নিভে যায় ১৬ থেকে ১৯-এর মাঝে বিয়ের আসরে বসে, তাদের অনেকেই জীবনের পরিণত এক পর্যায়ে এসে—৩৮ থেকে ৪৫-এর মাঝামাঝি—ভেঙে পড়া স্বপ্ন আর না-পাওয়ার ক্ষত মুছে ফেলতে গিয়ে আবেগের নতুন আশ্রয় খোঁজেন, যেটাকে সমাজ 'পরকীয়া' নামে ডাকে।

যে বয়সে তার কলেজের ক্যাম্পাসে হাঁটার কথা, বান্ধবীদের সঙ্গে ফুচকা খাওয়ার কথা, প্রেমে পড়ার কথা, আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখার কথা—

সে বয়সেই সে বুকের শিশুকে ঘুম পাড়ায়, প্যাম্পার্স বদলায়, হাগু পরিষ্কার করে, হাঁড়িতে ভাত বসায়, বালতিতে জল নিয়ে ঘর মোছে, আবার রাত শেষে বিছানায় শুয়ে স্বামীর ৯০ সেকেন্ডের ঝড় সামলায়।

তার শরীরের মতোই অবরুদ্ধ হয় তার মন। আর যদি সেই সংসারে শাশুড়ি-ননদ-দেবর-শ্বশুরের "রাজনৈতিক কূটকচালি" থাকে, তবে জীবনটা একেবারে ফাটা ক্যানভাসে পরিণত হয়।

এই মেয়েটির সবচেয়ে সুন্দর সময়টা চলে যায় "নারী হবার ক্লান্তিময় ট্রেনিং"-এ।

তার স্বামী হয়তো বয়সে অনেকটা বড়। কোনো আবেগ নেই, ভাষা নেই, চোখে কবিতা নেই—শুধুই দায়িত্ব, আদেশ আর রাতের খেলা।

সে প্রতিদিন একটু একটু করে নিজেকে হারায়। সে ভুলে যায় তার হাসি কেমন ছিল, তার চোখের স্বপ্নগুলো কত দূর উড়তে চেয়েছিল।

তবে সময়টা ঘুরে দাঁড়ায়, যখন বয়স হয় ৩৮ থেকে ৪৫-এর ঘরে। তখন তার শরীর অনেকটা হালকা, অভ্যস্ত, পরিণত। বাচ্চারা বড় হয়ে গেছে, স্কুল, বন্ধু আর ফেসবুকে ডুবে থাকে।

স্বামীও তখন জীবন নিয়ে ব্যস্ত—ব্যবসা, চাকরি, প্রেসার, ডায়াবেটিস, আর একমাসে একবারের ক্ষণস্থায়ী দাম্পত্য টাস্ক।

এই সময়েই মেয়েটি হঠাৎ করে অনুভব করে—সে তো বাঁচেনি কখনও। সে তো কোনোদিন ভালোবেসে কারুর চোখে চোখ রাখেনি, কেউ তাকে “তুমি খুব সুন্দর” বলে চুপ করে চেয়ে দেখেনি, তার অভিমান কেউ বোঝেনি, তার শরীর জ্বলে উঠলেও কেউ তা মন দিয়ে ছুঁয়ে দেখেনি।

ঠিক তখনই তার ভিতরে জমে থাকা অনাবিষ্কৃত মেয়েটি চোখ মেলে ওঠে—সে খুঁজতে চায় সেই কৈশোর, সেই উত্তাপ, সেই প্রেম, যেটা তাকে দেওয়া হয়নি।

যদি কোনো একজন মানুষ তার জীবনে আসে—যে নিরাপদ, গোপনীয়তা দিতে জানে, বোঝে তার না-পাওয়া, শ্রদ্ধা করে তার সীমাবদ্ধতাকে—তাহলে সে ফিরে যায় তার ফেলে আসা দিনগুলোয়।

সে শোধ নিতে চায় সময়ের।
সে পেতে চায় নিজের হারিয়ে যাওয়া আত্মাটাকে।

এটা কোনো “পরকীয়া” নয়। এটা এক নারীর জীবনের হঠাৎ ফুটে ওঠা বসন্ত। যে বসন্ত তার কখনও দেখা হয়নি, ছোঁয়া হয়নি, শুধু ছিনিয়ে নেওয়া হয়েছিল।

#বাল্যবিয়ে #নারীরজীবন #পরিণতভালবাসা #মানসিকস্বাস্থ্য #নারীরঅধিকার , , .

