12/07/2025
চাঁদার নামে চলে খেলা,
ভয় দেখিয়ে নেয় যে মেলা।
নিরীহ জনের ঘামে ভেজা,
টাকাগুলো হয় কেবল সেজা।
সড়কে, দোকানে, রাতের আঁধারে,
চাঁদাবাজ খোঁজে তার শিকারে।
আইন তার অন্ধ যেন,
দেখেও দেখে না, কেন যেন!
বাধা দিলে আসে হুমকি,
ভয়ের মাঝে কাঁপে গুমকি।
স্বাধীন দেশে চাঁদার দাপট,
মানবতার এ কেমন লজ্জাট!