Gazi saleh Uddin Hossain 01

Gazi saleh Uddin Hossain 01 আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা,দৈনিক দেশ প্রতিদিন, দৈনিক দেশ সেবা, দৈনিক দেশ বুলেটিন,দৈনিক আজকের খবর কক্সবাজার সদর

"আওয়ামী লীগ নিষিদ্ধ — অথচ আওয়ামী লীগ নিয়েই তোমাদের বাজার!"**দিনরাত আওয়ামী লীগ নিয়ে চিৎকার, লাইভ, পোস্ট, বক্তৃতা!যে দলকে ...
02/09/2025

"আওয়ামী লীগ নিষিদ্ধ — অথচ আওয়ামী লীগ নিয়েই তোমাদের বাজার!"**

দিনরাত আওয়ামী লীগ নিয়ে চিৎকার, লাইভ, পোস্ট, বক্তৃতা!
যে দলকে বলো ‘শেষ’, তার নামেই ভিউ, ফলোয়ার, মার্কেট তৈরি করো?
এত যদি ঘৃণা, তবে আওয়ামী লীগ ছাড়া কথা বলো না কেন?

➡️ মুখে বলো ‘আওয়ামী লীগ নাই’,
➡️ আর ভিতরে ভিতরে আওয়ামী লীগ ছাড়া তোমাদের অস্তিত্বই নাই।

ইলিয়াস তুমি তো কয়দিন আগে নুরকে নিয়ে একটা মুখরোচক ভিডিও পোস্ট দিয়েছিলা ভিউ পাওয়ার জন্য। সত্যিই কি তোমার বাংলাদেশ এর প্রতি মাতৃত্ববোধ আছে কিনা আমার সন্দেহ হয়।

বুঝে রাখো —
**যাদের রাজনীতি আওয়ামী লীগ-বিরোধিতা ছাড়া দাঁড়ায় না, তারা নিজেরাই দুর্বল।**
নিষিদ্ধ আওয়ামী লীগ দিয়ে যদি জীবিকা চলে, দোষ কার?
**তোমরাই সবচেয়ে বড় সুবিধাভোগী।**

#দাইল্যসংলাপ
#বাংলাদেশ

প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের বৈঠক সরকার পতনের জন্য নয়। বৈঠকে গুরুত্ব পেতে পারে আর্মির ক্ষমতার পরিধি ও জুডিশিয়াল বৈ...
01/09/2025

প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের বৈঠক সরকার পতনের জন্য নয়। বৈঠকে গুরুত্ব পেতে পারে আর্মির ক্ষমতার পরিধি ও জুডিশিয়াল বৈধতা। বড় বড় ক্র‍্যাকডাউনের জন্য যেই বৈধতা দরকার সেইটা হয়তো সেনাপ্রধান চাইতে গেছে।

সরকারের অথর্ব উপদেষ্টা প্যানেলের সাথে সম্ভবত সেনাবাহিনীর খুব একটা জমতেসে না। তাই সরাসরি প্রধাণ বিচারপতির দ্বারস্থ হয়েছেন সেনাপ্রধান।

আজকের পর থেকেই ক্ষমতার ভরকেন্দ্র পালাবদল হইতে পারে!

সরকার পড়বে না, জাতীয় নির্বাচন এগিয়ে আসতে পারে!

যেসব কারণে সেনাপ্রধান প্রধান বিচারপতির দারস্থ হয় ছোট করে বলি

সেনাবাহিনী একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। যদি সেনাবাহিনীর স্বার্থসংশ্লিষ্ট কোনো প্রশাসনিক বা সাংবিধানিক সমস্যা হয় (যেমন পদোন্নতি, অবসর, শৃঙ্খলা, আইনগত প্রশ্ন), সেক্ষেত্রে সেনাপ্রধান বা প্রতিরক্ষা মন্ত্রণালয় আদালতের কাছে যেতে পারে।

