30/09/2025
সাফল্যের প্রথম শর্ত হলো: ১) Stay away from negative people. এরা আপনাকে সব সময় ছোট করবে। উদাহরণ: "কেন জিআরই দিবি? ইউএসএ-তে অবস্থা ভালো না", "২ দিনের দুনিয়া, কী দরকার এত কিছুর?", "বয়স হয়েছে আর কত?", "এত লোভ ভালো না"। Stay away from these kinds of people. এদেরকে হার্ট করতে কোনো দ্বিধা করা যাবে না। এদেরকে হার্ট করলেও সমস্যা নাই। একদম ডিরেক্ট লাইফ থেকে মাইনাস করে দিতে হবে।
২) Dream bigger. স্বপ্ন হইতে হবে এমন যে ঘুমাইতে দিবে না। অনেকটা এমন: শেষ ওভারে ১ বল বাকি আর রান দরকার ৩। এখন হয় ৪ মারতে হবে না হয় দৌড়ে ৩ নিতে হবে। কিন্তু ২ রান নিয়ে ড্র করার চিন্তা করা যাবে না। বরং ৬ মারার টার্গেট করতে হবে, তাইলে ৪ মারার চান্স থাকে। আগেই যদি ২ রান নেয়ার টার্গেট করে ফেলো, তাইলে আর ৪ রান হওয়ার সম্ভাবনা নাই।
৩) Stay away from all distractions. মানুষের কান্না কাটি, অমুক তমুকের সমস্যা—none of your concern. কেউ তোমার জন্য মরে যাচ্ছে—it does not matter. Don't be a people pleaser. মানুষকে খুশি করতে গেলে লাইফে লক্ষ্যে পৌঁছানো সম্ভব না। Once you achieve your goal, people will understand you. It is not your job to explain yourself to others. People will eventually understand you when you reach your position.
৪) Money is the biggest motivation. Never work for free. If you work for free, you will not take your job seriously. So make sure that even if you are doing something for a charity, you at least charge ১ টাকা for your own motivation and sincerity.
৫) Family is important, but above all, you are the most important person to yourself. তুমি থাকলে দুনিয়া থাকবে। সো আগে নিজে বাঁচো, নিজের take care করো।
৬) Understand the value of your own people first. আশেপাশের গরিব-দুঃখী দেখে মন দুঃখে ভরে যায়, দান-খয়রাত করতেছো, কিন্তু নিজের ভাই-বোন, বাবা-মা-কে দিতে দম বন্ধ হয়ে যায়, তাইলে ঐ charity-র দরকার নাই। তোমার achievement-এ সবার আগে তোমার পরিবার আর আত্মীয়র হক। এরপর পরকে উপকার করতে যাইও। নিজের খেয়ে বনের মোষ তাড়ানো কোনো make sense করে না।
সংগৃহীত লেখা।কারো দ্বিমত কিংবা আরো ভালো কিছু মন্তব্যে বলতে পারেন।