Meghna Tv Online

Meghna Tv Online দৈনিক ২৪ ঘন্টার বিনোদন ও সংবাদ পরিসেব? [email protected]

সিটিসেল ফিরছে নতুন রূপে, থাকছে ২৫ পয়সা কলরেট ও নিরবিচ্ছিন্ন ইন্টারনেটসব থেকে কম কলরেট এবং অল্প দামে বেশি গতিসম্পন্ন ইন্ট...
15/10/2025

সিটিসেল ফিরছে নতুন রূপে, থাকছে ২৫ পয়সা কলরেট ও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট

সব থেকে কম কলরেট এবং অল্প দামে বেশি গতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আবারও বাজারে ফিরছে মোবাইল অপারেটর সিটিসেল। এবারও গ্রাহকদের জন্য কলরেট ধরা হবে মাত্র ২৫ পয়সা।

সিটিসেলের মাতৃপ্রতিষ্ঠান প্যাসিফিক টেলিকম জানিয়েছে, এবার তারা শুধু কম কলরেটই নয়, সেই সঙ্গে মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ এবং দেশব্যাপী টাওয়ার সংযোজন করে নিরবিচ্ছিন্ন গ্রাহক সেবা নিশ্চিত করবে।

বিশেষ করে, সিটিসেল এবার জিএসএম (GSM) প্রযুক্তি নিয়ে আসছে। এর ফলে সিটিসেলের সিম যেকোনো ফোনেই ব্যবহার করা যাবে, যা গ্রাহকদের জন্য আরও সুবিধা দেবে

মে. জে. আমিনুল হক পালাচ্ছে, আ’টকান! এই মাল ব্রি. আজমীকে তুলে নিয়ে গিয়েছিলো। তার স্ত্রী-সন্তান অলরেডি ইংল্যান্ডে চলে গে...
15/10/2025

মে. জে. আমিনুল হক পালাচ্ছে, আ’টকান! এই মাল ব্রি. আজমীকে তুলে নিয়ে গিয়েছিলো। তার স্ত্রী-সন্তান অলরেডি ইংল্যান্ডে চলে গেছে। ১৭ তারিখে তিনি অবসরে যাচ্ছেন, তাঁকে বের করে দেয়ার সব ব্যবস্থা ওয়াকার করে রেখেছে।

৫দফা গণদাবী আদায়ের লক্ষ্যে পেশাজীবীদের নিয়ে চট্টগ্রাম মহানগরীর জামায়াতের আয়োজিত আলোচনা সভায় মুহাম্মদ শাহজাহানপুরনো বন্দো...
04/10/2025

