ডা: কে এম আমজাদ হোসেন ইমন

ডা: কে এম আমজাদ হোসেন ইমন Dr K M Amjad Hossen Emon
MBBS(CMC),CCD(BIRDEM-DHAKA). Medical Officer[MCH-FP],Matiranga, Khagrachhari

👶🧠 গর্ভবতী মায়েদের MRI না করার আসল কারণআলট্রাসাউন্ডে আপনি পান সেই মিষ্টি, একটু ঝাপসা প্রোফাইল — ছোট্ট নাক, ক্ষুদ্র হাত, ...
31/10/2025

👶🧠 গর্ভবতী মায়েদের MRI না করার আসল কারণ

আলট্রাসাউন্ডে আপনি পান সেই মিষ্টি, একটু ঝাপসা প্রোফাইল — ছোট্ট নাক, ক্ষুদ্র হাত, হয়তো একটুখানি হাই তোলাও দেখা যায়।

কিন্তু MRI? এটা সম্পূর্ণ ভিন্ন গল্প! 😳

যখন কোনো ভ্রূণকে MRI মেশিনে রাখা হয়, তখন আপনি পান না “আহা” মুহূর্ত,
বরং পান “আহ্!” মুহূর্ত!

কারণ চৌম্বক তরঙ্গের মাধ্যমে গর্ভের শিশুর যা দেখা যায় তা হলো —
চোখ বড় করে তাকিয়ে থাকা, অদ্ভুত স্বচ্ছ ছোট্ট প্রাণী, যেন তারা ইতিমধ্যেই আপনার সব গোপন জানে! 👀

ভয় পাবেন না — এটা একদম স্বাভাবিক!
MRI কেবল হাড় ও তরলের গঠনকে ভিন্নভাবে দেখায় বলেই এমনটা হয়।

তবুও... পারিবারিক অ্যালবামের জন্য আলট্রাসাউন্ডই বোধহয় ভালো পছন্দ। 😅

#বিজ্ঞান_অদ্ভুত #গর্ভাবস্থা_তথ্য #ভয়ংকরকিন্তুমজার #ভবিষ্যতের_শিশু

🌱 শাকসবজির জাদু 🌿আপনার রান্নাঘরেই লুকিয়ে আছে সুস্থ জীবনের চাবিকাঠি!🥕 মিষ্টি কুমড়া: বয়সের ছাপ পড়তে দেয় না।🥒 লাউ: পেট পরিষ...
30/10/2025

🌱 শাকসবজির জাদু 🌿
আপনার রান্নাঘরেই লুকিয়ে আছে সুস্থ জীবনের চাবিকাঠি!

🥕 মিষ্টি কুমড়া: বয়সের ছাপ পড়তে দেয় না।
🥒 লাউ: পেট পরিষ্কার রাখে।
🥬 কলমি শাক: কোষ্ঠকাঠিন্য দূর করে।
🥦 কচু: ক্যানসারের ঝুঁকি কমায়।
🌿 কচুর লতি: চুল পড়া বন্ধ করে।
🍃 পুঁইশাক: পাইলস প্রতিরোধে কার্যকর।

👉 নিয়মিত খাবারে শাকসবজি রাখুন,
সুস্থ থাকুন — প্রাণবন্ত থাকুন 💚

#শাকসবজি #স্বাস্থ্য

゚viralシfypシ゚viralシalシ
゚viralシfypシ゚viralシ
゚viralシfypシ゚viralシal

🌿 মনোযোগ ধরে রাখতে পারছেন না?তাহলে এখনই জেনে নিন মস্তিষ্ককে সক্রিয় ও মনোযোগী রাখার ৭টি কার্যকর টিপস 🧠👇1️⃣ পর্যাপ্ত ঘুম ন...
29/10/2025

🌿 মনোযোগ ধরে রাখতে পারছেন না?
তাহলে এখনই জেনে নিন মস্তিষ্ককে সক্রিয় ও মনোযোগী রাখার ৭টি কার্যকর টিপস 🧠👇

