cmc24news.com

cmc24news.com চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসের সব খবর সবার আগে জানতে চোখ রাখুন। এই পেজের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
(4)

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজে শান্তি শোভাযাত্রা ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১০ মে) চমেক বৌদ্ধ ...
10/05/2025

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজে শান্তি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মে) চমেক বৌদ্ধ ছাত্র সংসদ, বৌদ্ধ চিকিৎসক-নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে নিউ একাডেমিক ভবন থেকে একটি শান্তি শোভাযাত্রা বের করা হয়। শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

পরে নিউ কনফারেন্স হলে বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেন্টাল ইউনিটের বিভাগীয় প্রধান ও বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের আহবায়ক ডা. মনোজ কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ইউএসটিসির প্রাক্তন উপাচার্য, অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ তসলিম উদ্দীন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ আব্দুর রব। মুখ্য আলোচক ছিলেন মোগলটুলী শ্মশানভূমি শাক্যমুনি বুদ্ধ বিহারের মহাপরিচালক শ্রদ্ধেয় ভদন্ত তিলোকাবংশ মহাথেরো৷

স্বাগত বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রিপন কুমার বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক ও চট্টগ্রাম মেডিকেল কলেজের ফিজিওলোজী বিভাগের সহকারী অধ্যাপক ডা. দেবযানী বড়ুয়া, চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষক বাবু বিশ্বজিৎ বড়ুয়া এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ বৌদ্ধ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সৌমেন বড়ুয়া।

মেডিকেল কলেজের শিক্ষার্থী সৌরভ লাবণ্য বড়ুয়া ও ধানসিঁড়ি বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া, আই. এ. এইচ. এস এর অধ্যক্ষ অধ্যাপক ডা. রমা বড়ুয়া, কক্সবাজার মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. অনুপম বড়ুয়া, সাউদার্ন মেডিকেল কলেজের এনেস্থেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. কল্যাণ কুমার বড়ুয়া, ডা. ভাগ্যধন বড়ুয়া, ডা. বসুবন্ধু বড়ুয়া, ডা. প্রীতিশ বড়ুয়া, ডা. প্রীতি বড়ুয়া।

এছাড়া ডা. বর্ণালী বড়ুয়া, ডা. ডেইজী বড়ুয়া, ডা. শ্রাবণী বড়ুয়া, ডা. সুদীপ বড়ুয়া, ডা. সুমিষ্ঠা বড়ুয়া, ডা. প্রসূণ বড়ুয়া, ডা. ঝুলন বড়ুয়া, ডা. শর্মিলা বড়ুয়া, ডা. সৈকত বড়ুয়া, ডা. মৃত্যুঞ্জয় বড়ুয়া, ডা. স্নেহাশীষ বড়ুয়া প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ধন্যবাদ জ্ঞাপন করে চট্টগ্রাম মেডিকেল কলেজ বৌদ্ধ ছাত্র সংসদের সভাপতি দীপান্বিতা বড়ুয়া। আলোচনা সভার শেষে চট্টগ্রাম মেডিকেলে কলেজের শিক্ষার্থীবৃন্দ, চিকিৎসক ও নার্সদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

আমরা গভীর ভাবে শোকাহত
24/04/2025

আমরা গভীর ভাবে শোকাহত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকা...
24/04/2025

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় কলেজ একাডেমিক ভবনের সামনে থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকাল আটটায় কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে বৈজ্ঞানিক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মনিরুল হাসান।

এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, উপাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রব, হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনালের মোহাম্মদ তসলিম উদ্দীনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, স্নাতকোত্তর শিক্ষার্থী ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

চমেক এ বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিতচট্টগ্রাম মেডিকেল কলেজে র‌্যালিসহ নানা আয়োজনে বিশ্ব হিমোফিলিয়া দিবস ২০২৫ উদযাপিত হয়েছ...
19/04/2025

চমেক এ বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত

চট্টগ্রাম মেডিকেল কলেজে র‌্যালিসহ নানা আয়োজনে বিশ্ব হিমোফিলিয়া দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

হেমাটোলজি বিভাগ ও হিমোফিলিয়া সোসাইটি অফ বাংলাদেশ, চট্টগ্রাম এর যৌথ উদ্যোগে দিবসের উদযাপন শুরু হয় মনোজ্ঞ র‌্যালির মাধ্যমে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে কলেজ ক্যাম্পাসে বেলুন উড়িয়ে র‌্যালির শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন ও হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন।

