Gazi saleh Uddin Hossain 01

Gazi saleh Uddin Hossain 01 আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা,দৈনিক দেশ প্রতিদিন, দৈনিক দেশ সেবা, দৈনিক দেশ বুলেটিন,দৈনিক আজকের খবর কক্সবাজার সদর

*Start with Bismillah, End with Alhamdulillah 🌹🌹🌹🌹☢️ *সতর্কবার্তা:* পানি পান করার আগে বিসমিল্লাহ বলুন নয়তো জ্বীনকে খেয়ে ...
02/10/2025

*Start with Bismillah, End with Alhamdulillah 🌹🌹🌹🌹

☢️ *সতর্কবার্তা:* পানি পান করার আগে বিসমিল্লাহ বলুন নয়তো জ্বীনকে খেয়ে ফেলবেন।

জ্বীন শব্দটা পড়ার পর কারা কারা ২২০ ভোল্টের শক খাইছেন হাত-পা তুলুন।

আসলেই কিন্তু পানিতে থাকে—
💧 ২টা হাইড্রোজেন + ১টা অক্সিজেন = H₂O
কোনো জ্বীন-ট্বীন না

তাই চিন্তা নাই, শুধু বলুন 👉 বিসমিল্লাহ
আরামসে পানি খান জীবন বাচাঁন🥤।আর পানি খেয়ে ধেয়ে আমাদের চ্যানেলের পোস্ট পড়ুন

সবাই কে আমার পক্ষ থেকে বৃষ্টি ভেজা সন্ধ্যার শুভেচ্ছা।
🌹🌹🌹🌹❤️❤️❤️

02/10/2025

আজ বিজয়া দশমীর আয়োজন চলছে

সবাই দেখুন আর ক্রয় করুন
02/10/2025

সবাই দেখুন আর ক্রয় করুন

𝗢𝗳𝗳𝗲𝗿!! 𝗢𝗳𝗳𝗲𝗿!! 𝗢𝗳𝗳𝗲𝗿!!
🔘কন্টেন্ট ক্রিয়েটরদের কম্বো প্যাকেজ🔘
⛔ দয়া করে কেও ফেইক অর্ডার করবেন নাহ ⛔

অডার করতে ভিজিট করুনঃ
𝐖𝐞𝐛𝐬𝐢𝐭𝐞 :https://hazzamart.com/

★.ইউটিউব /টিকটক/ ব্লক ভিডিও/ রিল ভিডিও /মিডিয়া কভারেজ /ওয়াজ মাহফিল /ভিডিও ক্লাস / ট্রাভেল / লেখা বা কেক তৈরি সহ সকল ধরনের ভিডিও করা সক্ষমতা.

🚩প্যাকেজে যা থাকছে:-
1.★ 380A Trypod Stand (Mobile & Camera)
2.★ 𝑲8 𝑾𝒊𝒓𝒆𝒍𝒆𝒔𝒔 𝑴𝒊𝒄𝒓𝒐𝒑𝒉𝒐𝒏𝒆

⬇️product Descriptions:
1. 𝙏𝙧𝙞𝙥𝙤𝙙 380𝘼 :
★. এটার উচ্চতা 4.6 ফিট ।
★. ৩৬০ ডিগ্রী রোটেড করা যায় ।
★. ৪ কেজি প্রযন্ত ধারণ ক্ষমতা
★. ফটো এবং ভিডিও করার জন্য কম প্রাইজে বেস্ট একটা ট্রাইপড।
★. এলুমিনিয়াম দ্বারা তৈরি তাই জং পড়ার কোন সম্ভাবনা নেই।
★. ট্রাইপডটির বিল্ড কোয়ালিটি আপনাকে মুগ্ধ করবে।
★. মোবাইল অথবা ক্যামেরা উভয়টাই বহন করতে সক্ষম।
★. এটাতে রয়েছে একটি পরিমাপক যন্ত্র যা দিয়ে আপনি বুঝতে পারবেন আপনার । ক্যামেরা কতটুকু সোজা আছে।
★. এলুমিনিয়াম দ্বারা তৈরি হওয়াতে এটাতে খুব সুন্দর একটা সাইনিং ভাব চলে আসে,যা এটার সৌন্দর্যকে বাড়িয়ে তোলে বহুগুনে ।