৫দফা গণদাবী আদায়ের লক্ষ্যে পেশাজীবীদের নিয়ে চট্টগ্রাম মহানগরীর জামায়াতের আয়োজিত আলোচনা সভায় মুহাম্মদ শাহজাহান
পুরনো বন্দোবস্ত থেকে বেরিয়ে নতুন ধারার বাংলাদেশ বিনির্মাণে জুলাই সনদের আইনী ভিত্তি অপরিহার্য
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, দেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সম্পূর্ণভাবে ব্যর্থ। এই ব্যবস্থার মাধ্যমে জনগণের ন্যায্য দাবি পূরণ সম্ভব নয়। তাই পুরনো বন্দোবস্ত থেকে বেরিয়ে নতুন ধারার একটি বাংলাদেশ গড়তে হবে; যার রূপরেখা ‘জুলাই সনদে’ উপস্থাপিত হয়েছে। এই সনদকে আইনী ভিত্তি প্রদান সময়ের দাবি।
তিনি শনিবার দেওয়ান বাজারস্থ চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে বাংলাদেশ ইসলামী একাডেমি (বিআইএ) মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে ৫ দফা গণদাবী আদায়ের লক্ষ্যে পেশাজীবীদের নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত ৫৪ বছরে রাষ্ট্র কাঠামো জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলনের পরিবর্তে দমন-পীড়ন, দুর্নীতি ও শোষণের মাধ্যমে টিকে ছিল। ক্ষমতার পালাবদল হলেও কাঠামোগত পরিবর্তন হয়নি। ফলে জনগণ প্রকৃত অর্থে মুক্তি পায়নি। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ন্যায়বিচার থাকবে, মানুষের বাকস্বাধীনতা থাকবে, ধর্মীয় অধিকার নিশ্চিত থাকবে এবং রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা থাকবে।
মুহাম্মদ শাহজাহান পেশাজীবীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সমাজের অগ্রসর শ্রেণি। আপনাদের দায়িত্ব শুধু নিজ নিজ পেশায় সীমাবদ্ধ নয়, বরং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে গঠনমূলক ভূমিকা পালন করা। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই, তাহলে এই পরিবর্তন আর কেউ ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ।
বাংলদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুসের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগরীর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, ডা. এ টি এম রেজাউল করিম, ডা. মুহাম্মদ ইরফান চৌধুরী, বিশিষ্ট ব্যাংকার নাঈম উদ্দিন, ইঞ্জিনিয়ার নুরুল আলম, ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান, ডা. মাজহারুল ইসলাম, ডাক্তার সাজ্জাদ হোসাইন, ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইসহাক, ব্যাংকার আবুল কালাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল বলেন, চব্বিশের জুলাই গণ আন্দোলনে পেশাজীবীদের সক্রিয়তা ছিলো চমৎকার, নতুন বাংলাদেশ গঠনে তাদেরকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, দীর্ঘ দেড়যুগের ফ্যাসিবাদী শাসন উৎখাতে ছাত্র-শ্রমিক-জনতার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশের ইতিহাসে ঘটেছিল নজিরবিহীন ঘটনা। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার, দল ও কর্মীবাহিনীকে ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। দু'হাজারের বেশি শাহাদাতসহ সীমাহীন নির্যাতন-নিপীড়নের পথ মাড়িয়ে আমরা পেয়েছিলাম দ্বিতীয় স্বাধীনতা।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের ছত্রছায়ায় যেসকল পেশাজীবীরা আত্মবিক্রয় করে দিয়েছিল তারাই লুটেরা ও খুনির পক্ষে নির্লজ্জভাবে ক্ষমতাকেন্দ্রিক অপযুক্তি দিয়ে তৎপর ছিলো অথবা নীরবতার গ্লানিময় জীবন বেছে নিয়েছিল। বিপরীতে বিবেকবান পেশাজীবীরা সাহস ও আন্তরিকতায় জনতার পাশে ছিলেন, দিকনির্দেশনায় নেতৃত্ব দিয়েছেন, আন্দোলনকে সৃষ্টিশীলতা ও মেধার মাধ্যমে জাগিয়ে তুলেছেন। চিকিৎসক, প্রকৌশলী, ব্যাংকার, কৃষিবিদ, আইনজীবি, শিক্ষকসহ সকল পেশার একটি উল্লেখযোগ্য অংশ ছাত্র-শ্রমিক-জনতার পাশে দাঁড়িয়েছিলেন জীবন-জীবিকার নানা ঝুঁকি নিয়ে। কিন্তু, কাঙ্খিত নতুন বাংলাদেশ অর্জনের পথ এখনো মসৃণ হয়নি। নানা ষড়যন্ত্র ও বাধা পেরিয়ে কাঙ্খিত কল্যাণ রাষ্ট্রের লক্ষ্য অর্জনে পেশাজীবীদের সোচ্চার ভূমিকা আশা করছি।
উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, নগর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ সিদ্দিকুর রহমান, হামেদ হাসান ইলাহী, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, মাহমুদুল আলম, ডা. ‍মুহাম্মদ ইউসুফ, ইঞ্জিনিয়ার ফাহমি প্রমুখ।

02/10/2025

"ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়ি পাল্লার গান"চট্টগ্রাম ১০ আসন জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামসুজ্জামান হেলালী

01/10/2025

চট্টগ্রাম ১০ আসন জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী
শামসুজ্জামান হেলালীকে নিয়ে যা বলেছে,
সাধন কুমার,সভাপতি ষোলশহর পূজা উদযাপন কমিটি