1️⃣ পর্যাপ্ত ঘুম নিন — মস্তিষ্ক বিশ্রাম পেলে মনোযোগ বাড়ে।
2️⃣ একসাথে একটাই কাজ করুন।
3️⃣ কিছু সময় মোবাইল ও সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন।
4️⃣ প্রতিদিন ১০–১৫ মিনিট মেডিটেশন বা নামাজে মনোযোগ দিন।
5️⃣ হালকা ব্যায়াম করুন — শরীর সচল মানেই মনও সচল।
6️⃣ স্বাস্থ্যকর খাবার খান — ফল, বাদাম ও ওমেগা-৩ যুক্ত খাবার।
7️⃣ ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন, কাজ সহজ লাগবে।

🩺 মনোযোগ মানেই মানসিক ফিটনেস।
যত বেশি যত্ন নেবেন, তত বেশি মনোযোগী হবেন — জীবনে সাফল্য আসবে স্বাভাবিকভাবেই 🌱


👨‍⚕️ ডা: কে এম আমজাদ হোসেন ইমন
“সুস্থ মন, সচেতন জীবন” 💚

#মনোযোগ #মানসিক_স্বাস্থ্য

গত শনিবার এক মাঝবয়সী ভদ্রমহিলা, প্রতিমা দেবী (নাম পরিবর্তিত), চেম্বারে ঢুকলেন। বসেই বললেন,“ডাক্তারবাবু, আমি কিন্তু পেশে...
27/10/2025

গত শনিবার এক মাঝবয়সী ভদ্রমহিলা, প্রতিমা দেবী (নাম পরিবর্তিত), চেম্বারে ঢুকলেন। বসেই বললেন,
“ডাক্তারবাবু, আমি কিন্তু পেশেন্ট নই, আমার মেয়েই পেশেন্ট।”

জিজ্ঞাসা করলাম, “তাহলে উনি আসেননি কেন? বয়স কত আপনার মেয়ের?”
তিনি বললেন, “বয়স চৌদ্দ। কিন্তু ও আসতে পারবে না।”
“কেন? কী হয়েছে?”

প্রতিমা দেবী একটু থেমে বললেন,
“ও ডাউন সিনড্রোমে আক্রান্ত। গত এক বছর ধরে পিরিয়ড শুরু হয়েছে, কিন্তু প্রতি মাসে খুব বেশি ব্লিডিং হয়। আর যখন পিরিয়ড হয়, ও নিজের হাইজিন মেন্টেন করতে পারে না। জামাকাপড়, বিছানা সব নোংরা করে ফেলে। তাই ভাবছিলাম, পিরিয়ড বন্ধ রাখার কোনো উপায় আছে কি? যেমন ধরুন, ইউটেরাস বাদ দেওয়া বা অন্য কিছু?”

তাঁকে বোঝানো হল, “দেখুন, ইউটেরাস বাদ দেওয়া এই বয়সে খুবই কঠিন ও চূড়ান্ত সিদ্ধান্ত। একবার করলে সেটা আর ফেরানো যায় না। বরং আমরা কিছু ওষুধ দিতে পারি যাতে পিরিয়ড কমে যায় বা তিন-চার মাস পরপর হয়। এগুলো রিভার্স করা যায়, মানে চাইলে পরে বন্ধও করা যায়।”

তিনি আগ্রহ নিয়ে বললেন, “হ্যাঁ, কী কী উপায় আছে বলুন।”
বিস্তারিত ভাবে সব বুঝিয়ে বলা হল।

কিন্তু কথার ফাঁকে হঠাৎ দেখলাম, তাঁর চোখে জল।
“ডাক্তারবাবু, এই মেয়েকে নিয়ে আমার খুব কষ্ট হয়,” তিনি বললেন। “ওর বাবা তিন বছর আগে মারা গেছেন।”
আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, “তাহলে আপনি একাই সব সামলান? মেয়ে স্কুলে যায়?”
“হ্যাঁ, বিশেষভাবে সক্ষম শিশুদের একটা স্কুলে পড়ে। কিন্তু বুদ্ধিশুদ্ধি খুব একটা বাড়েনি, নামমাত্র পড়াশোনা করে।”

চেম্বারের বাইরে তখন রোগীরা অধৈর্য হয়ে উঠছেন—“একজন পেশেন্টের এতক্ষণ লাগে নাকি?”

