Khan Mohammad Nazmul

Khan Mohammad Nazmul Assalamu Alaikum everyone, myself Md Nazmul Hasan khan.

আলহামদুলিল্লাহ, মুহাররম মাসের চাঁদ দেখা গিয়েছে। শুরু হলো নতুন হিজরি সন ১৪৪৭। আজ থেকে ১৪৪৭ বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহ...
26/06/2025

আলহামদুলিল্লাহ, মুহাররম মাসের চাঁদ দেখা গিয়েছে। শুরু হলো নতুন হিজরি সন ১৪৪৭। আজ থেকে ১৪৪৭ বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম মক্কা থেকে মদীনায় হিজরত করেছিলেন।

নতুন বছরের শুরুতে একটি সুন্দর দুআ রয়েছে। সাহাবায়ে কেরাম নতুন মাস বা নতুন বছর শুরুর এ দুআটি তেমন গুরুত্ব দিয়ে শিখতেন, যেভাবে কুরআনুল কারীম শিখতেন।

اَللّٰهُمَّ أَدْخِلْهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيْمَانِ وَالسَّلَامَةِ وَالإِسْلَامِ وَجِوَارٍ مِنَ الشَّيْطَانِ وَرِضْوَانٍ مِنَ الرَّحْمٰنِ

হে আল্লাহ! আপনি আমাদের মাঝে এ মাস/বছরের আগমন ঘটান- শান্তি ও নিরাপত্তা এবং ঈমান ও ইসলামের (উপর অবিচলতার) সাথে; শয়তান থেকে সুরক্ষা ও দয়াময় আল্লাহর সন্তুষ্টির সাথে।©️

16/04/2025

ট্রেনের নীচে শুয়ে আ*ত্মহ*ত্যা করা রুহুল আমিনের মৃত্যুর আসল কারণ ভিন্ন। পেয়াজ চাষের জন্য তিনি তিনটা এনজিও থেকে ৫০ হাজার, ৬৪ হাজার ও ৮০ হাজার টাকা ঋ*ণ করেছিলে।

প্রতি সপ্তাহে ৪ হাজার ৪৫০ টাকা কিস্তির বোঝা ছিল তার। এখনো ৯৯ হাজার ২৯০ টাকা ঋণ অবশিষ্ট রয়েছে।

জমি বর্গা নিয়ে ১ বিঘা ৫ কাঠা জমিতে পেঁয়াজ চাষ করেছিল সে। নিজের জমি না। এউ চাষবাস করতেই ঋণ নেওয়া। ওই ঋণের কিস্তি চালানোর জন্য স্থানীয় মহাজনের কাছ থেকেও সুদ নিয়েছিলেন।

পেঁয়াজের দাম কম। তাই ঋণ শোধ করা সম্ভব না। তার উপর সুদী মহাজনের দায় তো আছেই। তিনি আত্মহত্যা করেছেন এইজন্যই। প্রথম আলোকে তার পরিবারের লোকজন তাই জানিয়েছে।
এটাই হচ্ছে সুদের জাদু। সে নিরবে হ@ta করবে, রতপাত করবে কিন্তু গায়ে একটি আঁচড় পড়বে না। তার জন্য মারামারি করে দুই পক্ষ জেলে যাবে কিন্তু তার হাত কোনদিন ময়লা হবে না।
সেজন্য সুদের কারণে অন্যায় করে বহু মানুষ জেলে যায় কিন্তু সুদখোর কোনদিন জেল খাটে না।

Collected

প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান ধর্মীয় উত্তেজনা, সংখ্যালঘুদের প্রতি আচরণ এবং ইন্টারনেট সেন্সরশিপের কারণে বিশ্বব্যাপী ...
15/04/2025

প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান ধর্মীয় উত্তেজনা, সংখ্যালঘুদের প্রতি আচরণ এবং ইন্টারনেট সেন্সরশিপের কারণে বিশ্বব্যাপী ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া চলমান...

বিস্তারিত: https://www.somoynews.tv/news/2025-04-15/2VWGCuVX

15/04/2025
এ আফসোস শুধু আফসোসই রয়ে যাবে!
15/04/2025

এ আফসোস শুধু আফসোসই রয়ে যাবে!

কাকে খুশি করার জন্য সরকার মূসক(VAT) দ্বিগুণ-তিনগুন পর্যন্ত বাড়িয়েছেন। জনগুরুত্বপূর্ণ দ্রব্য বা সেবায় এত বেশী করারোপ করলে...
11/01/2025

কাকে খুশি করার জন্য সরকার মূসক(VAT) দ্বিগুণ-তিনগুন পর্যন্ত বাড়িয়েছেন। জনগুরুত্বপূর্ণ দ্রব্য বা সেবায় এত বেশী করারোপ করলে জনগণের জীবন দূর্বিসহ হয়ে উঠবে। চুড়ান্ত করাঘাত মধ্যবিত্ত ও নিম্নবিত্তের উপর আরোপ হবে। উচ্চবিত্ত ও শিল্প জায়ান্টদের সব সরকারই ভয় পাই।

