14/09/2025
আপনি কি জানেন, আমাদের প্রতিদিনের ইন্টারনেট—হোক সেটা YouTube, WhatsApp, Facebook কিংবা Netflix—এর ৯৯% ডেটা ভেসে যায় না স্যাটেলাইটে, বরং ছুটে চলে সমুদ্রের তলদেশে বিছানো আন্ডারসি কেবলের ভেতর দিয়ে? 🌊
এই কেবলগুলোর চওড়া প্রায় এক টুকরো গার্ডেন হোস (বাগানের পানির পাইপ)-এর মতো হলেও, এগুলো প্রতি সেকেন্ডে হাজার হাজার টেরাবাইট ডেটা বহন করতে সক্ষম।
🚢 ভিডিওতে জানবেন:
আন্ডারসি কেবল আসলে কীভাবে কাজ করে?
Dense Wavelength Division Multiplexing কীভাবে একসাথে অসংখ্য ডেটা সিগন্যাল বহন করে?
কেবল বসানোর সময় কেন প্রথমে বয়া (buoy) দিয়ে কেবলগুলো পানিতে ভাসিয়ে রাখা হয়?
এই কেবলগুলোকে ক্ষতি করে কারা—শিপ অ্যাঙ্কর, মাছ ধরার ট্রলার, নাকি… হাঙর 🦈?
কেন Starlink বা স্যাটেলাইট ইন্টারনেটও এখনো আন্ডারসি কেবলের বিকল্প নয়।
আজকের এই ভিডিও আপনাকে নিয়ে যাবে সমুদ্রের গভীরে, যেখানে লুকিয়ে আছে আধুনিক সভ্যতার প্রকৃত নেটওয়ার্ক—Submarine Cables।
____________________________________________________________
This video has been created entirely for Educational and Informational purposes.
Some video footage, images, and diagrams used here have been collected from various open sources and
third-party videos. These materials have been used under the Fair Use policy only to expand viewers’ knowledge.