কিন্তু প্রতিমা দেবী থামলেন না। বললেন,
“এখন তো শুনি প্রেগন্যান্সির সময়েই নাকি জানা যায় বাচ্চার ডাউন সিনড্রোম আছে কিনা। আমাদের সময় তো এসব ছিল না। তখন আমার বয়স ছিল পঁচিশ।”

“আসলে ২০১১ সালে আপনার মেয়ের জন্মের সময়ও এই টেস্টগুলো ছিল। প্রায় পঞ্চাশ বছর আগে ভাবা হতো ৩৫ বছরের বেশি বয়সী মহিলাদেরই এই টেস্ট দরকার, কিন্তু এখন আমরা বলি—প্রত্যেক গর্ভবতী মহিলারই এই স্ক্রিনিং করা উচিত। কারণ প্রতিটা বাচ্চাই সমান গুরুত্বপূর্ণ। এই টেস্টে শুধু ডাউন সিনড্রোম নয়, আরও অনেক জন্মগত ত্রুটি—যেমন হার্ট, কিডনি, বা মস্তিষ্কের গুরুতর সমস্যা—ধরা যায়। যদি এমন কিছু ধরা পড়ে যা চিকিৎসায় সম্ভব নয়, তাহলে প্রয়োজনে গর্ভপাত করে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া যায়। শুধু দরকার ঠিক জায়গা থেকে অত্যাধুনিক টেস্ট করা”

তিনি চুপ করে কিছুক্ষণ বসে রইলেন, তারপর বললেন,
“জানেন, আমার ৩০ বছর বয়সে আরেকটা প্রেগন্যান্সি হয়েছিল। বাচ্চাটা জন্মেছিল, কিন্তু তিন মাসের মাথায় মারা যায়। হার্টে ফুটো ছিল, বুকেও ইনফেকশন হয়েছিল। পরে জানা যায়, সেও ডাউন সিনড্রোমে আক্রান্ত ছিল।”

তারপর যে কথাটা বললেন, সেটা শুনে সত্যিই মনটা ভারী হয়ে গেল।
তিনি বললেন,
“ডাক্তারবাবু, অনেক কষ্টের কথা বলছি, কিন্তু এখন ভাবি—বাচ্চাটা মারা গিয়েছিল, তাতেই হয়তো ভাল হয়েছে। না হলে আজ আমি কীভাবে দুটো ডাউন সিনড্রোম আক্রান্ত বাচ্চাকে একা মানুষ করতাম? একটাকে নিয়েই হিমশিম খাচ্ছি।”

তার কথায় একটা অসহায় বাস্তবতার ভার ছিল।
চেম্বারের বাইরে এখনও রোগীদের আওয়াজ, কিন্তু ভিতরে একটা গভীর নীরবতা নেমে এল।

মনে পড়ল—অক্টোবর মাস হচ্ছে Down Syndrome Awareness Month। অথচ এখনো আমাদের সমাজে ডাউন সিনড্রোম নিয়ে পর্যাপ্ত সচেতনতা নেই।

ডাউন সিনড্রোমই হলো শিশুদের জন্মগতভাবে মানসিক প্রতিবন্ধী হওয়ার অন্যতম প্রধান কারণ। অথচ সময়মতো সচেতনতা, স্ক্রিনিং, আর পরামর্শ থাকলে অনেক পরিবারকে এই অসহনীয় কষ্ট থেকে বাঁচানো যেত।

লেখা: ডাঃ সুজয় দাশগুপ্ত

゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚viralシ

🌿 সুস্থ জীবনের জন্য ৫টি সহজ নিয়ম 🌿⃣ মাংস খাবেন কম 🍖⃣ শাকসবজি খাবেন বেশি 🥦⃣ চিনি খাবেন কম 🍬⃣ ফল খাবেন বেশি 🍎⃣ গাড়ি চড়বেন ...
26/10/2025

