04/01/2024
" Keep supporting your women "
একজন মেয়ে এবং মা হিসেবে অন্যরকম অদ্ভুত Feeling হলো আজ, হয়তো অনেকের কাছে কথাগুলো আদিখ্যেতা মনে হতে পারে আবার কারো কাছে হয়তো অনেক বেশি motivating বা positive ও লাগতে পারে আসলে চিন্তা ভাবনা বা Feel করার ব্যাপারটা একেক রকম মানুষভেদে,এমন হওয়াটাই স্বাভাবিক।
আচ্ছা কথা আসলে সেটা না কথাটা যেটা তা হলো মেয়েদেরকে বা আমরা আসলে কিভাবে ট্রিট করি বা কেমন করা উচিত!একটা মেয়ের জীবনের প্রতিটা ধাপে ধাপে সম্পর্ক গুলোর মানে আশেপাশের মানুষ গুলো দায়িত্ববোধ চিন্তা চেতনা সব কিছু বদলাতে থাকে ছেলেদের ও বয়সের সাথে অভিজ্ঞতা হয় দায়িত্ববোধ বাড়ে কিন্তু মেয়েদের ক্ষেত্রে ব্যাপারগুলো কেমন যেনো অন্যরকম।
একটা ছোট্ট মেয়েকে দেখবেন অকারনে ও খিলখিলিয়ে হাসে কিন্তু বয়স অভিজ্ঞতা আশেপাশের পরিবেশ মানুষ নতুন নতুন সম্পর্কের মাঝে সবার আগে ধীরে ধীরে মেয়েটার হাসিটাই বিলীন হতে থাকে। তখন একটা হয় কারনে হাসে নাহয় না পারতে হাসে, অকারনে খিলখিলিয়ে হাসিটা হাসা হয় না আর কেন যেন!!
আমার মনে হয়, একটা মেয়ে নিজেকে যতোটা না মা হিসেবে দেখতে চায় তার চেয়ে দশগুন বেশি এক্সাইটেড থাকে প্রিয় মানুষটাকে (হাসবেন্ডকে) বাবা হিসেবে দেখার অপেক্ষায়, এই অপেক্ষার প্রতিটা প্রহর গুনতে গুনতে হাতে স্ব ইচ্ছায় সাহস নিয়ে বার বার সুুঁচ ফুটানো থেকে শুরু প্রেগন্যান্সির কত শত প্যারা অপারেশন থিয়েটারে পেট কাটবে জেনে ও মুখের মধ্যে ইয়া বড় একটা হাসি নিয়ে শেষ অবধি যুদ্ধ টা চালিয়ে যায়, এই একটা জায়গায়ই মেয়েরা হয়তো সব থেকে বেশি সাহসী, কোত্থেকে আসে এতো সাহস!! যে কি না একটা সাধারণ কথায় ও ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে চোখের পানি দিয়ে সাগর বানিয়ে ফেলে 😅
বেবী হওয়ার আগ পর্যন্ত মোটামুটি সব কিছুই ঠিকঠাক থাকে হাসবেন্ডের প্যাম্পারিং পুরো চৌদ্দ গুষ্টির আদরে গদগদ হওয়া কিন্তু আসল খেলাটা শুরু হয় বাবু হওয়ার পর সদ্য হওয়া মা টাকে সবাই এতো অসহায় বোধ করায় যা আসলে বলার মতো না, একটা মেয়ে যে কি না সবে মাত্র মা হলো তার উপর দিয়ে মেন্টাল ট্রমা যায় সেটা সে বোঝে। খুব পরিপাটি মেয়েটাও কেমন যেন এলোমেলো হয়ে যায় মানসিক ডিপ্রেশন শরীর পরিবর্তন একটা নতুন জীবনের দায়িত্ব সব মিলিয়ে কেমন যেনো অস্বাভাবিক লাগে সবকিছু! এসময় প্রচুর " postpartum depression " হয় কি যে বিরক্তিকর সময় যায় একটা মায়ের নিজের সাথে একটা যুদ্ধ চলে নিজের।
নতুন বাচ্চা পেয়ে সবাই মা টাকে ভুলে বসে বাচ্চার কিছু হলেই আঙুল টা উঠে মায়ের উপর, কিন্তু সবচেয়ে বেশি সার্পোট তখন মায়ের পাওয়া উচিত, এই সময়টাতে মনের মধ্যে অগোছালো কথা ঘুরপাক খায় হাজারো প্রশ্ন কিন্তু সেই এলোমেলো কথাগুলো ফিটিংস গুলো শোনার কোন মানুষ থাকে না ইভেন কিছু ক্ষেত্রে হাসবেন্ড ও না হ্যাঁ এটাই সত্যি!!
তাই সদ্য নবজাতকের মাকে কেউ জাজ না করে সম্ভব হলে সহায়তার হাতটা বাড়িয়ে দিয়েন তা না পারলেও দুটো হেসে মিষ্টি করে কথা বলুন খোঁচা মারবেন না প্লিজ, অতিরিক্ত জ্ঞান দিতে যাইয়েন দয়া করে বাচ্চা কেমনে পালা লাগে সবাই সময়ের সাথে সাথে আসলে শিখে যায়, নিজের মতো করে।সে কেমন আছে,তার মনের কথাগুলো একটু গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করুন হয়তো অপ্রয়োজনীয় মনে হতে পারে আপনার তারপর ও শুনুন কেননা এতে ঐ মা টা হালকা বোধ করবে। এক্ষেত্রে একজন হাসবেন্ড দারুন ভূমিকা পালন করতে পারে কারন বাচ্চাটা মায়ের একার না আপনার ও তাই গাছ ভালো থাকলে ফল এমনিই ভালো হবে তাই না!
সব হাসবেন্ড আসলে এক রকম না বউকে প্যাম্পার করতে হয় জিনিসটা অনেকের কাছেই হয়তো ইগো তে লাগে, ইগো টাকে একটু পাশে রেখে আমরা সবাই চেষ্টাটুকু হলে ও তো করতে পারি, কি তাই তো!? দিনশেষে আসলে একটা মেয়ে একটু যত্ন আর ভালোবাসার চেয়ে বেশি আর কিছুই চায় না 💞
দুজন সব কিছু ভাগাভাগি করে নিলে আসলে প্যারেন্টিং জার্নিটা অনেক বেশি আনন্দের স্মৃতি হয়ে যায়, কারো উপর দায়িত্ব চাপিয়ে দেয়াটা মোটে ও বীরত্বের প্রতীক হয় না 🙃
" Sharing and Caring is better then doing nothing 😇 it’s helps your bonding more stronger 🥰 "
Send a message to learn more