2. 𝑲8 𝑾𝒊𝒓𝒆𝒍𝒆𝒔𝒔 𝑴𝒊𝒄𝒓𝒐𝒑𝒉𝒐𝒏𝒆 :
★.এটি বর্তমানে সবথেকে জনপ্রিয় প্রোডাক্ট
★.৯৫% নয়েস মুক্ত অডিও রেকর্ডিং সুবিধা।
★.২০ মিটারের দূরত্বেও অনায়সে কানেকটেড থাকবে।
★.প্রতিবার চার্জ দিয়ে 3/4 ঘন্টা চার্জিং ব্যাকাপ!
★.ইউটিউবিং,টিকটক,ব্লগিং,যেকোনো কিছুর জন্যই এটা স্মার্ট গ্যাজেট!



বেঁচে থাকতে…এত আয়োজন, এত কোলাহল,চারদিকে ঝলমলে আলোয় ভরা জীবন।কিন্তু মৃত্যু এলে—সবই থেমে যাবে,থেমে যাবে আড্ডা, হাসি আর আয়ো...
02/10/2025

বেঁচে থাকতে…
এত আয়োজন, এত কোলাহল,
চারদিকে ঝলমলে আলোয় ভরা জীবন।

কিন্তু মৃত্যু এলে—
সবই থেমে যাবে,
থেমে যাবে আড্ডা, হাসি আর আয়োজন।নেমে আসবে অন্ধকার নিকষ কালো আঁধার,ডেকে নেবে মাটির নীরব ঘর।

যে মানুষটিকে সবাই চিনত,
যে ছিলো আলোর ঝলক এই দুনিয়াতে,
তার অস্তিত্বের গল্পও একদিন হয়তো হারিয়ে যাবে বিস্মৃতির সাগরে।

~ পরকালের প্রস্তুতি

🌹🌹🌹 শুভ সকাল ❤️❤️❤️

হজরত উমর রাযিয়াল্লাহু - হরমুজান নামের এক অত্যাচারী রাজা ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাযিয়াল্লাহু আনহুর শাসনামল। তখ...
02/10/2025

হজরত উমর রাযিয়াল্লাহু - হরমুজান নামের এক অত্যাচারী রাজা

ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাযিয়াল্লাহু আনহুর শাসনামল। তখন পারস্যের এক প্রদেশের শাসক ছিলো- হরমুজান নামের এক অত্যাচারী রাজা। মুসলমানদের সঙ্গে তার প্রায়ই লড়াই হতো। লড়াইয়ে পরাজিত হলে তিনি বিভিন্ন শর্তে সন্ধি করতেন এবং নিজের রাজ্যে ফিরে যেতেন। পরে আবার সুযোগ পেলেই মুসলমানদের ক্ষতি সাধন করতেন।

তার এমন অনৈতিক নীতির ফলে খলিফা হজরত উমর (রা.) আদেশ দিলেন, হরমুজানকে বন্দী করে তার দরবারে হাজির করতে। ইতোমধ্যে এক যুদ্ধে হরমুজান মুসলমানদের হাতে বন্দী হয়। খলিফার হুকুম মতে তাকে বন্দী অবস্থায় খলিফার দরবারে হাজির করা হয়।

তখন খলিফা হজরত উমর (রা.) তাকে লক্ষ্য করে বললেন, �আপনি আমাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করছেন। আপনার বিশ্বাসঘাতকতার কারণে আমাদের বারবার যুদ্ধ-বিগ্রহে জড়িয়ে পড়তে হচ্ছে। ফলে অসংখ্য মুসলিম সৈন্যকে অযথা প্রাণ দিতে হচ্ছে। তাদের অর্থ-সম্পদ নষ্ট হচ্ছে।

