নিউজ সন্দ্বীপ

নিউজ সন্দ্বীপ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নিউজ সন্দ্বীপ, Media/News Company, Kazi Bari, Chowkatoli, Shiber Hat, Sandwip, Chittagong.

সন্দ্বীপে ১১ কিলোমিটার সড়ক নির্মাণের উদ্যোগ: বদলে যাবে গুপ্তছাড়া-রহমতপুর সড়কের চিত্র ৬ই এপ্রিল ২০২৫ইং, শামসুদ্দীন শাম...
06/04/2025

সন্দ্বীপে ১১ কিলোমিটার সড়ক নির্মাণের উদ্যোগ: বদলে যাবে গুপ্তছাড়া-রহমতপুর সড়কের চিত্র

৬ই এপ্রিল ২০২৫ইং, শামসুদ্দীন শামসু

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে পরিচিত গুপ্তছাড়া ঘাট থেকে রহমতপুর বেরীবাঁধ পর্যন্ত ১১ কিলোমিটার দীর্ঘ সড়কটির উন্নয়নে বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকার ইতোমধ্যেই ৪৮ ফিট প্রশস্ত সড়কের জন্য জমি বরাদ্দ দিয়েছে এবং সড়কটির সীমা নির্ধারণ করে খুঁটি বসিয়ে ডিমার্কেশন সম্পন্ন করেছে।

শীঘ্রই এই সড়কের নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে হাট-বাজার অংশে প্রায় ৩ কিলোমিটার এলাকায় ২৪ ফিট প্রশস্ত আরসিসি ঢালাই সড়ক নির্মাণ করা হবে। এছাড়া দুই পাশে ৬ ফিট প্রশস্ত শোল্ডার এবং ৩ ফিট প্রশস্ত ড্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে। যানবাহনের পার্কিং এবং ব্যবসায়ীদের সুবিধার্থে অতিরিক্ত জায়গার ব্যবস্থাও রাখা হবে, ফলে পুরোপুরি কার্যকরভাবে রাস্তাটি করতে প্রায় ৪০ ফিট পর্যন্ত জায়গার প্রয়োজন হবে।

উপজেলার জনসাধারণ, ব্যবসায়ী, সিভিল সোসাইটি, সাংবাদিক, পেশাজীবী এবং প্রশাসনের সর্বস্তরের সহযোগিতা কামনা করা হয়েছে এই গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের স্বার্থে। আগামী কোরবানির ঈদের আগেই হাট-বাজার অংশের ৩ কিলোমিটার রাস্তা চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্যে কাজ এগিয়ে চলেছে। বাকি অংশও পরপর সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।

এই উন্নয়ন প্রকল্পটি সন্দ্বীপের পরবর্তী যোগাযোগ ব্যবস্থার রূপান্তরে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। রাস্তার গুণগত মান রক্ষা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের তদারকির আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, এই প্রকল্পটি সন্দ্বীপের উন্নয়নে যুক্ত উপদেষ্টা ড. ফাওজুল কবির খানের অগ্রাধিকারপ্রাপ্ত কাজগুলোর একটি।

24/12/2024
21/12/2024

নির্বাচন বিজ্ঞপ্তিঃ
সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম এর সর্বোস্তরের সদস্য/ভোটারবৃন্দ আপনাদের সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, সন্দ্বীপ এসোসিয়েশন, চট্টগ্রাম এর ২০২৫-২০২৬ মেয়াদে নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে আগামী ২৮/১২/২০২৪ইং তারিখে
মাতৃভূমি কমিনিউটি সেন্টার, পি.সি. রোড, নয়াবাজার, হালিশহর, চট্টগ্রামে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আপনার ভোটার কার্ড সংগ্রহ করে উক্ত নির্বাচন অনুষ্ঠানে যোগ দিয়ে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন অনুষ্ঠান সফল করুন এবং সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম এর গতি সঞ্চার করুন।
অনুরোধক্রমে,
নির্বাচন কমিশন,
সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম এর পক্ষে
১) প্রধান নির্বাচন কমিশনার,
এডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেন #০১৭১১-৩০৬৪৪১
২) নির্বাচন কমিশনার,
এস. এম. ইব্রাহীম #০১৫৫৮-৬০৪৩৬১
৩) নির্বাচন কমিশনার,
মোসাদ্দেক আহমেদ #০১৮১৯-৬৪৪৬৭৪

