Fashion Wear & Food Collection by Mrittika's Creation

Fashion Wear & Food Collection by Mrittika's Creation your need some Product please inbox me .

Hello everyone, I’m Yasmin Mrittika .I’m from chattagram in Bangladesh.This is my Parsonal page .Fashion Wear & Food Collection by Mrittika's Creation are Clothing brand and food products sells Shop.

03/08/2025

Good Evening Everyone 🍂🌸😊❤

31/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

Ki sundor lagche ❤❤🍂🌸🥀
31/07/2025

Ki sundor lagche ❤❤🍂🌸🥀

31/07/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

29/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

Aircrash er kichu chobi 😒😒😣
25/07/2025

Aircrash er kichu chobi 😒😒😣

মাইলস্টোনের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় যাদের পাওয়া যাচ্ছে  না-১। সাইবা জাহান (ক্লাস ফোর, আইডি- ২২৭৬)২। সাজিদ আহমেদ সানি ...
23/07/2025

মাইলস্টোনের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় যাদের পাওয়া যাচ্ছে না-

১। সাইবা জাহান (ক্লাস ফোর, আইডি- ২২৭৬)
২। সাজিদ আহমেদ সানি (এইচএসসি ক্যান্ডিডেট)
৩। মাহতাব রহমান (ক্লাস সেভেন, আইডি- ১০১৪)
৪। নুসরাত জাহান আনিকা (ক্লাস থ্রি, মারা গেছে বাবুটা)
৫। এরিকসন (জাতীয় বার্ন ইন্সটিটিউটে আছে)
৬। নাজিহা (ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আছে)
৭। মোনতাহা তোয়া কর্নো (ক্লাস থ্রি, আইডি- ২০৩১)
৮। আফিয়া উম্মে মরিয়ম (ক্লাস থ্রি, বিভাগ- আকাশ)
৯। সোহান হাসান নিহাদ (খোঁজ পাওয়া গেছে, সুস্থ আছে)
১০। মুহতাসিম হক ফুয়াদ (ক্লাস এইট, সুস্থ আছে পাওয়া গেছে)
১১। আসমাউল হুসনা জায়রা (ক্লাস থ্রি, সুস্থ তবে অভিভাবক খোঁজা হচ্ছে)
১২। সাদ সালাহউদ্দিন (ক্লাস থ্রি)
১৩। লামিয়া আক্তার সোনিয়া (পোড়া রোগীর পকেট থেকে আইডি কার্ড পাওয়া গেছে)
১৪। রাফসি আক্তার রাফি (ক্লাস ফোর, আইডি- ২৩৫৭ ওর বাবা-মা'কে খুঁজছি)
১৫। সায়মা আক্তার (ক্লাস থ্রি, বিভাগ- ক্লাউড, সিএমএইচে মারা গেছে)
১৬। এমডি জিহাদ (কলেজ শিক্ষার্থী, সুস্থ আছে পাওয়া গেছে)
১৭। মেহনাজ আফরিন হুমাইরা (ক্লাস টু, আইডি-১৮২৫ বাবুটা মারা গেছে)
১৮। রাইসা (ক্লাস থ্রি, বার্ন ইনস্টিটিউটে পাওয়া গেছে)

(এই পোস্টটি আপডেট হতে থাকবে)

বার্ণ ইন্সটিটিউট, ঢাকা মেডিকেল কলেজ
– এ সর্বশেষ দগ্ধ রোগীদের ভর্তির তালিকা-

তালিকাভুক্ত দগ্ধরা হলেন:
1. শামীম ইউসুফ (১৪)
2. কাব্য (বয়স অনির্দিষ্ট)
3. আবিদূর রহমান (১০)
4. রুফিয়া বড়ুয়া (১০)
5. সায়েম ইউসুফ (১৪)
6. তানভির (বয়স অনির্দিষ্ট)
7. মুনতাহা (১০)
8. নাফি (৯)
9. মেহেনুর (১২)
10. আয়ান (১৪)
11. জায়মা (১৩)
12. লোরিন (৩০)
13. রোহান (১৪)
14. আবিদ (৯)
15. আশরাফ (৩৭)
16. ইউশা (১১)
17. পায়েল (১২)
18. আলবেরা (১০)
19. তাসমিয়া (১৫)
20. মাহিয়া (বয়স অনির্দিষ্ট)
21. সায়েবা (৯)
22. ফয়েজ (১৪)
23. মাসুমা (৩৮)
24. মাহাতাব (১৪)
25. শামীম (১৪)
26. জাকির (৫৫)
27. নিলয় (বয়স অনির্দিষ্ট)
28 . সায়রা (১০)
29. নাফিজ (বয়স অনির্দিষ্ট)
30. তৌফিক (১৩)
31. নিশি (২৮)
32. নুসরাত (১২)
33. আরিয়ান (১৩)
34. বাপ্পি (১০)
35. জুনায়েদ (১২)
36. তাসনুবা মাহবিন (১১)
37. ফারজানা ইয়াসমিন রিনা (৪৫)
38. মাকিন (১৫)
39. শ্রেয়া (৯)
40. ইরিকশন (১৩)
41. রাইসা (১১)