আপনি অনেকের ঘর-বাড়ি আপনি ধ্বংস করেছেন। নিরীহ অনেক লোকের ওপর অন্যায়ভাবে অত্যাচার চালিয়েছেন। আপনাকে আর সুযোগ দেওয়া যায় না। আপনার একমাত্র শাস্তি হলো- মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে আপনার কোনো কথা থাকলে বলতে পারেন।�

হরমুজান ছিলো খুব সূক্ষ্ম ও কূটবুদ্ধিসম্পন্ন লোক। সুযোগ পেয়ে তিনি এক ফন্দি আঁটেন। তিনি বললেন, মহানুভব খলিফাতুল মুসলিমিন! আমার প্রচণ্ড পিপাসা পেয়েছে, দয়া করে আমাকে একটু পানি পান করতে দিন।

খলিফার নির্দেশে তাকে পানি পান করতে দেওয়া হলো। সুচতুর হরমুজান পানির পাত্র হাতে নিয়ে তা পান না করে ভীতু-ভীতু ভাব নিয়ে ডানে-বামে তাকাতে লাগলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, কি হলো, আপনি পানি পান করছেন না কেন? প্রশ্ন শুনে হরমুজান জবাব দিলো- আমিরুল মুমিনিন, আমার ভয় হচ্ছে যে, পানিটুকু পান করার আগেই আমাকে হত্যা করা হবে।

তার কথার প্রেক্ষিতে হজরত উমর (রা.) বললেন, আপনি নির্ভয়ে পানি পান করুন। হাতের পানি পান করার পূর্বে আপনাকে হত্যা করা হবে না। এ ব্যাপারে আপনাকে আমি নিশ্চয়তা দিলাম।

হরমুজান আমিরুল মুমিনিনের এ কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাতে থাকা পানির পাত্রটি মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, মহামান্য খলিফা! আপনি বলেছেন, হাতের পানিটুকু পান করার আগে আমাকে হত্যা করবেন না। আমি পানি ফেলে দিয়েছি, সে পানি আর পান করবো না। ওয়াদা অনুযায়ী আপনিও আমাকে আর হত্যা করতে পারবেন না।

হরমুজানের এ চালাকির প্রেক্ষিতে মুসলিম সৈন্যরা রেগে গিয়ে বলল, আমিরুল মুমিনিন! আপনি অনুমতি দিন- আমরা এখনই তার এমন অনৈতিক চালাকির শাস্তি দেই।

কিন্তু খলিফা হজরত উমর (রা.) সবাইকে থামিয়ে দিয়ে বললেন, না তা হতে পারে না। মুসলমানের কথার মূল্য অনেক। সুতরাং যে কথা আমি বলে ফেলেছি, যেকোনো মূল্যে আমি তা রক্ষা করবই- ইনশাআল্লাহ।

যেহেতু আমি তাকে বলেছি, তার হাতের পানিটুকু পান করার পূর্বে তাকে আমি হত্যা করবো না, আর সে যখন পানি পান করেনি সুতরাং, বন্দী হরমুজানকে হত্যা করা চলবে না। এ কথা কথা বলে উমর (রা.) হরমুজানকে লক্ষ্য করে বললেন, যান, আপনি মুক্ত। আমার কথার খেলাফ আমি করবো না।

সুবহানাল্লাহ, কথার কি মূল্য। ওয়াদা পালনের কি অপূর্ব নজির। হরমুজান কল্পনাও করতে পারেননি- তিনি এত সহজে মুক্তি লাভ করবেন। রাসূলের প্রিয় সহচর হজরত উমরের মহানুভবতা দেখে তিনি দারুণভাবে প্রভাবিত হলেন। তিনি ভাবলেন, এই যদি হয় ইসলামের আদর্শ; তবে এর থেকে দূরে থাকা হবে আমার জন্যে চরম দুর্ভাগ্যজনক। ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে হরমুজান ইসলাম গ্রহণ করলেন।

এভাবেই যুগে যুগে ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে অসংখ্য মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছেন। বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়েছে আপন মহিমায়। শক্তির জোরে নয়।





“A lie can travel halfway around the world while the truth is putting on its shoes.
01/10/2025

“A lie can travel halfway around the world while the truth is putting on its shoes.

