Asmani's World

Asmani's World ''Story of Asmani's World''.

06/10/2024

W O M A N:
● changes her name.
● changes her home.
● leaves her family.
● moves in with you.
● builds a home with you.
● gets pregnant, the pregnancy changes her body.
● she gains weight
● almost gives up in the labor room due to the unbearable pain of childbirth..
● even the kids she delivers bear your name..
———————————————————
Til the day she dies.. everything she does... cooking, cleaning your house, taking care of your parents, bringing up your children, earning, advising you, ensuring you can be relaxed, maintaining all family relations, everything that benefits you. sometimes at the cost of her own health, hobbies, and beauty.
So who is really doing whom a favor?
Dear men, appreciate the women in your lives always, because it is not easy to be a woman.
Being a woman is priceless.

১২ ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন্নবী আল্লাহ্ তার সর্বশ্রেষ্ঠ নিয়ামত তার হাবিব সবার প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লালাহু আলা...
15/09/2024

১২ ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন্নবী

আল্লাহ্ তার সর্বশ্রেষ্ঠ নিয়ামত তার হাবিব সবার প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিবের উম্মত আমরা ❤️

এই নিয়ামতের শুকরিয়া করে শেষ করা যাবে না, এতোটাই মহামূল্যবান আমার আপনার সবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 🥹

Zamin O Zaman Tumhare Liye
Makin O Makan Tumhare Liye
Chunin O Chunan Tumhare Liye
Baney Do Jahan Tumhare Liye.

Dahan Mein Zuban Tumhare Liye
Badan Mein Jan Tumhare Liye
Hum Aye Yahan Tumhare Liye
Uthen Bhi Wahan Tumhare Liye.

লাব্বাইক লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ।

07/09/2024

আমাদের বাসার ছোট্ট ময়না পাখিটা আধো আধো বলতে শিখেছে বেশ।

টুকটাক শুদ্ধ অর্ধশুদ্ধ ভুলভাল সব মিলিয়ে আধো বুলি গুলো দারুণ লাগছে শুনছে ঐ ছোট্ট মুখে.....

আগে বাবা কে শুধু বাবা বলেই ডাকতো এখন সমার্থক শব্দ ও যোগ হয়েছে তাতে মিষ্টি করে বলে আব্বু...। মাকে যদি ও মা ডাকে বেশির ভাগ সময় মাঝে মধ্যে তার মন চাইলে আম্মু ও ডাকবে।

খেলনা পুতুলের নাম মিমি, একতা(একটা) আও(আরো) আবা..(আবার) আর একতা (আর একটা) আর না..(আর নাই),বাব্বা(কাবা) এমন নানা রকম অদ্ভুদ শব্দে মুখরিত আমাদের ঘর মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ 🥹

সবাই সময় মতো সব কিছু শিখে যায় শুধু প্রয়োজন অপেক্ষা ধৈর্য্য সাহায্য আল্লাহর উপর ভরসা ব্যাস আর কিচ্ছু না।

বাইরে থেকে প্রতিটা মানুষের গঠন একই রকম দেখতে হলে ও ভিতরের ধরন টা সবার আলাদা চিন্তা চেতনা ভাবনা অনুভূতি। সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি প্রতিটি মানুষই তার নিজের মধ্যে অদ্বিতীয় ইউনিক 💕

সবাইকে তার সৃষ্টিকর্তা যে ভালোবাসে তার একটি বিশেষ প্রমাণই হলো প্রত্যেকে নিজেই নিজের কোন না কোন ভিন্ন গুণে গুণান্বিত 🙂 সবাই সবার মতো দেখতে হলে ও সবাই তারা আলাদা ভিন্ন 😇


01/08/2024

দেশ ভালো না থাকলে আমরা কেউই আসলে ভালো থাকতে পারি না,

একটা দেশ তো দেশ হয় লাখো কোটি মানুষের ভালোবাসা, বিবেক, মানবতা, ন্যায়পরায়নতার সমাগমে। আর মানুষ কিভাবে সত্যিকারের মানুষ হিসেবে পরিচিতি পায় সেটা সত্যি আজ প্রশ্নবিদ্ধ?!

আমরা কি সত্যি ভালো আছি? মনের এই অস্থির অবস্থা হাহাকার কেমন করে প্রকাশ করলে সঠিকভাবে পরিস্ফুটিত হবে জানিনা!!
ভালো থাকার নাটক করতে করতে আমরা ক্লান্ত, খুব বেশি ক্লান্ত।

ঘুম হয় না, সারাক্ষণ ভীতি শঙ্কা নিয়ে দিন পার করা টা যদি বেঁচে থাকা বলে তাহলে, আমরা সবাই মরে গেছি, হুম মরে গেছি ভয়ের কাছে অন্যায়ের কাছে।

যে দেশে, সাধারণ মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারে না কথা বলতে পারে না মিথ্যার কাছে বিক্রি হয়ে বেঁচে থাকতে হয়, সেই দেশে হয়তো মরে গিয়ে বেঁচে থাকাটা অনেক বেশি সম্মানের।

সারাক্ষণ মনের মধ্যে একটা প্রশ্নই তীরের মতো আঘাত করে, দেশটা আসলে কার? আমরা নাহ্?! যদি, আমার দেশ হয়ে থাকে তাহলে কেন?