র‌্যালিটি কলেজ লবি থেকে বের হয়ে হাসপাতাল বহি বিভাগের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিশ্ব হিমোফিলিয়া দিবস' ২০২৫ উদযাপন উপলক্ষ্যে হিমোফিলিয়া বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও হেমাটোলজি বিভাগে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবছর বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হবে ২২ এপ্রিল।প্রতি বছর ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়। এ বছর ওই সময় ...
18/04/2025

এবছর বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হবে ২২ এপ্রিল।

প্রতি বছর ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়। এ বছর ওই সময় ঈদুল ফিতরের সরকারি ছুটি থাকায় আগামী ২২ এপ্রিল ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হবে।

বুধবার (১৬ এপ্রিল) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের প্রতিপাদ্য ‘স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি।’

প্রিয় সিএমসিয়ানস,এই প্রথম! বাংলাদেশের কোনো মেডিকেল কলেজে হচ্ছে একসাথে Intervarsity & Intermedical Debate Tournament — ...
18/04/2025

প্রিয় সিএমসিয়ানস,

এই প্রথম! বাংলাদেশের কোনো মেডিকেল কলেজে হচ্ছে একসাথে Intervarsity & Intermedical Debate Tournament — আর সেই ঐতিহাসিক আয়োজনের গর্বিত আয়োজক আমাদেরই প্রিয় CMCDC!

আগামীকাল আমাদের ক্যাম্পাসে জমে উঠবে যুক্তি, শব্দ আর উল্লাসের মহাযুদ্ধ —
আর সেই battle-এর মঞ্চে, CMC-এর home team, CMCDC Aurora already ফাইনালে! DMC, SSMC, SOMC এর মত heavyweight দলগুলোকে হারিয়ে আমাদের own squad লড়ছে CMC-এর সম্মানের জন্য।

তোমার গলা ফাটানো support, তোমার উল্লাস — এই মুহূর্তে ওদের সবচেয়ে দরকার।

শুধু debate না, quiz segment-ও থাকছে একদম high-voltage excitement নিয়ে! Written prelims থেকে শুরু করে Buzzer round showdown — পুরোটাই হবে Shah Alam Bir Uttom Auditorium-এ।

তার সাথে থাকছেন দেশের স্বাস্থ্যখাতের biggest names — DGME, DGHS-এর সাবেক DG, CMU VC সহ অনেক high profile distinguished guest!

তো, এই মেগা মুহূর্তে Auditorium ফাঁকা রাখা কি মানায়?
চলো একসাথে enjoy করি CMC-এর এই milestone journey!

কাল সকালেই দেখা হচ্ছে Auditorium-এ!
তোমার cheering আর presence — CMCDC-এর জন্য matter করে THE MOST!
Be there, make it loud!

বিশ্ব হিমোফিলিয়া দিবস-২০২৫ খ্রি. উপলক্ষ্যে চমেকে আগামীকাল র‌্যালি।বিশ্ব হিমোফিলিয়া দিবস ২০২৫ খ্রি উপলক্ষ্যে হেমাটোলজি বি...
18/04/2025

বিশ্ব হিমোফিলিয়া দিবস-২০২৫ খ্রি. উপলক্ষ্যে চমেকে আগামীকাল র‌্যালি।

বিশ্ব হিমোফিলিয়া দিবস ২০২৫ খ্রি উপলক্ষ্যে হেমাটোলজি বিভাগ ও হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ চট্টগ্রাম শাখার উদ্যোগে আগামীকাল ১৯ এপ্রিল ২০২৫ খ্রি, শনিবার, সকাল ১০টায় চমেক ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা মোহাম্মদ জসিম উদ্দিন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন র‌্যালির উদ্বোধন করবেন।

দিবসটি উপলক্ষে হাসপাতাল বর্হিবিভাগে লিফলেট বিতরণ ও হেমাটোলজি বিভাগে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের লক্ষ্যে আগামীকাল ১৯ এপ্রিল সকাল ১০টায় কলেজ লবিতে জমায়েত হওয়ার জন্য ডাঃ মোঃ কামরুল হাসান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (হেমাটোলজি) সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

17/04/2025
অভিনন্দন 🌹🌹🌹🔹অধ্যাপক ডা. মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম, অধ্যক্ষ, কুমিল্লা মেডিকেল কলেজ।🔹ডা. সাহেলা নাজনীন, অধ্যক্ষ, চাঁ...
17/04/2025

