Moriom Almas

Moriom Almas আত্মসম্মান থাকা ভালো, অহংকার নয়❗

যাদের 'চুলকানি'র সমস্যা আছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ পোষ্ট!রাত ২:৩৭ মিনিট।ঘুম ভেঙে গেছে রাবেয়ার। চোখ খোলার আগে হাত চলে ...
25/04/2025

যাদের 'চুলকানি'র সমস্যা আছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ পোষ্ট!

রাত ২:৩৭ মিনিট।
ঘুম ভেঙে গেছে রাবেয়ার। চোখ খোলার আগে হাত চলে গেছে কনুইতে। চুলকাচ্ছে। চুলকাতে চুলকাতে এবার হাত গেছে আঙুলের ফাঁকে, পেটের পাশে, এমনকি কোমরের নিচে।

“আল্লাহ! এই কীসের চুলকানি!” ঘুমের মধ্যে পাশেই ঘুমানো ছোট বোনও উঠে পড়েছে। তারও একই জ্বালা।

এটা শুধু রাবেয়া না— এটা এখন দেশের শতশত মানুষের গল্প। এই চুলকানির নাম স্ক্যাবিস (Scabies)।

স্ক্যাবিস কী?

একটা ক্ষুদ্র কীট – নাম Sarcoptes scabiei।

চামড়ার নিচে সুড়ঙ্গ খোঁড়ে। সেই সুড়ঙ্গেই ডিম পাড়ে। চুলকানি আর জ্বালাপোড়ার রাজত্ব গড়ে তোলে।

চেনার উপায়?

• রাত বাড়ার সাথে সাথে চুলকানি বেড়ে যায়।

• আঙুলের ফাঁকে, কনুইয়ে, কোমরে, বুকের নিচে ছোট ছোট ফুসকুড়ি দেখা যায়।

• একই বিছানায় থাকা অন্যেরও চুলকানি শুরু হয়।

• চুলকাতে চুলকাতে ঘুম হারাম হয়ে যায়।

কেন এমন হচ্ছে এখন?

• প্রচণ্ড গরম ও ঘাম

• একই বিছানা, তোয়ালে, বালিশ ব্যবহার

• অপ্রয়োজনীয় স্টেরয়েড মলম

• একজনের থেকে আরেকজনের গায়ে গায়ে ছড়িয়ে পড়ছে প্রতিদিন।

কি করবেন?

১. একজন না, পুরো পরিবারকে একসাথে চিকিৎসা নিতে হবে।

২. Permethrin cream বা Ivermectin সঠিক নিয়মে ব্যবহার করতে হবে।

৩. জামা-কাপড়, চাদর, তোয়ালে গরম পানিতে ধুয়ে ৩ দিন রোদে শুকাতে হবে।

৪. তোয়ালে, বালিশ, কম্বল শেয়ার নয়।

৫. রোগ লুকাবেন না—লজ্জা না, সচেতনতা জরুরি।

চুলকানি মানেই এলার্জি না—

চুলকানি মানেই ঘরোয়া মলম না—

চুলকানি মানেই হতে পারে স্ক্যাবিস!

তাই এখনই একসাথে রুখে দাঁড়ান।

নয়তো চুলকাতে চুলকাতে আপনি নিজেও…

রাত ২:৩৭-এ ঘুম ভাঙার তালিকায় ঢুকে যাবেন।

-ডা.তোফায়েল আহমেদ

সদ্য হারিয়ে যাওয়া চট্টগ্রামের ঐতিহ্যবাহী 'বুড়ো' পার্ক!         #চট্টগ্রাম  #প্রিয়চট্টগ্রাম
22/04/2025

সদ্য হারিয়ে যাওয়া চট্টগ্রামের ঐতিহ্যবাহী 'বুড়ো' পার্ক!