29/11/2024

বিজ্ঞপ্তি!
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
জুলাই - আগস্ট,২০২৪ ঐতিহাসিক ছাত্র - জনতার গনঅভ্যুত্থানে আহতদের তালিকা প্রনয়ণ/ হালনাগাদের কাজ চলমান রয়েছে।
যারা এখনো তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন নি, তার আগামী ৩০ নভেম্বর ২০২৪ খ্রি: রোজ শনিবার দুপুর ১ টার মধ্যে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম এর মিনি কনফারেন্স রুমে ( কক্ষ নং ১৫) যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। বিষয়টি অতি জরুরি।
আদেশক্রমে
ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী
সিভিল সার্জন
চট্টগ্রাম জেলা।
ফোন : ০২৩৩৩৩৬৪০৩৭(অফিস)

আসসালামু আলাইকুম।শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ ২০১৩ সাল থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উদ্যোগ...
12/06/2024

আসসালামু আলাইকুম।
শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ ২০১৩ সাল থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উদ্যোগে সন্দ্বীপ থেকে ২০২৪ সালে মাধ্যমিক ও ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক স্তরে জিপিএ-৫ প্রাপ্ত ১১১ জন কৃতি শিক্ষার্থীর অংশগ্রহনে কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের দাওয়াত।
সংবর্ধনার তারিখ-
২০ জুন ২০২৪, বৃহস্পতিবার, সকাল ০৯ টায়।
সংবর্ধনার ভেন্যু-
হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুছাপুর ০৮ নম্বর ওয়ার্ড, সন্দ্বীপ, চট্টগ্রাম।

মোবাইল ফোন: ০১৭১৩-৬৪১৪৩৭, ০১৮১৬-৫৫৪৬৭৭, ০১৭১৩-০৬০৬৩৯, ০১৬১৩-১৩২৩৪৩, ০১৫৫২-৪৮১০০৪, ০১৬১৩-৬৪১৪৩৭

অ্যাডভোকেট এ এম আনোয়ারুল কবীর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতআইনের বাতিঘর, সন্দ্বীপের কৃতি সন্তান অ্যাডভোকেট এ এম ...
10/06/2024

অ্যাডভোকেট এ এম আনোয়ারুল কবীর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইনের বাতিঘর, সন্দ্বীপের কৃতি সন্তান অ্যাডভোকেট এ এম আনোয়ারুল কবীর স্মরণে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল শনিবার (০৮ জুন) বাদ আছর হালিশহর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ ২০১৩ সাল থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।

সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার বার্তা সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সন্দ্বীপ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফোরকান উদ্দিন আহমেদ, সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোস্তফা নূর, সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামে এর সাবেক সভাপতি অ্যাডভোকেট এম এ বারী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসাইন, ইসলামী ব্যাংকের ডিএমডি তাহের আহমেদ চৌধুরী বাদল, সিনিয়র অ্যাডভোকেট পরেশ চন্দ্র দাশ, মুহাম্মদ সলিমুল্লাহ ও জামসেদুর রহমান মন্নান, মুস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রতন রঞ্জন নাথ, বাংলাদেশ আওয়ামী যুব লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য মোঃ আরিফুর রহমান, অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিল্লাত, অ্যাডভোকেট মোঃ হানিফ, অ্যাডভোকেট কফিল উদ্দিন আহমেদ, হালিশহর এ ব্লক কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, প্রিমিয়ার লিজিং চট্টগ্রাম শাখার প্রধান শাহজামান আরজু, সন্দ্বীপ ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শামসুল কবির শামীম প্রমুখ।

উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট এম আলাউদ্দিন, অ্যাডভোকেট মাইনুল আমিন, রুপালী ক্রেডিটের সিনিয়র এজিএম কামরুল ইসলাম টিটু, বাংলাদেশ কমার্স ব্যাংকের সাবেক কর্মকর্তা আইয়ুব সাদেক, অ্যাডভোকেট এস এম সাইফুর রহমান নওশাদ, অ্যাডভোকেট মহিদুল মাওলা মুকুট, অ্যাডভোকেট তসলিমুল আলম, অ্যাডভোকেট মোঃ মোস্তফা, অ্যাডভোকেট জিয়াউদ্দিন রাব্বি, হালিশহর বি ব্লক সন্দ্বীপ সোসাইটির সাধারণ সম্পাদক মোসাদ্দেক আহমেদ, ইসলামী ব্যাংক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আবদুল আজিজ সজিব, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার হালিশহর প্রতিনিধি সৈয়দ আবুল কালাম আজাদ, সাংবাদিক আবদুল হান্নান রানা, মোবারক হোসাইন ভুঞ্জা ও মোঃ আরিফ, লেখক হালিম আল দীন, রুপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শেখ ফজলুল করিম হক সাহেব প্রমুখ।

দোয়া মাহফিল পরিচালনা করেন, হালিশহর অগ্রণী ব্যাংক কলোনী বায়তুল মালেক জামে মসজিদের খতিব মাওলানা মোঃ দেলোয়ার হোসাইন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ এম আনোয়ারুল কবীর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য, চট্টগ্রাম জজ কোর্টের জিপি, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বঙ্গবন্ধু 'ল' টেম্পল এর অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

শ্রদ্ধেয় অ্যাডভোকেট এ এম আনোয়ারুল কবীর গত ০৩ জুন ২০২৪, সোমবার সন্ধ্যা সাড়ে ০৬ টায় ঢাকায় গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। গত ০৪ জুন মঙ্গলবার বাদ জোহর ঢাকার কলাবাগান ডলফিন গলি জামে মসজিদে ১ম নামাজে জানাজা, ০৬ জুন বৃহস্পতিবার কোর্ট হিল জামে মসজিদে বাদ জোহর ২য় নামাজে জানাজা এবং একইদিন বাদ আছর জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে ৩য় নামাজে জানাজা শেষে তাকে চট্টগ্রাম নগরীর চৈতন্য গলি কবরস্থানে তার পিতার পাশে দাফন করা হয়।

 #নতুন_যাত্রা_শুভ_হউক...জাতীয় দৈনিক  #ভোরের_আকাশ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান  #অধ্যক্ষ_মুকতাদের_আজাদ_খানঢাকা থেকে প...
06/03/2024

#নতুন_যাত্রা_শুভ_হউক...
জাতীয় দৈনিক #ভোরের_আকাশ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান #অধ্যক্ষ_মুকতাদের_আজাদ_খান

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ভোরের আকাশ পত্রিকায় চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে গত ১লা মার্চ ২০২৪, শুক্রবার যোগদান করেছেন অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। ২০০২ সাল থেকে প্রকাশিত পত্রিকাটির বর্তমান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল এবং এর ডি এফ পি সিরিয়াল নম্বর ৩৬।

অধ্যক্ষ মুকতাদের আজাদ খান ২০০৩-২০১৫ সাল পর্যন্ত স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী পত্রিকাসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সন্দ্বীপ প্রতিনিধি হিসেবে ১২ বছর দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ২০১৩ সাল থেকে প্রকাশিত শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক। ১৯৯৬ সাল থেকে লেখালেখির সাথে যুক্ত অধ্যক্ষ মুকতাদের আজাদ খান 'ভাষা আন্দোলনে সন্দ্বীপ', 'বাতিঘর' 'স্মারক : হাসান মোহাম্মদ', ও উদ্যম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পুস্তক এর প্রকাশক ও সম্পাদক। তাঁর জন্ম সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নে।

গুপ্তচরা-কুমিরা নৌ-পথে মাত্রাতিরিক্ত ভাড়া আদায়, অনিয়ম, নৈরাজ্য ও জনদুর্ভোগ অবসানে করণীয় শীর্ষক আলোচনা আগামী শুক্রবার, ৬ ...
30/09/2023

গুপ্তচরা-কুমিরা নৌ-পথে মাত্রাতিরিক্ত ভাড়া আদায়, অনিয়ম, নৈরাজ্য ও জনদুর্ভোগ অবসানে করণীয় শীর্ষক আলোচনা আগামী শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩ বিকাল ৪ টায় হালিশহর রাবেয়া বসরী বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট সকলে আমন্ত্রিত।

Address

Kazi Bari, Chowkatoli, Shiber Hat, Sandwip
Chittagong
4205

Alerts

Be the first to know and let us send you an email when নিউজ সন্দ্বীপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share