🌿 সুস্থ জীবনের জন্য ৫টি সহজ নিয়ম 🌿

⃣ মাংস খাবেন কম 🍖
⃣ শাকসবজি খাবেন বেশি 🥦
⃣ চিনি খাবেন কম 🍬
⃣ ফল খাবেন বেশি 🍎
⃣ গাড়ি চড়বেন কম 🚗
⃣ হাঁটাচলা করবেন বেশি 🚶‍♂️
⃣ রাগারাগি করবেন কম 😠
⃣ হাসিখুশি থাকবেন বেশি 😊
⃣ বাজে চিন্তা করবেন কম 🤯
⃣ ঘুমাবেন নিয়মমাফিক 😴

💚 সুস্থ মন, সুন্দর জীবন — নিজের যত্ন নিন প্রতিদিন!

#স্বাস্থ্য

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, মাটিরাঙ্গা পরিদর্শন করেন সহকারি পরিচালক (স্টোর ও উপকরণ সরবরাহ) মো: লোকমান স্যার।পরিদর্...
25/10/2025

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, মাটিরাঙ্গা পরিদর্শন করেন সহকারি পরিচালক (স্টোর ও উপকরণ সরবরাহ) মো: লোকমান স্যার।
পরিদর্শনকালে স্যার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

25/09/2025
ডায়াবেটিক ফুট একটা মানসিক যন্ত্রণার নাম, না সহজে শুকাবে, না ভালোভাবে কিছু করতে দিবে। আলহামদুলিল্লাহ। আজকে রোগীটিকে ভালো ...
20/09/2025

ডায়াবেটিক ফুট একটা মানসিক যন্ত্রণার নাম,
না সহজে শুকাবে, না ভালোভাবে কিছু করতে দিবে।

আলহামদুলিল্লাহ।

আজকে রোগীটিকে ভালো হয়ে গেছেন বলে বিদায় জানালাম।

এইরকম রোগীকে প্রায় সময় একটা কথায় জিজ্ঞেস করি, আমার জন্য দোয়া করেন তো , আর রোগী যখন বলে, নামাজে অনেক বেশি দোয়া করেন আমার জন্য।

আল্লাহ আমার রোগীদের দোয়ায় আমি অধমকে কবুল করে নিক।( আমিন)

🦶 ডায়াবেটিক ফুট: একটি নীরব কিন্তু মারাত্মক জটিলতাডায়াবেটিস শুধু রক্তে শর্করার মাত্রা বাড়ায় না, বরং দীর্ঘমেয়াদে নানা জটিল...
05/09/2025

🦶 ডায়াবেটিক ফুট: একটি নীরব কিন্তু মারাত্মক জটিলতা

ডায়াবেটিস শুধু রক্তে শর্করার মাত্রা বাড়ায় না, বরং দীর্ঘমেয়াদে নানা জটিলতা তৈরি করে। এর মধ্যে সবচেয়ে ভয়ংকর একটি হলো ডায়াবেটিক ফুট।

👉 ডায়াবেটিক ফুট কী?
ডায়াবেটিক ফুট হলো ডায়াবেটিস রোগীর পায়ে সংক্রমণ, ঘা বা আলসার হওয়া। ডায়াবেটিসে রক্ত সঞ্চালন কমে যায় ও স্নায়ুর কার্যক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়। ফলে রোগী অনেক সময় ব্যথা বা আঘাত টেরই পান না। ছোট একটি ক্ষতও বড় আকার নিতে পারে।

👉 কেন হয়?
✅ রক্ত সঞ্চালন কমে যাওয়ায় ক্ষত দ্রুত শুকায় না
✅ স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ায় আঘাত বা কাটা বোঝা যায় না
✅ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে

👉 করণীয় কী?
🔹 প্রতিদিন পা পরীক্ষা করুন
🔹 ফাটা, কাটা, ফোস্কা বা ক্ষত হলে দ্রুত চিকিৎসকের কাছে যান
🔹 নখ সাবধানে কাটুন
🔹 শক্ত বা আঁটসাঁট জুতা পরবেন না
🔹 নিয়মিত রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখুন

👉 আউটকাম কী হতে পারে?
⚠️ ছোট ক্ষত অবহেলা করলে বড় আলসার হতে পারে
⚠️ মারাত্মক সংক্রমণে পা কেটে ফেলতে (amputation) হতে পারে
⚠️ সঠিক যত্ন নিলে জটিলতা অনেকাংশে প্রতিরোধযোগ্য