এই ৪২ জন রোগী বর্তমানে ভর্তি রয়েছেন। যাদের সন্তান নিখোঁজ, অনুগ্রহ করে নাম দেখে মিলিয়ে নিন এবং যত দ্রুত সম্ভব হাসপাতালের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।

বিঃদ্রঃ- বিস্তারিত জানতে ও সহযোগিতার জন্য বার্ণ ইনস্টিটিউটে যোগাযোগ করুন।


স্কুল ছুটি হয় দুপুর ১টায়।এরপর কিছু ছাত্রছাত্রী স্কুলে ছিলো এবং যাদের অভিভাবক তখনও নিতে আসেনি তারা অপেক্ষা করছিলো।দুপুর ১...
23/07/2025

স্কুল ছুটি হয় দুপুর ১টায়।এরপর কিছু ছাত্রছাত্রী স্কুলে ছিলো এবং যাদের অভিভাবক তখনও নিতে আসেনি তারা অপেক্ষা করছিলো।

দুপুর ১টা ১০ কি ১৫ মিনিটে একটা জেট বিমান ক্র্যাশ হয়ে দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজের হায়দার আলী বিল্ডিং এ আগুন ধরে।

ওই বিল্ডিং এ বাংলা ভার্সনের ক্লাস থ্রি থেকে ফাইভ আর ইংরেজি ভার্সনের ক্লাস সিক্স থেকে এইটের বাচ্চাদের ক্লাস হয়।আমিও ওখানেই ক্লাস নিই।

আমি ক্লাস শেষ করে ঠিক যেখানে আগুন টা লেগেছে ওই করিডোর পার হয়ে আমাদের টিচার্স রুমে গেছি।ততক্ষণে ওই বিল্ডিং এর আশিভাগ বাচ্চারা বাড়ি চলে গেছে।

এবং তখন বিল্ডিং এ ভয়ানক শব্দ আমি কিছু বোঝার আগে দেখি ছোট ছোট বাচ্চাগুলো দৌড়ে আসছে দেখলাম তাদের সারাগায়ে আগুন।আমি কোনোরকমে ওয়াশরুমে গিয়ে পানি ঢালছি দুইতিনজনের গায়ে।এমন সময় একজন টিচারের চিৎকার করে বলছে পূর্ণিমা বের হোন।বের হোন।

রুম থেকে বের হয়ে দেখি এতো আগুন এতো আগুন,সমস্ত করিডোরে আগুন,আমার থেকে দুইহাত দূরে আগুনের মধ্যে আমার একজন সহকর্মী ছুটতে ছুটতে এসে আমার পায়ের কাছে লুটিয়ে পড়ে বলে, আমাকে বাঁচান।তার সারা শরীর পুড়ে গেছে।

আমি স্থাণুর মতো দাড়িয়ে আছি তখনো।কেউ একজন হ্যাঁচকা টান দিয়ে আমাকে ওই জায়গা থেকে সরায় এবং বিল্ডিং এর গ্রিল ভেঙে আমাদেরকে বের করা হয়।

আমার বাচ্চাগুলোকে আমি পাঁচ মিনিট আগেও ভালো দেখে এসে পাঁচমিনিট পরে তাদের পুড়ে যাওয়া শরীর দেখে এসছি।

ভগবান এরকম দিন কেন দেখালো জানিনা,কেন আমার কোনো আঁচড় ও লাগলোনা আমার কেন কিছু হলোনা আমি জানিনা।ওই ছোট ছোট বাচ্চাগুলোর মুখ আমার চোখের সামনে ভাসছে।আমার সহকর্মী দের চেহারা গুলো চোখের সামনে ভাসছে।জানিনা কাদের আর কখনো দেখতে পাবোনা।

জানিনা।কিচ্ছু জানিনা।কতমায়ের বুক আজ খালি হলো।কেন হলো,জানিনা।

কি নৃশংসতা! কি বিভৎসতা!