> “আস-সিলসিলাতুয-যাহাব” (সোনার চেইন)।_হাদীসের জগতে “সোনার চেইন” বলে পরিচিত ছাত্র–শিক্ষকের নিম্নোক্ত চেইনঃ_▪️ *ইমাম মুসলি...
01/10/2025

> “আস-সিলসিলাতুয-যাহাব” (সোনার চেইন)।
_হাদীসের জগতে “সোনার চেইন” বলে পরিচিত ছাত্র–শিক্ষকের নিম্নোক্ত চেইনঃ_
▪️ *ইমাম মুসলিম (রহ.)* এর শিক্ষক ছিলেন *ইমাম বুখারী (রহ.)*

▪️ *ইমাম বুখারী (রহ.)* এর শিক্ষক ছিলেন *ইমাম আহমাদ ইবনু হাম্বল (রহ.)*

▪️ *ইমাম আহমাদ (রহ.)* এর শিক্ষক ছিলেন *ইমাম শাফেয়ী (রহ.)*

▪️ *ইমাম শাফেয়ী (রহ.)* এর শিক্ষক ছিলেন *ইমাম মালিক (রহ.)*

▪️ *ইমাম মালিক (রহ.)* এর বর্ণনার বিখ্যাত সানাদ ছিল *নাফি (তাবেঈ, রহ.)*

▪️ *নাফি (রহ.)* এর শিক্ষক ছিলেন সাহাবী *আবদুল্লাহ ইবনু উমার (রাঃ)*

▪️ *আবদুল্লাহ ইবনু উমার (রাঃ)* এর শিক্ষক ছিলেন স্বয়ং *রাসূলুল্লাহ (সাঃ)*

🌹🌹🌹 শুভ দুপুর 🌹🌹🌹

*প্রিয় আল্লাহ,* আজ যদি আমি আমার আশা হারিয়ে ফেলি,তাহলে আমাকে মনে করিয়ে দিও —তোমার পরিকল্পনাই আমার সব স্বপ্নের চেয়ে উত...
30/09/2025

*প্রিয় আল্লাহ,*

আজ যদি আমি আমার আশা হারিয়ে ফেলি,
তাহলে আমাকে মনে করিয়ে দিও —
তোমার পরিকল্পনাই আমার সব স্বপ্নের চেয়ে উত্তম। ✨
আমীন ❤️

বেঁচে থাকতে…এত আয়োজন, এত কোলাহল,চারদিকে ঝলমলে আলোয় ভরা জীবন।কিন্তু মৃত্যু এলে—সবই থেমে যাবে,থেমে যাবে আড্ডা, হাসি আর আয়ো...
30/09/2025

বেঁচে থাকতে…
এত আয়োজন, এত কোলাহল,
চারদিকে ঝলমলে আলোয় ভরা জীবন।

কিন্তু মৃত্যু এলে—
সবই থেমে যাবে,
থেমে যাবে আড্ডা, হাসি আর আয়োজন।নেমে আসবে অন্ধকার নিকষ কালো আঁধার,ডেকে নেবে মাটির নীরব ঘর।

যে মানুষটিকে সবাই চিনত,
যে ছিলো আলোর ঝলক এই দুনিয়াতে,
তার অস্তিত্বের গল্পও একদিন হয়তো হারিয়ে যাবে বিস্মৃতির সাগরে।

~ পরকালের প্রস্তুতি

🌹🌹🌹 সবাই কে সন্ধ্যার শুভেচ্ছা 🌹🌹🌹

Address

Chittagong
4100

Alerts

Be the first to know and let us send you an email when Gazi saleh Uddin Hossain 01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share