অভিনন্দন 🌹🌹🌹

🔹অধ্যাপক ডা. মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম, অধ্যক্ষ, কুমিল্লা মেডিকেল কলেজ।

🔹ডা. সাহেলা নাজনীন, অধ্যক্ষ, চাঁদপুর মেডিকেল কলেজ।

🔹অধ্যাপক ডা. জয়ব্রত দাশ, অধ্যক্ষ, সাউদার্ন মেডিকেল কলেজ।

🔹অধ্যাপক ডা. টিপু সুলতান, অধ্যক্ষ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ।

বিশ্ব হিমোফিলিয়া দিবস১৭ এপ্রিল, ২০২৫ খ্রিঃ"Access for All: Women and Girls Bleed Too".হিমোফিলিয়া কি?রক্তের একটি বংশানুক্...
17/04/2025

বিশ্ব হিমোফিলিয়া দিবস
১৭ এপ্রিল, ২০২৫ খ্রিঃ

"Access for All: Women and Girls Bleed Too".

হিমোফিলিয়া কি?
রক্তের একটি বংশানুক্রমিক জিনগত অনিরাময়যোগ্য রোগের নাম হিমোফিলিয়া। এ রোগ হলে রক্ত জমাট বাঁধার স্বাভাবিক প্রক্রিয়া ব্যহত হয়। রক্ত জমাট বাঁধার উপাদান রক্তে কম থাকার কারণে শরীরে কোথাও কেটে গেলে সহজে রক্তপাত বন্ধ হয় না।

সাধারণত কারা আক্রান্ত হয়?
মূলত মেয়েরা এই রোগের জিন বহন করে, পুরুষরা আক্রান্ত হয়। তবে অল্প কিছু ক্ষেত্রে মেয়েরাও আক্রান্ত হতে পারে।

চিকিৎসা কি?
হিমোফিলিয়ার স্থায়ী কোনো চিকিৎসা নেই। শিরাপথে ইনজেকশনের মাধ্যমে সেই ফ্যাক্টর শরীরে প্রবেশ করানোই মূল চিকিৎসা। রক্তক্ষরণের কারণে অস্থিসন্ধিতে সমস্যা দেখা দিলে ফিজিওথেরাপি নিতে হবে।

বিঃদ্রঃ
হিমোফিলিয়ার চিকিৎসা ও ওষুধ বাংলাদেশে সম্ভব হলেও খুব একটা সুলভ নয়। সচেতন হলে এই রোগে মৃত্যুর ঝুঁকি অনেকখানি কমে যায়। তাই হিমোফিলিয়া সম্পর্কে সবার সচেতন থাকা একান্ত জরুরি।

আমাদের করণীয়?
শরীরে আঘাত লাগতে পারে এ রকম কোনো ঝুঁকিপূর্ণ কাজে অংশগ্রহণ না করা, মাংসে ইনজেকশন না নেওয়া, যেকোনো ধরনের অস্ত্রোপচারের পর রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া, ব্যথানাশক ওষুধ বা রক্ত তরল করে এ রকম ওষুধ (যেমন এসপিরিন) না খাওয়া ইত্যাদি।

নিয়মিত চিকিৎসা নিলে এবং সাবধানতার সঙ্গে জীবনযাপন করলে দীর্ঘদিন পর্যন্ত প্রায় স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব।

বিস্তারিত কমেন্টে
17/04/2025

বিস্তারিত কমেন্টে

অন্নপূর্ণা-১ জয় করে ফিরলেন জন্মভূমে। পৃষ্টপোষকতা পেলে সবকটি আট হাজার মিটার শৃঙ্গ লাল-সবুজের পতাকা উড়ানো ও জয়ের সপ্ন চট্ট...
17/04/2025

অন্নপূর্ণা-১ জয় করে ফিরলেন জন্মভূমে।

পৃষ্টপোষকতা পেলে সবকটি আট হাজার মিটার শৃঙ্গ লাল-সবুজের পতাকা উড়ানো ও জয়ের সপ্ন চট্টগ্রামের সন্তান পর্বতারোহী ডা. বাবর আলীর।

Address

Chittagong Medical College, K. B. Fazlul Kader Road, Panchlaish
Chittagong
4203

Alerts

Be the first to know and let us send you an email when cmc24news.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to cmc24news.com:

Share