😂🎬 বাংলা চলচ্চিত্রের অমর কমেডি কিং – দিলদার 🎬😂বাংলাদেশের সিনেমার ইতিহাসে দিলদার ছিলেন এক অনন্য প্রতিভা, এক জীবন্ত কিংবদন...
10/10/2025

😂🎬 বাংলা চলচ্চিত্রের অমর কমেডি কিং – দিলদার 🎬😂

বাংলাদেশের সিনেমার ইতিহাসে দিলদার ছিলেন এক অনন্য প্রতিভা, এক জীবন্ত কিংবদন্তি। তাঁর হাস্যরস, সংলাপ, চোখের অভিনয় আর অসাধারণ টাইমিং আজও দর্শকদের মনে হাসি ফোটায়। তিনি প্রমাণ করেছিলেন — মানুষকে হাসানো কোনো সহজ কাজ নয়, এটি এক শিল্প, যা তিনি নিখুঁতভাবে আয়ত্ত করেছিলেন। 🌟

দিলদার ছিলেন এমন এক অভিনেতা, যিনি প্রতিটি চরিত্রে প্রাণ দিতেন, সাধারণ মানুষকে আনন্দ দিতেন, আর তাঁর অভিনয়ে লুকিয়ে থাকত জীবনের মিষ্টি বাস্তবতা। ❤️

👉 দিলদার মানেই হাসির রাজা, দর্শকের হৃদয়ের চিরন্তন নায়ক। 🎭
তিনি নেই, কিন্তু তাঁর হাসি এখনো বেঁচে আছে লক্ষ সিনেমাপ্রেমীর মনে… ✨

গরীব রোগী এবং লাশ পরিবহনের জন্য বিশিষ্ট দানবীর নুরুল মোস্তফা খোকন এর উপহার আধুনিক স্পিডবোটটি এখন গুপ্তছড়া ঘাটে।
10/10/2025

গরীব রোগী এবং লাশ পরিবহনের জন্য বিশিষ্ট দানবীর নুরুল মোস্তফা খোকন এর উপহার আধুনিক স্পিডবোটটি এখন গুপ্তছড়া ঘাটে।

বিধির লিখন কে করবে খন্ডন যেমনটি ঘটেছিল নায়িকা  # দিতির কপালে তার আসল নাম  # পারভিন সুলতানা দিতি নারায়ন গন্জ  জেলার সোনার...
10/10/2025

