04/11/2025
মিছিল থেকে ফেরা ছাত্রলীগের ছয় কর্মীকে পুলিশের হাত থেকে বাঁচালো বাস যাত্রী !
"এই ছবিতে বাচ্চা কোলে লোকটি পুলিশের কাছ থেকে আমাদের ৬ জনকে নিরাপদে পার করে দেয়। বনানীতে মিছিল শেষে আমরা ৬ জন একটি বাসে উঠি। বাসটা কিছুদূর যাওয়ার পর হটাৎ একটা পুলিশের গাড়ি আমাদের বাসটা সহ আরো ১টা বাস থামিয়ে ফেলে। তারপরে সেখানে আরো একটি পুলিশের পিক-আপ আসে। আমরা তখন ধরেই নিয়েছিলাম আমাদেরকে আজ এরেস্ট করে ফেলবে। সবাইরে বললাম যা হওয়ার হবে চুপ করে বসে থাকেন। পরক্ষণেই বাসে আমার সিটের সামনে সিট দুটিতে এক ভাই তার ওয়াইফ আর বাচ্চা নিয়ে বসে ছিলো। সেই ভাইটি তার ওয়াইফের কোল থেকে বাচ্চাটি নিজের কোলে নিয়ে আমাদেরকে চুপচাপ বসে থাকতে বলে বাসের গেইটের সামনে পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে গেলো। আর বলতে লাগলো"আমার ওয়াইফ অসুস্থ, যেতে হবে,বাসটা ছেড়ে দেন"। ওই ভাইয়ের সাথে সাথে বাসের বাকি যাত্রীরাও বলে উঠলো সবার ইমারজেন্সী কাজ আছে। একজন বলে উঠলো "দেশে এত খুন খারাবী হয় সেই আসামীদের ধরার নাম নাই,আপনারা মিছিলের আসামী ধরতে এসে আমাদের হয়রানি করতে পারেন না। বাসটা ছাড়েন"। যাত্রীদের তোপের মুখে তখন পুলিশ আমাদের বাসটি ছাড়তে বাধ্য হয়। পরক্ষণে সেই ভাইটিকে আমরা জড়িয়ে ধরি এবং ওনার সাথে একটি ভালোবাসার ফ্রেমে আমরা ফ্রেমবন্দী হই।
বাচ্চা কোলে এটাই সেই ভাই, যার মুখটি লাভ ইমোজি দিয়ে ঢাকা।"