#চট্টগ্রাম #প্রিয়চট্টগ্রাম

দেশের মাটিতে ফিলিস্তিনের পক্ষে জুলাই ফিরে এসেছে🇵🇸🤝🇧🇩
12/04/2025

দেশের মাটিতে ফিলিস্তিনের পক্ষে জুলাই ফিরে এসেছে🇵🇸🤝🇧🇩

এক গর্ভবতী নারী তাঁর নিজের ঘরে ছিলেন। হঠাৎ বিস্ফোরণের প্রচণ্ড আঘাতে তাঁর পেট ফেটে যায়। গর্ভের সন্তান ছিটকে দূরে ছড়িয়ে পড়...
11/04/2025

এক গর্ভবতী নারী তাঁর নিজের ঘরে ছিলেন। হঠাৎ বিস্ফোরণের প্রচণ্ড আঘাতে তাঁর পেট ফেটে যায়। গর্ভের সন্তান ছিটকে দূরে ছড়িয়ে পড়ে।

🌿 একদিন আসবে, যেদিন পাথরের মুখ খুলে যাবে। খুনীরা যখন পাথরের আড়ালে লুকোবে, তখন পাথর নিজেই চিৎকার করে তাদের পরিচয় ফাঁস করে দেবে।

আমাদের কণ্ঠ যখন নীরব হতে থাকবে, তখন একদিন পাথরের বুকও ফেটে যাবে।

হায়, আমার পবিত্র ভূমি! 💔😢😭
_Copy paste_


𝙸𝚏 𝚢𝚘𝚞 𝚍𝚘𝚗’𝚝 𝚕𝚒𝚔𝚎 𝚝𝚑𝚎 𝚛𝚘𝚊𝚍 𝚢𝚘𝚞'𝚛𝚎 𝚠𝚊𝚕𝚔𝚒𝚗𝚐, 𝚜𝚝𝚊𝚛𝚝 𝚙𝚊𝚟𝚒𝚗𝚐 𝚊𝚗𝚘𝚝𝚑𝚎𝚛 𝚘𝚗𝚎👜🌿🍦  ❤️💞❤️            📷
10/04/2025