বিধির লিখন কে করবে খন্ডন যেমনটি ঘটেছিল নায়িকা # দিতির কপালে
তার আসল নাম # পারভিন সুলতানা দিতি
নারায়ন গন্জ জেলার সোনারগাঁয়ে জন্মগ্রহণ করেন এই চিত্র নায়িকা।
১৯৮৪ সালে # এফডিসি কর্তৃক আয়োজিত নতুন মুখেকের সন্ধানে তিনি পরীক্ষা পাস করেন। সে পরীক্ষায় ৩০ জন ছেলে-মেয়ে পাস করেন। এই ৩০ জনের মধ্যে নায়ক সোহেল চৌধুরীও ছিলেন।
পরপর দুটি ছবিতে অভিনয় করেই তারা প্রেমে পড়ে যান, এবং দুজনে ভালোবেসে বিয়ে করে ফেলেন। তাদের সেই
সুখের সংসারে লামিয়া নামে এক মেয়ের সন্তানের জন্ম হয়।
কিছু ছবি অন্য নায়কদের সঙ্গেও দিতি অভিনয় করেন।
তখনই আস্তে আস্তে দূরত্ব বাড়ে সোহেল চৌধুরীর সাথে দিতির। ধীরে ধীরে সংসারে অশান্তি শুরু হয় -
তার মাঝেই তাদের সংসারে আরেকটি ছেলে সন্তান আসে অতিথি হয়ে। তাতেও কোন কিছু হয় না। সংসারের আগুন নেভানোর অনেকেই চেষ্টা করেছেন। কোন লাভ হয় নাই।
দিতি আর ইলিয়াস কাঞ্চন এর জুটি আলোচনার তুঙ্গে # তখন সোহেল চৌধুরী নিষেধ করেছিলেন ইলিয়াস কাঞ্চন এর সঙ্গে অভিনয় করার জন্য। # কিন্তু দিতি সোহেল চৌধুরীর কথায় পাত্তায় দিতেন না।
তখন সোহেল চৌধুরী # বিভিন্ন নাইট ক্লাবে মদ থেতে শুরু করলেন, তা আস্তে আস্তে মাত্রা বেড়ে গেলো। এক পর্যায়ে দিতি সোহেল চৌধুরীর বাসা ছেড়ে আলাদা বাসায় থাকা শুরু করলেন আর নায়ক ইলিয়াস কাঞ্চন এর সঙ্গে ছবিতে হরদম কাজ করতে থাকেন।
সোহেল চৌধুরী মাঝে মধ্যেই # দিতির বাসায় আসতেন যখন সিকিউরিটি গার্ড যখন ঢুকতে দেন না, তখন সোহেল চৌধুরী চিল্লাফ্লা শুরু করে দেন, এমন কি বাসায় ঢিল পর্যন্ত ছুড়ে মারেন।
অন্য দিকে দিতি ইলিয়াস কাঞ্চনের সঙ্গে চুটিয়ে প্রেম করে যাচ্ছেন এবং তার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
কিন্তু ১৯৯৮ সালে রাতে ট্রাম্প ক্লাবের সামনে গাড়ীতে উঠার সময় ওঁত পেতে থাকা কিছু সন্ত্রাসী সোহেল চৌধুরীর উপর ব্রাশ ফায়ার করেন। এবং স্পটেই মারা যান।
সোহেল চৌধুরীর মৃত্যর শোক কাটতে না কাটতেই # দিতি ইলিয়াস কাঞ্চন কে বিয়ে করেন। তাতে সমস্ত সিনেমার দর্শকেরা হতবাক হয়ে যান।
আর তখন থেকেই মুলতঃ ইলিয়াস কাঞ্চন এর স্টারডম হ্রাস পেতে থাকে, এমন কি সিনেমা হলের মালিকেরাও ইলিয়াস কাঞ্চনের ছবি নিতো না। এই ভাবেই তিনি অভিনয় জগত থেকে ছিটকে পড়ে যান।
আর এই সময়ই তাদের মধ্যে দুরত্ব সৃষ্টি হয়, এবং তাদের মধ্যে ছাড়া ছাড়ি হয়ে যায়। তাদের জীবনে নেমে আসে অন্ধকার। একা চলতে থাকেন দিতি।
তারপর বিভিন্ন চিন্তা ভাবনায় ব্রেন স্ট্রোক করেন এবং ধুকে ধুকে মারা যান। সেই জন্যই বলেছিলাম বিধির লিখন কে করবে খন্ডন - দিতির কপালে তাই ঘটেছিল।

09/10/2025
09/10/2025

শান্তি নাই

১৯৯৪ সালের ঢালিউডের চলচ্চিত্রের পর্যালোচনা🛑ব্যবসা সফল সেরা ১০ ছবিঃ১। জজ ব্যারিষ্টার২। কালিয়া৩। বিদ্রোহী বধূ৪। ডন৫। আখেরী...
09/10/2025

১৯৯৪ সালের ঢালিউডের চলচ্চিত্রের পর্যালোচনা

🛑ব্যবসা সফল সেরা ১০ ছবিঃ

১। জজ ব্যারিষ্টার
২। কালিয়া
৩। বিদ্রোহী বধূ
৪। ডন
৫। আখেরী রাস্তা
৬। আত্ন অহংকার
৭। তুমি আমার
৮। অপরাজিত নায়ক
৯। সবার উপরে মা
১০। কমান্ডার

🛑১৯৯৪ সালের মুক্তিপ্রাপ্ত মোট ৭৫টি ছবির ফলাফলঃ

◾সুপারহিটঃ ১০টি◾

কালিয়া, জজ ব্যারিষ্টার, আত্ন অহংকার, তুমি আমার, অপরাজিত নায়ক, ডন, সবার উপরে মা, বিদ্রোহী বধূ, আখেরী রাস্তা, কমান্ডার।

