Meghna Tv Online

Meghna Tv Online দৈনিক ২৪ ঘন্টার বিনোদন ও সংবাদ পরিসেব? [email protected]

চকরিয়ায় চাচিকে নিয়ে ভাতিজার পালিয়ে যাওয়া: এলাকাজুড়ে চাঞ্চল্যনিজস্ব প্রতিবেদককক্সবাজারের চকরিয়া উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের...
26/07/2025

চকরিয়ায় চাচিকে নিয়ে ভাতিজার পালিয়ে যাওয়া: এলাকাজুড়ে চাঞ্চল্য
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের মুছা পাড়া এলাকায় চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার (২০ জুলাই) ভোররাতে নিজ শিশু কন্যাসহ চাচিকে নিয়ে পালিয়েছেন এক ভাতিজা।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রবাসে থাকা রবিউল হাসান বাদলের স্ত্রী জান্নাতুল মাওয়া এলি (২৪) একই এলাকার আত্মীয় হারুনুর রশীদের ছেলে আরিফুল ইসলামের (২৭) সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। রবিউল দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন।
অভিযোগকারী মোহাম্মদ আজিজ বলেন, “এই অবৈধ সম্পর্ক আমরা আগেও টের পেয়েছি। একবার স্থানীয়রা দুজনকে আপত্তিকর অবস্থায় ধরেও ফেলে। তখন সামাজিকভাবে সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়। কিন্তু তার পরেও সম্পর্ক চলমান থাকে। সর্বশেষ ভোর ৪টার দিকে বাচ্চাসহ পালিয়ে গেছে তারা।”
জান্নাতুল মাওয়া এলি পশ্চিম বাংলাবাজার, কোনাখালী ইউনিয়নের বাসিন্দা মাহবুব আলমের মেয়ে। কয়েক বছর আগে পারিবারিকভাবে তার বিয়ে হয় প্রবাসী রবিউল হাসান বাদলের সঙ্গে। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক মূল্যবোধ ও পারিবারিক ভাঙনের এই ঘটনা স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি করেছে।
প্রবাসী ভাইদের প্রতি সতর্কবার্তা:
এ ঘটনায় এলাকার সচেতন মহল প্রবাসে থাকা ভাইদের প্রতি আহ্বান জানিয়েছেন, স্ত্রী-সংসারের খোঁজখবর ও সামাজিক দায়বদ্ধতা যেন অবহেলায় না পড়ে। সম্পর্কের বিশ্বাস যেন ভেঙে না যায়, সেদিকে বিশেষ নজর রাখা প্রয়োজন।
---
হ্যাশট্যাগ: #পরকীয়া #চকরিয়া #পারিবারিকভাঙন #সতর্কবার্তা

23/07/2025

'নতুন বাংলাদেশ গঠন করতে চান'

প্রিয় লোহাগাড়াবাসী আসসালামু আলাইকুম খুব শিগগিরই লোহাগাড়া শহরকে পৌরসভা এলাকা হিসেবে ঘোষণা করা হবে ইনশাআল্লাহ!!! ২০০১-২০০৬...
22/07/2025

প্রিয় লোহাগাড়াবাসী আসসালামু আলাইকুম
খুব শিগগিরই লোহাগাড়া শহরকে পৌরসভা এলাকা হিসেবে ঘোষণা করা হবে ইনশাআল্লাহ!!!
২০০১-২০০৬ সালে জোট সরকারের আমলে মজলুম জননেতা শাহজাহান চৌধুরী অত্র এলাকার সংসদ সদস্য থাকাকালীন সময়ে সাতকানিয়াতে পৌরসভায় উন্নিত করনের পাশাপাশি লোহাগাড়াকেও পৌরসভায় উন্নতি করনের লক্ষ্যে ২০০৫ সালে আর্বান এলাকা ঘোষণা করা হয়েছিল! কিন্তু কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্রে ততকালীন সময়ে লোহাগাড়া পৌরসভা ঘোষণা করা হয়নি এবং ওয়ান ইলেভেন সরকারের কালো নীতিতে আটকা পড়ে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার ১৭ বছর দেশ শাসন করলেও লোহাগাড়াকে পৌরসভায় উন্নিত করন করা হয়নি। আলহামদুলিল্লাহ বর্তমান অন্তর্বতীকালীন সরকারের আমলে মজলুম জননেতা শাহজাহান চৌধুরী স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ে অসমাপ্ত লোহাগাড়া পৌরসভার কাজ সম্পন্ন করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যার ফলশ্রুতিতে লোহাগাড়া পৌরসভা এলাকা হিসেবে ঘোষণা আলহামদুলিল্লাহ এখন শেষ পর্যায়ে। খুব অল্প সময়ে মধ্যে লোহাগাড়া পৌরসভা হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি হবে ইনশাআল্লাহ।
আজ চট্টগ্রাম জেলা প্রশাসক জনাবা ফরিদা খানমের সাথে চট্টগ্রাম -১৫(সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও কার্যক্রম, সাতকানিয়া পৌরসভার মানুষের উপর চাপিয়ে দেয়া অসংগতিপূর্ণ বাজারের ইজারা বাতিলের জন্য আলোচনা এবং লোহাগাড়াকে পৌরসভায় উন্নতি করনের লক্ষ্যে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য,চট্রগ্রাম ১৫(সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মজলুম জননেতা শাহজাহান চৌধুরী।

22/07/2025

আহতদের সেবায় যা কিছু লাগে তা দিতে আমরা ২৪ ঘণ্টা দুই পায়ে দাঁড়িয়ে প্রস্তুত আছি-

-- ডা. শফিকুর রহমান

21/07/2025

এক বীর যোদ্ধার গল্প...