𝙸𝚏 𝚢𝚘𝚞 𝚍𝚘𝚗’𝚝 𝚕𝚒𝚔𝚎 𝚝𝚑𝚎 𝚛𝚘𝚊𝚍 𝚢𝚘𝚞'𝚛𝚎 𝚠𝚊𝚕𝚔𝚒𝚗𝚐, 𝚜𝚝𝚊𝚛𝚝 𝚙𝚊𝚟𝚒𝚗𝚐 𝚊𝚗𝚘𝚝𝚑𝚎𝚛 𝚘𝚗𝚎👜🌿🍦


❤️💞❤️ 📷

09/04/2025

🌍ইমাম মাহাদী আসার আগের দুটি শক্ত নিদর্শন হচ্ছে_____

পবিত্র সাম (সিরিয়া) নগরী এবং পবিত্র মক্কা (হেরেম) নগরীতে
রক্তপাত ঘটবে। রক্তের নহর ছুটবে। মক্কায় সেবার হজ্বে
লুটপাট হবে। ১৪০০ বছর পর রক্তপাত নিষিদ্ধ শহর বায়তুল
হারামে রক্ত ঝড়বে। ইতি মধ্যে সাম নগরীতে রক্তপাত হচ্ছে ।
যেই পবিত্র সামের বুকে ঘুমিয়ে আছে মহাবীর খালিদ বিন
আল ওয়ালিদ। যেই সামে রাসূল (সা) এর সাহাবা মোহাবিয়া
(রা) এর ঘোড়া ছুটেছে, যেই সামে রাসূল (সা) এর দুজন স্ত্রী
সহ ৩০০ সাহাবার কবর আছে সেই সামে রক্তপাত হচ্ছে। এখন
শুধুই মক্কাতে রক্তপাত ঘটার বাকি আছে। যেদিন বায়তুল
হারামে রক্তপাত হবে, মানুষ খুন হবে সেদিন বুঝে নিবেন
ইমাম মাহাদী এসে গেছেন।উনার নাম হবে সম্ভবত মুহাম্মদ।
ইমাম মাহাদী উনার উপাধী হবে। ইহুদীরা তাকে সন্ত্রাসী
উপাধী দিবে। ইমাম মাহাদী এলে তার হাতে বায়াত গ্রহন
করা জরুরী। কারন ইমাম মাহাদীর পরের সময় টুকু ইসলামের
ভয়ংকর সময় হয়ে আসবে। হজরত আদম (আ) থেকে শুরু করে আজ
অবধী ইসলাম যে সংকট কাটিয়ে এসেছে তার থেকে ২০০/৩০০
গুন ভয়ংকর সংকট হবে এই ইমাম মাহাদী পরবর্তী সময়। এ সময়
আল্লাহ মিথ্যা খোদা দাবিদার দাজ্জাল কে মুক্ত করে
দিবেন, তাকে শিকল মুক্ত করে দেওয়া হবে। দাজ্জাল কতটুকু
ভয়ংকর, কতটুকু ভয়ংকর যে মুহাম্মদ (সা) নিজেই আল্লাহর
কাছে এই দাজ্জাল থেকে পরিত্রান চেয়েছে। সাথে সাথে
সাহাবীদের সতর্ক করে গেছেন। এই সংকটের চেয়ে ভয়াবহ
সংকট ইসলামে আসে নি আর। আমি এখন মরে গেলে একবার
কলেমা পাঠের দাবী নিয়ে আল্লাহর কাছে জান্নাত দাবী
করতে পারব কিন্তু দাজ্জাল সাক্ষাত জান্নাত জাহান্নাম
নির্ধারনের বিষয় হয়ে দাঁড়াবে। ঈমান শক্ত না হলে তার
মোকাবেলা করা অনেক কঠিন হবে অনেক কঠিন।
এখনো সময় আছে দুনিয়ার হাসি তামাশা থেকে ফিরে আসুন। এই ক্ষণস্থায়ী দুনিয়ার মিথ্যা মোহ-মায়ার বেড়া জ্বাল থেকে বেরিয়ে আসুন। আল্লাহ্‌র কালাম এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাহকে আকরে ধরুন। নিজের সমস্ত গুনাহের জন্য আল্লাহ্‌র কাছে মন থেকে তওবা করুন।এখনো সময় আছে ফিরে আসুন আপন মালিক এর নিকট। পরে হাজার কিংবা লক্ষ কিংবা কোটি কোটি বার চাইলেও আর ফিরে আসার সুযোগ থাকবেনা।

আল্লাহ্‌ তায়ালা সবাইকে রক্ষা করুক।
আমিন

copy

গাজা অঞ্চলের এক ভাই আমাকে জানেলেন আসল ষড়যন্ত্রকারী কারা।গতকাল চায়নাতে ফি{লি{স্তিনি গ{জার এক ভাই, আমার টি-শার্টে  ফি{লি{...
07/04/2025

গাজা অঞ্চলের এক ভাই আমাকে জানেলেন আসল ষড়যন্ত্রকারী কারা।

গতকাল চায়নাতে ফি{লি{স্তিনি গ{জার এক ভাই, আমার টি-শার্টে ফি{লি{স্তিনি পতাকা দেখে এগিয়ে এলেন। জিজ্ঞেস করলেন, “আপনি কি ফি{লি{স্তানের পক্ষে?”

আমি “হ্যাঁ” বলার পর, আমার সাথে তিনি ৩০ মিনিট ধরে চোখে জল নিয়ে কথা বললেন । তিনি জানালেন, গা{জ[র পেছনে ফিলিs{তান নেতারাই ষড়যন্ত্র চালাচ্ছে—তারা নিজেদের পকেট বরছে, বড়লোক হচ্ছে এবং সেই টাকা দেশের বাহিরে নিয়ে তারা শান্তিতে থাকছে, এবং তাদের মুল পরিকল্পনা গ{জা বাসিকে খুবই দ্রুত জর্ডান বা অন্য দেশের দিকে পাঠিয়ে দেওয়া। তিনি তাদের গপন টেলিগ্রাম গ্রুপ আমায় দেখালেন এবং সেখানে তাদের সকল আপডেট তারা দেখতে পান। কতো মানুষের জীবন জরেছে এবং গ্রুপে একজন গ{জা সেনা ছবি দেখিয়ে তিনি আমায় বললেন তুমি কি তাকে চেনো, আমি বললাম হে চিনি তবে নাম মনে নেই।