◾হিটঃ ২০টি◾

মহাগ্যানজাম, সিপাহী, বন্ধু বেঈমান, শক্তি পরীক্ষা, ডিসকো ড্যানসার, ঘরের শত্রু, আজকের শয়তান, দুনিয়ার বাদশা, মৃত্যুদন্ড, অন্তরে অন্তরে, জীবন দিয়ে ভালোবাসি, ডাকাত, সৎ মানুষ, রাজা গুন্ডা, সুজন সখি, চরম আঘাত, ঘাতক, দুখিনী বধূশয়তান যাদুকর, আসামী গ্রেফতার, ঘৃণা।

◾মোটামুটিঃ ২৬টি◾

বিষের বাঁশী, প্রেম প্রতিশোধ, আইনের হাত, আতংক, হত্যা, দুঃসাহস, নতিজা, বালিকা হলো বধূ, অন্যায় অত্যাচার, সোহরাব রুস্তম, আজকের প্রতিবাদ, ট্রাক ড্রাইভার, গ্যাং লিডার, দেশপ্রেমিক, আগুন জ্বলে, বেয়াদব, শাসন, গোলাপি এখন ঢাকায়, স্নেহ, ক্যারাটি মাস্টার, চিরদিনের সাথী, বিক্ষোভ, দাঙ্গাবাজা, প্রেমযুদ্ধ, মীরজাফর, প্রথম প্রেম।

◾ফ্লপঃ ১৯টি◾

ঝড়-তুফান, চাঁদকুমারী চাষার ছেলে, মাটির দূর্গ, জানের দুশমন, জুলুমের বদলা, নাগপঞ্চমী, এক পলকে, মনের আগুন, অবলম্বন, আজকের বাদশা, আশিক, মহাভূমিকম্প, হৃদয় থেকে হৃদয়, রূপনগরের রাজকন্যা, হাতকড়া, সতীনের সংসার, চোরের ছেলে, আগুনের পরশমনি, ডিসকো বাঈদানী।

🛑তারকাদের অবস্থানঃ

পোস্টের ছবিতে সংযুক্ত।

🛑সর্বাধিক ছবির নায়ক/নায়িকাঃ

ইলিয়াস কাঞ্চন (১৯টি) এবং দিতি (১৪টি)।

🛑আলোচিত তারকাঃ

১। শাবানা
২। সোহেল রানা
৩। রুনা লায়লা
৪। ইলিয়াস কাঞ্চন
৫। দিতি
৬। রুবেল
৭। চম্পা
৮। ওমর সানি
৯। শাবনাজ
১০। সালমান শাহ
১১। শাবনূর
১২। ওয়াহিদ সাদেক
১৩। সোহানুর রহমান সোহান
১৪। রাজীব এবং
১৫। মৌসুমী।

🛑তথ্যসূত্রঃ ছায়াছন্দ।

কৃতজ্ঞতায়ঃ রমিজ ভাই।

প্রধান শিক্ষক রতন মানিক বসু : জীবন ও কর্মঅধ্যক্ষ মুকতাদের আজাদ খানকালাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক...
09/10/2025

প্রধান শিক্ষক রতন মানিক বসু : জীবন ও কর্ম

অধ্যক্ষ মুকতাদের আজাদ খান

কালাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রতন মানিক বসু ১৯৬২ সালের ০১ সেপ্টেম্বর কালাপানিয়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি পিতা-মাতার তৃতীয় সন্তান। তাঁর পিতা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন কালাপানিয়া উত্তর-পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। মাধ্যমিক পাস করেন ১৯৭৮ সালে কালাপানিয়া হাই স্কুল থেকে। উচ্চ মাধ্যমিক পাস করেন ১৯৮০ সালে সরকারি হাজী আবদুল বাতেন কলেজ থেকে। বি.কম পাস করেন ১৯৮২ সালে মিরসরাই নিজামপুর কলেজ থেকে।

তাঁর দেয়া তথ্যে প্রাথমিক শিক্ষক কামাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষক রুহুল আমিন, আবুল কালাম আজাদ বিএসসি ও ছিদ্দিকুর রহমান, সন্দ্বীপ কলেজের অধ্যক্ষ অশোক কুমার চ্যাটার্জী ও অধ্যক্ষ রফিকুল হক, নিজামপুর কলেজের শিক্ষক সুখেন্দু বিকাশ দাশের নাম তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন।

