Fatema Arose

Fatema Arose Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fatema Arose, Digital creator, Chittagong, Oxizen, Sh*toljorna Abashik, Chittagong.

30/07/2025

টঙ্গীতে ম্যানহোলের ড্রেন থেকে উ-দ্ধা-র করা মহিলাটার লা-শ দা-ফ-ন করা হয়েছে ১ ঘন্টা আগে।

এতবেশী সময় ধরে পানিতে থাকায় লা-শ-টা প-চে গিয়েছিল। মহিলার পুরো শ-রী-র ফু-লে গিয়েছিল। পেট ফাঁ-পা হয়ে বি-শা-ল সাইজের আকার ধারণ করেছিল।

ঠোঁট, গাল, কপাল ফু-লে ছো-প ছো-প র-ক্ত জ-মা-ট বেঁধে ছিল। যে ব্যাগে ভরে লা-শ আনা হয়েছিল সে ব্যাগ থেকেও চুপসে চুপসে র-ক্ত পড়ছিল।

লা-শে-র নাক ছিল না, মাছ কিংবা পোকামাকড় হয়তো খে-য়ে ফেলেছিল। লা-শ থেকে উদ্ভট গ-ন্ধ হচ্ছিল তাই গোসল করানোর সময় আতরের সাথে স্প্রেও করা হচ্ছিল যাতে গ-ন্ধ কম হয়।

লা-শ-টা-র-ই এ অবস্থা না জানি মহিলাটা কতটা ক-ষ্ট পেয়ে মা-রা গিয়েছিল!

লা-শে-র এ বী-ভ-ৎ-স অবস্থা দেখে অনেকেই সামনে থেকে লা-শ-টা দেখার সাহস পায়নি। এমনকি তার জমজ বাচ্চা দুটোকেও লা-শে-র কাছে যেতে দেয়া হয়নি ওরা ভ-য় পাবে বলে।

বাচ্চাগুলো মায়ের লা-শে-র কাছে যেতে না পেরে মা মা বলে সারাক্ষণ কাঁদছিল শুধু।

বাচ্চাগুলোর ব্যাপারে এখন সিদ্ধান্ত নেয়া হচ্ছে ওরা কার কাছে থাকবে।

মহিলাটার ডি-ভো-র্স হয়েছিল অনেকদিন আগেই। এতদিন বাচ্চাদেরকে নিয়ে আলাদা বাসায় থাকতেন তিনি।

হাসবেন্ড না থাকায় নিজেই কোম্পানিতে ছোটখাটো একটা জব নিয়েছিলেন। প্রচন্ড ক-ষ্ট করে বড় করছিলেন বাচ্চাগুলোকে।

বাচ্চা দুটো সাধারণত এত রাত জাগে না। তারা ৮ টা বা ৯ টার দিকে মায়ের হাতে খাবার খেয়েই ঘুমিয়ে পড়তো। মা'ই আদর করে খাইয়ে দিতো, ঘুম পাড়িয়ে দিতো।

কিন্তু আজকে মা' নে-ই, আদর করে ঘুম পাড়িয়ে দেয়ারও কেউ নেই।

বাসার এক রুমে এখন পরিবারের লোকজন ব্যস্ত আছে মহিলার সম্পত্তি কে নিবে, ব্যবহৃত স্বর্ণগুলো কে নিবে সেসব নিয়ে। আর অন্য পাশে বসে বাচ্চা দুটো হাউমাউ করে কাঁ-দ-তে-ছে শুধু।

ওদের চোখে ঘুম নেই, যেন একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে ওরা।

পরিবারের সাথে যোগাযোগ করে জানতে পারলাম- সিটি কর্পোরেশন বা সরকারের দায়িত্বরত কেউ এখনো যোগাযোগ করেনি।

সিটি কর্পোরেশন গাফিলতির কারণে যেহেতু ম্যানহোলে পড়েছে তাই তাদের উচিত ছিল ক্ষ-মা চাওয়া এবং এই অ-না-থ বাচ্চা দুটোর পাশে দাঁড়ানো।

কিন্তু তারা তেমন কিছুই করেনি, লা-শ ফেরত দিয়ে দা-য়-মু-ক্ত হয়ে আরামসে ঘুমাচ্ছে। তাদের আর সমস্যা কি? তাদের কাছের কেউ তো আর মা-রা যায়নি!