01/10/2025

মাশাআল্লাহ সত্য কথা বলার জন্য।
জামায়াত ৫% এগিয়ে আছে।

আল্লাহ নামের প্রতীক থাকতে হবে সর্বোচ্চে। উক্ত ইসিম প্রতীকের নীচে আল কুরআন। এর নীচে বাকি সব। সেরকম লোগো হলে সর্বাধিক গ্রহ...
30/09/2025

আল্লাহ নামের প্রতীক থাকতে হবে সর্বোচ্চে। উক্ত ইসিম প্রতীকের নীচে আল কুরআন। এর নীচে বাকি সব।

সেরকম লোগো হলে সর্বাধিক গ্রহণযোগ্য হবে বলে মত প্রকাশ করেছেন অনেকে।

শাখার ৪৪ জন স্টাফের মধ্যে ২২ জনের আইডি কেন্দ্রীয়ভাবে ব্লক করে দেয়া হয়েছে। ১১ জন আরডিএস স্টাফ ফিল্ডে কাজ করে। অফিসে মাত্র...
29/09/2025

শাখার ৪৪ জন স্টাফের মধ্যে ২২ জনের আইডি কেন্দ্রীয়ভাবে ব্লক করে দেয়া হয়েছে। ১১ জন আরডিএস স্টাফ ফিল্ডে কাজ করে। অফিসে মাত্র ৫ জন স্টাফ সার্ভারে কাজ করতে পারছে। তাই ইসলামী ব্যাংক পিএলসি কেরানিহাট শাখার কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
নিয়োগ সংক্রান্ত জটিলতার কারণে হঠাৎ সারাদেশে সাড়ে ৫ হাজার স্টাফের আইডি ব্লক করা হয়েছে বলে জানা গেছে।
মাত্র ৫ জন সক্রিয় স্টাফ দিয়ে গ্রাহকদের সেবা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন শাখা ব্যবস্থাপক এভিপি মুহাম্মদ জাহাঙ্গীর আলম।...
কেরানিহাট, সাতকানিয়া, চট্টগ্রাম।
২৮ সেপ্টেম্বর ২০২৫ রবিবার।

29/09/2025

টেরীবাজার বাই লেইন পূজামণ্ডপ পরিদর্শনকালে বক্তব্য রাখছেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান।
এসময় আরও উপস্থিত ছিলেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মনসুর, পূজা পরিষদের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদারচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি ...
26/09/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার। আগামী রোববার (২১ সেপ্টেম্বর) থেকে তিনি পরবর্তী তিন বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার সৌদি আরবের কিং সউদ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি চট্টগ্রামের মেহেদীবাগ সিডিএ জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

ড. গিয়াস উদ্দিন তালুকদার একজন খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ, আলোচক, মিডিয়া ব্যক্তিত্ব ও ইসলামিক স্কলার হিসেবে দেশব্যাপী ব্যাপক সমাদৃত।

ছবিতে লালবৃত্তে চিহ্নিত এই ব্যক্তি হলেন মোহাম্মদ হানিফ, যিনি মরহুম দারাফ আলী চৌধুরীর সন্তান, বর্তমান ঠিকানা পাঁচলাইশ, চট...
24/09/2025

ছবিতে লালবৃত্তে চিহ্নিত এই ব্যক্তি হলেন মোহাম্মদ হানিফ, যিনি মরহুম দারাফ আলী চৌধুরীর সন্তান, বর্তমান ঠিকানা পাঁচলাইশ, চট্টগ্রাম এবং গ্রামের বাড়ি সরকার বাড়ি, তৈলারদ্বীপ, বারোখাইন ইউনিয়ন, আনোয়ারা, চট্টগ্রাম।

তিনি কক্সবাজার আওয়ামী লীগের (কক্সবাজার ১) সাবেক সংসদ সদস্য জাফর আলম এর ঘনিষ্ঠ সহযোগী এবং ছবিতে তাঁদের দু'জনকে একসাথে মধ্যাহ্নভোজনরত অবস্থায় দেখা যাচ্ছে। এছাড়াও মোঃ হানিফ আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলামের শ্যালক।