তার মুল কথা মধ্যে যা বুজতে পারলাম ফিলি}তান এর নেতা গুলো ষড়যন্ত্র করছে, গা{ জা শেষ করার জন্য এবং তারা আর বেশী সময় টিকে থাকতে পারবে না বলে তিনি আমায় জানিয়েছেন।

ভয়ে তাঁর দিন কেটে যাচ্ছে—তিনি এখন জর্ডান যাচ্ছেন, এবং বললেন চায়নাতেও তিনি নিরাপদ নন। বললেন, ফোনে যদি এসব প্রমাণ পাওয়া যায়, তাকেও ছেড়ে দেবে না। তাঁর চোখে পচন্ড ভয় ছিল, আমার মনে হচ্ছিল, তিনি না—আমি নিজেই সেই মানুষ।

আমার শেষ কথা; ইতিহাস সাক্ষী, যারা নির্যাতিত হয়েছে, শেষ জয় তাদেরই হয়েছে। আল্লাহর কসম, সেই পবিত্র মাটির সংগ্রাম কেউ থামাতে পারবে না।

-আলিফ মাহমুদ


(Copy post)

ফেরাউনকে যখন মূসা (আঃ) এর আগমন বার্তা দেয়া হয় তখন ভয়ে সে লাখ লাখ শিশু - বাচ্চাদের হ'ত্যা করেছিলো।কিন্তু আল্লাহ তার ঘরেই ...
07/04/2025

ফেরাউনকে যখন মূসা (আঃ) এর আগমন বার্তা দেয়া হয় তখন ভয়ে সে লাখ লাখ শিশু - বাচ্চাদের হ'ত্যা করেছিলো।কিন্তু আল্লাহ তার ঘরেই মূসা (আঃ) কে লালিত পালিত করেছিলেন। ফেরাউন ঠেকাতে পারেনি তার আগমনকে

হযরত ইসা (আঃ) এর সময়ও ততকালীন সম্রাটকে ইসা (আঃ) এর আগমন সম্পর্কে জানানো হয়েছিলো এবং সেও হাজার হাজার শিশু - বাচ্চা হ'ত্যা করেছিলো এরপরেও ইসা (আঃ) এর আগমন ঠেকাতে পারেনি!

ই'সরা'য়েলর নে'তানি'য়াহু একই কাজ করছে শিশু এবং বাচ্চাদের হ'ত্যা করে ইমাম মাহদির আগমন ঠেকাতে! কিন্তু এটা যে আল্লাহর পরিকল্পনা।

ইতিহাস পূনঃত্থাপন হচ্ছে, নিজের ইমানকে শক্ত করুন। দাজ্জাল আগমনের জন্য তারা " Third Temple " তৈরি করবে এবং দাজ্জালের ৪০ দিন পৃথিবী শাষণের পরেই ইমাম মাহদির আগমন ঘটবে! এর আগে পর্যন্ত আমাদের ধৈর্য ধরে থাকতে হবে। সময় খুবই কম, আমি আবারও বলছি নিজের ইমানকে শক্ত করুন!

~ ইশতিয়াক আহমদ
(Copy post)




জী*ব*ন্ত রফাহ থেকে অ*স্তি*ত্ব*হীন রফাহ!😭😭ইয়া আল্লাহ ফিলিস্তিনের জন্য তুমি যথেষ্ট হয়ে যাও🤲
06/04/2025

জী*ব*ন্ত রফাহ থেকে অ*স্তি*ত্ব*হীন রফাহ!😭😭
ইয়া আল্লাহ ফিলিস্তিনের জন্য তুমি যথেষ্ট হয়ে যাও🤲

আল্লাহ তাআলা ফিলিস্তিনবাসীকে আপনি হেফাজত করুন 😞
06/04/2025

আল্লাহ তাআলা ফিলিস্তিনবাসীকে আপনি হেফাজত করুন 😞

Address

Halishahar
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Moriom Almas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share