উদাহরণস্বরূপ, কোনো সরকারি সিদ্ধান্ত নিয়ে দ্বন্দ্ব বা সংবিধানসংক্রান্ত প্রশ্ন উঠলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে রিট করতে পারে
সেনাপ্রধান নিজে আদালতের বাইরে গিয়ে কোনো বিচারপতিকে ব্যক্তিগতভাবে প্রভাবিত করতে পারেন না। তাঁকে আইনি প্রক্রিয়ার ভেতর দিয়েই যেতে হয়।এর বাহিরে যাওয়ার সুযোগ সেনাপ্রধান ওয়াকারের নেয়।

Momo Enterprise  নিয়ে এলো জর্জিয়ার ওয়ার্ক পারমিট সুযোগ!🚴 কাজের ধরণ: বাইক রাইডার (ফুড ডেলিভারি)🏠 থাকা: কোম্পানি🍽️ খাওয়া: ...
31/08/2025

Momo Enterprise নিয়ে এলো জর্জিয়ার ওয়ার্ক পারমিট সুযোগ!

🚴 কাজের ধরণ: বাইক রাইডার (ফুড ডেলিভারি)
🏠 থাকা: কোম্পানি
🍽️ খাওয়া: নিজ দায়িত্বে
⏱️ ওভারটাইম: প্রযোজ্য

📌 যোগ্যতাঃ
✔️ এসএসসি পাস
✔️ মোটরসাইকেল চালনায় পারদর্শী

💰 বেতন: মাসে প্রায় ১,০০,০০০ টাকা পর্যন্ত
🗓️ প্রসেসিং টাইম: ৩ – ৩.৫ মাস

📞 যোগাযোগ করুন এখনইঃ
📲 01725-997078
📲+8801973-997078

📍 অফিস: কক্সবাজার সদর উপজেলা, কক্সবাজার, চট্টগ্রাম

বি:দ্র: নামাজ এর সময় মোবাইল এ কেউ ফোন দিবেন না। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।
#গাজী #জনশক্তিরপ্তানি #বাংলাদেশ #প্রবাসীকল্যাণমন্ত্রণালয়

সংবাদ বিজ্ঞপ্তিকাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংস পরিস্থিতি সৃষ্টি হওয়া প্রসঙ্গেঢাকা, ২৯ আগস্ট ২০২৫ (শুক্রবার): ...
30/08/2025

সংবাদ বিজ্ঞপ্তি

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংস পরিস্থিতি সৃষ্টি হওয়া প্রসঙ্গে

ঢাকা, ২৯ আগস্ট ২০২৫ (শুক্রবার): আজ রাত আনুমানিক ৮ টায় রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে একপর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপর আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হন।

ঘটনার শুরুতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণ ভাবে স্থান ত্যাগ করার জন্য ও দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ প্রক্রিয়া নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করার অনুরোধ জানায়। তবে বারংবার অনুরোধ সত্ত্বেও কতিপয় নেতাকর্মীরা তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে। তারা সংগঠিতভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ চালায় এবং আনুমানিক রাত ৯ টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বৃদ্ধি করে। এ সময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ারও চেষ্টা চালায়। এছাড়াও বিজয়নগর, নয়াপল্টন ও তৎসংলগ্ন এলাকায় সাধারণ জনগণের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জনদুর্ভোগ বৃদ্ধি পায়। আইন-শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ সমাধানের সকল চেষ্টা তারা অগ্রাহ্য করে। ফলস্বরূপ, জননিরাপত্তা রক্ষার্থে আইন-শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়। উল্লেখ্য আজকের উদ্ভূত ঘটনায় সেনাবাহিনীর ৫ জন সদস্য আহত হয়।

সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনমনে স্বস্তি ও নিরাপত্তা আনয়নে সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর।


#বাংলাদেশসেনাবাহিনী
#গাজী
#ছাত্রদের
#ফেসবুক

যারা  বলছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সাবেক ভিপি নুর কে মেরেছে। আমি বলছি বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনী কোনো রাজনীত...
30/08/2025