ঢাকা শহরের কোন এক আলিসান বাসায় সিটি কর্পোরেশনের লোকেরা এখন আরাম করে ঘুমাচ্ছে আর অন্যদিকে রুমের এককোনায় বসে বাচ্চা দুটো মায়ের অভাবে হাউমাউ করে কাঁ-দ-তে-ছে 🙂

( সিটি কর্পোরেশনের অবহেলার বি-রু-দ্ধে ক্ষ-তিপূরণের মা-ম-লা করার আলোচনা করতেছি। এখন বাচ্চা দুটোর জন্যে আইনি সহায়তা প্রয়োজন তাই শে-য়া-র করে ছড়িয়ে দিন সর্বত্র)

- ইব্রাহিম খান শাওন

29/07/2025
28/07/2025
অবশেষে গাযায় প্রবেশ করলো মানবিক সহায়তা। অলরেডি কিছুসংখ্যক অনাহারী খাবারের প্যাকেট হাতে পেয়েছে।আটার প্যাকেট হাতে শিশুটার ...
27/07/2025

অবশেষে গাযায় প্রবেশ করলো মানবিক সহায়তা। অলরেডি কিছুসংখ্যক অনাহারী খাবারের প্যাকেট হাতে পেয়েছে।
আটার প্যাকেট হাতে শিশুটার চেহারা এবং হাসিটা একবার দেখুন! অনাহারে চেহারার কী অবস্থা হয়েছে?! আর এক প্যাকেট আটা কী পরিমাণ খুশি হয়েছে?!

আল্লাহ মাজলুমদের সহায় হোন।
আ-মীন, আ-মীন, আ-মীন!

27/07/2025
25/07/2025
চট্টগ্রামে জন্ম নিয়ে নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন আপনি।৩ বছর আগে জুন মাসে সীতাকুণ্ড বিএম ডিপোর কথা মনে থাকার কথা।সীতাক...
24/07/2025

চট্টগ্রামে জন্ম নিয়ে নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন আপনি।৩ বছর আগে জুন মাসে সীতাকুণ্ড বিএম ডিপোর কথা মনে থাকার কথা।সীতাকুণ্ড ট্রাজেডিতে মানুষের কি মানবতা দেখা গেছিল হাসপাতাল,বিএমডিপো এলাকায়।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাস ভর্তি করে রক্ত দিকে ছুটে আসে শিক্ষার্থীরা।যার যা সহযোগিতা করার সে তা করেছিল।এরপর ধরেন ১ বছর আগে ফেনী ও চট্টগ্রামে ভ*য়া*বহ বন্যা।মানুষ কেউ নৌকা নিয়ে,কেউ রান্না করা খাবার নিয়ে,কেউ ত্রাণ নিয়ে ছুটে গেছিল।এই অঞ্চলে জন্ম না নিলে এমন অনেক কিছু হয়ত মিস করা হত।প্রতিটা অঞ্চল এক এক কারণে বিখ্যাত হতে পারে।কিন্তু প্রিয় চট্টগ্রাম আতিথেয়তা বা মানবিকতার জন্য অনন্য।

ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারীর ইন্তেকাল : মাইজভান্ডার দরবারে শোকের ছায়া অছিয়ে গাউছুল আজম শাহসুফি সৈয়দ দেলোয়ার হোসাইন...
23/07/2025

ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারীর ইন্তেকাল : মাইজভান্ডার দরবারে শোকের ছায়া

অছিয়ে গাউছুল আজম শাহসুফি সৈয়দ দেলোয়ার হোসাইন মাইজভাণ্ডারী (কঃ)-এর চতুর্থ শাহজাদা, আলহাজ্ব শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

আজ বুধবার (২৩শে জুলাই) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর ইন্তেকালে পুরো দরবার জোড়ে শোকের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফটিকছড়ি’র কথা Fatikchari’r Khota

Address

Chittagong, Oxizen, Sh*toljorna Abashik
Chittagong
4211

Telephone

+8801872191064

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fatema Arose posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fatema Arose:

Share