এই ব্যক্তির বিরুদ্ধে গত ৩০ বছর ধরে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ ও সম্পত্তি অর্জনের অভিযোগ রয়েছে, মূলত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়াকফ প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় তিনি এসব গড়ে তুলেছেন।

আজ ২৪ সেপ্টেম্বর ২০২৫, ওয়াকফ প্রশাসক মোঃ নূর এ আলম (যুগ্ম সচিব) এর কার্যালয়ে কক্সবাজারের পেকুয়ার এরশাদ আলী ওয়াকফ এস্টেট, ইসি নম্বর ৬২৬৯, এর মুতাওয়াল্লি নির্ধারণে একটি শুনানি অনুষ্ঠিত হবে। বিশ্বস্ত মাধ্যমে জানা গেছে যে ছবির ব্যক্তি মোঃ হানিফ নিজেকে উক্ত ওয়াকফ এস্টেটের মুতাওয়াল্লি নিয়োগের বিষয়ে বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তাকে 'ম‍্যানেজ' করেছেন।

পেকুয়ার এরশাদ আলী চৌধুরী ওয়াক‌ফ এস্টেট চট্টগ্রাম অঞ্চলের প্রখ্যাত জমিদার এরশাদ আলী চৌধুরীর ৬৪০৪.১০ একর জমি নিয়ে গঠিত। এ সম্পত্তি তিনি শিক্ষার প্রসার ও ধর্মীয় শিক্ষা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ওয়াকফ করান। সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয় ওই সম্পত্তির নিয়ন্ত্রক।

উল্লেখ্য যে, মোঃ হানিফের পিতা মরহুম দারাফ আলী চৌধুরীকে দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের জন্য উক্ত ওয়াকফ এস্টেট থেকে অপসারণ করা হয়েছিলো। এরশাদ আলী ওয়াকফ এস্টেটের ওয়াকফনামা অনুযায়ী, তার পিতার অপসারণের কারণে, মোঃ হানিফের মুতাওয়াল্লি হিসেবে নিয়োগ পাওয়ার কোন সুযোগ নেই (লিখিতভাবেই নিষিদ্ধ) এবং তিনি কোন প্রকার ভাতা বা সুবিধা পাওয়ারও অযোগ্য। তবে দুর্ভাগ্যবশত, আজ সম্ভবত সেটাই ঘটতে যাচ্ছে।

মোঃ হানিফকে পেকুয়ার এরশাদ আলী ওয়াকফ এস্টেটের মুতাওয়াল্লি হিসেবে নিয়োগ স্থগিত করা জরুরি।

নির্লজ্জ সোনা প্রধান ওয়াকার, ধিক্কার ধিক্কার! গত সপ্তাহে বিডিআরের ১৫ জনকে জা'মিন দেয়া হয়েছে৷ কিন্তু সেই জা'মিননামা গ্রহন...
22/09/2025

নির্লজ্জ সোনা প্রধান ওয়াকার, ধিক্কার ধিক্কার!

গত সপ্তাহে বিডিআরের ১৫ জনকে জা'মিন দেয়া হয়েছে৷ কিন্তু সেই জা'মিননামা গ্রহন না করতে "সে'নাবা'হিনী গাঁয়ের জোরে" হ'স্তক্ষেপ করছে৷

প্রসি'কিউট'রদেরকে বিজিবি হেডকোয়ার্টারে ডেকে নিয়ে তাদেরকে বিজিবির আইন কর্মকর্তা নির্দেশনা দিয়েছেন যেভাবেই হোক এই জা'মিন আ'টকা'তে হবে৷

অথচ জা'মি'ন পাওয়া বিডিআর সদস্যদের সবার সা'জার মেয়াদ শেষ হয়েছে কয়েক বছর আগেই ৷ তারপরেও সে'নাবাহিনী তাদেরকে আ'টকে রাখছে নিজেদের অ'প'রাধ ঢাকতে৷
দেশবাসীর জ্ঞাতার্থে জানিয়ে রাখলাম৷

Address

ইদগাহ মুন্সীপাড়া রামপুর ২৫নং ওয়ার্ড় হালিশহর চট্টগ্রাম।
Chittagong
4020

Alerts

Be the first to know and let us send you an email when Meghna Tv Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Meghna Tv Online:

Share