আমার দেশে আমার সামনে আমার তিল তিল করে বড় করা,বুকে রেখে বড় করা আমার কলিজার টুকরা সন্তান, আমার ব্যাক্তিগত সম্পদকে দেশেরই পুলিশ এভাবে গুলি করে মারবে, অমানুষিক ভাবে পিটাবে, চড় থাপ্পর যেভাবে যেমন পারবে তেমন আচরণ করবে? তাও আবার কোন অপরাধ ছাড়া!কেন?

এই কেন এর জবাব টা খুব জানতে ইচ্ছে করে! দেশ সন্তান সবই তো আমার তাহলে কেন এই অবিচার?

তাহলে কি ধরে নেবো? এই দেশটাই আমার না!!


জীবনের খুব সুন্দর মুহূর্ত গুলো উপভোগ করতে হয় ফুরিয়ে যাওয়ার আগে।মা বাবা হওয়া যতোটা না আনন্দের তার চাইতে কয়েকগুণ দায়িত্বে ...
11/07/2024

জীবনের খুব সুন্দর মুহূর্ত গুলো উপভোগ করতে হয় ফুরিয়ে যাওয়ার আগে।

মা বাবা হওয়া যতোটা না আনন্দের তার চাইতে কয়েকগুণ দায়িত্বে ভরপুর, নিজেকে পরিবর্তনের জীবনের একটা ধাপ ও বলা যায়।
আপনি কারো জন্য কতোটা গুরুত্ব বহন করছেন সেটা প্রয়োজনীয় না কিন্তু আপনার বাচ্চার জন্য সবসময়ই গুরুত্ব বহন করেন এটা কতোটা তা হয়তো বলে বুঝানো অসম্ভব।

হুম, বাচ্চার এই গুরুত্বের মর্ম টা রাখতে হয় সযত্নে।বাচ্চারা ছোট বেলাটা খুব ভালোভাবে মনে রাখে এটেনশন পেতে চায়, এগুলো তুচ্ছ নয় বিরাট কিছু। আপনি যতোটা তাকে মনোযোগ দিয়ে শুনবেন সে ও ঠিক ততোটাই আপনাকে শুনবে সবথেকে বড় কথা বিশ্বাস করবে।

আপনি কিভাবে আচরণ করছেন এটা অনেক বড় একটা পার্ট তার লাইফে, সে অনুকরণ করে আপনাকে হয়তো আপনার অজান্তেই বা খেলার ছলে। এটা ক্ষণিকের জন্য খেলা মনে হলে ও তার জীবনে এটা বড় ইমপ্যাক্ট ফেলে।

তাই, বাচ্চার আচরণ ঠিক করতে হলে নিজের বা নিজেদের আচরণে পরিবর্তন আনা সবার আগে জরুরী, দুইটা চর কিল থাপ্পড় মারলেই হয়তো টেম্পোরারি কাজ হবে কিন্তু টাইফটাইম আপনাকে সে অবিশ্বাস করে যাবে, কোন কোন বাচ্চা এতোটাই বিরক্ত হয়ে যায় যে বাবা মাকে ঘৃণা পর্যন্ত করে, হুম শুনতে কটু শুনালে ও এটাই বাস্তবতা।

তাই, শুরু থেকেই বাচ্চার সাথে বন্ডিং টা তেমন ভাবে তৈরী করুন। তার সাথে বসুন কথা বলুন তাকে শুনুন সময় কাটান। আপনার করা সকল আচরন কিন্তু ভবিষ্যতে ফেরত পাবেন এটা মাথায় রেখেই বাচ্চার উপর সহানুভূতিশীল হওয়া প্রয়োজন আর একটু বেশি 😊

একটু অনিময়মিত...বেশ কয়দিন যাবত তেমন একটা পেইজ বা আইডিতে এক্টিভ ছিলাম না কারণ তেমন কিছুই না, ইচ্ছে হয়নি ব্যাস.... শুধু ইচ...
06/07/2024

একটু অনিময়মিত...

বেশ কয়দিন যাবত তেমন একটা পেইজ বা আইডিতে এক্টিভ ছিলাম না কারণ তেমন কিছুই না, ইচ্ছে হয়নি ব্যাস....

