
02/09/2025
"আওয়ামী লীগ নিষিদ্ধ — অথচ আওয়ামী লীগ নিয়েই তোমাদের বাজার!"**
দিনরাত আওয়ামী লীগ নিয়ে চিৎকার, লাইভ, পোস্ট, বক্তৃতা!
যে দলকে বলো ‘শেষ’, তার নামেই ভিউ, ফলোয়ার, মার্কেট তৈরি করো?
এত যদি ঘৃণা, তবে আওয়ামী লীগ ছাড়া কথা বলো না কেন?
➡️ মুখে বলো ‘আওয়ামী লীগ নাই’,
➡️ আর ভিতরে ভিতরে আওয়ামী লীগ ছাড়া তোমাদের অস্তিত্বই নাই।
ইলিয়াস তুমি তো কয়দিন আগে নুরকে নিয়ে একটা মুখরোচক ভিডিও পোস্ট দিয়েছিলা ভিউ পাওয়ার জন্য। সত্যিই কি তোমার বাংলাদেশ এর প্রতি মাতৃত্ববোধ আছে কিনা আমার সন্দেহ হয়।
বুঝে রাখো —
**যাদের রাজনীতি আওয়ামী লীগ-বিরোধিতা ছাড়া দাঁড়ায় না, তারা নিজেরাই দুর্বল।**
নিষিদ্ধ আওয়ামী লীগ দিয়ে যদি জীবিকা চলে, দোষ কার?
**তোমরাই সবচেয়ে বড় সুবিধাভোগী।**
#দাইল্যসংলাপ
#বাংলাদেশ