যারা বলছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সাবেক ভিপি নুর কে মেরেছে। আমি বলছি বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনী কোনো রাজনীতি দলের নেতা কর্মী দের ও সাবেক ভিপি নুর কে মারেনি। বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ মব সম্রাট নুর কে মেরেছে। মব সৃষ্টি কারী দলের মব সন্ত্রাসী দের কে মেরেছে।
মব সন্ত্রাসী দের কোনো দল নেই বা দল হয়না। যারাই মব সন্ত্রাসী দের পক্ষে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ও বাংলাদেশ পুলিশের গায়ে কলঙ্কের দাগ লাগতো চাইছে তারাই মব বাংলাদেশ গড়তে চাই নিজের স্বার্থ হাসিল করতে।
#গাজী #ফেসবুক #বাংলাদেশসেনাবাহিনী

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু  বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আপনা...
29/08/2025

আসসালামু আলাইকুম ওয়া
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

বাংলাদেশ
সড়ক পরিবহন চালক ফেডারেশনের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানানো যাচ্ছে আগামী/ 29/08/25 তারিখে/আমাদের ফাইনালি মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছেন আপনারা সকলে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে
আমাদের ফাইনালি ঠিকানা
ফুড প্যারাডইস চাইনিজ এন্ড রেস্টুরেন্টে
ফজর আলী চেয়ারম্যান মার্কেট
কদমতলী নাবানা গেট
আদমজী জুটমিলের পাশে
সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ
01725-997078
নাম্বার সাথে যোগাযোগ করবেন

প্রেস বিজ্ঞপ্তিঃসাংবাদিকদের ওপর পুলিশের অমানবিক নির্যাতন ও রাজপথে জুলুমের উঁচু দণ্ডার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ...
28/08/2025

প্রেস বিজ্ঞপ্তিঃ
সাংবাদিকদের ওপর পুলিশের অমানবিক নির্যাতন ও রাজপথে জুলুমের উঁচু দণ্ডার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা। সাংবাদিকদের ওপর এ ধরনের সংবিধান বহির্ভূত ও মানবাধিকার লঙ্ঘনকারী অমানবিক আচরণের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

আজ বুধবার এক জরুরি বৈঠক শেষে জাতীয় সাংবাদিক সংস্থা'র কেন্দ্রীয় সভাপতি মোছাঃ আছিয়া আক্তার এবং মহাসচিব মোঃ আলমগীর গনি এক যৌথ বিবৃতিতে বলেন, “আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা আজ তাদের চরম মানবিকতা ও পেশাদারিত্ব হারিয়েছে। তারা নিরস্ত্র সাংবাদিকদের ওপর নির্বিচারে হামলা চালাচ্ছে, যা মুক্ত গণমাধ্যম ও গণতন্ত্রের জন্য অশনি সংকেত।”

বিবৃতিতে আরও বলা হয়, পূর্ণ দিবসে সাংবাদিক নেতৃবৃন্দকে দমন করতে ইচ্ছাকৃতভাবে পিকআপ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে একাধিক সাংবাদিক পুলিশের হামলার শিকার হন। তাদের মধ্যে সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার বর্ণনা দিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ জানান, ইত্তেফাক পত্রিকার এক সিনিয়র সাংবাদিক রিকশায় থাকা অবস্থায় পুলিশের আঘাতে গুরুতর আহত হন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও জাতীয় প্রেস ক্লাবের সামনেও দুজন সাংবাদিককে প্রকাশ্যে মারধর করা হয়। আহতদের মধ্যে একজনকে আলা মিয়াহ হাসপাতালে ভর্তি করা হয় এবং অন্যজনকে কাকরাইল এলাকা থেকে উদ্ধার করা হয়। সাংবাদিক সৈয়দ পারভেজকে আটক করে অমানবিকভাবে প্রহার করা হয়।