শুধু ইচ্ছে হয়েছে একটু সব কিছু থেকে দূরে থাকি নিজেকে সময় দেই নিজের মতো থাকি সময় টা উপভোগ করি, এইটুকুই...,

হঠাৎ, মনে হলো সময় গুলো খুব দ্রুতই পালাচ্ছে উপভোগ করতে না পারলেই মিস, কথা বলতে না পারা বাচ্চাটা এখন একটা দুটো করতে করতে প্রায় অনেক শব্দ আয়ত্ত করে ফেলেছে (স্পষ্ট না হয়তো) কয়দিন পর হয়তো কথা ও বলবে স্পষ্ট, কিন্তু এই সময়!! এই সময় গুলো তো আমি আর পাবো না কখনোই না!!

ভাবতেই চোখে পানি চলে আসছে, সারাদিন হৈচৈ করে মাতিয়ে রাখা বাচ্চাটা বড় হয়ে যাবে চোখের পলকেই 🥹

খুব মিস করবো জীবনের এই মিষ্টি সময় গুলো, সোস্যাল মিডিয়া আমার কাছে এতোটা গুরুত্ব কখনোই বহন করে না, স্মৃতি ধরে রাখতেই হয়তো মাঝে মাঝে মনের অব্যক্ত কথাগুলো লিখি বা পিক ভিডিও আপলোড করি, কিন্তু.....

আমার পরিবার এবং সন্তানের প্রায়োরিটি আমার কাছে সব কিছুর উপরের শিখায় 💕
আমি স্রোতের ভেলায় গাঁ ভাসাতে তেমন একটা পছন্দ করি না নিজের মতো থাকতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করি, শান্তি পাই...

বিদ্র: ছবিতে বানানো তাহার একমাত্র যুদ্ধ বিমান 😁
নিত্য নতুন এমন চমক এখন হর হামেশাই চলে আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহু 💕
Say, MASHALLAH everyone 🥰

🥹
02/07/2024

🥹

নিজস্ব একটা ডাকবাক্স থাকুক~প্রেম পত্র না আসুকমাঝে মাঝে মন ভালো করার চিঠি আসুক,যেটা হাতে নিলেইঠোঁটের কোণে একটা প্রশান্তির...
18/06/2024

নিজস্ব একটা ডাকবাক্স থাকুক~
প্রেম পত্র না আসুক
মাঝে মাঝে মন ভালো করার চিঠি আসুক,
যেটা হাতে নিলেই
ঠোঁটের কোণে একটা প্রশান্তির হাসি ফুঁটুক!

কলমে: সন্ধ্যাবাতি

সত্যি ভাবার বিষয়!! 😟
10/06/2024

সত্যি ভাবার বিষয়!! 😟

04/01/2024

" Keep supporting your women "

একজন মেয়ে এবং মা হিসেবে অন্যরকম অদ্ভুত Feeling হলো আজ, হয়তো অনেকের কাছে কথাগুলো আদিখ্যেতা মনে হতে পারে আবার কারো কাছে হয়তো অনেক বেশি motivating বা positive ও লাগতে পারে আসলে চিন্তা ভাবনা বা Feel করার ব্যাপারটা একেক রকম মানুষভেদে,এমন হওয়াটাই স্বাভাবিক।

আচ্ছা কথা আসলে সেটা না কথাটা যেটা তা হলো মেয়েদেরকে বা আমরা আসলে কিভাবে ট্রিট করি বা কেমন করা উচিত!একটা মেয়ের জীবনের প্রতিটা ধাপে ধাপে সম্পর্ক গুলোর মানে আশেপাশের মানুষ গুলো দায়িত্ববোধ চিন্তা চেতনা সব কিছু বদলাতে থাকে ছেলেদের ও বয়সের সাথে অভিজ্ঞতা হয় দায়িত্ববোধ বাড়ে কিন্তু মেয়েদের ক্ষেত্রে ব্যাপারগুলো কেমন যেনো অন্যরকম।

একটা ছোট্ট মেয়েকে দেখবেন অকারনে ও খিলখিলিয়ে হাসে কিন্তু বয়স অভিজ্ঞতা আশেপাশের পরিবেশ মানুষ নতুন নতুন সম্পর্কের মাঝে সবার আগে ধীরে ধীরে মেয়েটার হাসিটাই বিলীন হতে থাকে। তখন একটা হয় কারনে হাসে নাহয় না পারতে হাসে, অকারনে খিলখিলিয়ে হাসিটা হাসা হয় না আর কেন যেন!!