অথচ সমাজে ধনবৈষম্য লা~ঘবে কারো মাথাব্যথা নাই। সরকার চাইলে আয়কর হার বৃদ্ধি ও আদায়ের জন্য পদক্ষেপ নিতে পারতো। যেখানে উন্নত বিশ্বের সিংহভাগই আসে আয়কর থেকে। এছাড়া বিলাস জাতীয় দ্রব্য আমদানি ও বহনে ৮০% হারে কর আরোপ করতে পারতো (মন্ত্রীদের গাড়ী বাড়ী সহ)। কাস্টমস এ চার্জ, ক্ষতিকর পন্যের উপর (৬০-৮০)% মূসক সম্পত্তি রেজিষ্ট্রেশন ফি বাড়িয়ে, অবগারী শুল্ক বসিয়ে বাজেটের আয় সংগ্রহ করতে পারতো।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আমদানি শুল্ক, সার ও কৃষি ঔষধ কাঁচামালের আরোপিত শুল্ক, মূলধন জাতীয় দ্রব্যাদির শুল্ক,খাদ্য ও জীবনরক্ষকারী ঔষধ এর কাঁচামালের শুল্ক, জালানী তেল, গ্যাস ও বিদ্যুৎ ভ্যাট-শুল্ক কমিয়ে জনগণকে এক্টু স্বস্তি ফিরিয়ে দিতে পারে। চাইলে ভূর্তকি ও প্রদান করা যাই।

গরীব মেরে কী লাভ?

22/12/2024

আমার দেশ প্রকাশ পেয়েছে। ফখরুল, নজরুল ও প্রথম আলো গঙ্গদের জ্বালাপোড়া শুরু হয়েছে। আমার দেশের অনিচ্ছাকৃত সামান্য একটা বিষয় নিয়ে, এরা কতটা রিয়েকশনারি হয়ে গেল।

ডিল্লি স্টার আর ডারত আলোর ইচ্ছাকৃত, এজেন্ডাভিত্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত শত শত ভুল নিয়ে এদের টু শব্দ করতেও দেখা যায়নি।

আমার দেশ আশা করি জনগণের পত্রিকা হয়ে উঠবে। আর অন্যদিকে ডিল্লির গঙ্গেরা জনগণের দলের লিস্ট থেকে ছিটকে যাবে।

তুমি কি তা জানো..!!🐝 মৌমাছির দুটি পেট আছে,একটিতে তার খাবার এবং অন‍্যটিতে অমৃত সংরক্ষণ করে মধু বানানোর জন্য,যাকে 'বীক'ও ব...
22/12/2024

তুমি কি তা জানো..!!
🐝 মৌমাছির দুটি পেট আছে,একটিতে তার খাবার এবং অন‍্যটিতে অমৃত সংরক্ষণ করে মধু বানানোর জন্য,যাকে 'বীক'ও বলা হয়।

🐝 মৌমাছি গড়ে 40 দিন বাঁচে, কমপক্ষে 1000 ফুলে আহরোণ করতে পারে এবং তার জীবদ্দশায় এক চা চামচ মধু উৎপাদন করে। আমাদের কাছে এক চামচ মধু, কিন্তু তার কাছে তার সারাজীবনের গল্প।

চাঁদাবাজদের তালিকা হচ্ছে, ২-৩ দিনের মধ্যে অভিযান
21/12/2024

চাঁদাবাজদের তালিকা হচ্ছে, ২-৩ দিনের মধ্যে অভিযান

সাঙ্গু নদীর কূল ঘেঁষে থানচি উপজেলা সদর।
19/12/2024

সাঙ্গু নদীর কূল ঘেঁষে থানচি উপজেলা সদর।

সিরিয়ার একজন শিক্ষক মিশেল কিলো। যিনি সীদনায়া কা|রাগারে বন্দী ছিলেন। একদিন তিনি প্রহরীর মাধ্যমে বন্দীরত একটি শিশুর কক্ষে ...
18/12/2024

সিরিয়ার একজন শিক্ষক মিশেল কিলো। যিনি সীদনায়া কা|রাগারে বন্দী ছিলেন।
একদিন তিনি প্রহরীর মাধ্যমে বন্দীরত একটি শিশুর কক্ষে যাওয়ার সুযোগ পান, যেখানে শিশুটি ও তার মা ছিলো। শিশুটির বয়স ছিলো প্রায় পাঁচ বছর। তিনি সেখানে শিশুটিকে একটি গল্প শোনাতে গিয়ে বললেন—
একটি পাখি ছিলো....
শিশুটি তখন বললো—পাখি মানে কী?
মিশেল কিলো বললো—এটি একটি গাছের উপর ছিলো।

শিশুটি তাকে থামিয়ে দিয়ে আবার বলে উঠলো—গাছ মানে কী?

এবার মিশেল কিলো দুঃখে কান্নায় ভেঙে পড়েন আর প্রহরীকে চিৎকার করে বলেন—আমাকে এখান থেকে নিয়ে যাও।

Address

Chittagong
4200

Alerts

Be the first to know and let us send you an email when Khan Mohammad Nazmul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khan Mohammad Nazmul:

Share

Category