💡 মনে রাখবেন:
ডায়াবেটিক ফুট প্রতিরোধযোগ্য, যদি সচেতন হন। তাই আজ থেকেই নিজের পায়ের যত্ন নিন। 🦶❤️

#ডায়াবেটিস #ডায়াবেটিকফুট #স্বাস্থ্যসচেতনতা

কারো কোন কিছু জানার থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন।       ゚viralシfypシ゚viralシalシ
05/09/2025

কারো কোন কিছু জানার থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন।


゚viralシfypシ゚viralシalシ

🌿🍵 তেজপাতার চায়ের স্বাস্থ্য উপকারিতা 🍵🌿তেজপাতা শুধু রান্নার স্বাদই বাড়ায় না, এর চা শরীরের জন্যও খুবই উপকারী। নিয়মিত ১ কা...
03/09/2025

🌿🍵 তেজপাতার চায়ের স্বাস্থ্য উপকারিতা 🍵🌿

তেজপাতা শুধু রান্নার স্বাদই বাড়ায় না, এর চা শরীরের জন্যও খুবই উপকারী। নিয়মিত ১ কাপ তেজপাতার চা পান করলে পেতে পারেন অসাধারণ কিছু উপকারিতা👇

✨ হজমে সহায়তা করে
✨ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে
✨ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
✨ খারাপ কোলেস্টেরল কমাতে সহায়ক
✨ সর্দি-কাশি উপশমে কার্যকর
✨ মানসিক চাপ কমায়
✨ ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে

⚠️ তবে মনে রাখবেন, প্রতিদিন ১ কাপই যথেষ্ট। অতিরিক্ত পান ক্ষতিকর হতে পারে।

👉 আপনি কি কখনও তেজপাতার চা খেয়েছেন? আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান। 💬

#স্বাস্থ্য #সুস্থজীবন #লাইফস্টাইল #হেলথটিপস #রাতের_ঘুম
゚viralシfypシ゚viralシalシ

🌸 সুস্থ-সবল ও হাসিখুশি শিশুর জন্য ১০টি ভালো অভ্যাস 🌸শিশুরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের ছোটবেলা থেকেই ভালো অভ্যাস গ...
01/09/2025

🌸 সুস্থ-সবল ও হাসিখুশি শিশুর জন্য ১০টি ভালো অভ্যাস 🌸

শিশুরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ।
তাদের ছোটবেলা থেকেই ভালো অভ্যাস গড়ে তোলা খুবই জরুরি। ❤️

👉 এখানে দেওয়া হলো বাচ্চাদের জন্য ১০টি উপকারী অভ্যাস –

✅ সময়মতো ঘুমানো
✅ ভোরে ঘুম থেকে ওঠা
✅ প্রতিদিন গোসল করা
✅ দিনে দু’বার দাঁত ব্রাশ করা
✅ নিয়মিত হাত ধোয়া
✅ স্বাস্থ্যকর খাবার খাওয়া
✅ প্রচুর পানি পান করা
✅ প্রতিদিন ব্যায়াম করা
✅ চুল আঁচড়ানো
✅ কাপড়-চোপড় পরিষ্কার রাখা

💡 মনে রাখবেন, ছোটবেলায় শেখানো অভ্যাসই ভবিষ্যতের চরিত্র গড়ে তোলে।

ডা: কে এম আমজাদ হোসেন ইমন
এমবিবিএস (ঢাকা), সিসিডি (বারডেম, ঢাকা)
মেডিকেল অফিসার ( মা ও শিশু স্বাস্থ্য )
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়
মাটিরাঙ্গা, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

চেম্বার : এস বি মেডিকো,
খাজা রোড, ২ নং ওয়ার্ড অফিস সংলগ্ন
📞 01815912662

Address

Khaja Road
Chittagong
4214

Telephone

01830360246

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডা: কে এম আমজাদ হোসেন ইমন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ডা: কে এম আমজাদ হোসেন ইমন:

Share