21/07/2025

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।মহান রাব্বুল আলামীনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি এবং দেশে বিদেশে যারা যেখানে আছেন সবার দোয়া ও আর্থিক সহযোগিতায় আমরা আজকে মসজিদের সিঁড়ি ঢালাই শুরু করছি ইনশাআল্লাহ। সামনে আমাদের ছাঁদ ঢালাই শুরু হবে ইনশাআল্লাহ সবার দোয়া ও সহযোগিতা সহযোগিতা একান্ত প্রয়োজন।

আমাদের ছাদের জন্য ২০ টন রড /১০০০ বস্তা সিমেন্ট /৪৫০০০ ইট পিকেট ও ২৫ গাড়ি এক নম্বর বালি আরও অন্যান্য খরচ সহ প্রায় ৪০ লক্ষ টাকা প্রয়োজন তাই সবার কাছে আকুল আবেদন আপনারা চলমান মসজিদের উন্নয়নের কাজে সহযোগিতা করে কাজ এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ।

অসুস্থ হয়ে পড়লেন আমীরে জামায়াত — বসেই বক্তব্য চালিয়ে গেলেন, উদ্ভাসিত হল মানবতা ও রাজনৈতিক সৌহার্দ্যবক্তব্য চলাকালে হঠাৎ ...
21/07/2025

অসুস্থ হয়ে পড়লেন আমীরে জামায়াত — বসেই বক্তব্য চালিয়ে গেলেন, উদ্ভাসিত হল মানবতা ও রাজনৈতিক সৌহার্দ্য
বক্তব্য চলাকালে হঠাৎ মঞ্চে পড়ে যান আমীরে জামায়াত। সাথে সাথেই ছুটে আসেন সার্জারির এফসিপিএস ও এমআরসিএসধারী সহযোগী অধ্যাপক ডা. হাসানুল বান্না। সঙ্গে যুক্ত হন পিজির সহকারী অধ্যাপক ডা. আতিয়ার, নিউরোসায়েন্স বিশেষজ্ঞ ডা. মুনাদি ইসলাম, ইএনটি’র ডা. আলি আফতাব, ইসলামী ব্যাংক হাসপাতালের পরিচালক ডা. মুজাক্কিরসহ আরও অনেকে। মুহূর্তেই গঠিত হয় দক্ষ মেডিকেল টিম।
তিনি দ্বিতীয়বার পড়ে গেলে চিকিৎসকরা বক্তব্য বন্ধের অনুরোধ জানান, কিন্তু বসেই বক্তব্য চালিয়ে যান আমীর সাহেব। এ যেন ঈমানি দৃঢ়তার এক বিরল উদাহরণ।
মঞ্চেই শুরু হয় জরুরি চিকিৎসা—ব্লাড প্রেসার, পালস, RBS, চেস্ট পরীক্ষা, ইনফিউশন সেট প্রস্তুত—সব কিছুই চলে বক্তব্য চলাকালেই।
সার্জিস আলম তখন ভীড় না বাড়িয়ে দূরে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করেন—যার কাছে হায়াত-মউত, তাঁর কাছেই সব আরজি। এটাই ছিল সে মুহূর্তের সবচেয়ে মূল্যবান কাজ।
সমাবেশ শেষে আমীর সাহেবকে হাসপাতালে নেওয়া হয়। খবর শুনে ছুটে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসসহ বিভিন্ন দলের নেতারা।
দূর থেকে খোঁজখবর নেন বেগম খালেদা জিয়া, তারেক রহমান, প্রধান উপদেষ্টা ও জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিশেষভাবে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানও আমীরের অবস্থার খোঁজ নেন এবং আরোগ্য কামনা করেন।
শায়খে চরমোনাই হাফিজাহুল্লাহ একটি মাহফিলে হাজারো মুসল্লিদের নিয়ে দোয়া করেন তাঁর সুস্থতার জন্য।
এই ঘটনাটি শুধু একটি শারীরিক অসুস্থতা ছিল না—এটি ছিল সাহস, শৃঙ্খলা, মানবতা ও রাজনৈতিক সৌহার্দ্যের এক অনন্য শিক্ষা।
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমীন।

20/07/2025

ব/হ/দ্দি/র হা/ইও/য়া/ন আ/র না হা/ইও = অবাজি শিখিয়ালাইয়ি....চিটাগাংয়ের ভাষা,.....

20/07/2025

জুলাই পদযাত্রার বান্দরবানের পথসভায় বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। ...

20/07/2025

বহদ্দারহাটে নাহিদ ইসলামের নেতৃত্বে জুলাই পদযাত্রার সুদীর্ঘ মিছিল।
জুলাই পদযাত্রার কুড়িতম দিন, চট্টগ্রাম!

২০ জুলাই'২৫ রবিবার, সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর অসুস্থতার খবর শুনে তাঁকে দেখতে আজ তাঁর বাসায় আসেন অন্তর্ব...
20/07/2025

২০ জুলাই'২৫ রবিবার, সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর অসুস্থতার খবর শুনে তাঁকে দেখতে আজ তাঁর বাসায় আসেন অন্তর্বর্তী সরকারের ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি আমীরে জামায়াতের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য মহান রবের নিকট দো'য়া করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর জনাব ফখরুল ইসলাম এবং ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল থানা আমীর ডা. খালিদুজ্জামান।

20/07/2025

আমীরে জামাত হাসপাতালে দেখতে আসলেন বিএনপির মহাসচিব, মির্জা ফখরুল ইসলাম আলমগী

Address

Chattogram

Alerts

Be the first to know and let us send you an email when Meghna Tv Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Meghna Tv Online:

Share