মূলত: শিক্ষক পিতার আগ্রহেই তিনি শিক্ষকতায় আসেন। ১৯৮৩ সালের ০৯ নভেম্বর সহকারী শিক্ষক হিসেবে গাছুয়া দক্ষিণ-পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন রতন মানিক বসু। এই স্কুলে শিক্ষকতা করেন ১৩ বৎসর।

১৯৯৬ সালের ২৫ এপ্রিল প্রাথমিক শিক্ষা বিভাগের সরাসরি নিয়োগে একমাত্র তিনিই প্রধান শিক্ষক হিসেবে মনোনীত হয়ে কালাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে তিনি তাঁর মেধা, মনন, আন্তরিকতা সবকিছু উজার করে দিয়ে কালাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে জ্ঞানে, ধ্যানে, কর্মে ও সৃজনে একটি উন্নত বিদ্যাপিঠে পরিণত করেন।

কালাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকে তিনি ও তাঁর সহকর্মীদের নিরলস প্রচেষ্টায় সন্দ্বীপ উপজেলায় ২০১০ ও ২০১২ সালে শিরোপা অর্জনসহ সন্দ্বীপের ১৫০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম সারির বিদ্যালয়গুলোর কাতারে উক্ত বিদ্যালয়টি জায়গা করে নিতে সক্ষম হয়। ১৯৯৬ থেকে ২০০৯ সালে পঞ্চম শ্রেণিতে মেধা তালিকায় ৫৬ জনসহ মোট ১০৭ জন এই বিদ্যালয় থেকে বৃত্তি অর্জন করে। উল্লেখ্য, ১৯৯৬-২০০০ সাল পর্যন্ত বৃত্তির পরিমাণ ছিল প্রতি ইউনিয়নে ০১ ছেলে ও ০১ জন মেয়ে। পরবর্তীতে বৃত্তির সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রতি ইউনিয়নে ০২ জন ছেলে ও ০২ জন মেয়ে। ২০১৪ থেকে ২০১৯ সালে মেধা তালিকায় ১৬ জন, সাধারণ গ্রেডে ৬৫ জন, সর্বমোট ৮১ জন দ্বীপবন্ধু স্মৃতি বৃত্তি লাভ করে। ২০১৪ থেকে ২০১৯ সালে ২৭ জন এম. হোসাইন শিশু মেধাবৃত্তি লাভ করে। এছাড়া মাস্টার কামাল উদ্দিন স্মৃতি বৃত্তি, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা মেধাবৃত্তি, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা চিত্রাংকন প্রতিযোগিতা, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা হাতের লেখা প্রতিযোগিতা প্রভৃতি পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনসহ অনেক স্মৃতির স্বাক্ষর রাখে এই বিদ্যালয়।

তিনি সফলতার সাথে ৩৮ বৎসর শিক্ষকতা জীবন শেষ করে ২০২১ সালের ৩০ আগস্ট অবসরগ্রহণ করেন। তাঁর সহধর্মিণী একজন গৃহিণী। বড় মেয়ে বিবাহিত। দ্বিতীয় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার্থী। তৃতীয় মেয়ে ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষার্থী। চতুর্থ মেয়ে গুলজার বেগম সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে।

এই গুণী শিক্ষককে শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ হয়ে ২০১৩ সাল থেকে প্রকাশিত হওয়া সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উদ্যোগে ২০২২ সালের ১৫ অক্টোবর চট্টগ্রাম প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়।

তথ্যঋণ: জনাব রতন মানিক বসু স্যার। ছবি: অনলাইন থেকে সংগৃহিত।

প্লিজ, লেখাটি কপি করলে সূত্র উল্লেখ করুন। এটি করা আপনার নৈতিক দায়িত্ব। কেননা, একটি লেখা লিখতে একজন লেখককে অনেক পরিশ্রম, দীর্ঘ সময় ও চিন্তার সমন্বয় করতে হয়।

লেখক
অধ্যক্ষ, তাহের-মনজুর কলেজ, সীতাকুণ্ড, চট্টগ্রাম।

Address

Chittagong
4300

Telephone

01611092757

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sctv-57 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sctv-57:

Share