পুলিশের নিষ্ঠুরতাঃ
নেতৃবৃন্দ বলেন, দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা কোনো করুণা দেখাননি। আটক দুই সাংবাদিককে প্রেসক্লাবের সামনেই পেটাতে থাকে। এমনকি সাংবাদিকদের রক্ষা করার পরিবর্তে তারা প্রকাশ্যে গণমাধ্যমকে শত্রু মনে করে আচরণ করছে।

এছাড়াও পুলিশের নির্দেশে ঢাকা জিপিএইচ লিমিটেডের প্রতিবেদক ফৈয়াজ শাকিল, নিউজ টুডের নোমান মোবারক এবং সেবার শিপন পারভেজকে ট্রাকে তুলে নিয়ে অমানবিকভাবে নির্যাতন করা হয়। আহতদের মধ্যে নোমান মোবারক ও শিপন পারভেজ বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

গণমাধ্যমের স্বাধীনতায় আঘাতঃ
জাতীয় সাংবাদিক সংস্থা মনে করে, এ ধরনের ঘটনা শুধু সাংবাদিকদের ওপর আঘাত নয়; এটি পুরো গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের তথ্য জানার অধিকারকে খর্ব করছে। সংবাদপত্র, টেলিভিশন, অনলাইনসহ সকল গণমাধ্যমের সাংবাদিকরা আজ আতঙ্কের মধ্যে কাজ করছে।

দাবি ও সতর্কবার্তাঃ
নেতৃবৃন্দ স্পষ্ট করে বলেন—
👉অবিলম্বে হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
👉আহত সাংবাদিকদের সুচিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব সরকারকে নিতে হবে।
👉সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের স্বাধীনভাবে কাজের পরিবেশ ফিরিয়ে দিতে হবে।

অন্যথায়, সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে রাজপথে নেমে গণতন্ত্রবিরোধী এ জুলুমের জবাব দিতে বাধ্য হবে।

বার্তা প্রেরকঃ
গাজী সালেহ উদ্দিন হোসেন
দপ্তর সচিব
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা

27/08/2025

খবর শুনতে চলে আসুন

 #যারা চীনের ফ্যাক্টরি থেকে মাল প্রোডাকশন করে আনতে চান, তাদের জন্য এই term টা জানা দরকার...... #চীন থেকে নতুন নতুন প্রযু...
26/08/2025

#যারা চীনের ফ্যাক্টরি থেকে মাল প্রোডাকশন করে আনতে চান, তাদের জন্য এই term টা জানা দরকার......
#চীন থেকে নতুন নতুন প্রযুক্তি নিয়ে, দক্ষ জনশক্তি গঠনে আমরা সবার চেয়ে এগিয়ে।।
#আমাদের দক্ষ টেকনিশিয়ান সর্বদা আপনাদের পাশে রয়েছে।।
#চীন থেকে আনা বিভিন্ন product নিয়ে সম্পুর্ন বিনা পুঁজিতে ব্যবসা করুন আমাদের মাধ্যমে ।।
#একটাকাও খরচ হবে না, ইনশাল্লাহ
#না কোন দোকান লাগবে, না কোন AC বা কর্মচারির বেতন
#আর যারা পুঁজি বিনিয়োগ করতে চান..তাদের দোকান বা বাড়ি হলেও চলবে। 10/20 হাজার দিয়েও শুরু করতে পারেন।
#ছাত্রদের জন্য বিশাল সুযোগ...
Whatsapp- 01725-997078

আসসালামু আলাইকুম। সবাই কে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। 🌹🌹🌹 Good morning 🌹🌹🌹
25/08/2025

আসসালামু আলাইকুম। সবাই কে আমার পক্ষ থেকে শুভেচ্ছা।

🌹🌹🌹 Good morning 🌹🌹🌹

Address

Bangladesh
Chittagong
4100

Alerts

Be the first to know and let us send you an email when Gazi saleh Uddin Hossain 01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share