হে ভগবান।
(Purnima das school teacher milestone)

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মাহরিন মিস মা’রা গেলেন একটু আগে ।তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি!প্রায় ২০টি শিশুর জীবন...
22/07/2025

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মাহরিন মিস মা’রা গেলেন একটু আগে ।তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি!
প্রায় ২০টি শিশুর জীবন বাঁচালেন নিজে ৮০% অগ্নিদগ্ধ হয়েও! মৃত্যুঞ্জয়ী বীর বোন তুমি শিখিয়ে গেলে মানবতার জয়গান🇧🇩🇧🇩🇧🇩🌹🌹🌹🌹🌹💓

মাহরিন (Mehreen) একটি ফার্সি নাম, যার অর্থ "সূর্যের মতো" বা "প্রেমময়"

"এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ,
মরণে তাহাই তুমি করে গেলে দান"

ফুটফুটে পাখিগুলোর সাথে এই ক্ষণজন্মা তিনিও উড়াল দিলেন!!৪২ বসন্তের জীবনে আমাদের অগণিত ফুল ফুটালে গো মেয়ে🇧🇩

কেন আর টাঙ্গুয়ার হাওরে যাবনাটাঙ্গুয়ার হাওরে গিয়েছিলাম ২০২২ সালে। সাথে ছিল আমার ওয়াইফ আর ছোটবোন। ওয়াচ টাওয়ার এলাকায় গিয়ে ...
19/07/2025

কেন আর টাঙ্গুয়ার হাওরে যাবনা

টাঙ্গুয়ার হাওরে গিয়েছিলাম ২০২২ সালে। সাথে ছিল আমার ওয়াইফ আর ছোটবোন। ওয়াচ টাওয়ার এলাকায় গিয়ে আমি প্রথম বুঝতে পারলাম যে পর্যটকের মলমূত্র সব পানিতে পরে সরাসরি। পানিতে নামার পর কিছু হলুদ বস্তু দেখতে পেরেছিলাম, তারপর আশেপাশে ভাল করে খেয়াল করে আসল ঘটনা বুঝতে পারা। এই ঘটনা জানার পর ট্যুরের প্রতি রুচি উঠে গেল। সবচেয়ে অবাক হলাম মলমূত্র মিশ্রিত সেই পানিই মোটর দিয়ে হাউজবোটের ট্যাংকে তুলে দেয়া হয় যাবতীয় প্রয়োজন সারার জন্য। আমার ওয়াইফ আর বোন বারবার জানতে চাইছিল টয়লেটের বর্জ্য কোথায় যায়। আমি ভুলভাল বুঝাচ্ছিলাম কারণ সত্যিটা জানতে পারলে সে বলবে আমাকে এখনই ফেরত পাঠায়ে দাও । কিন্তু সকালে রওনা দিয়ে তখন দুপুর, ইতিমধ্যে অনেক পথ পাড়ি দিয়েছি, ফেরত আসার উপায় নাই। আরো আবাক হয়েছিলাম টেকের ঘাটে বিকাল থেকে পরদিন সকাল পর্যন্ত শখানেক বোট ১৬ ঘন্টার মত নোঙ্গর করে থাকে। সেখানে হাজারখানেক পর্যটক বদ্ধ পানিতে মলমূত্র ছাড়ে, সেই পানিই হাউজবোটেরের স্টাফরা মোটর দিয়ে আবার ট্যাংকে তুলে পর্যটকদের ব্যবহার করতে দেয়। রান্না করা, চা বানানো কোন পানিতে করা হয় খেয়াল করিনি। পরদিন দুপুরে আমার ছোটবোনও সেই অমোঘ সত্য(টয়লেট পানিতে যাওয়া) আবিষ্কার করে ফেলে। আমরা যাদুকাটা নদীতে দাড়িয়ে দুজন মিলে তখন প্রতিজ্ঞা করি, আর কোনদিন এই হাওরে আসবোনা আর আমার ওয়াইফের কাছে এই সত্য গোপন থাকবে। কিন্তু ফেসবুকের কল্যানে ইদানিং আমার ওয়াইফ সেই টুপ টুপ করে হাগু পড়ার ভিডিও দেখে ফেলেছে। সে বলেছে তার কাছে সত্য গোপন করাটা সে কোনদিন ক্ষমা করবেনা।

ছবিতে হাওরের নোংরা পানিতে বিজয় চিহ্ন দেখাচ্ছি আমি আর আমার ওয়াইফ। ছবির কারিগর আমার ছোটবোন।
#টাঙ্গুয়ার #টাঙ্গুয়ারহাওর &Food Collection by Mrittika's Creation

Address

Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Fashion Wear & Food Collection by Mrittika's Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fashion Wear & Food Collection by Mrittika's Creation:

Share