15/08/2025
বিশেষ প্রতিবেদন
হাঁস সংকটে কাবু আমেরিকার প্রেসিডেন্ট, শেষমেশ ঢাকায় অবতরণ!
ওয়াশিংটন, শুক্রবার:
আজ সকালে আমেরিকার প্রেসিডেন্টের হঠাৎ হাঁসের মাংস খাওয়ার প্রবল ইচ্ছে হয়। দুর্ভাগ্যবশত সেদিন যুক্তরাষ্ট্রের কোনো হোটেলে হাঁস নেই। হোয়াইট হাউসের শেফ বললেন,
> “স্যার, আজ শুধু মুরগি আর টার্কি আছে।”
প্রেসিডেন্ট রাগে জরুরি বৈঠক ডাকলেন। সিআইএ গুগল সার্চ করে জানাল—বাংলাদেশে হাঁসের মাংসের সিজন চলছে।
তৎক্ষণাৎ এয়ারফোর্স ওয়ান উড়ে এল ঢাকায়।
এয়ারপোর্টে নেমেই তিনি বললেন,
> “বাংলাদেশ, আমি আসছি… শুধু তোমার হাঁসের জন্য!”
একটি রেস্টুরেন্টে বসে গরম গরম হাঁস ভুনা আর ভাত খেয়ে তিনি উচ্ছ্বসিত হয়ে বললেন,
> “আহা! এই স্বাদের জন্যই তো এলাম!”
ঠিক তখনই একজন ওয়েটার ধীরে ধীরে এগিয়ে এসে কানে ফিসফিস করে বলল—
> “স্যার… আসলে আপনি যেটা খেলেন, সেটা ছিল আমেরিকা থেকে আজ সকালে আমদানি করা ফ্রোজেন হাঁস।”
প্রেসিডেন্ট দীর্ঘক্ষণ চুপ করে থাকলেন… তারপর বললেন,
> “তাহলে আমি মূলত নিজের দেশ থেকেই হাঁস খেতে ১২ হাজার কিলোমিটার উড়ে এলাম?”
তারপর তিনি বিল মিটিয়ে উঠে দাঁড়ালেন—
> “ঠিক আছে, অন্তত এয়ার মাইলস তো জমল!” 😆