23/11/2023
সাফল্যের চালিকাশক্তি আসে সিদ্বিলাভের জ্বলন্ত আকাঙ্খা থেকে।নেপোলিয়ন হিল লিখেছেন,"মানুষের মন যা কল্পনা করে এবং বিশ্বাস করে, মানুষ তা অর্জন করতেও পারে।"
এক তরুণ সক্রেটিসকে জিজ্ঞেস করেছিল,সাফল্য লাভের রহস্য কি,সক্রেটিস তাকে পরের দিন নদীর ধারে দেখা করতে বললেন।দেখা হবার পর দু'জনে জলের দিকে এগোতে লাগলেন এবং একগলা জলে গিয়ে দাঁড়ালেন।হঠাৎ কিছু না বলে সক্রেটিস ছেলেটির ঘাড় ধরে জলের মধ্যে ডুবিয়ে দিলেন।ছেলেটি জলের উপরে মাথা তোলবার যতই চেষ্টা করে সক্রেটিস ততই তাকে শক্তহাতে জলের নীচে ডুবিয়ে রাখলেন।বাতাসের অভাব নীল হয়ে গেলো ছেলেটির মুখ।সক্রেটিস তখন মাথাটি জলের উপরে তুললেন।ছেলেটি হাঁসফাঁস করে বুকভরে নিঃশ্বাস নিল।সক্রেটিস জিজ্ঞেস করলেন,যতক্ষণ জলের নিচে ছিলে ততক্ষণ তুমি সবচেয়ে আকুলভাবে কি চাইছিলে?ছেলেটি জবাব দিল বাতাস।সক্রেটিস বললেন এটিই সাফল্যের রহস্য।তুমি যেভাবে বাতাস চাইছিলে সেইভাবে যখন সাফল্য চাইবে তখন তুমি সাফল্য পাবে।সাফল্যের কোন গূঢ় রহস্য নেই।
(সাফল্য)