আমার মনে হয়, একটা মেয়ে নিজেকে যতোটা না মা হিসেবে দেখতে চায় তার চেয়ে দশগুন বেশি এক্সাইটেড থাকে প্রিয় মানুষটাকে (হাসবেন্ডকে) বাবা হিসেবে দেখার অপেক্ষায়, এই অপেক্ষার প্রতিটা প্রহর গুনতে গুনতে হাতে স্ব ইচ্ছায় সাহস নিয়ে বার বার সুুঁচ ফুটানো থেকে শুরু প্রেগন্যান্সির কত শত প্যারা অপারেশন থিয়েটারে পেট কাটবে জেনে ও মুখের মধ্যে ইয়া বড় একটা হাসি নিয়ে শেষ অবধি যুদ্ধ টা চালিয়ে যায়, এই একটা জায়গায়ই মেয়েরা হয়তো সব থেকে বেশি সাহসী, কোত্থেকে আসে এতো সাহস!! যে কি না একটা সাধারণ কথায় ও ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে চোখের পানি দিয়ে সাগর বানিয়ে ফেলে 😅

বেবী হওয়ার আগ পর্যন্ত মোটামুটি সব কিছুই ঠিকঠাক থাকে হাসবেন্ডের প্যাম্পারিং পুরো চৌদ্দ গুষ্টির আদরে গদগদ হওয়া কিন্তু আসল খেলাটা শুরু হয় বাবু হওয়ার পর সদ্য হওয়া মা টাকে সবাই এতো অসহায় বোধ করায় যা আসলে বলার মতো না, একটা মেয়ে যে কি না সবে মাত্র মা হলো তার উপর দিয়ে মেন্টাল ট্রমা যায় সেটা সে বোঝে। খুব পরিপাটি মেয়েটাও কেমন যেন এলোমেলো হয়ে যায় মানসিক ডিপ্রেশন শরীর পরিবর্তন একটা নতুন জীবনের দায়িত্ব সব মিলিয়ে কেমন যেনো অস্বাভাবিক লাগে সবকিছু! এসময় প্রচুর " postpartum depression " হয় কি যে বিরক্তিকর সময় যায় একটা মায়ের নিজের সাথে একটা যুদ্ধ চলে নিজের।

নতুন বাচ্চা পেয়ে সবাই মা টাকে ভুলে বসে বাচ্চার কিছু হলেই আঙুল টা উঠে মায়ের উপর, কিন্তু সবচেয়ে বেশি সার্পোট তখন মায়ের পাওয়া উচিত, এই সময়টাতে মনের মধ্যে অগোছালো কথা ঘুরপাক খায় হাজারো প্রশ্ন কিন্তু সেই এলোমেলো কথাগুলো ফিটিংস গুলো শোনার কোন মানুষ থাকে না ইভেন কিছু ক্ষেত্রে হাসবেন্ড ও না হ্যাঁ এটাই সত্যি!!

তাই সদ্য নবজাতকের মাকে কেউ জাজ না করে সম্ভব হলে সহায়তার হাতটা বাড়িয়ে দিয়েন তা না পারলেও দুটো হেসে মিষ্টি করে কথা বলুন খোঁচা মারবেন না প্লিজ, অতিরিক্ত জ্ঞান দিতে যাইয়েন দয়া করে বাচ্চা কেমনে পালা লাগে সবাই সময়ের সাথে সাথে আসলে শিখে যায়, নিজের মতো করে।সে কেমন আছে,তার মনের কথাগুলো একটু গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করুন হয়তো অপ্রয়োজনীয় মনে হতে পারে আপনার তারপর ও শুনুন কেননা এতে ঐ মা টা হালকা বোধ করবে। এক্ষেত্রে একজন হাসবেন্ড দারুন ভূমিকা পালন করতে পারে কারন বাচ্চাটা মায়ের একার না আপনার ও তাই গাছ ভালো থাকলে ফল এমনিই ভালো হবে তাই না!

সব হাসবেন্ড আসলে এক রকম না বউকে প্যাম্পার করতে হয় জিনিসটা অনেকের কাছেই হয়তো ইগো তে লাগে, ইগো টাকে একটু পাশে রেখে আমরা সবাই চেষ্টাটুকু হলে ও তো করতে পারি, কি তাই তো!? দিনশেষে আসলে একটা মেয়ে একটু যত্ন আর ভালোবাসার চেয়ে বেশি আর কিছুই চায় না 💞

দুজন সব কিছু ভাগাভাগি করে নিলে আসলে প্যারেন্টিং জার্নিটা অনেক বেশি আনন্দের স্মৃতি হয়ে যায়, কারো উপর দায়িত্ব চাপিয়ে দেয়াটা মোটে ও বীরত্বের প্রতীক হয় না 🙃

" Sharing and Caring is better then doing nothing 😇 it’s helps your bonding more stronger 🥰 "








Send a message to learn more

Address

Agrabad
Chittagong
4000

Telephone

+8801303162226

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asmani's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asmani's World:

Share

Category