
20/09/2025
ডায়াবেটিক ফুট একটা মানসিক যন্ত্রণার নাম,
না সহজে শুকাবে, না ভালোভাবে কিছু করতে দিবে।
আলহামদুলিল্লাহ।
আজকে রোগীটিকে ভালো হয়ে গেছেন বলে বিদায় জানালাম।
এইরকম রোগীকে প্রায় সময় একটা কথায় জিজ্ঞেস করি, আমার জন্য দোয়া করেন তো , আর রোগী যখন বলে, নামাজে অনেক বেশি দোয়া করেন আমার জন্য।
আল্লাহ আমার রোগীদের দোয়ায় আমি অধমকে কবুল করে নিক।( আমিন)